Amar ami

Amar ami Digital creator
(52)

23/11/2024

বেহায়া,

বেহায়া,প্রত্যেক ঘরেই একজন বেহায়া আছে।
ভাবছেন তো ?কে সেই?

যে শত খারাপ কথা শোনার পর ও একটু পরেই আবার
জড়িয়ে ধরবে ,

বিছানা ঘুছিয়ে দেবে,খাবার নিয়ে বসে থাকবে,

বাসায় ফিরতে দেরি হলে চিন্তা করবে ,

সবার পছন্দের খাবার রান্না করবে
আরও কত কি।
আমি তো সামান্য কয়েকটা উদাহরণ দিলাম।

এই বেহায়া লোকটাকে আবার বলবে
তুমি কিচ্ছু বোঝনা।তুমি কিচ্ছু জানোনা।

একজন বিশিষ্ট লোকের মুখে শুনেছিলাম
আল্লাহ তায়ালা নাকি কোন এক কারনে মূর্খ বলেছেন।

এই মূর্খ আল্লাহ তায়ালা তার বান্দাদের অবহেলা করে বলেননি।বলেছেন আদর করে ,ভালবেসে।

অনেক সময় বাবা মা তার ছেলে মেয়েকে আদর করে বলে দুষ্ট ছেলে।

মা,মা হল এমন এক জন যার কোন কিছুই গায়ে লাগেনা।

একটু পরেই সব কিছু ভুলে যায়।
সন্তানের একটু উহ শব্দ শুনলে দৌরে যায়। কি হল তার কলিজার ধনের।

কিন্ত বাস্তব কথা হল আমরা সন্তান রা কোন দিন সেই মাকে বুঝিনাই বা বুঝতে চাই নাই।

যত ভাল রান্না হোক ,মা সব সময় শেষে খাবে এবং পাতিলের শেষে যে টুকু থাকবে ওই টুকু মা খেয়ে নেবে।

মায়ের কিন্ত কোন অভিযোগ থাকেনা ।কিন্ত অন্য কারও কোন কিছুতে সমস্যা হলে অভিযোগের তীর থাকে মায়ের দিকে।
আমিও একজন মা।
আমার চিন্তা থেকে আমি দেখলাম যে
মায়েরা মনে হয় একটু বেহায়াই হয়।

ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ।।

23/11/2024

#তোমাকে পাবোনা যেনেও
তোমার অপেক্ষায় থাকা
আমি।@

বিকেল বেলা      #
30/07/2024

বিকেল বেলা #

সবার ভালবাসার      #
30/07/2024

সবার ভালবাসার #

আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন।
22/07/2024

আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন।

মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে #      #
21/07/2024

মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে # #

21/07/2024

কি হইতেছে
কিছুই বুঝতে পারছিনা।
দেশে মা বাবার সাথে কথা বলতে পারছিনা।কেমন আছে আমার দেশের মা বাবা ,ভাই বোনেরা জানিনা।

রাত যত গভীর হয় সকাল  ততই নিকটে ।
20/07/2024

রাত যত গভীর হয় সকাল ততই নিকটে ।

20/07/2024

সীমা লঙ্ঘন কারীদের ধংস অনিবার্য।

আকাশ ছোঁয়া ভালবাসা      #
20/07/2024

আকাশ ছোঁয়া ভালবাসা #

সবারই একটা আলাদা সৌন্দর্য আছে।
18/07/2024

সবারই একটা আলাদা সৌন্দর্য আছে।

প্রকৃতিপ্রেমিক
17/07/2024

প্রকৃতিপ্রেমিক

🎉 Facebook recognised me as a top rising creator this week!
01/07/2024

🎉 Facebook recognised me as a top rising creator this week!

রুপের বরাই করনা  কেউ রুপ কারো আজীবন থাকে না।।।।🥰💘🥰
30/06/2024

রুপের বরাই করনা কেউ রুপ কারো আজীবন থাকে না।।।।🥰💘🥰

27/06/2024

আসুন
সবাই সবাই কে সাপোর্ট করি। ' # Arafath2.6 @

জীবনের মূল্যবান সময় হারিয়ে শেষ সময়ের হিসেবে কি পেলাম ।      #🤔🤔
26/06/2024

জীবনের মূল্যবান সময় হারিয়ে শেষ সময়ের হিসেবে কি পেলাম । #🤔🤔

23/06/2024

#আমরা কয়েকজন বান্ধবী মিলে ছুটির দিন London Victoria Park এ কিছু আনন্দময় সময়। 💘🥰💘 #

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amar ami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share