London বাংলা News

London বাংলা News আর নিউজ সত্যের সন্ধানে সব সময়

20/02/2024

দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের উদ্যোগে
বাবু রণদাপ্রসাদ রায় চৌধুরী স্মরণে শোকসভার আয়োজন করাহয় লন্ডনে।

19/02/2024

বনগ্রাম ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে”র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্টিত হয়েছে লন্ডনে।

সেকালের মহসিন একালে যেমন। .............................................."পোস্টবারে  দাঁড়িয়েছে বীর মহসিন, গোল হতে দেবে না...
19/02/2024

সেকালের মহসিন একালে যেমন। ..............................................
"পোস্টবারে দাঁড়িয়েছে বীর মহসিন, গোল হতে দেবে না সে যায় যাক প্রাণ জয় মোহামেডান"
মনে পরে সন্ধি সিনেমার এই গানটির কথা? মোহামেডান আবাহনীর সোনালী সময়ের সমর্থকদের অবশ্যই মনে থাকার কথা। সেকালের বীর মহসিন আজ রোগে শোকে শীর্ণ জীর্ণ অন্য এক মহসিন।
এদেশের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা গোলরক্ষক মহসিন। এবং সবচেয়ে সুদর্শন স্টাইলিশ গোলরক্ষক। তৃতীয় গোলরক্ষক হিসেবে আবাহনীতে শুরু মহসিনের। ১৯৮২ সালে অনেকটা চ্যালেন্জ নিয়েই প্রিয় মোহামেডান ক্লাবে যোগ দেয়। তখন লাল মোহাম্মদের মতো দেশ সেরা গোলরক্ষক মোহামেডানে। লীগে প্রতিটি ম্যাচে জয় পাওয়া লীগের প্রথম লেগে ভিক্টোরিয়ার নিকট ২-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় লাল মোহাম্মদের পরিবর্তে মহসিনকে মাঠে নামানো হয়। সেই থেকে শুরু। প্রথম লেগে আবাহনীর সাথে ম্যাচে সেই সময়কার এক নম্বর স্ট্রাইকার সালাউদ্দিনের পেনাল্টি শট রুখে দিয়ে হইচই ফেলে দেন তিনি। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তারকা হওয়া শুরু এখান থেকেই। জাতীয় দলে সুযোগ ৮২ সাল থেকেই। মোহামেডানে টানা ৫ বছর খেলে ৮৭ সালে আবাহনীতে যোগ দেন তিনি।১৯৯৪ সালে জেন্টেলম্যান এগ্রিমেন্টের কারনে যোগ দেয় মুক্তিযোদ্ধায়। ১ মৌসুম মুক্তিযোদ্ধায় খেলে পাড়ি জমান কানাডাতে। তারপরের ইতিহাস শুধু হতাশার।
মহসিনই একমাত্র গোলরক্ষক জাতীয় দল, মোহামেডান,আবাহনী, মুক্তিযোদ্ধার অধিনায়ক ছিলেন। এবং জাতীয় দলে তার পরে সর্বোচ্চ সময় নিয়মিত গোলরক্ষক হিসেবে খেলেছে সম্ভবত আমিনুল হক।
উচ্চতায় যদিও ৫ ফুট ৪/৫ ইঞ্চি হলেও অসামান্য ক্ষীপ্রতা,চপলতা, সেন্স আর রিফ্লেক্স এবং স্পট জাম্পে সব পুষিয়ে দিতেন। নিচু গ্রাউন্ডে পরাস্ত করা ছিলো রীতি মতো দুঃস্বাধ্য। দুরপাল্লা জোড়ালো শটেও তাকে পরাস্ত করা ছিলো কঠিন। ঠিক সময়ে পোস্ট থেকে বেড়িয়ে ফরোয়ার্ডদের মাথার উপর থেকে বাজপাখির মতে ছোঁ মেরে বল নিজের গ্রিপে নিতেও মহসিন ছিলেন খুব পারদর্শী। তার মতো সেরা, সুদর্শন, স্মার্ট,স্টাইলিশ গোলরক্ষক আর দেখা যায়নি পরবর্তীতে।
কানাডা যাওয়ার পরই তার জীবনে হতাশা নেমে আসে। পারিবারিক কোলহে স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর দেশে ফিরে আসেন তিনি।শরীরের হতশ্রী অবস্থা।চেহারা পুরোপুরি ভেংগে চুরমার। বর্তমানে রুগ্ন ভগ্ন অসুস্থ শরীর নিয়ে অসহায়ের মতো জীবন পার করে চলেছেন তিনি।
অথচ দেশের ইতিহাসে অন্যতম গোলরক্ষক এই বীরকে যেন দেখার কেউ নেই। তার সমস্যাগুলো সমাধানেরও কেউ নেই।

14/02/2024

14.02.2024 NTV Europe News

Please Watch Sky 780

10/02/2024

বেনেকো ফিনান্সিয়াল সার্ভিসেস-এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
লন্ডন বাংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়

সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিককে বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস-এর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

আমরা জানি, বাসস্থান মানুষের মৌলিক অধিকারের একটি । প্রত্যেক মানুষের স্বপ্ন থাকে একটি সুখের নীড় । বর্তমান অর্থনৈতিক দুরাবস্থায় বৃটেনের অভিবাসী কমিউনিটির জন্য নিজস্ব বাড়ি কেনা অনেক কঠিন । বাংলাদেশী কমিউনিটির অনেকে বাড়ি কেনার মতো সামর্থ থাকা স্বত্বেও শুধুমাত্র যথার্থ তথ্যের অভাব ও আইনী বিষয়ে অভিজ্ঞতা না থাকার কারণে বাড়ি কিনতে পারছেননা । আবার অনেকে ছোট ছোট ভূলের কারনে লেন্ডারদের কাছ থেকে মর্গেজ পাচ্ছেননা । তবে সাম্প্রতিক সময়ে মুসলিম কমিউনিটি বাড়ি কেনার ক্ষেত্রে ইসলামিক লেন্ডার বা হালাল মর্গেজের দিকে ঝুঁকছেন।

সম্মানিত সাংবাদিকবৃন্দ,
বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এক দশকের বেশি সময় থেকে বাংলাদেশী কমিউনিটির পাশাপাশি মূলধারায় সুনামের সাথে সেবা প্রদান করে আসছে । পাশাপাশি সময়-সময় বাড়ি ক্রয়-বিক্রমে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে বাংলাদেশী কমিউনিটিকে সহযোগিতা করে আসছে।

২০১৪ সালের ফেব্রুয়ারীতে যাত্রার শুরুতে বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এআর-এর নিয়োগকৃত প্রতিনিধি হিসাবে কাজ শুরু করেছিল । বর্তমানে এই প্রতিষ্ঠান ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটির (এফসিএ) অনুমতিপ্রাপ্ত একটি ইন্ডিপেন্ডেন্ট এডভাইজারী প্রতিষ্ঠান হিসেবে হাইস্ট্রিট বাংকের পাশাপাশি যুক্তরাজ্যের শতাধিক মর্গেজ লেন্ডারের সাথে সরাসরি কাজ করছে । যেহেতু আমরা ল্যাণ্ডারের সাথে সরাসরি কাজ করি, বিধায় মর্গেজ আবেদনের ক্ষেত্রে কাস্টমারদের বাস্তব অবস্থার আলোকে পরামর্শ দিয়ে থাকি । যুক্তরাজ্যের অর্থনীতির রাজধানীখ্যাত ক্যানারি ওয়ার্ফে শুরু থেকেই বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস-এর প্রধান অফিস থাকায় অনেক নামি দামি ল্যাণ্ডার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে মিটিংয়ের বাড়তি সুবিধাও পাচ্ছি।
বর্তমানে বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিস ইসলামিক মর্গেজ, ফাস্ট টাইম বাইয়ার, বাই-টু-লেট মর্টগেজ , কর্মাশিয়াল মর্গেজ, রাইট-টু-বাই মর্গেজ, বিজনেস মর্গেজ সহ বিভিন্ন ধরনের মর্গেজ নিয়ে কাজ করছে । এছাড়া লাইফ ইন্সুরেন্স এবং লাইফ ইনকাম প্রটেনশন সেবা দিয়ে থাকে ।

তবে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিস যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় ইসলামিক মর্টগেজ ব্রোকারেজ ফার্মগুলির মধ্যে একটি । আমরা শরিয়া ভিত্তিক ইসলামিক ল্যাণ্ডারের সাথে সরাসরি কাজ করার সুবাদে মুসলিম কমিউনিটিতে হালাল মর্গেজের সেবায় সেরা অবস্থানে রয়েছি ।

প্রিয় সাংবাদিকবৃন্দ,
বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিসে একঝাক দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন টিম রয়েছে । এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজুর রহমান ইউনিভার্সিটি অব গ্রিনিচ থেকে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এমএসসি ডিগ্রিধারী। তিনি বাড়ি ক্রয়-বিক্রয়ে এবং মর্গেজ বিষয়ে বিনামূল্যে পরামর্শ দিয়ে আসছেন।
এছাড়াও তিনি বাংলা সংবাদপত্রে এ বিষয়ে নিয়মিত প্রবন্ধ লিখছেন । ২০২০ সাল থেকে বাংলা অনলাইন চ্যানেল টিভিথ্রি বাংলায় "প্রপার্টি মর্টগেজ উইথ বেনেকো ফাইন্যান্স" শিরোনামে লাইভ টক শো'র মাধমে কমিউনিটিকে তথ্য প্রদানের পাশাপাশি বিভিন্ন টিভি শোতে অংশগ্রহণ করে মর্গেজ সংক্রান্ত বিষয়ে আলোচনা করে আসছেন । বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিস বিগত দিনে লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয় ও লন্ডন মুসলিম সেন্টারে মর্গেজ নিয়ে কমিউনিটি মানুষের অংশগ্রহণে সেমিনারের আয়োজন করে।
২০২৩ সালে বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিস-এর প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান, 'সিটিপ্লাস নেটওয়ার্ক লিমিটেড' চালু করেন। এটি একটি মর্গেজ নেটওয়ার্ক ফার্ম যা এখন যুক্তরাজ্যের অসংখ্য মর্গেজ এডভাইজার প্রতিষ্ঠানের প্রধান যোগসূত্র হিসেবে কাজ করে আসছে।

সুপ্রিয় সাংবাদিকবৃন্দ,
বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মর্গেজ ইন্ডাস্ট্রির একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে সফল ভাবে ১০ বছর পার করেছে । দীর্ঘ যাত্রায় বেনেকো বিভিন্ন ব্যক্তি ও পরিবারসমুহকে তাদের বাড়ির মালিকানার স্বপ্ন বাস্তবায়নে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে সেবা দিয়েছে। যার ফলে আমরা ক্লায়েন্টদের সাথে স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে সচেষ্ট হয়েছি এবং কমিউনিটিরও আস্থার প্রতিষ্ঠানে পরিনত হয়েছে বেনেকো।
বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিসের পথ চলায় পাশে থাকার জন্য আমাদের মূল্যবান ক্লায়েন্ট, নিবেদিতপ্রাণ কর্মী এবং বিশ্বস্ত অংশীদারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি । তাদের অন্তরিক সমর্থন ও সহযোগিতা ছাড়া, বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আজ যে খ্যাতি অর্জন করেছে তা অর্জন করতে পারতো না । বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের এই সাফল্য গভীরভাবে নিহিত রয়েছে তাদের স্বচ্ছতা, সততা এবং পরিষেবার প্রতিশ্রুতির মধ্যে ।

বেনেকো ফিনান্সিয়াল সার্ভিসেস তার ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে আগামী ১৬ই ফেব্রুয়ারি শুক্রবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের হলিডে ইন হোটেলে । আর এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রতিষ্ঠিত লেন্ডার কোম্পানির কর্তকর্তারাসহ কমিউনিটির বিশিষ্ট বক্তিবর্গ উপস্থিত থাকবেন । এই অনুষ্ঠান সফল করতে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

08/02/2024

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদ্য সমাপ্ত নির্বাচনে নবনির্বাচিত কমিটির সকল সদস্যদেরকে নিয়ে এনটিভি ইউরোপ স্টুডিওতে আনন্দ সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

22/01/2024

সুনামগঞ্জ জেল ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কার্যক্রম আরো গতিশিল করার লক্ষে সম্মানিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এক সভা অনুষ্টিত হয়েছে ২২শে জানুয়ারী সোমবার ২০২৪।

 #জামেয়া_ইসলামিয়া_বহরগ্রাম  #মাদরাসার_৫৫তম_ওয়াজ_মাহফিল_সফল_হোক। #জনমঙ্গল_সমিতি_বহর_গ্রাম-ইউকে
21/01/2024

#জামেয়া_ইসলামিয়া_বহরগ্রাম
#মাদরাসার_৫৫তম_ওয়াজ_মাহফিল_সফল_হোক।
#জনমঙ্গল_সমিতি_বহর_গ্রাম-ইউকে

 #ইন্নালিল্লাহি_ওয়াইন্না_ইলাইহি_রাজিউন। ৫নং বুধবারী বাজার ইউনিয়ন সাবেক চেয়ারম্যান  কালিজুরী নিবাসী  #হাজী_আখলাকুর_চৌধ...
21/01/2024

#ইন্নালিল্লাহি_ওয়াইন্না_ইলাইহি_রাজিউন।

৫নং বুধবারী বাজার ইউনিয়ন সাবেক চেয়ারম্যান কালিজুরী নিবাসী #হাজী_আখলাকুর_চৌধুরী #চেয়ারম্যান অদ্য রাত ৩ ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইছেন।

{ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।}

জানাজার নামাজ আজ বাদ যোহরে ২ঘটিকার সময় বুধবারী বাজার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হইবে।

এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি।

সবাই মরহুম #হাজী_আখলাকুর_চৌধুরী_চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানুতায়ালা যেন তিনিকে জান্নাতুল ফেরদাউস দান করেন > আমীন

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when London বাংলা News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

  • 457Games

    457Games

    92 the larches, Palmers Green

Other TV Networks in London

Show All