23/11/2024
বেহায়া,
বেহায়া,প্রত্যেক ঘরেই একজন বেহায়া আছে।
ভাবছেন তো ?কে সেই?
যে শত খারাপ কথা শোনার পর ও একটু পরেই আবার
জড়িয়ে ধরবে ,
বিছানা ঘুছিয়ে দেবে,খাবার নিয়ে বসে থাকবে,
বাসায় ফিরতে দেরি হলে চিন্তা করবে ,
সবার পছন্দের খাবার রান্না করবে
আরও কত কি।
আমি তো সামান্য কয়েকটা উদাহরণ দিলাম।
এই বেহায়া লোকটাকে আবার বলবে
তুমি কিচ্ছু বোঝনা।তুমি কিচ্ছু জানোনা।
একজন বিশিষ্ট লোকের মুখে শুনেছিলাম
আল্লাহ তায়ালা নাকি কোন এক কারনে মূর্খ বলেছেন।
এই মূর্খ আল্লাহ তায়ালা তার বান্দাদের অবহেলা করে বলেননি।বলেছেন আদর করে ,ভালবেসে।
অনেক সময় বাবা মা তার ছেলে মেয়েকে আদর করে বলে দুষ্ট ছেলে।
মা,মা হল এমন এক জন যার কোন কিছুই গায়ে লাগেনা।
একটু পরেই সব কিছু ভুলে যায়।
সন্তানের একটু উহ শব্দ শুনলে দৌরে যায়। কি হল তার কলিজার ধনের।
কিন্ত বাস্তব কথা হল আমরা সন্তান রা কোন দিন সেই মাকে বুঝিনাই বা বুঝতে চাই নাই।
যত ভাল রান্না হোক ,মা সব সময় শেষে খাবে এবং পাতিলের শেষে যে টুকু থাকবে ওই টুকু মা খেয়ে নেবে।
মায়ের কিন্ত কোন অভিযোগ থাকেনা ।কিন্ত অন্য কারও কোন কিছুতে সমস্যা হলে অভিযোগের তীর থাকে মায়ের দিকে।
আমিও একজন মা।
আমার চিন্তা থেকে আমি দেখলাম যে
মায়েরা মনে হয় একটু বেহায়াই হয়।
ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ।।