ভয়ংকর মাফিয়া গোষ্ঠীর কবল থেকে দেশের জনগণ ও সার্বভৌমত্ব বাঁচাতে লন্ডনে গঠিত হলো "বাংলাদেশ প্রবাসী সরকার"। দলমত নির্বিশেষে সকল জনগণকে তাদের "বাংলাদেশ প্রবাসী সরকার"কে সাপোর্ট করার আহ্বান জানানো হলো।
নির্বাচন নয়, শেখ হাসিনার ট্রেড লাইসেন্সের নবায়ন। অচিরেই দেশের মাটিতে সকল কুশীলবদের বিচার করা হবে, জানালেন সাবেক পুলিশ কর্মকর্তা ও ব্যারিস্টার জনাব জিল্লুর রহমান।
আল-জাজিরার প্রতিবেদন প্রকাশ
ওসির সামনেই পোশাক পরা এসআইকে মারতে গেল বাঁশখালির আওয়ামী গুন্ডা মোস্তাফিজ।
তথাকথিত নির্বাচনের নামে বিরোধিদলের অসংখ্য নেতাকর্মীর উপর নির্মম নির্যাতন চালিয়েছে ক্ষমতা ধরে রাখতে মরিয়া শাসকদল এবং তাদের প্রধান। জাতিসংঘ মহাসচিব এই নির্যাতিত ও অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কী ধরনের ভূমিকা নিবেন?
মঙ্গলবার নুন ব্রিফিংএ আমার এমন প্রশ্নের জবাবে যা জানালেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডোজারিকঃ
আগত বাংলা বসন্তে ভূমিদস্যু বসুন্ধরার শাহ আলমকে
পুরস্কৃত করা সেনাপ্রধান শফিউদ্দিন
জনগণের পক্ষ নেবেন কি?
50 vote confessions in 4 minutes. It means that whoever wants to vote, as many ballot papers have been given to him. In exchange of 200 rupees, laborers were hired and votes were stolen openly in the so-called elections. U.S. Embassy Dhaka U.S. Department of State President Joe Biden Al Jazeera English Amnesty International International Criminal Court - ICC Human Rights Watch The Guardian Vice President Kamala Harris The Economist United Nations President barack obama Dr Colonel Md Shahid Uddin Khan ABC News The Gurdian Tarique Rahman
৪ মিনিটে ৫০টি ভোট দেওয়ার স্বীকারোক্তি। তারমানে হলো যার ইচ্ছে যতগুলো ভোট দেওয়ার, তাকে ততগুলোই ব্যালট পেপার দেওয়া হইছে। ২০০ টাকার বিনিময়ে কাজের বুয়া ভাড়া করে এভাবেই কথিত নির্বাচনে প্রকাশ্যে ভোট ডাকাতি করা হয়।
ফরিদপুর সদরের খলিলপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শেষ মুহূর্তে ব্যালট পেপার ছিনিয়ে জোরপূর্বক সিল মারার স্বীকারোক্তি দিলেন সহকারি প্রিজাইডিং অফিসার
শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে একতরফা নির্বাচন করেছে এবং জনগণ কিভাবে এই নির্বাচন বর্জন করেছে সেটি তুলে ধরল অস্ট্রেলিয়ান আন্তর্জাতিক গণমাধ্যম ABC News
এইমাত্র পাওয়া
রাজশাহী তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভায় পুলিশ ও বিজিবির উপর জনতার ধাওয়া : সেখানকার পরিস্থিতি থমথমে। সবাই এভাবে সাহস করে সকল স্থানে প্রতিরোধ গড়ে তুলুন।
স্ত্রীর কাছে সরল স্বীকারোক্তি পুলিশ ইন্সপেক্টরের, ঝামেলা তো দুরের কথা লোকজনই তো নাই।
কুমিল্লা দাউদকান্দিতে ভোট ডাকাতি
মাফিয়া হাসিনার তামাশার ডামি নির্বাচনের সেরা ভিডিও ৭ই জানুয়ারি/২০২৪
ডামি নির্বাচন বর্জন করুন, রাজপথ দখল করুন। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করুন।
৭ই জানুয়ারীর অপরাধমূলক অবৈধ ডামি নির্বাচন সংবিধান পরিপন্থী হওয়ার তাতে অসহযোগিতা করার জন্যে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি,আনসার সকল বাহিনীর দেশ প্রেমিক সদস্যদের প্রতি সাবেক পুলিশ কর্মকর্তা ও ব্যারিস্টার জনাব জিল্লুর রহমানের আহ্বান।
বাসে ট্রেনে কারা আগুন দেয় তা শুনে নিন এই অডিওতে -
"যৌথবাহিনী জানে, মন্ত্রীরা জানে, ব্যাবসায়ীরা জানে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানে, অন্তত: বাহিরের লোক জানে, সিভিল সোসাইটির লোক জানে, এই যে বিভিন্ন সিভিল ক্যাডার আছে তারা জানে যে "সরকার টিকায়া রাখছে পুলিশ।" '১৩ সালের আন্দোলন দমাইছে পুলিশ, '১৪ সালের ইলেকশন করছে পুলিশ, গত তিন মাসে আগুন ধরাইছে পুলিশ।"
- এটা ছিল তৎকালীন ডিএমপি কমিশনার ও বর্তমান ন্যাশনাল সিকিউরিটি এ্যাফেয়ারস্ সেলের প্রধান আসাদুজ্জামান মিয়ার ইনটার্নাল ব্রিফিং। যা পরবর্তী সময়ে তার নিজ বাহিনীর সদস্যরা ফাঁস করে দেয়।
দেশবাসী যারা এই মাদারীকে এখনও চিনতে পারেন নাই, তারা তার লগি-বৈঠার পৈশাচিকতা থেকে শুরু করে সর্বশেষ বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয়া পর্যন্ত প্রতিটা ঘটনা মিলিয়ে দেখবেন। ক্ষমতার জন্য সে পারেনা এমন কোন কাজ নেই।
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগে।
নির্বাচন নামক সার্কাসের প্রধান রিং মাস্টার মাফিয়া গ্যাং লিডার কাজী হাবিবুল আউয়াল এর মুখোশ উন্মোচিত
এই অবৈধ সমকামী নির্বাচনে পু লি শ সেনাবাহিনী, আমলা, বিচার বিভাগ সরকারি সকল প্রতিষ্ঠানের যারাই সহায়তা করবে তারা সরাসরি সংবিধানের ৭(ক) এর (১খ) ধারার বিধান লঙ্ঘনের অপরাধের দায়ে আগামীতে কঠোর শাস্তির মুখোমুখি হবে। দেশবাসীর উদ্দেশ্যে জানালেন দেশের সূর্য সন্তান সাবেক পুলিশ কর্মকর্তা ও ব্যারিষ্টার জিল্লুর রহমান।