UTTAM PATH

UTTAM PATH This page will post Islamic Content

আমাদের সুমন সাহেব
04/06/2024

আমাদের সুমন সাহেব

09/08/2023
28/07/2023

হাফপ্যান্ট পরা যুবকদের সংখ্যা দিনদিন বাড়ছে, যা আগে আমাদের সমাজে কল্পনাও করা যেতো না৷ অথচ হাঁটু ঢেকে কাপড় পরা ফরয৷ হাঁটু খোলা রাখা হারাম৷
আমাদের মুসলিম যুবকদের মাঝে সেই হারামে লিপ্ত হওয়ার প্রবণতা ও ঝোঁক বেড়েই চলেছে৷ কোনো গোনাহ প্রকাশ্য করতে করতে একসময় ভেতর থেকে অনুশোচনা বা অপরাধবোধের অনুভূতিটুকু বিনষ্ট হয়ে যায়৷

হাদীসে এসেছে রাসূল ﷺ বলেছেন-
كلُّ أُمَّتي مُعافًى إلا المجاهرين
আমার উম্মত সবাইকে মাফ করে দেয়া হবে, কেবল প্রকাশ্য গোনাহকারী ছাড়া৷ (সহীহ বুখারী, ৬০৬৯ ও মুসলিম, ২৯৯০)

কারণ-
- প্রকাশ্য গোনাহকারীর মধ্যে অপরাধবোধের পরিবর্তে তার ভেতর গোনাহের উপর একপ্রকার অহংবোধ চলে আসে৷ যেন ড্যামকেয়ার ভাব৷

- প্রকাশ্য গোনাহকারী তার কৃত গোনাহের দিকে অপরকে আহবান করতে থাকে৷ মৌখিক আহবান নয়, নিজে আমলের মাধ্যমে নিরব আহবান৷।
তাছাড়া অনেক যুবককে দেখা যায় হাফ প্যান্ট পড়া অবস্থায় মটর সাইকেল ড্রাইভ করতে, আল্লাহ না করুন এই অবস্থায় মৃত্যু হলে ঈমান নিয়ে মৃত্যু হবে কিনা সন্দেহ থেকেই যায়।
আল্লাহ আমাদের সব রকমের প্রকাশ-অপ্রকাশ্য গোনাহ থেকে হেফাজত করুন৷
[সংগৃহিত]

27/07/2023

পুরোটা পড়বেন কিন্তু
একটা শব্দ ও বাদ দিবেন না।
সামান্য একটু সময় ব্যয় করেন
আশা করি ঠকবেন না— ইনশাআল্লাহ!🌸🌸

কেমন আছেন.? 😊

যেমনই থাকেন একটু মুচকি হাসেন
এবার বলেন, আলহামদুলিল্লাহ 🥰
আবার বলেন
আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল

সারাদিনে অনেক গুনাহ করলাম এবার আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে নিই.?😊

আল্লাহুম্মাগফিরলি

আস্তাগফিরুল্লাহ

আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি

আস্তাগফিরুল্লাহাল্লাযি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুম ওয়া আতুবু ইলাইহি

যাক, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শেষ
আশা রাখি আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ

আল্লাহকে একটু স্মরণ করা যাক এবার?🥀

সুবহানআল্লাহ
আলহামদুলিল্লাহ
আল্লাহু আকবর
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)"

তাজবী তো পড়লেন এবার নেকির বস্তাটা নিয়ে যান?

আল্লাহুম্মাগফির ওয়ালিল মু'মিনিনা ওয়াল মুমিনাত

আলহামদুলিল্লাহ 🥰

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আহাদান ছমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ 🥀

পেয়ে গেলেন তো বিশ লাখ নেকি
আলহামদুলিল্লাহ 🌻

জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু

এখন থেকে ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত আপনার জন্য সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে

খুশি হয়ে একবার তো বলতে পারেন আলহামদুলিল্লাহ

আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ 😍

নিচে যান.....

এবার পড়েন

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

যখন উঠে দাড়াবেন তখন পড়বেন.....

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

বসে থাকলে পড়বেন.....

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

হাঁটার সময় পড়বেন.....

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

বিছানায় শুয়ে পড়বেন.....

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

১০ বার পড়া হয়ে গেল আলহামদুলিল্লাহ

যে ব্যক্তি প্রতিদিন ১০ বার কালেমা পড়বে কেয়ামতের দিন তার চেহারা নূর হয়ে থাকবে!🥀

পড়া শেষে এক বার আলহামদুলিল্লাহ্ লিখি😊(সংগ্রহ করা হয়েছে)

09/12/2022

শিয়ালদা থেকে দুই বন্ধু নর্থ বেঙ্গল যাবে। রিজার্ভেশন নেই, তাই জেনারেল কামরার টিকিট কেটেছে। কামরায় উঠে দেখল প্রচুর ভিড়। সঙ্গের মালপত্র রাখার জায়গা টুকুও নেই। দাঁড়াবার জায়গা তো দূরের কথা। দুজনে চোখে চোখে কথা বলে নিয়ে চিৎকার শুরু করল, সাপ সাপ...... ওই যে সিটের নিচে ঢুকে পড়ল..... ওরে বাপরে.... বিষধর সাপ......

সঙ্গে সঙ্গে কামরায় হুড়োহুড়ি। কিছু লোক নেমে পড়ছে দেখে, দুই বন্ধু সিট দখল করে, মালপত্র গুছিয়ে, চোখ-কান বুঁজিয়ে শুয়ে পড়ল।

এক ঘুমে মালদা।.....

সকালে ব্রাশ করে, চা খুঁজতে গিয়ে হোঁচট খেল। চাওয়ালাদের হাঁকডাক নেই ! চারদিকে কেমন নিস্তব্ধতা! বাইরেটাও অচেনা ! দূরে কয়েকজন রেল লাইনে কাজ করছিল।

বন্ধুদের একজন চেঁচিয়ে জিজ্ঞেস করল, দাদারা, এটা কোন স্টেশন ?

জবাব এল : কামরায় সাপ আছে। তাই এই কামরা কেটে রেখে, অন্য কামরা জুড়ে, ট্রেন রাতেই রওনা হয়ে গেছে..... এটা শিয়ালদা কারশেড......
---

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when UTTAM PATH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share