Danny,s

Danny,s Welcome to the page it’s a daily life vlog

17/11/2024

প্রতিটা স্বামীকে তার বউয়ের জন্য আয়মান সাদিক হওয়া উচিৎ।
রিসেন্ট একটা টক শোতে আয়মান সাদিক বলে সে তার স্ত্রী মুনজেরিনকে বার বার সরি বলে এমনকি পায়ে পর্যন্ত ধরে তবুও যেন আর রাগ করে না থাকে।এই কাজগুলো হাতে গুণা কয়েকজন পুরুষ ছাড়া বাকি কেউ একদম ই করে না।বাকিরা ভাবে আমি বার বার সরি বলবো কেন আর বউ কি এমন জিনিস পায়ে ধরতে হবে।তাদের প্রচুর পরিমাণ মেইল ইগো কাজ করে।যার ফলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামে*লা বেশিদিন ধরে চলতে থাকে এবং দিনশেষে অনেক দূরত্ব তৈরী হয়।মেয়েরা স্বভাবত প্রিয়জনের কাছ থেকে সবকিছুতে একটু বেশি আশা রাখে।মেয়েরা চায় প্রিয়জন নিজে থেকে সরি বলুক,তার রাগ ভাঙ্গাক।এই ব্যাপারটা মেয়েদেরকে একটা মানসিক শান্তি দেয় যেটা ছেলেরা বুঝে না।🥲

আমার স্বামী বিয়ের পর থেকেই আয়মান সাদিকের মত এই কাজগুলো করে।আমি অনেক পাগ//লামি করি,আমার শত অন্যায় থাকলেও সরি বলতে চাই না কিন্তু সে সুন্দরভাবে আমার রাগ ভাঙ্গায়,নিজে সরি বলে।আমি মাঝে মাঝে তাকে প্রশ্ন করি তুমি যে এগুলো করো তোমার কাছে নিজেকে ছোট মনে হয় না?তখন সে উত্তর দেয় আমি যদি সারাজীবনের জন্য তোমার হাত ধরতে পারি তাহলে তোমার রাগ ভাঙ্গাতে পায়ে ধরতে সমস্যা কোথায়?মেয়ে মানুষ মনে রাগ পুষে রাখতে পছন্দ করে তাই আমি বার বার নিজে থেকেই সরি বলি তোমার মনে যেন রাগটা জমে না থাকে।সে আরো বলে স্বামী-স্ত্রীর মাঝে ঝামেলা হবেই কিন্তু আমি চাই দিনশেষে তুমি যেন ঠোঁটের কোণে হাসি নিয়ে ঘুমাতে পারো তাই তোমাকে ভালো রাখতে আমি সবকিছু করতে পারি।তোমার জন্য আমার কোন ইগো কাজ করে না।সম্পর্ক ভালো রাখতে একজনকে একটু বেশি এফোর্ট দিতে হয় আর তোমাকে খুশি রাখতে আমি ই নাহয় সেই একজন হলাম(আরো অনেক সুন্দর করে গুছিয়ে বলে যদিও আমি ওর মত করে লিখতে পারেনি)।সে সব বিষয়ে এমনভাবে আমাকে সরি বলে যেই বিষয়টা পরবর্তীতে আমার আর মনেই থাকে না।🥰

সত্যি বলতে আপনি আগে সরি বললেও তারপর দেখবেন বউ বরফের মত গলে গিয়ে আপনার কাছে অনুতপ্ত হবে যেটা আমি করি।মেইল ইগো সাইডে রেখে বউয়ের রাগ,অভিমানের একটু প্রায়োরিটি দিয়ে দেখুন বিবাহিত জীবন অনেক সুখের হবে ইনশাআল্লাহ।💝

03/10/2024

রাসূল (সাঃ) বলেছেন,
"যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা বা লজ্জা দেয়, আল্লাহ তাকে সেই গুনাহ না করানো পর্যন্ত মৃ'ত্যু দিবে না।"
[তিরমিযী: ২৫০৫]

03/10/2024

শাশুড়ী কখনো মা হয়না। কারণ শাশুড়ী মা হলে জামাই ভাই হয়ে যাবে।🙂

30/09/2024

Life has turned into,"হইলে হইছে,করলে করছে,কইলে কইছে ,গ্যালে গ্যাছে...." 🐸

30/09/2024

কখনো কি ভেবে দেখেছেন?
যদি আল্লাহ্ তওবার তওফিক কেড়ে নেন, যদি আল্লাহর সামনে দাঁড়ানোর তওফিক হারিয়ে যায়, যদি এমন অবস্থা মৃত্যু হয় যায় তবে কি হবে? ওহ জীবন এক মরীচিকার আবরণে সাজানো সবকিছু , যার খোলাসা হবে মৃত্যুর মুহূর্তে ।

26/09/2024

স্বামীকে যতই আপন করে নাওনা কেন??মাঝে মাঝে স্বামী নামক মানুষটাও বুঝিয়ে দেয়,পর কখনো আপন হয়না।সে কখনোই তার পরিবারের থেকে তোমাকে বেশি আপন ভাববেনা।কিন্তু একজন স্ত্রী আজীবন স্বামীর পাশে থাকে।সে তার স্বামীর অপমানে কিছু কিছু আপন মানুষ ও ত্যাগ করে।কিন্তু একজন স্বামী! তার স্ত্রী সঠিক হলেও এটা সে স্বীকার করতে পারেনা।কারন তার মনে তার পরিবারই সঠিক।ঘুরে ফিরে সব স্ত্রী রাই খারাপ।

05/08/2024
05/08/2024
05/08/2024

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Danny,s posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share