Taibah TV

Taibah TV News science & technology entertainment Welcome to Taibah TV. We have two broadcasting Studio London and Bangladesh. We reach people through podcasts, sketches.

We have provided you with some different educational and entertainment programs and the latest news from the outside world on our online TV. TAIBAH TV:UK and Bangladesh's Premium Online Entertainment Network, owned and operated by 'The Team TAIBAH TV. TAIBAH TV, a streaming service provider in UK and Bangladesh desperately broadcast & multiply audience by streaming your events, show, seminar an

d anything to internet more professional way. Our expert team is dedicated to streaming live feed up to 5 platforms Including Facebook Live, YouTube Live, Website, Twitter etc. Besides Live Stream we can provide the video production on-screen preview, online cut, post-processing for making a documentary, highlights, promo etc. even with live streaming, we keep record version of the whole event in 4K resolution for any future production with digital audio. We use world class equipment recommended by professionals like Mac Book Pro, Thunderbolt devices, HDMI/SDI Encoders etc. By multiplying audience on the popular social platform now unlimited viewers can watch live events 24/7 anywhere on any devices. thanks regard : Taibah media private limited

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস...................................................... আপডেট : ০৮ ফে...
08/02/2025

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস......................................................

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, |অনলাইন সংস্করণ
তানজিম আহমেদ সোহেল তাজ । ছবি : সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় গত ৫ ফেব্রুয়ারি। এবার এ হামলা নিয়ে মন্তব্য করেছেন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত এক পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে তিনি লিখেন,

আওয়ামী লীগের এই অবস্থার জন্য তিনিই দায়ী, বাংলাদেশের দুরবস্থার জন্য তিনিই দায়ী।
কি নির্মম পরিণতি- ১৫ বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোট অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ কোটি টাকা অর্থ পাচার এবং জুলাই-অগাস্ট গণহত্যা করে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা না করে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে, শত শত মানুষকে অন্ধ করে ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি হতে পারে- এটার জন্য তিনিই দায়ী, আওয়ামী লীগের এই অবস্থার জন্য তিনিই দায়ী, বাংলাদেশের দুরবস্থার জন্য তিনিই দায়ী।
দৃষ্টি আকর্ষণ: গণহত্যা, গুম, খুন, নির্যাতন/নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী চোর/মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াশড নব্য কাওয়া বডিলীগ এর চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি।

বি. দ্র. নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই- আমি আপনাদেরকে চিনি।

বি.দ্র. আওয়ামী লীগের ব্রেন ওয়াশড নষ্ট পচা নীতি/আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলব, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে- আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করা।

ধানমন্ডি ৩২ ভাঙচুর নিয়ে
সোহেল তাজের স্ট্যাটাস



ড. ইউনূসকে নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে : প্রেস সচিব.............................................................................
08/02/2025

ড. ইউনূসকে নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে : প্রেস সচিব.............................................................................

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫,|অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণঅভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।
এসময় দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান শফিকুল আলম বলেন, যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন। তবে ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে আমাদের সবাইকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। পতিত সরকার যাতে মাথা চাড়া দিতে না পারে গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে।

ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ...................…......................................... আপডেট : ০৮...
08/02/2025

ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ...................….........................................

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, |অনলাইন সংস্করণ

ছবি : সংগৃহীত।

রাষ্ট্র সংস্কারে গঠন করা হয় ছয়টি সংস্কার কমিশন। আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি) এই কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।

একই সঙ্গে কমিশনের প্রধানরা পরবর্তী আশু করণীয়, মধ্যমেয়াদি পরিকল্পনা বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কী করতে পারে— সেটির সর্বসম্মত সুপারিশমালা পেশ করবেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ছয়টি সংস্কার কমিশন গঠন করে দেন। এসব কমিশনকে ৯০ দিন বা তিন মাসে অর্থাৎ ৩০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

এরপর নির্ধারিত সময়ের ১৫ দিন পর গত ১৫ জানুয়ারি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন-দুদক এই চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়। অপরদিকে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন গত ৫ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেয়।
৬ কমিশনের মধ্যে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান করা হয় সুজন (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক বদিউল আলম মজুমদারকে। পুলিশ সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয় সাবেক জনপ্রশাসন ও স্বরাষ্ট্র সচিব সফর রাজ হোসেনকে। বিচার বিভাগ সংস্কার কমিশনের দায়িত্ব পান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। দুদক সংস্কার কমিশনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনে যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আলী রীয়াজকে প্রধান করা হয়।
আবার এই কমিশনগুলোর প্রধানদের নিয়ে গঠিত হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এর প্রধানের দায়িত্ব নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সদস্য সচিব হন অধ্যাপক আলী রীয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের পর প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করবে সরকার।
এরপর চূড়ান্ত পর্যায়ে শিক্ষার্থী, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ৩ থেকে ৭ দিনব্যাপী একটি পরামর্শসভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পাঠানো হবে। এরপর রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তির সঙ্গে আলোচনা এবং সমঝোতাক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হবে।‌ এ তারিখ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে।

ছয় সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস অন্তবর্তী সরকার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ



নৈরাজ্যকর’ পরিস্থিতিকে সমর্থন করে না বিএনপি................................................................................
08/02/2025

নৈরাজ্যকর’ পরিস্থিতিকে সমর্থন করে না বিএনপি.............................................................................
স্থায়ী কমিটির বৈঠক

রাজকুমার নন্দী

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫,|প্রিন্ট সংস্করণ

দেশজুড়ে চলমান ‘নৈরাজ্যকর’ পরিস্থিতিকে সমর্থন করছে না বিএনপি। দলটি মনে করে, গণঅভ্যুত্থানের ছয় মাস পরে এসে এই ধরনের ঘটনা ঘটার সুযোগ নেই। এটাকে নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্র বলে মনে করছেন তারা। বিএনপি নেতাদের অভিমত, দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, তার দায় অন্তর্বর্তী সরকারের ওপর বর্তায়। কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা ব্যর্থ হয়েছে। তাই এই সরকারকে কঠোর হাতে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। এর ব্যত্যয় হলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে। এ ইস্যুতে আগামী সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের উদ্বেগ ও অবস্থান তুলে ধরবে বিএনপি।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ৯ ফেব্রুয়ারি দেশে ফিরলে তার নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎ করতে পারে দলটি।
বিদ্যমান পরিস্থিতিতে গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এমন আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে সিদ্ধান্ত হয় এসব ঘটনায় কাউকে সরাসরি দোষারোপ করবে না বিএনপি। এই ইস্যুতে কোনো কর্মসূচিও দেবে না। কিন্তু বিষয়টিকে যে তারা সমর্থন করে না, সেটি বিভিন্ন সভা-সেমিনারে বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরবে দলটি।

বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে ভাঙচুরের ঘটনা, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি দেশজুড়ে সংঘটিত ভাঙচুরের ঘটনাগুলোকে আগামী জাতীয় নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্র বলে মনে করে। একই সঙ্গে এটাকে এক ধরনের ফাঁদ হিসেবেও দেখছেন তারা। তাই নেতাকর্মীদের কোনো ধরনের বিশৃঙ্খলা-হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জরুরি নির্দেশনা দিয়েছে বিএনপি। এরই মধ্যে কেন্দ্র থেকে এমন নির্দেশনা তৃণমূলে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে কোনো বিরোধী পক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ, ম্যুরাল ভাঙচুরসহ কোনো হিংসাত্মক কর্মকাণ্ডে দলীয় নেতাকর্মীরা যেন কোনো ধরনের জড়িত না হয়। আমাদের প্রত্যাশা, দেশ এবং দলের বৃহত্তর স্বার্থে এ নির্দেশনা দলের প্রত্যেক নেতাকর্মী অক্ষর অক্ষরে পালন করবে।

বিএনপি নেতারা মনে করেন, গণঅভ্যুত্থানের এতদিন পর দেশজুড়ে এমন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির মূল টার্গেট হচ্ছে বিএনপি ও আগামী জাতীয় নির্বাচন। একটি রাজনৈতিক দলের ইন্ধনে ছাত্ররা তাদের শক্তি প্রদর্শন করছে। উদ্দেশ্য, নির্বাচন প্রলম্বিত করা, যাতে দ্রুততম সময়ে রোডম্যাপ ঘোষণা করা না হয়। কারণ ছাত্ররা নতুন দল গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার আগে সারা দেশে সংগঠনকে সুসংহত করতে যথেষ্ট সময় চায়। অন্যদিকে বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে। নির্বাচন দিতে দেশি-বিদেশি চাপও বাড়ছে। এমন অবস্থায় নির্বাচন বিলম্বিত করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে বলে মনে করে বিএনপি।

বৈঠকে বিএনপির এক নেতা বলেন, একটি দেশে বিপ্লব, গণঅভ্যুত্থান হওয়ার পরপরই নানা ঘটনা ঘটতে পারে। কিন্তু এতদিন পরে এসে কেন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটবে। এতদিনেও দেশ কি স্থিতিশীল হবে না? এমন নৈরাজ্যকর পরিস্থিতি চলতে পারে না।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আমরা দেশবাসীকে ধৈর্য ধারণ করা এবং দেশে শান্তি-শৃঙ্খলা যাতে বজায় থাকে, সেদিকে লক্ষ রাখার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকেও কঠোর হস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আহ্বান জানাই, যাতে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির সুযোগ কেউ না পায়।

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের দোসররা যাতে দেশ ও সরকারের স্থিতিশীলতা নষ্ট করা এবং ষড়যন্ত্র সৃষ্টির কোনো সুযোগ না পায়, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। বর্তমান অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই হবে সরকারের অগ্রাধিকার।

জানা গেছে, বৈঠকে দ্রুত নির্বাচন দাবিতে বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা হয়। এর মধ্যে আছে বিভাগীয় সমাবেশ ও জেলায় জেলায় সমাবেশ। এই ইস্যুতে রমজানের আগেই কর্মসূচি পালিত হবে। আগামী ১০ ফেব্রুয়ারি এই কর্মসূচি ঘোষণা করা হতে পারে। বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়। এ বছরের জুলাই-আগস্টেও নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করে দলটি। মূলত নির্বাচন দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এই কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপি।

দলটি মনে করে, চলমান বিশৃঙ্খল পরিস্থিতির উন্নতি না হলে অন্তর্বর্তী সরকারের যে লক্ষ্য, সেটি পূরণ হবে না। ন্যূনতম সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই এ সরকারের লক্ষ্য; এক দশক ধরে যে ধরনের নির্বাচন বাংলাদেশ হয়নি। কারণ শেখ হাসিনা সরকারের অধীনে দেশে ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালে রাতের নির্বাচন এবং ২০২৪ সালে ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে; যেখানে মানুষ ভোট দিতে পারেনি কিংবা দেয়নি। দীর্ঘ সময় ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণ এখন ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে দাবি বিএনপির।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল রোববার বিকেল সাড়ে ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করবে। তিন সদস্যের প্রতিনিধিদলে আরও থাকবেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।



বাংলাদেশআওয়ামী লীগ নিষিদ্ধে সরকার শিগগির পদক্ষেপ নেবে: আসিফ মাহমদআসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- ফাইল ছবি প্রকাশ: ০৮ ফেব্রুয়ার...
08/02/2025

বাংলাদেশ

আওয়ামী লীগ নিষিদ্ধে সরকার শিগগির পদক্ষেপ নেবে: আসিফ মাহমদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- ফাইল ছবি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকার শিগগির পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া ছাড়াও নির্বাহী আদেশে সরকার যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে নিষিদ্ধের বিষয়ে লিগ্যাল ফ্রেমওয়ার্ক (আইনি কাঠামো) কী হবে, সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস গতকাল শুক্রবার তাদের ওয়েবসাইটে আসিফ মাহমুদের সাক্ষাৎকার প্রকাশ করে। এতে তিনি বলেছেন, ‘বিচারিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে জুলাই-আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচারী আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা। সে ক্ষেত্রে দলীয়ভাবে তাদের নিষিদ্ধ, নিবন্ধন বাতিল করাসহ যে কোনো ব্যবস্থা সরকার নিতে পারে। আমি আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের জনগণের চাওয়ার প্রতিফলন ঘটাতে সরকার এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে।’
আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ‘ঐকমত্য’ হচ্ছে, এটি অত্যন্ত ইতিবাচক। মানুষ তৎকালীন ক্ষমতাসীন দলটির অগণতান্ত্রিক, একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি। এ জন্যই ৫ আগস্টের আগে ও পরে তাদের নিষিদ্ধ করার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐকমত্য হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে।
তিনি বলেন, ‘আমি মনে করি, সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল; যে বা যারাই হই না কেন, আমরা এ দেশের জনগণকে রিপ্রেজেন্ট করি। ফলে ৫ আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ও চাওয়া, সেগুলো প্রাধান্য দেওয়া আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। বিএনপির পক্ষ থেকেও আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে, তাকে সাধুবাদ জানাতে চাই।’
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠন বিষয়ে সরকারের এ উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের পট পরিবর্তনের পরে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছি। গণঅভ্যুত্থান যারা ঘটান, পরবর্তী প্রক্রিয়ার সঙ্গে তাদের সম্পৃক্ততা না থাকার কারণে আমরা অতীতে দেখেছি, অভ্যুত্থানের সব অর্জন নষ্ট হয়ে যায়। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পরেও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এসব বিবেচনা করে যারা স্বৈরাচার হটানোর আন্দোলনে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছেন, তারা একটি দল গঠনের চিন্তা করেছে। তা ছাড়া ৫ আগস্টের পর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া অনেকেই কোনো রাজনৈতিক ব্যানারে যাননি।’

ছাত্রদের নতুন দলে সরকারের প্রতিনিধি থাকার বিষয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আমাদের নীতিগত অবস্থান হলো– বর্তমান সরকারের ছাত্র প্রতিনিধি যারা আছেন, তাদের মধ্য থেকে কেউ যদি রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেন, তাহলে তাঁর সরকারে থাকা ঠিক হবে না। কেউ সে প্রক্রিয়ার সঙ্গে গেলে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করে সেখানে যাবেন।’ ছাত্রদের দলে নিজের অংশগ্রহণ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘বিষয়টি নিয়ে আমি এখনও ভাবিনি। কিছু বিষয় পর্যালোচনা করছি। সিদ্ধান্ত চূড়ান্ত হলে সবাই জানতে পারবে।’
সরকার সংস্কারের পক্ষে; রাজনৈতিক দলগুলো চাইছে দ্রুত নির্বাচন। বিষয়টি সাংঘর্ষিক কিনা– উত্তরে তিনি বলেন, ‘না, মোটেই সাংঘর্ষিক নয়। এসব বিষয় পুরোটাই আমাদের সদিচ্ছার ওপর নির্ভর করে। বর্তমান সরকার স্পষ্টই একটি ইতিবাচক রাজনৈতিক কাঠামো নির্মাণের দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছে। ৫ আগস্টের পরে মানুষের মধ্যে এ মনোভাবই ছিল, যে কোনো একটি রাজনৈতিক দলকে যদি ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়, তবে সেও আগের গতানুগতিক ধারায় কাজ করবে। তবে এসব বিষয়ে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি সরকারও হচ্ছে। কারণ, সমাজের প্রতিটি কাঠামোতেই স্বৈরাচারের দোসররা রয়ে গেছে।’
উপদেষ্টা আরও বলেন, ‘সংস্কার ছাড়া নির্বাচন করে আমরা যদি কোনো দলের হাতে ক্ষমতা তুলে দিই, তাদের জন্য সরকার পরিচালনা কঠিন হবে। এ কারণে ছয়টি সংস্কার কমিশনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এগুলো শাসনতান্ত্রিক সংস্কার। বাকি সংস্কার জনস্বার্থমূলক। সেগুলোও সমান গুরুত্বপূর্ণ।’

বিষয় :



আসিফ মাহমুদ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা

আওয়ামী লীগ নিষিদ্ধ

ট্রাম্প-মোদি কি বাংলাদেশ ইস্যুতেও কথা বলবেন?...................................................................... আপডেট...
08/02/2025

ট্রাম্প-মোদি কি বাংলাদেশ ইস্যুতেও কথা বলবেন?......................................................................

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, |অনলাইন সংস্করণ
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। ঠিক একই সময়ে সীমান্তের কিছু জায়গায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বেড়া নির্মাণকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সেই টানাপোড়েন রূপ নেয় উত্তেজনায়। যদিও দুই দেশের আন্তরিক কূটনৈতিক তৎপরতায় সেই উত্তেজনা সাময়িক স্তিমিত হয়েছিল।
সবশেষ শেখ হাসিনার অনলাইন ভাষণ এবং সেই ভাষণের প্রতিক্রিয়ায় ধানমন্ডি ৩২ এ শেখ মুজিবুরের বাড়ি ভাঙা নিয়ে ফের দুই দেশের মধ্যে কূটনৈতিক অস্থিরতা তৈরি হয়। পাল্টাপাল্টি তলব করা হয় রাষ্ট্রদূতদের। পরিস্থিতি যখন ঠিক এমন টালমাটাল তখন জানা গেল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার আসন্ন যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে পারেন।
নরেন্দ্র মোদি আগামী ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে মোদি বাংলাদেশ নিয়ে আলোচনা করবেন কিনা এমন প্রশ্নে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানিয়েছেন, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ট্রাম্প-মোদির বৈঠকে বাংলাদেশ ইস্যু ‘উঠতে পারে’। আর এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাদের প্রথম বৈঠক হবে।
মিশ্রি বলেছেন, আমি নিশ্চিত না যে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা হবে কিনা, তবে এটি উঠে আসতে পারে। তিনি আরও বলেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। তবে কোনো বিশেষ বিষয় উঠে আসবে কিনা সে বিষয়ে কিছু বলা সম্ভব নয়।’
শেখ হাসিনার অনলাইন ভাষণকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশে উত্তেজনা চলছে। ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা করা হয়েছে। এ বিষয়ে মিশ্রি বলেন, কূটনৈতিক ভবনের নিরাপত্তা ‘হোস্ট সরকারের দায়িত্ব’। বাংলাদেশ কর্তৃপক্ষ তাদের এ দায়িত্ব সম্পর্কে সচেতন রয়েছে।
শেখ হাসিনা তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সমর্থকদের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছিলেন। এর প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধরা শেখ মুজিবুরের বাড়ির গেট ভাঙচুর করেন এবং আগুন লাগিয়ে দেন। তারা বাড়িটিকে ‘স্বৈরাচার’ ও ‘ফ্যাসিবাদের’ প্রতীক হিসেবে আখ্যা দিয়েছেন।
শেখ হাসিনার বক্তব্যের কারণে দুদেশের কূটনৈতিক সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে। মিশ্রি জানান, দুই দেশের মধ্যে সমঝোতা ও সহানুভূতির পরিবেশ প্রয়োজন। হাসিনার মন্তব্য ব্যক্তিগত মতামত হিসেবেই দেখতে হবে।
মোদির মার্কিন সফরে বাংলাদেশের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় যেমন বাণিজ্য, প্রযুক্তিগত সহযোগিতা, প্রতিরক্ষা সম্পর্ক ও অভিবাসন নীতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। এ উদ্বেগের মধ্যে সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তবে মোদির এ সফর ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে চীনের আঞ্চলিক আধিপত্য ঠেকানোর জন্য।

সূত্র: ফার্স্টপোস্ট, এনই ইন্ডিয়া ব্রডকাস্ট

ট্রাম্প মোদি বৈঠক বাংলাদেশ প্রসঙ্গ



বিপিএল ২০২৫ফাইনালে তামিম আর আসরের সেরা মিরাজ.......................................................................স্পোর...
08/02/2025

বিপিএল ২০২৫
ফাইনালে তামিম আর আসরের সেরা মিরাজ.......................................................................
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, |অনলাইন সংস্করণ

তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর যেন অধিনায়কদের মহড়া! ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল এবং খুলনা টাইগার্সের নেতা মেহেদী হাসান মিরাজ দু’জনই তাদের অনন্য পারফরম্যান্সে মাতিয়ে রেখেছিলেন পুরো টুর্নামেন্ট। আর তার স্বীকৃতিও পেয়েছেন দুজনই।
বিপিএলের ফাইনাল মানেই চাপ, টানটান উত্তেজনা আর শ্বাসরুদ্ধকর লড়াই। ঠিক সেই উত্তেজনার মাঝেই বরিশাল শিবিরে ছিল এক আস্থার নাম—তামিম ইকবাল। চিটাগং কিংসের বিপক্ষে ১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলকে এগিয়ে নিতে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। ২৯ বলের বিধ্বংসী ইনিংসে তামিম তুলে নেন ৫৪ রান, যেখানে ছিল ৯টি চার আর ১টি বিশাল ছক্কার মার.

তামিমের এই আগ্রাসী শুরুতে বরিশাল উদ্বোধনী জুটিতে তোলে ৭৬ রান। যদিও মাঝপথে চাপ তৈরি হয়, তবে তামিমের দেওয়া সেই শক্ত ভিতই শেষ পর্যন্ত বরিশালকে এনে দেয় টানা দ্বিতীয় বিপিএল শিরোপা। এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
যদিও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি খুলনা টাইগার্সের, তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আলো ছড়িয়েছেন পুরো টুর্নামেন্টে। ব্যাট হাতে ১৪ ইনিংসে করেছেন ৩৫৫ রান, গড় ২৭.৩০। এর মধ্যে রয়েছে ২টি হাফ সেঞ্চুরি। বোলিংয়েও কম যাননি মিরাজ। ১৪ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলকে দিয়েছেন গুরুত্বপূর্ণ সাফল্য, যেখানে তার ইকোনমি রেট ছিল ৭.৭১।
এই অলরাউন্ড পারফরম্যান্সের জন্য মিরাজকে আসরের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য সিরিজ) হিসেবে নির্বাচিত করেছে বিপিএলের জুরি বোর্ড। নেতৃত্বের পাশাপাশি ব্যাট-বলের এই নিখুঁত সমন্বয় মিরাজকে এনে দিয়েছে বিশেষ এই স্বীকৃতি।
এবারের বিপিএল আসর যেন অধিনায়কদের জন্যই ছিল। তামিম ইকবাল দলের সামনে থেকে নেতৃত্ব দিয়ে এনে দিয়েছেন শিরোপা, আর মেহেদী হাসান মিরাজ নিজের দক্ষতায় হয়ে উঠেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। মাঠের ভেতরে আর বাইরে, দুই অধিনায়কের এই অসাধারণ নেতৃত্বগুণই ছিল এবারের আসরের আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু।

বিপিএলের এই আসর শেষে বলা যায়, ক্রিকেট শুধু ব্যাট-বলের খেলা নয়, নেতৃত্বের প্রভাবও জয়-পরাজয়ের ভাগ্য নির্ধারণ করতে পারে। আর সেটাই প্রমাণ করেছেন তামিম ও মিরাজ।

বিপিএল ২০২৫ তামিম ইকবাল
মেহেদী হাসান মিরাজ আসরের সেরা খেলোয়াড়
বিপিএল ফাইনাল ফরচুন বরিশাল



📚 বইমেলায় আনোয়ার শাহজাহানের মুক্তিযুদ্ধ বিষয়ক গল্পগ্রন্থ! 🇧🇩✨যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান ...
07/02/2025

📚 বইমেলায় আনোয়ার শাহজাহানের মুক্তিযুদ্ধ বিষয়ক গল্পগ্রন্থ! 🇧🇩✨

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান এর মুক্তিযুদ্ধ বিষয়ক গল্পগ্রন্থ "অপেক্ষার প্রহর" এখন বাংলা একাডেমির গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে!

📍 স্টল: ইত্যাদি গ্রন্থপ্রকাশ, প্যাভিলিয়ন নম্বর ১৯

মুক্তিযুদ্ধের ইতিহাস, বেদনা ও আত্মত্যাগের গল্প নিয়ে রচিত এই বইটি সংগ্রহ করতে ভুলবেন না!

#অপেক্ষার_প্রহর #আনোয়ার_শাহজাহান #বইমেলা২০২৫ #ইত্যাদি_গ্রন্থপ্রকাশ #মুক্তিযুদ্ধ #বাংলাবই

Anwar Shahjahan Anwar Shahjahan - আনোয়ার শাহজাহান
#

প্রবাসীদের জন্য বিমানের ভাড়া কমানো জরুরিতারেক রহমান ছানু, লন্ডন;বর্তমানে বিমানের টিকিটের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে, যা ...
07/02/2025

প্রবাসীদের জন্য বিমানের ভাড়া
কমানো জরুরি

তারেক রহমান ছানু, লন্ডন;

বর্তমানে বিমানের টিকিটের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে, যা প্রবাসীদের জন্য বড় সংকট তৈরি করছে। যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে যাতায়াত করা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম দেশের সঙ্গে সম্পর্ক হারাবে, আর বাংলাদেশ সরকার বৈদেশিক রেমিট্যান্স হারানোর ঝুঁকিতে পড়বে।

প্রবাসীরা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখলেও, তাদের সঙ্গে অবহেলা করা হচ্ছে। আমাদের কষ্টার্জিত অর্থে দেশ চলে, অথচ আমাদের কোনো সুযোগ-সুবিধা নেই। টিকিটের দাম নির্ধারণে আন্তর্জাতিক মান অনুসরণ ও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় প্রদান করা জরুরি।

আমাদের দাবি:

✅ বিমান ভাড়ার যৌক্তিক নির্ধারণ
✅ প্রবাসীদের জন্য বিশেষ ছাড়
✅ বিমানবন্দরে হয়রানি বন্ধ
✅ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগ

প্রবাসীদের প্রতি সম্মান দেখিয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নতুবা রেমিট্যান্স ও দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

তারেক রহমান ছানু
কমিউনিটি অ্যাক্টিভিস্ট
সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইTarউকে।

Tariq Rahman

05/02/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
মেহেরপুর আনছারুল উলুম আলিম মাদ্রারাসার সাবেক প্রিন্সিপাল জনাব "মাওলানা ফয়জুর রাহমান সাহেব এর যানাজার নামাজ । 🤲🤲🤲🤲

বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত কর্মকর্তাদের সব লকার ফ্রিজ নিউজ ডেস্ক প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫,বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত...
04/02/2025

বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত কর্মকর্তাদের সব লকার ফ্রিজ

নিউজ ডেস্ক
প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫,
বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কোনো কর্মকর্তা লকার খুলে রক্ষিত মালামাল নিতে না পারবেন না।
এর আগে, বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা সব কর্মকর্তার সেফ ডিপোজিট সাময়িক সময়ের জন্য ফ্রিজ (স্থগিত) করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যাতে কোনও কর্মকর্তা রক্ষিত মালামাল লকার খুলে নিতে না পারেন।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে বলেছেন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কোনোভাবেই যাতে লকার থেকে অর্থ-সম্পদ সরিয়ে নিতে না পারেন, সে জন্য সব লকার ফ্রিজ করার অনুরোধ জানিয়ে রোববার (২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠিয়েছেন দুদক পরিচালক কাজী সায়েমুজ্জামান।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেওয়া চিঠিতে বলা হয়, গত ২৬ জানুয়ারি আদালতের অনুমতিতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অনুসন্ধানের উদ্দেশ্যে গঠিত দুর্নীতি দমন কমিশনের টিম বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টে রক্ষিত অভিযোগ সংশ্লিষ্ট সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর সেইফ ডিপোজিট তল্লাশি করে। বাংলাদেশ ব্যাংকের ভল্টে তার জমা করা তিনটি সিলগালা কৌটা খুলে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ১০০৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া গেছে।

তল্লাশিকালে রেজিস্ট্রার পরীক্ষা করে দেখা যায়, সেখানে বাংলাদেশ ব্যাংকের অন্য কিছু কর্মকর্তাও সিলগালা করে সেইফ ডিপোজিট রেখেছেন। এসব সিলগালা কৌটাতেও অপ্রদর্শিত সম্পদ থাকার অবকাশ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে বলে মনে করছে দুদক।

চিঠিতে আরও বলা হয়, গত ৩০ জানুয়ারি বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অর্থ উপদেষ্টার সঙ্গে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের ‘দুদক ও সম্পদ পুনরুদ্ধার বিষয়ক’ আলোচনায় বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত সম্পদ নিয়ে আলোচনা হয়েছে। অর্থ উপদেষ্টা ওই ভল্টে রক্ষিত সম্পদ সাময়িক ফ্রিজের সম্মতি দিয়েছেন।

বাঁধন/সিইচা/সাএ

চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয়দিনের বয়ান, আরও ১ মুসল্লির মৃত্যু............................ টঙ্গী পূর্ব (গাজীপুর) টঙ্গীপ্রক...
04/02/2025

চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয়দিনের বয়ান, আরও ১ মুসল্লির মৃত্যু............................


টঙ্গী পূর্ব (গাজীপুর) টঙ্গী

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫,

তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিদের তাৎপর্যপূর্ণ বয়ান ও মুসল্লিদের নফল নামাজ, তাসবিহ-তাহলিল, জিকির আসগারের মধ্যদিয়ে মঙ্গলবার বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। কাল বুধবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে যেকোনো এক সময় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের পরিসমাপ্তি ঘটবে।
এপর্বেও কাঙ্খিত আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।

তাবলিগের ৬ উসূলের ওপর বাদ ফজর পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদের বয়ানের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া।
দ্বিতীয়পর্বেও ময়দানে যৌতুকবিহীন বিয়ে আনুষ্ঠানিকভাবে হবে বলে নিশ্চিত করেছেন শূরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

শীর্ষ মুরব্বিদের বয়ান চলাকালে ইজতেমা ময়দান জুড়ে নিস্তব্দ নীরবতা নেমে আসে। সকালের কনকনে শীত উপেক্ষা করে মুসল্লিদেরকে গভীর মনোযোগ সহকারে মুরব্বিদের বয়ান শুনতে দেখা গেছে।
ময়দানে যারা বয়ান করছেন যারা: বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। বাদ যোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাঈল গোধরা। বাদ আছর ভারতের মাওলানা জুহাইরুল হাসান। বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।
সকাল পৌণে ১০টায় তালিমের মোজাক্কারা (আলোচনা) করবেন ভারতের মাওলানা জামাল, ওলামা-মাশায়েখদের উদ্দেশে মূলবয়ান মঞ্চের সামনে বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা, তুলাবাদের (মাদ্রাসা ছাত্রদের) উদ্দেশ্যে নামাজের মিম্বর থেকে বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ফরিদ।
আরও ১ মুসল্লির মৃত্যু: ইজতেমা ময়দানে আমির আলী শেখ নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে শ্বাসকষ্ট জনিত কারণে তিনি টঙ্গী সরকারি হাসপাতালে মারা যান। মৃত অমির শেখ গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার গয়লাকান্দি গ্রামের মৃত-উমেদ আলী শেখের ছেলে। বাদ ফজর জানাযা শেষে লাশ গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে সোমবার রাত সাড়ে ৭টা দিকে সাইফুল ইসলাম (৪৮) নামে আরেক মুসল্লির মৃত্যু হয় এই নিয়ে দ্বিতীয় ধাপে দুই মুসল্লির মৃত্যু হয়।
উল্লেখ্য, কাল বুধবার আখেরি মোনাজাতে মধ্যদিয়ে শূরায়ি নেজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব শেষ হবে। মাঝে ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ কান্ধলভী অনুসারিদের ইজতেমা। তা শেষ হবে ১৬ ফেব্রয়ারি।

বিশ্ব ইজতেমা মুসল্লি

ছয় মাসে বন্ধ ৫২ কারখানা ধুঁকছে আরও ৮টি........................................................................গাজীপুরমহি...
04/02/2025

ছয় মাসে বন্ধ ৫২ কারখানা ধুঁকছে আরও ৮টি........................................................................
গাজীপুর

মহিন উদ্দিন রিপন, টঙ্গী (গাজীপুর)

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, |প্রিন্ট সংস্করণ

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ছয় মাসে গাজীপুরে ৫২টি শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে ৪১টি স্থায়ীভাবে আর ১১টি কারখানা অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া আগামী মে থেকে কেয়া গ্রুপের আরও সাতটি কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ। বন্ধ হয়ে যাওয়া কারখানার কর্মহারা অর্ধলক্ষাধিক শ্রমিক বেকার হয়ে মানবেতর দিনযাপন করছেন।

বন্ধ থাকা কারখানার এসব শ্রমিকের অনেকেই কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রায়ই বন্ধ থাকছে মহাসড়ক। এসব শ্রমিকদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ব্যাংকিং জটিলতা নিরসন করে কারখানাগুলো খুলে দেওয়ার দাবি কারখানা কর্তৃপক্ষের।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ ও শ্রমিকরা জানায়, রাজধানীর লাগোয়া টঙ্গী ও গাজীপুর এক সময় নানা কারণে বিখ্যাত হলেও বর্তমানে শিল্পনগরী হিসেবেই পরিচিত। কর্মের কারণে গাজীপুরে সারা দেশের লাখ লাখ মানুষ বসবাস করে। জেলায় ছোট-বড় মিলিয়ে নিবন্ধিত কারখানা রয়েছে ২ হাজার ১৭৬টি। এর মধ্যে তৈরি পোশাক কারখানার সংখ্যা ১ হাজার ১৫৪টি। গত নভেম্বর মাস থেকে ৩৫টি তৈরি পোশাক কারখানা তাদের কর্মীদের বেতন দিতে পারেনি, যা মোট কারখানার ২ শতাংশ। ডিসেম্বর মাস থেকে বেতন দেয়নি ৪৫ ভাগ কারখানা। এ মুহূর্তে গাজীপুরের ৫ শতাংশ কারখানায় শ্রমিক অসন্তোষ রয়েই গেছে। ৯ শতাংশ কারখানায় ইনক্রিমেন্ট নিয়ে জটিলতা চলছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার মাহমুদ জিনস কারখানায় ছয় বছর কাজ করেছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার নীলিমা আক্তার। তিনি পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন চন্দ্রার ভাতারিয়া এলাকায়। নীলিমা আক্তার কালবেলাকে বেলন, তাদের কারখানার সব শ্রমিক বেকার হয়ে গেছে। পুরুষ শ্রমিক যারা ছিল, তাদের বেশিরভাগই অন্যত্র নতুন চাকরিতে যোগ দিয়েছে। কিন্তু আমরা মধ্য বয়সী নারীরা কোথাও চাকরি পাচ্ছি না। গত এক মাসে অন্তত আটটি কারখানায় যোগাযোগ করেছি, কিন্তু নতুন চাকরি পাইনি। এখন স্বামীর একার আয় দিয়ে কোনোরকমে জীবনযাপন করছি।

একই এলাকার বাসিন্দা মো. লিয়াকত সিকদার বলেন, চাকরি হারিয়ে ঘরে বসে আছি। জমানো কিছু টাকা দিয়ে আর গ্রামের বাড়ি থেকে চাল, সবজি এনে খাচ্ছি। নতুন চাকরির সন্ধান করছি; কিন্তু বেতন খুবই কম বলছে। তাই আরও খোঁজাখুঁজি করছি।

গাজীপুর নগরের জরুন এলাকার কেয়াগ্রুপ দীর্ঘ প্রায় ২০ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে। কিন্তু গত ২ জানুয়ারি প্রতিষ্ঠানটির মালিক কারখানা সামনে নোটিশ টানিয়ে দেন আগামী ১ মে থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করার।

কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন বলেন, আগামী ১ মে থেকে ৫টি এবং ২০ মে থেকে আরও ২টিসহ সাতটি কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। কয়েকটি ধাপে শ্রমিকদের সব পাওনা শ্রম আইন অনুযায়ী পরিশোধ করা হবে।

গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানগুলোর মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। বন্ধের কারণ হিসেবে সরকার জানায়, কারখানাগুলোয় অর্ডার না থাকা ও ব্যাংকে ঋণখেলাপি থাকায় প্রতিষ্ঠানটির পরিচালনা সম্ভব হচ্ছে না। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে সরেজমিন দেখা যায়, সেখানকার কারখানাগুলোয় এখন ভূতুড়ে পরিবেশ বিরাজ করছে। পড়ে আছে কোটি টাকা মূল্যের মেশিনপত্র। ওই কারখানা খুলে দেওয়ার দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছেন কর্ম হারানো ৪২ হাজার শ্রমিক।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র জেনারেল ম্যানেজার (প্রশাসন) এস এম আব্দুল লতিফ জানান, তাদের কারখানায় ৪২ হাজার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী বেকার হয়েছেন। শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। আমরা লে-অফ তুলে নিয়ে সরকারের সহযোগিতা চাইছি। প্রধান উপদেষ্টাসহ সবার কাছে আমরা অনুরোধ করছি ব্যাক টু ব্যাক এলসি ওপেন করে সব ব্যাংকিং সুবিধাসহ লে-অফ তুলে নেওয়ার।

জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান কালবেলাকে বলেন, একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, শ্রমিক বেকারত্বের সংখ্যাও বাড়ছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম কালবেলাকে বলেন, ব্যাংক সমস্যাসহ বিভিন্ন কারণে কারখানাগুলো বন্ধ হচ্ছে বলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে। আমরা আরও বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ করছি। তিনি আরও বলেন, কর্মহীন শ্রমিকদের অনেকেই কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রায়ই বন্ধ থাকছে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও চন্দ্রা-নবীনগর মহাসড়ক। এসব শ্রমিককে সামাল দিতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।



যথারীতি ফাইনালে বরিশালক্রীড়া প্রতিবেদক আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, |অনলাইন সংস্করণ ছবি : সংগৃহীতআবারও বিপিএলের ফাইনালে ...
04/02/2025

যথারীতি ফাইনালে বরিশাল

ক্রীড়া প্রতিবেদক

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, |অনলাইন সংস্করণ

ছবি : সংগৃহীত

আবারও বিপিএলের ফাইনালে জায়গা করে নিল বর্তমান শিরোপাধারী দল ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে দ্বিতীয় শিরোপার জন্য লড়বে তারা। তবে বরিশালের কাছে হারলেও এখনো ফাইনালে ওঠার দারুণ সম্ভাবনা আছে চিটাগং কিংসের। সেক্ষেত্রে বুধবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের হারাতে হবে এলিমিনেটর রাউন্ডে জেতা খুলনা টাইগার্সকে।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৯ উইকেটে জিতে ফাইনাল নিশ্চিত করে বরিশাল। টস হেরে আগে ব্যাটিং করা চিটাগং নির্ধারিত ওভারে স্কোর বোর্ডে ৯ উইকেটে তোলে ১৪৯ রান। জবাবে ১৬ বল বাকি রেখেই জয় নিশ্চিত করে বরিশাল। বরিশালের হয়ে একাই পাঁচ উইকেট নেন পাকিস্তান পেসার মোহাম্মদ আলি। এরমধ্যে ৪টিই নেন এক ওভারে।

রান তাড়ায় বরিশালে শুরুটা ছিল দাপুটে। লম্বা সময় ধরে রান খরায় ভুগতে থাকা তাওহিদ হৃদয় ফিরে পান ছন্দ। উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গে দাপুটে শুরু এনে দেন তিনি। দলীয় ৫৫ রানে তামিম ফিরে গেলে একপাশ আগলে দ্রুত রান তোলেন হৃদয়। প্লে-অফে এসে পাওয়া ছন্দকে কাজে লাগিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি। ইংলিশ টপ অর্ডার ব্যাটার ডেভিড মালানের সঙ্গে দারুণ এক জুটিতে বরিশালকে ফাইনালে তোলেন হৃদয়। ব্যাট হাতে একাই খেলেছেন ৫৬ বলের অপরাজিত ৮২ রানের ইনিংস। এর আগে চট্টগ্রামকে লড়াইয়ের পুঁজি এনে দিতে বড় ভূমিকা রেখেছিলেন শামীম পাটোয়ারী। একের পর এক ব্যাটার ব্যর্থ হলে একপাশ আগলে দাপুটে ব্যাটিং করেন তিনি। ৪৭ বলে ৯ চার ও ৪ ছক্কায় ক্যারিয়ারসেরা ৭৯ রানে দলকে দেড়শর কাছাকাছি নিয়ে যান বাঁ হাতি এ ব্যাটার। যদিও এতেও হারই দেখল তার দল।

বিপিএল ২০২৫

ফরচুন বরিশাল

চিটাগাং কিংস প্রথম কোয়ালিফায়ার ফাইনাল



Address

Unit 102 Greatorex Street Business
London
E15NF

Alerts

Be the first to know and let us send you an email when Taibah TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taibah TV:

Videos

Share

Category