Taibah TV

Taibah TV News science & technology entertainment Welcome to Taibah TV. We have two broadcasting Studio London and Bangladesh. We reach people through podcasts, sketches.
(3)

We have provided you with some different educational and entertainment programs and the latest news from the outside world on our online TV. TAIBAH TV:UK and Bangladesh's Premium Online Entertainment Network, owned and operated by 'The Team TAIBAH TV. TAIBAH TV, a streaming service provider in UK and Bangladesh desperately broadcast & multiply audience by streaming your events, show, seminar an

d anything to internet more professional way. Our expert team is dedicated to streaming live feed up to 5 platforms Including Facebook Live, YouTube Live, Website, Twitter etc. Besides Live Stream we can provide the video production on-screen preview, online cut, post-processing for making a documentary, highlights, promo etc. even with live streaming, we keep record version of the whole event in 4K resolution for any future production with digital audio. We use world class equipment recommended by professionals like Mac Book Pro, Thunderbolt devices, HDMI/SDI Encoders etc. By multiplying audience on the popular social platform now unlimited viewers can watch live events 24/7 anywhere on any devices. thanks regard : Taibah media private limited

28/08/2024

সড়ক ও ফুটপাতে দোকানপাট:মানুষের ভোগান্তির শেষ নেই সিলেট নগরে মানুষের দুঃখ প্রকাশ

সিলেট সীমান্তে চলছে গরু,চিনি ও আওয়ামীলীগ নেতাদের ভারতে পাঠানোর কারবার......................................................
27/08/2024

সিলেট সীমান্তে চলছে গরু,চিনি ও আওয়ামীলীগ নেতাদের ভারতে পাঠানোর কারবার...............................................................................................................................

সিলেট সীমান্ত পেরিয়ে ওপারে আওয়ামী লীগ নেতাদের মোটা অংকের টাকার বিনিময়ে পার করে দিচ্ছে দালালরা।

৫ আগস্ট পর্যন্ত সিলেটের রাজপথে ছিল আওয়ামী লীগ নেতাদের দুর্দণ্ড প্রতাপ। অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দিয়েছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ক্যাডাররা। কিন্তু ৫ আগস্ট সরকার পতনের পর তারা লাপাত্তা। দুঃসময়ে তৃণমূলের নেতাকর্মীরাও তাদের সাথে যোগাযোগ করতে পারছেন না। অস্ত্রধারী ক্যাডার ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা আত্মরক্ষার্থে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে পাড়ি জমিয়েছেন ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে।

বর্তমানে শতাধিক নেতাকর্মী সেখানে অবস্থান করছেন। মোটা অংকের টাকার বিনিময়ে দালালরা তাদেরকে নিরাপদে ভারত পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই দালাল চক্রে রয়েছেন গরু ও চিনি চোরাকারবারিরা। সীমান্তের একাধিক সূত্র ও শিলংয়ে অবস্থান করা একাধিক ব্যক্তির কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে।

সরকার পতনের পর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের বাসা-বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এরপর থেকে ‘লাপাত্তা’ হয়ে যান প্রভাবশালী নেতারা। বাসাবাড়ি ছেড়ে তারা চলে যান আত্মগোপনে। কিন্তু দেশের ভেতর গা ঢাকা দিয়ে থাকা নিরাপদ মনে না করে তারা পার্শ্ববর্তী ভারতে পাড়ি জমানোর চেষ্টা চালান।

সূত্র জানায়, সরকার পতনের পর পর সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমান জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর শাখার সাধারণ সম্পাদক নাঈম আহমদ। ওই সময় গুঞ্জন ওঠে সিলেট সীমান্ত দিয়ে ভারত পাড়ি জমিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এরপর একে একে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে থাকেন।

সূত্র আরও জানায়, বর্তমানে যারা ভারতের শিলংয়ে অবস্থান করছেন তাদের মধ্যে রয়েছেন- সাবেক প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এডভোকেট রণজিৎ সরকার, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ ও বিধান কুমার সাহা, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এছাড়াও ঢাকার বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা বর্তমানে শিলংয়ে অবস্থান করছেন।

এর আগে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পৌঁছেছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বর্তমানে তারা ভারত হয়ে যুক্তরাজ্যে চলে গিয়েছেন বলে জানা যায়। আনোয়ার ও হাবিব দু’জনই যুক্তরাজ্য প্রবাসী।

আওয়ামী লীগ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ভারতে অবস্থানরত কয়েকজন নেতার পাসপোর্টে বিভিন্ন দেশের ভিসা রয়েছে। তারা অন্য গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

একাধিক সূত্রের সাথে আলাপ করে জানা গেছে, গরু ও চিনি চোরাচালানের সাথে জড়িত সীমান্তের দুইপাড়ের চোরাকারবারীরা মূলত নেতাদের ভারতে পৌঁছে দেওয়ার কাজ করছে। সীমান্ত পারাপারের জন্য দুইপাড়ের চোরাকারবারিরা ১ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। সিলেট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় গত শুক্রবার রাতে আটক হন সাবেক বিচারপতি শামসুদ্দীন আহমদ মানিক।

এছাড়া পাহাড়ী এলাকা দিয়ে শিলং যাওয়ার পথে দুর্ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না মারা যাওয়ারও খবর মিলেছে। পান্নাও সিলেট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন বলে সূত্র জানিয়েছে।

রণক্ষেত্র পশ্চিমবঙ্গপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্...
27/08/2024

রণক্ষেত্র পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা কলকাতার সচিবালয়ে প্রবেশের চেষ্টা করায় পুরো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) মহাত্মা গান্ধী সড়ক, কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল, সাঁতরাগাছি এবং হাওড়া সেতু এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ইটের আঘাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের মাথা ফেটে গেছে।

27/08/2024

কুশিয়ারা নদীর বন্যার পরিস্থিতি।

26/08/2024

যুক্তরাজ্য বাংলাদেশের বন্যর্তদের সহায়তা
£33,000
5,226,540.00 টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে।

26/08/2024

ফেনি শহরের ভয়াবহ বন্যার পরিস্থিতি তুলে ধরছেন বন্যার্তদের সাহায্যে কাজ করতে যাওয়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা'
আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন'র অতিরিক্ত পরিচালক ও সিলেট বিভাগীয় সভাপতি, রাকিব আল মাহমুদ।

26/08/2024

মাশাআল্লাহ সিলেট জিন্দাবাজার পয়েন্টে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য টাকা সংগ্রহ করা হচ্ছে।

শরীরে আঘাতের চিহ্ন : বিচারপতি মানিক 'কে ওসমানী হাসপাতালে আইসিইউতে ভর্তি সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে ...
24/08/2024

শরীরে আঘাতের চিহ্ন : বিচারপতি মানিক 'কে ওসমানী হাসপাতালে আইসিইউতে ভর্তি

সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে চিকিৎসার জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে কারারক্ষীরা।সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে শনিবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার আইসিইউতে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন সাবেক বিচারপতি শরীরের বিভিন্ন অংশে মারাত্মক ভাবে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

24/08/2024

বিচারপতি মানিকের বিরুদ্ধে যত অভিযোগ............................................................

এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত বিচারপতি হচ্ছেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি থাকাকালে তার নানা কর্মকাণ্ড আলোচনার জন্ম দিয়েছে। এমনকি ২০১৫ সালে অবসরে যাওয়ার পরও আলোচিত ছিলেন বিচারপতি মানিক। জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ের বেঞ্চেও তিনি ছিলেন অনন্য। রায়ে কেবলমাত্র তিনিই দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন।

বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে প্রায় সব সময়ই আলোচনায় ছিলেন বিচারপতি মানিক। অবসরে যাওয়ার পরও ১৬১টি মামলায় রায় লেখা বাকি ছিল তার। এ নিয়ে তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে দ্বন্দ্বে জড়ান মানিক। বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সময়ে বেশকিছু মামলায় বিতর্কিত রায় দেন তিনি। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন চলাকালেও বিভিন্ন গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে শিক্ষার্থীদের নিয়ে নানা অশালীন মন্তব্য করেন বিচারপতি মানিক।

অভিযোগ রয়েছে, ২১ জন বিচারককে ডিঙ্গিয়ে মানিককে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা। এক ট্রাফিক সার্জেন্টকে হাইকোর্টের বিচারকের গাড়িকে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উঠবস করিয়েছিলেন মানিক। সেই প্রেক্ষাপটে পুলিশের তৎকালীন মহাপরিদর্শক শহীদুল হক বলেছিলেন, ট্র্যাফিক পুলিশ কাউকে অভিবাদন জানাতে বাধ্য নয়। পরে শহীদুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। এতে আইন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে মহাপরিদর্শকের পদ হারান তিনি। পরে রাষ্ট্রপতির ক্ষমার কারণে শহীদুল হক চাকরি ফিরে পান।

এছাড়া বিমানে ইকোনমি ক্লাসের টিকিট কিনে জোরপূর্বক বিজনেস ক্লাসের আসনে বসে লন্ডনে যাওয়ার মতো কীর্তি রয়েছে বিচারপতি মানিকের। তিনি ৩২ হাজার পাউন্ড দিয়ে লন্ডনে তিনটি বাড়ি কিনেছেন। বাড়ি ছাড়াও লন্ডনে আরও সম্পত্তি আছে তার। কিন্তু সেই আয়ের উৎস প্রকাশ করেনি বিচারপতি মানিক। এমনকি ট্যাক্স রেকর্ডেও তা প্রকাশ করেননি তিনি। অবসর নেওয়ার কয়েক মাস পর মানিক অনেক মামলার রায় লিখেছিলেন। তার বিতর্কিত রায়ের কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মানিকের রায় দেয়া ১৬১টি মামলা পরিহারের সিদ্ধান্ত নিয়েছিল।



দ্বৈত নাগরিকত্ব নিয়েও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচারকাজ চালিয়ে গেছেন বিচারপতি মানিক। দেশের কোনো আইনকানুনের তোয়াক্কা করেননি তিনি। অভিযোগ রয়েছে, বিচারপতি মানিক দলীয়করণ, স্বজনপ্রীতি, যাকে ইচ্ছা তাকে নির্যাতন ও হয়রানি করেছেন। বিচারপতি মানিকের বিরুদ্ধে মানি লন্ডারিং, বৈদেশিক মুদ্রা বিনিময় আইন ভঙ্গ ও মিথ্যা তথ্য দিয়ে সম্পদের হিসাব গোপন এবং সুপ্রিম কোর্টের বিচারকদের শপথ ও আচরণবিধি ভঙ্গের মতো অভিযোগও উঠেছিল।

24/08/2024

প্রকৃতি সুন্দর সিলেট দেখতে এসে, পর্যটকদের মুখে সিলেটের মানুষের সুনাম

24/08/2024

মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না। তাই বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানিয়ে, সিলেটের ছাত্র ছাত্রীদের৷ আনুদান সংগ্রহ

23/08/2024

সিলেট মহানগর বিএনপির সেচ্ছাসেবক দল
খুনি হাসিনা ও তার দোসরদের গ্রেফতার ও বিচারে দাবিতে বিক্ষোভ সমাবেশ

দেশবাসীর প্রতি জামায়াত আমিরের বিশেষ বার্তা.................................................................................
22/08/2024

দেশবাসীর প্রতি জামায়াত আমিরের বিশেষ বার্তা............................................................................................

দেশের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানান তিনি।

‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, ভারি বৃষ্টি এবং ভারত থেকে আসা পানির ঢলে ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর আর কুমিল্লার অংশবিশেষ পানিতে ভাসছে। লাখো বনি আদম, নিরীহ গবাদি পশু, যাবতীয় সহায়-সম্পদ চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন। জানিনা এ পর্যন্ত কতজন মানুষ মারা গিয়েছেন। এ অবস্থায় আসুন, আপনি আমি এবং আমরা বিপন্ন মানবতার পাশে দাঁড়াই। যার যা আছে তাই নিয়েই দাঁড়াই।’

‘মহান রাব্বুল আলামিনের দরবারে হৃদয় গলিয়ে দোয়া করি, আল্লাহ তায়ালা যেন এই বৃষ্টি এবং পানিকে গজবের কারণ না বানান। রহমতের অসিলা হিসেবে পরিবর্তন করে দেন।’

‘হে আল্লাহ! আসমানকে আপনি মেহেরবানি করে থামান এবং জমিনকে আমাদের জন্য উপকারী বানিয়ে দিন। আমাদেরকে এ বিপদ থেকে আপনি রক্ষা করুন। আমাদের ওপর রহম করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের দিকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।’

‘প্রিয় দেশবাসী, আমার বিপন্ন ভাইবোনদের কাছে আমি যাচ্ছি, ইনশাআল্লাহ আপনারাও আসুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন।’

22/08/2024

সিলেটের রাজপথ উত্তাল, মিছিল মুদি ও হাসিনার বিরুদ্ধে স্লোগান সমাবেশের ছাত্র ছাত্রীদের বক্তব্য

22/08/2024

সিলেটের রাজপথ উত্তাল, ভারতের মুদি ও হাসিনার বিরুদ্ধে স্লোগান সমাবেশের জোয়ার চাত্র ছাত্রীদের

22/08/2024

পরিকল্পিত ভাবে ভারতীয় বাধ খুলে দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় প্লাবিত।

এর প্রতিবাদে সিলেটে'র কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ ছাত্র/ছাত্রীদের বিক্ষোভ সমাবেশ।

21/08/2024

বৃষ্টির দিনের সৌন্দর্যকে অনেকেই ভালোবাসেন। আজ অনেক বৃষ্টি হচ্চে সিলেট

19/08/2024

শেখ হাসিনার বিচারের দাবিতে সেচ্ছাসেবক দলের জনসভা।

19/08/2024

সিলেট স্বেচ্ছাসেবক দলের জনসভা বক্তব্য দিচ্ছেন বিএনপি'র নেতারা

19/08/2024

সিলেট সেচ্ছাসেবক দলের জনসভা।

সুনামগঞ্জে যে গ্রামে উচ্চস্বরে গানবাজনা নিষিদ্ধ ঘোষণা......................................................................
19/08/2024

সুনামগঞ্জে যে গ্রামে উচ্চস্বরে গানবাজনা নিষিদ্ধ ঘোষণা.......................................................................................................................

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এক গ্রামে বিয়ে-জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে গানবাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গ্রামে কেউ গানবাজনা করলে তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। শনিবার (১৭ আগস্ট) রাতে উপজেলা সদরের চিকসা গ্রামের মানুষ মাতব্বরদের নিয়ে এ নিয়ম চালু করেন।

জানা যায়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গানবাজনা করার কারণে রোগী, বৃদ্ধ ও শিশুদের সমস্যা হয়। তা ছাড়া ইসলাম ধর্মে গানবাজনা নিষিদ্ধ।

এই বিষয়ে গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। হিন্দুরা জানান, গ্রামের মুসলিম ভাইয়েরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন শুনেছি। আমাদের তারা এ বিষয়ে কিছু বলেনি। উচ্চ সাউন্ডে গানবাজনা হার্টের রোগী ও বৃদ্ধদের কষ্ট দেয়। আমাদের কোনো সমস্যা নেই।

৯ নম্বর ওয়ার্ড চিকসা গ্রামের ইউপি সদস্য শফিকুল হক বলেন, আমাদের গ্রামটি সদর ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম। গ্রামে হিন্দু-মুসলিম দুই ধর্মের লোক বাস করেন। এর মধ্যে ৮০ শতাংশ মুসলিম পরিবার বাস করে। কেউ যদি না মানে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর এই গ্রামে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বী ভাইদের জন্য এ বিষয়ে কিছু বলা হয়নি।

সুনামগঞ্জে যে গ্রামে উচ্চস্বরে গানবাজনা নিষিদ্ধ ঘোষণা
বন্ধুরা ক্লাসে, আর আমি শরীরে বুলেট নিয়ে কাতরাচ্ছি
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী কালবেলাকে জানান, উচ্চ শব্দে গানবাজনা করা আইনগতভাবেও বাধ্যবাধকতা আছে। চিকসা গ্রামের মাতব্বররা গানবাজনা নিষিদ্ধ করেছেন। এটি একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন তারা। এ বিষয়ে কারও কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

সাংবাদিক তুরাব হত্যা: আজবাহারসহ ১৮ জনের নামোল্লেখ করে মামলা................................................................
19/08/2024

সাংবাদিক তুরাব হত্যা: আজবাহারসহ ১৮ জনের নামোল্লেখ করে মামলা.....................................................................................................................................

বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেটে পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তুরাব নিহতের ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহাননগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেছে তার পরিবার।

সোমবার দুপুর ১২টায় নিহত তুরাবের ভাই তুরাবের ভাই আবুল হোসেন মোহাম্মদ আজরফ জাবুর বাদী হয়ে সিলেটের অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল মোমেন এর আদালতে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরো ২৫০জনকে আসামী করা হয়েছে।

মামলায় বাদীপক্ষের আইনজীবী এমরান আহমদ চৌধুরী জানান, আদালত এজাহারের গুরুত্ব অনুধাবন করে এফআইআর হিসেবে গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন।

গত ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজের পর সিলেট কালেক্টরেট জামে মসজিদ এলাকায় বিএনপি ও পুলিশের সংর্ঘষে গুলিবিদ্ধ হন সাংবাদিক তুরাব। এরপর হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।

এর আগে হত্যাকান্ডের পাঁচ দিন পর তুরাবের পরিবারের পক্ষ থেকে ৮-১০ জন পুলিশ সদস্যকে অভিযুক্ত করে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। তবে তাতে কারও নাম উল্লেখ ছিল না।

ওই অভিযোগ থেকে জানা যায়, ১৯ জুলাই বেলা ১টা ৫৫ মিনিটে পেশাগত দায়িত্ব পালনের জন্য সিলেট নগরের বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্টে অবস্থান করছিলেন সাংবাদিক এ টি এম তুরাব। একপর্যায়ে বিএনপি মিছিল শুরু করলে তুরাব মিছিলের পেছনে অন্য সহকর্মীদের সঙ্গে অবস্থান নেন। মিছিলটি নগরের পুরান লেন গলির মুখে পৌঁছালে সশস্ত্র পুলিশ বিপরীত দিকে অবস্থান নেয়। এ সময় হঠাৎ লাগাতার গুলিবর্ষণের শব্দ শোনা যায়। এ সময় তুরাব গুলিবিদ্ধ হয়ে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন অন্য সহকর্মী ও পথচারীরা তুরাবকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় এবং তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ায় উন্নত চিকিৎসার তাকে নগরের সোবহানীঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে তিনি মারা যান।

19/08/2024
18/08/2024

ফেইসবুক ও ইউটিউবে লাইভের জন্য একজন স্টাফ প্রয়োজন।

বেতন আলোচনা সাপেক্ষে।

18/08/2024

গুম নামক রাজনীতির শিকার এম ইলিয়াস আলীর সন্ধান চেয়ে সিলেট মহানগর বিএনপি'র মানবন্ধন।

17/08/2024

মেঘাচ্ছন্ন আকাশ তীব্র গরমের পর সস্তি সিলেটে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি।

সাবেক সচিবের বাসা থেকে বিপুল পরিমাণ দেশী-বিদেশী মুদ্রা উদ্ধার ডিএমপিরগোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থান...
16/08/2024

সাবেক সচিবের বাসা থেকে বিপুল পরিমাণ দেশী-বিদেশী মুদ্রা উদ্ধার ডিএমপির

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ী হতে বিপুল পরিমাণ দেশী - বিদেশী মুদ্রা উদ্ধার করেছে ডিএমপি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসা থেকে এই বিপুল পরিমাণ মুদ্রা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মুদ্রার মধ্যে রয়েছে ৩ কোটি ১ লক্ষ ১০ হাজার একশত ছেষট্টি টাকা, ১০০ টাকা মূল্যমানের ৭৪৪ টি প্রাইজবন্ড ও ১০ লক্ষ তিন হাজার তিনশত ছয় টাকা মূল্যমানের বিদেশী মুদ্রা।

Address

Unit 102 Greatorex Street Business
London
E15NF

Alerts

Be the first to know and let us send you an email when Taibah TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taibah TV:

Videos

Share

Category

  • 457Games

    457Games

    92 the larches, Palmers Green

Other TV Channels in London

Show All