11/07/2023
ইছরাব আলী হাই স্কুল অ্যান্ড কলেজ...
মিলনমেলায় পাখা মেলবে স্মৃতিরা!
প্রাণের শিক্ষাপ্রতিষ্ঠান ইছরাব আলী হাই স্কুল অ্যান্ড কলেজ। ঐতিহ্যের এ প্রাচীন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে। এ বিদ্যাপিঠের শিক্ষার্থী ১৯৬৬ সালের আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দেশ স্বাধীনের ক্ষেত্রেও অবদান রেখেছেন। কেউ ছিলেন, মুক্তিযুদ্ধের সংগঠকও। উপমহাদেশের খ্যাতিমান চিকিৎসকও এ বিদ্যাপিঠের ছাত্র ছিলেন। অনেকেই দেশ ও প্রবাসের বর্ণাঢ্য রাজনীতিবিদ, কেউ অধিষ্ঠিত হয়েছেন দেশ ও বিদেশের রাষ্ট্রীয় উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে। জনপ্রতিনিধি, জাতীয় পর্যায়ের খেলোয়াড়, কবি, সাহিত্যিক, সাংবাদিক এমনকি খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই বিদ্যালয়েরই শিক্ষার্থী।
অনেকেই ব্যবসায় সফল হয়ে খেতাব পেয়েছেন শিল্পপতির! এরই ধারাবাহিকতায় বিশ্বের উন্নত দেশগুলোে মধ্যে অন্যতম একটি দেশ যুক্তরাজ্যে ব্যবসা ও চাকুরি করে এ প্রতিষ্ঠানের অনেকেই আজ প্রতিষ্ঠিত।
এবার প্রাণের শিক্ষাঙ্গন ইছরাব আলী হাই স্কুল ও কলেজের ব্রিটেনে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীরা আয়োজন করেছেন এক মিলন মেলার। অনুষ্ঠানটি আগামী ৬ আগস্ট ব্রিটেনের দ্বিতীয় সর্ববৃহত্তম নগর বার্মিংহামে অনুষ্ঠিত হবে। এতে প্রাক্তন শিক্ষার্থীরা সপরিবারে উপস্থিত হবেন। দিনব্যাপী অনুষ্ঠানে হয়তো স্মৃতিচারণায় কেউ কেউ আনন্দে কাঁদবেন, একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করবেন। গল্প, আড্ডা, গান, খেলাধুলায় সকলেই মেতে ওঠবেন দিনভর। আনন্দে পাখা মেলবে স্মৃতিরা।
৬ আগস্ট একেকজন শিক্ষার্থী যেন হয়ে ওঠবেন একেকটি তারা। ওইদিন সকলেই আলো ছড়াবেন। তখন একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমিও বলে ওঠবো-
"তারাগুলো আজ দিনের আলোতে
নেমে আসবে ধরায় আলো ছড়াতে
চিরকালের বন্ধন আমাদের মাঝে
আলোর শিখা হয় সকাল সাঁঝে।"
শুভ ও সুন্দর হোক আনন্দের মিলন মেলা। পাখা মেলে যেন সকল স্মৃতি।
নুরুল হক শিপু
সাংবাদিক ও প্রাক্তন ছাত্র (ব্যাচ-২০০১)