Voice Of UK

Voice Of UK "নতুন প্রজন্মে উন্মোচিত হোক দুর্বৃত্তের মুখোশ!"

19/09/2023

ব্রিটেন থেকে মুক্তি পাচ্ছে জুনায়েদ আন্দ্রের স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র "ধনুকবাজ"।

08/08/2023

"আলোর শিখা হয়ে জ্বলে উঠলো প্রাক্তনরা"

04/08/2023

সিলেটের সিনিয়র নেতাদের কর্মী হিসেবে কাজ করবেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

সিলেট-১ আসনের বর্তমান এমপি পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। তার বড় ভাই প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মতো আব...
03/08/2023

সিলেট-১ আসনের বর্তমান এমপি পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। তার বড় ভাই প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মতো আবদুল মোমেনও তৃণমূল থেকে উঠে আসা নেতা নন। তবে ভাইয়ের হাত ধরে কূটনীতি থেকে রাজনীতিতে এসে বড় ভাইয়ের দেখানো পথই অনুসরণ করেছেন তিনি। তার নামে দুর্নীতির অভিযোগ নেই। তিনি কথা বললে মানুষ শুনতে পছন্দ করেন। সজ্জন ও দক্ষ মানুষ হিসেবে সিলেটের আপামর সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। আগামী নির্বাচনে তিনিই নৌকা মার্কার প্রার্থী হবেন, এনিয়ে কোনো দ্বিধা নেই আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে।

দ্বাদশ নির্বাচন : সিলেট-১ আসনে ভালো অবস্থানে আ. লীগ, বিএনপিতে ‘প্রার্থীর দ্বন্দ্ব’!

02/08/2023

আবারও নৌকায় উঠতে চান সুলতান মনসুর এমপি।

02/08/2023

‘ভয়েস অফ ইউকে’র যাত্রা শুরু, উদ্বোধন করলেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান

28/07/2023

সুনামগঞ্জ-৫ আসন? যেখানে নৌকা সেখানেই ফজলুর রহমান!

27/07/2023

জানুন কীভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে রিসিভ করেছিলেন?

ব্রিটেনের দ্বিতীয় সর্ববৃহত্তম নগরী বার্মিংহামে বসবাসরত ছাতকবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানকে।

তিনি সংবর্ধিত অতিথির বক্তব্যে দেশের নানা ইতিহাস নিয়ে আলোচনা করেন।

তাঁর আলোচনায় ওঠে আসে "ব্রিটিশ প্রধানমন্ত্রী কীভাবে সম্মান জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুকে ব্রিটেনে অভ্যর্থনা জানিয়েছিলেন।

26/07/2023

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে এক হাত দেখিয়ে দিলেন ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান!

সংসদীয় আসন সিলেট-৩ : গ্রিন সিগনাল নিয়ে যা বললেন আ.স.ম মিসবাহ, মনোনয়ন পাবেন কে হাবিব না ডা. দুলাল?সংসদ নির্বাচন আসন্ন। স্...
26/07/2023

সংসদীয় আসন সিলেট-৩ : গ্রিন সিগনাল নিয়ে যা বললেন আ.স.ম মিসবাহ, মনোনয়ন পাবেন কে হাবিব না ডা. দুলাল?

সংসদ নির্বাচন আসন্ন। স্থানীয় ও জাতীয় পর্যায়ের নির্বাচন নিয়ে বিরোধী দলগুলোর অন্তহীন অভিযোগ! তবুও থেমে নেই পাওয়ার পার্টি আওয়ামী লীগের নেতাদের মনোনয়ন প্রাপ্তির লবিং-তদবির। নির্বাচন আসলেই শুরু হয় মনোয়ন প্রাপ্তির জন্য সর্বোচ্চ তদবির। কেউ হয়ে ওঠেন 'বড় আপা' কেউ বা আবার 'ছোট আপা'র 'মাইম্যান'! এমন পরিস্থিতিতে নানা জটিলতায় যেমন আওয়ামী লীগকে পড়তে হয়; তেমনি বিভ্রান্ত হন তৃণমূল নেতাকর্মীরা।

সিলেট-৩ আমনের বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। আসনটির তিনবারের এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরীর মৃত্যুর পর তিনি গত উপনির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছোটবোন শেখ রেহানার আশির্বাদে মনোনয়ন পেয়েছিলেন! নানা আলোচনা-সমালোচনার মধ্যে এবারও মনোনয়ন পেয়ে নির্বাচন করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন।

মনোনয়ন প্রত্যাশী আরেকজন হলেন ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল। দেশের একজন প্রখ্যাত চিকিৎসক। বর্তমান সরকারের আমলে চিকিৎসাক্ষেত্র ঢেলে সাজানোর ক্ষেত্রে অবদান রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তাঁর কর্মকে মূল্যায়ণ করেন। সরকারি চাকরির সুবাদে নির্বাচনে অংশ নেননি অতীতে এখন নির্বাচন করতে তাঁর আর কোনো বাধ্যবাধকতা নেই। তিনি চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। হাইকমান্ডের সুনজরে থাকা ডা. দুলাল মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে তাঁকে দেখা যেতে পারে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে! সেই স্বপ্নও দেখছেন সিলেট-৩ আসনের সচেতন ভোটাররা।

আরেকজন যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আ.স.ম মিসবাহ। এমপি হাবিবের মতো তিনিও রয়েছেন শেখ রেহানার সুনজরে। সিলেট-৩ আসনে মনোনয়ন প্রাপ্তির আশায় কাজ করছেন। তিনিও মনোনয়ন চাইবেন। তবে মনোনয়ন চাওয়া পাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে বেশ কিছু স্ট্যাটাসে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তিনি! প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গ্রিন সিগনাল পেয়েছেন-এমন অসংখ্য স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিজের বক্তব্য প্রকাশ করেছেন মিসবাহ।

তিনি আজ (২৬ জুলাই) তাঁর ফেইসবুকে গ্রিন সিগনাল পাওয়া নিয়ে লিখেছেন, "আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল ও আমার নেত্রী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা এবং প্রিয় ছোট আপা শেখ রেহানাসহ দলের সিদ্ধান্তকে ও তৃণমূলের সাথে মিলে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়কে সুনিশ্চিত করার কাজে অতীতের ধারাবাহিকতায় অংশগ্রহণ করবো।

ইদানিং বিভিন্ন সোসিয়াল মাধ্যমে আগামী নির্বাচনে সিলেট-৩ আসনের গ্রীন সিগন্যাল বিষয়ে আমার বরাত দিয়ে কিছু কিছু তৃণমূলের কর্মীদের পোস্ট লক্ষ্য করা যাচ্ছে।

এই বিষয়ে আমার সুস্পষ্ট বক্তব্য-নির্বাচনী লড়াই এ অংশগ্রহণ করতে চাই এবং এটি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির অংশ। তবে আমি
প্রধানমন্ত্রী এবং দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থাশীল।
তাই কোনো প্রকারের বিভ্রান্তিমূলক প্রচারণা আমার পক্ষে না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আমার সবিনয় অনুরোধ। আমি বিশ্বাস করি আমরা ঐক্যবদ্ধ এবং অনেক শক্তিশালী।

বার্মিংহামে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানকে সংবর্ধিত করবে ছাতকবাসীফজলুর রহমান। আপাদমস্তক এক সৈনিক। বঙ্গবন্ধুর আদ...
24/07/2023

বার্মিংহামে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানকে সংবর্ধিত করবে ছাতকবাসী

ফজলুর রহমান। আপাদমস্তক এক সৈনিক। বঙ্গবন্ধুর আদর্শ লালনকারী এ নেতা আওয়ামী লীগের রাজনীতি করে কাটিয়ে দিয়েছেন জীবনের সিংহভাগ সময়।

ছাত্রজীবন থেকে দলটির বিভিন্ন পদে আসীন হয়েছেন বার বার। পদ প্রাপ্তির রাজনীতি না করলেও দলকে প্রতিষ্ঠিত করাই ছিলো তাঁর মিশন-ভিশন। ছিলেন ছাতক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।

তাঁর রাজনৈতিক বিচক্ষণতা আর দূরদর্শিতার কারণে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর হাতে তুলে দিয়েছেন স্বাধীনতার প্রতীক নৌকা। ফজলুর রহমানও সিক্ত হয়েছেন জনতার ভালোবাসায়। দুইবার নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে।

ফজলুর রহমানের প্রতি জনতার ভালোবাসার ঢেউ ছাতক, সুনামগঞ্জ ও দেশের গণ্ডি পেরিয়ে অনেকবার ছড়িয়েছে ব্রিটেনেও। এবারও এর ব্যত্যয় ঘটেনি।

আগামীকাল (২৬ জুলাই) বুধবার বেলা সাড়ে ১২টায় তাঁকে বিশাল সংবর্ধনা দিচ্ছে ব্রিটেনের বার্মিংহামে বসবাসরত বৃহত্তর ছাতকবাসী। সংবর্ধনা অনুষ্ঠানটি বার্মিংহামের স্মলহিথের কভেন্টি রোডের মিষ্টিদেশ নামক অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি কামনা করেছেন সংশ্লিষ্টরা।

23/07/2023

সিলেট-৩ আসনের প্রয়াত এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরীর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে চান সংসদ সদস্য প্রার্থী ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল।

19/07/2023

ব্রিটেনে সিলেটের ফয়েজ উদ্দিন এমবিই'র "হোয়াইট হাউস।"

নালিশ যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে?শান্তির শোভাযাত্রায় এমপি হাবিব ও জাকিরের মধ্যে অশান্তি! সিলেট আওয়ামী লীগের শান্তি ও উন্...
18/07/2023

নালিশ যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে?
শান্তির শোভাযাত্রায় এমপি হাবিব ও জাকিরের মধ্যে অশান্তি!

সিলেট আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় হঠাৎ করেই অশান্ত হয়ে পড়েন আওয়ামী লীগের শীর্ষ দুই নেতা। তর্ক ও বাকবিতন্ডায় কেন শান্তির শোভাযাত্রার পরিবেশ অশান্ত হয় এর নেপথ্যের কাহিনীও জানা গেছে। হাবিব জেলা আওয়ামী লীগের সদস্য আর জাকির হোসেন মহানগরের সাধারণ সম্পাদক।

সূত্র মতে, মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে রেজিস্ট্রারি মাঠে সংক্ষিপ্ত সমাবেশে তর্ক ও বাকবিতন্ডায় জড়ান সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এ সময় দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে। এ নিয়ে বিব্রত অবস্থায় পড়েন উপস্থিত নেতারা।

আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, সমাবেশ চলাকালে তখন বক্তব্য রাখছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খান। এ সময় বক্তৃতাস্থলের এসে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পাশে দাঁড়াতে চান হাবিব। যুগ্ম সম্পাদক কবির আহমদকে সরিয়ে তিনি আসতে চাইলে এতে বাধা দেন অধ্যাপক জাকির। এ কারণে জাকিরের উপর ক্ষিপ্ত হন হাবিব। দুজনে তর্কে জড়ালে পরিস্থিতি ঘোলাটে হয়।

অধ্যাপক জাকিরের উপর এমপি হাবিবের ক্ষেপে যাওয়ার ঘটনাকে অনেকেই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলেও মন্তব্য করেছেন!

আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ঘটনার পরপরই তাঁর ফেইসবুকে লিখেছেন, "রাজনৈতিক সৌজন্যতা ও শিষ্টাচার সকল রাজনৈতিক কর্মীর জন্য আবশ্যক। যদিও তা ক্ষমতা পেয়ে অনেকেই ভুলে গিয়েছিলাম, এখনো ভুলে যাই।"

নাম প্রকাশ না করার শর্তে মহানগর আওয়ামী লীগের শীর্ষ এক নেতা বলেন, দলীয় প্লাটফর্ম ও জনপ্রতিনিধি সমান নয়; এমপি হলেই যে তৃর্ণমূল থেকে ওঠে আসা সিনিয়র নেতাদের সাথে খারাপ আচরণ করতে হবে আর ক্ষমতা দেখাতে হবে-তা মোটেও কাম্য নয়! তিনি বলেন বিষয়টি দলীয় প্রধানকে জানানো হবে! যার সাথে তিনি আজ ক্ষমতা দেখিয়ে খারাপ আচরণ করলেন ভুলে গেলে চলবে না-এই জাকির হোসেন দুর্দিনের নেতা। জাকিররা যখন হামলা, মামলার শিকার হয়েছিলেন তখন এমপি হাবিব কোথায় ছিলেন? অধ্যাপক জাকির যখন ছাত্রলীগের দায়িত্বে ছিলেন তখন আজকের এমপি হাবিব শিশু ছিলেন। তিনি এমপি ও জেলা আওয়ামী লীগের সদস্য হওয়ার আগে সিলেটের রাজনীতিতে কোন পর্যায়ের নেতা ছিলেন-তা তাঁর কাছ থেকেই জেনে নেবেন? বলে প্রশ্ন রাখেন এ নেতা!

বার্মিংহামের প্রতিষ্ঠিত ব্যবসায়ী কামরান আহমদের শরীরে অস্ত্রোপচার মঙ্গলবার : দোয়া কামনাসিলেটের প্রাচীনতম বিদ্যাপীঠ ইছরাব ...
17/07/2023

বার্মিংহামের প্রতিষ্ঠিত ব্যবসায়ী কামরান আহমদের শরীরে অস্ত্রোপচার মঙ্গলবার : দোয়া কামনা

সিলেটের প্রাচীনতম বিদ্যাপীঠ ইছরাব আলী হাই স্কুল ও কলেজের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী, ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম নগর বার্মিংহামের প্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ী কামরান আহমদ গুরুতর অসুস্থ। তিনি ব্রিটেনের বার্মিংহামের কভেন্টি রোড়ের সুনামধন্য ও জনপ্রিয় রেস্তোরাঁ মিষ্টি দেশের একজন পরিচালক।

আগামীকাল (১৮ জুলাই) বার্মিংহামের একটি হাসপাতালে তাঁর শরীরে মেজর অস্ত্রোপচার করবেন ব্রিটেনের অভিজ্ঞ চিকিৎসকেরা। কামরান তাঁর পরিচিত, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

কামরান আহমদের নিকট আত্মীয় শাহ আলমগীর জানান, কামরানের শরীরে বড় ধরণের এবং ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার হবে মঙ্গলবার। সকলের কাছে অসুস্থ কামরানের পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

আলমগীর বলেন, কামরান হাসপাতালে থাকা অবস্থায় তাঁকে ফোন না করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল।

শোক সংবাদযুক্তরাজ্য যুবলীগ বার্মিংহাম শাখার সভাপতি এমদাদুর রহমান সুয়েজের ছোটবোন শাপলা বেগম (৪৩) আর নেই (ইন্না-লিল্লাহ......
16/07/2023

শোক সংবাদ

যুক্তরাজ্য যুবলীগ বার্মিংহাম শাখার সভাপতি এমদাদুর রহমান সুয়েজের ছোটবোন শাপলা বেগম (৪৩) আর নেই (ইন্না-লিল্লাহ...রাজিউন)। রোববার রাত ৯ টা ২০ মিনিটে তিনি তাঁর স্বামীর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি ওসমানীনগর উপজেলার পশ্চিম বুরুঙ্গার জামাল আহমদের স্ত্রী। শাপলা বেগম কিছুদিন থেকে শারীরিক নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, স্বামী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ সোমবার দুপুর ২ টায় পশ্চিম বুরুঙ্গা জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

শাপলা বেগমের জানাজার নামাজে সকলের উপস্থিতি ও তাঁর রুহের মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন তাঁর বড়ভাই এমদাদুর রহমান সুয়েজ।

সংবাদ বিজ্ঞপ্তি :সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান ...
13/07/2023

সংবাদ বিজ্ঞপ্তি :

সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সংক্ষিপ্ত সফরে আগামী ১৯ জুলাই বুধবার যুক্তরাজ্য সময় বিকেল ৪ টায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সিসিকের নতুন মেয়রকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীসহ শুভাকাঙ্ক্ষীদের বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সভাপতি মো. ফখরুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান।

ইছরাব আলী হাই স্কুল অ্যান্ড কলেজ... মিলনমেলায় পাখা মেলবে স্মৃতিরা!প্রাণের শিক্ষাপ্রতিষ্ঠান ইছরাব আলী হাই স্কুল অ্যান্ড ক...
11/07/2023

ইছরাব আলী হাই স্কুল অ্যান্ড কলেজ...
মিলনমেলায় পাখা মেলবে স্মৃতিরা!

প্রাণের শিক্ষাপ্রতিষ্ঠান ইছরাব আলী হাই স্কুল অ্যান্ড কলেজ। ঐতিহ্যের এ প্রাচীন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে। এ বিদ্যাপিঠের শিক্ষার্থী ১৯৬৬ সালের আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দেশ স্বাধীনের ক্ষেত্রেও অবদান রেখেছেন। কেউ ছিলেন, মুক্তিযুদ্ধের সংগঠকও। উপমহাদেশের খ্যাতিমান চিকিৎসকও এ বিদ্যাপিঠের ছাত্র ছিলেন। অনেকেই দেশ ও প্রবাসের বর্ণাঢ্য রাজনীতিবিদ, কেউ অধিষ্ঠিত হয়েছেন দেশ ও বিদেশের রাষ্ট্রীয় উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে। জনপ্রতিনিধি, জাতীয় পর্যায়ের খেলোয়াড়, কবি, সাহিত্যিক, সাংবাদিক এমনকি খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই বিদ্যালয়েরই শিক্ষার্থী।

অনেকেই ব্যবসায় সফল হয়ে খেতাব পেয়েছেন শিল্পপতির! এরই ধারাবাহিকতায় বিশ্বের উন্নত দেশগুলোে মধ্যে অন্যতম একটি দেশ যুক্তরাজ্যে ব্যবসা ও চাকুরি করে এ প্রতিষ্ঠানের অনেকেই আজ প্রতিষ্ঠিত।

এবার প্রাণের শিক্ষাঙ্গন ইছরাব আলী হাই স্কুল ও কলেজের ব্রিটেনে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীরা আয়োজন করেছেন এক মিলন মেলার। অনুষ্ঠানটি আগামী ৬ আগস্ট ব্রিটেনের দ্বিতীয় সর্ববৃহত্তম নগর বার্মিংহামে অনুষ্ঠিত হবে। এতে প্রাক্তন শিক্ষার্থীরা সপরিবারে উপস্থিত হবেন। দিনব্যাপী অনুষ্ঠানে হয়তো স্মৃতিচারণায় কেউ কেউ আনন্দে কাঁদবেন, একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করবেন। গল্প, আড্ডা, গান, খেলাধুলায় সকলেই মেতে ওঠবেন দিনভর। আনন্দে পাখা মেলবে স্মৃতিরা।

৬ আগস্ট একেকজন শিক্ষার্থী যেন হয়ে ওঠবেন একেকটি তারা। ওইদিন সকলেই আলো ছড়াবেন। তখন একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমিও বলে ওঠবো-

"তারাগুলো আজ দিনের আলোতে
নেমে আসবে ধরায় আলো ছড়াতে
চিরকালের বন্ধন আমাদের মাঝে
আলোর শিখা হয় সকাল সাঁঝে।"

শুভ ও সুন্দর হোক আনন্দের মিলন মেলা। পাখা মেলে যেন সকল স্মৃতি।

নুরুল হক শিপু
সাংবাদিক ও প্রাক্তন ছাত্র (ব্যাচ-২০০১)

আগামী ১৯ জুলাই বুধবার দুই সপ্তাহের সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য আসছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
08/07/2023

আগামী ১৯ জুলাই বুধবার দুই সপ্তাহের সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য আসছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of UK:

Share

  • 457Games

    457Games

    92 the larches, Palmers Green

Other London media companies

Show All

You may also like