Sajjad & Lubna’s Blog

Sajjad & Lubna’s Blog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sajjad & Lubna’s Blog, Video Creator, London Colney.

16/05/2022
13/10/2021

1st On Campus Class,,,,

জেনে রাখুন, ইউকে তে এখন সব ব্যাংক নোট ই প্লাস্টিক এর। ব্ল্যাক মার্কেট থেকে নোট কিনে potarona থেকে নিজেকে বাঁচান,,,,
20/08/2021

জেনে রাখুন, ইউকে তে এখন সব ব্যাংক নোট ই প্লাস্টিক এর। ব্ল্যাক মার্কেট থেকে নোট কিনে potarona থেকে নিজেকে বাঁচান,,,,

Skilled worker visa (পূর্ববর্তি নাম ছিল T2 visa) (Part 2)Skilled worker visa নিয়ে ইউকে আসা বা বৈধ ভাবে থাকা যাবে। আপনি য...
03/08/2021

Skilled worker visa (পূর্ববর্তি নাম ছিল T2 visa) (Part 2)
Skilled worker visa নিয়ে ইউকে আসা বা বৈধ ভাবে থাকা যাবে। আপনি যদি ইউকে তে যদি কোন শর্ট টার্ম স্টুডেন্ট ভিসা বা ভিজিটর ভিসায় না থাকেন তবে যেকোন সময় সুযোগ পেলে ভিসা সুইচ করতে পারবেন।
চাকরির অফার লেটার পেলে অবশই যাচাই করে নিবেন,
-আপনি যে কম্পানির চাকরি করবেন তারা হোম অফিস এপ্রুভড কিনা। /তাদের স্পনসর লাইসেন্স আছে কিনা।
- তারা আপনাকে COS "Certificate of Sponsorship" দেবে কিনা, যেখানে আপনি কি রোলে কাজ করবেন তালেখা থাকবে।
- এই উল্লেখিত রোল টি ভিসার জন্য এলিজিবল কিনা
- এবং মিনিমাম স্যালারি পাবেন কিনা।
যদি ওপরের সব শর্ত ঠিক থাকে তাহলে প্রথমে আপনার
- ইংরেজি সক্ষমতা কমপক্ষে B1 লেভেলের তা প্রমাণ করতে হবে। আপনি SELT দিতে পারেন।
তবে ইউকে ডিগ্রি থাকলে এটা আলাদা করে প্রমাণ করতে হয় না।

সব ঠিক থাকলে আপনার ভিসার আবেদনের জন্য নিচের ডকুমেন্ট গুলো লাগবে
- আপনার COS "Certificate of Sponsorship" এর রেফারেন্স নম্বর
- ইংরেজি সক্ষমতার প্রমাণ
- ভ্যলিড পাসপোর্ট
- আপনার জব টাইটেল এবং বাৎসরিক বেতন
- আপনার পেশার কোড
- আপনার চাকরিদাতা কম্পানির নাম এবং লাইসেন্স নাম্বার যেটা COS এ থাকবে
আপনি কোথা থেকে এপ্লাই করছেন বা অন্যান্য অবস্থার ওপঅর ভিত্তি করে আরো লাগতে পারে
- £1270 পার্সোনাল সেভিংস যদি আপনার এমপ্লয়ার এটা কাভার না করে
- আপনার পার্টনার এবং সন্তান্দের সাথে সম্পর্কের প্রমাণ যদি তারো আপনার সাথে এপ্লাই করে
- ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট
- টিবি টেষ্ট রেজাল্ট
- ATAS certificate প্রযোজ্য ক্ষেত্রে
- PhD certificate প্রযোজ্য ক্ষেত্রে
খরচঃ
কোথা থেকে এপ্লাই করছেন, কতদিন এর জন্য,কতজন থাকবেন, কি পেশায় তার ওপর ভিত্তি কর খরচ এর তফাৎ আছে
মোটামুটি হিসেবে
-এপ্লিকেশন ফি অবস্থা বিচারে £610 থেকে £1,408
- IHS সাধারনত প্রতিজন প্রতিবছরে £624
- £1270 পার্সোনাল সেভিংস যদি আপনার এমপ্লয়ার এটা কাভার না করে
আপনি শর্টেজ অকুপেশনে আসলে আপনার খরচ অনেক কম হবে এর থেকে। ভিসা প্রসেসের খরচ এর বিস্তারিত হিসাব পাবেন এখানে
https://www.gov.uk/skilled-worker-visa/how-much-it-costs
ভিসা সুইচের যাবতীয় তথ্য পাবেন এখানে
https://www.gov.uk/skilled-worker-visa/switch-to-this-visa

এই লেখার সকল সোর্স www.gov.uk
অনেকের কাছে শুনেছি কিছু এজেন্সি থাকে যারা অনেক অনেক টাকার বিনিময়ে স্পন্সর দেবার কথা বলে কিন্তু পরে প্রতারিত করে। যেকেউ আপনাকে স্পন্সর্ড চাকরি দিতে পারবে বল্লেই তারা লাইসেন্সড কিনা তা অবশ্যই যাচাই করে নিবেন। ওপরের ডকুমেন্ট গুলো দিতে পারবে কিনা এবং তারা জেনুইন কিনা জেনে নিবেন। কম্পানির নাম লিখে গুগল করলেই অনেক তথ্য পাওয়া যায়। ফেক এজেন্সি, ওয়েবসাইট দেখে প্রতারিত হবেন না।

GOV.UK - The place to find government services and information - Simpler, clearer, faster

22/02/2021

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আজ ঘোষণা দিয়েছেন ২১ জুন থেকে সব ধরনের রেসট্রিকশন্স তুলে দিয়ে UK কে স্বাভাবিক করে তোলার চেষ্টা করা হবে। তবে তার জন্যে প্রয়োজন ধাপে ধাপে লক ডাউন সহ বিভিন্ন রেসট্রিকশন্স তুলে নেয়া যাতে হঠাৎ আবার ইনফ্যাকশন রেইট বেড়ে না যায়। এজন্যে যে ধাপগুলো ঠিক করা হয়েছে তা নিম্নরূপ। উল্লেখ্য এই তারিখগুলো প্রস্তাবিত। পরিস্থিতি বিবেচনায় এগুলো পরিবর্তন হতে পারে। এছাড়া এগুলো সবই ইংল্যান্ডের জন্যে। স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলস পরে তাদের তারিখগুলো ঘোষণা করবে। নিকট অতীতে দেখা গিয়েছে সেই তারিখগুলো বেশ কাছাকাছিই হয়ে থাকে।

৮ মার্চ থেকে স্কুল খুলে দেয়া হবে।

২৯ মার্চ থেকে বাহিরে ছয় জন পর্যন্ত অথবা দুই পরিবার একত্র হতে পারবে।

২৯ মার্চ থেকে সব ধরনের আউটডোর খেলাধুলা শুরু হতে পারবে। প্রিমিয়ার লিগ অথবা সিক্স নেশনসের মত এলিট খেলাগুলো এখনও চলছে কিন্তু এই তারিখের পর সব ধরনের টুর্নামেন্ট শুরু হতে পারবে।

১২ এপ্রিল থেকে শপিং সেন্টার, জিম, হেয়ারড্রেসার সহ কফিশপ এবং এ ধরনের দোকানগুলো খুলে দেয়া হবে।

১৭ মে থেকে অধিকাংশ রেসট্রিকশন্স তুলে নেয়া হবে সর্বোচ্চ ৩০ জনের জন্যে।

২১ জুন থেকে সম্পূর্ণ রূপে লক ডাউন এবং রেসট্রিকশন্স তুলে দেয়া হবে।

এই তারিখগুলো আমাদের গ্রুপের সদস্য যারা সম্প্রতি UK এসেছেন অথবা যারা সেপ্টেম্বরে আসবেন, তাদের জন্যে গুরুত্বপূর্ণ কেন? কারণ, এখানে দেখা যাচ্ছে ধীরে ধীরে UK কী করে লক ডাউন থেকে বের হয়ে স্বাভাবিক হবার পথে হাঁটছে।

পৃথিবীর অন্যন্য অনেক দেশের তুলনায় UK ভ্যাক্সিন দিয়ে পরিস্থিতি বেশ স্বাভাবিক করে তোলার পর্যায়ে চলে এসেছে। অনেকেই শুনে অবাক হবেন, গত সপ্তাহে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকাররা লক্ষ্য করেছেন লন্ডনের ইনফ্যাকশন রেইট ৮০ শতাংশ কমে গিয়েছে। গত সপ্তাহেই লন্ডনের আন্ডারগ্রাউন্ড, বাস এবং অন্যান্য পাবলিক ট্রান্সপোর্টে কোন রকম করোনা ভাইরাসের ট্রেস পাওয়া যায় নি।

শুধু ইসরাইল এবং আরব আমিরাত UK এর চেয়ে এগিয়ে আছে ভ্যাক্সিন দেয়ার ক্ষেত্রে। ইতোমধ্যে UK ১৫ মিলিয়ন নাগরিককে ভ্যাক্সিন দিয়ে ফেলেছে। ৬৫ মিলিয়নের দেশের নাগরিকদের কত দ্রুত ভ্যাক্সিন দেয়া সম্ভব তা নিয়ে প্রতি দিনই আলোচনা চলছে। বেশ কিছু জায়গায় ২৪ ঘণ্টা ভ্যাক্সিন দেয়া চলছে UK তে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে ভ্যাক্সিন দেয়া হবে বলে ইতোমধ্যে পরিকল্পনা নেয়া হয়েছে যা বেশ ভালো ভাবেই কার্যকর করে চলেছে NHS। বিবিসি আরো জানিয়েছে আক্রান্ত হবার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকা চারটা গ্রুপকে ভ্যাক্সিন দিয়ে ফেলায় হসপিটালগুলোতে রোগীর সংখ্যা ব্যাপক ভাবে কমে এসেছে।

এভাবে ভ্যাক্সিন দেয়া চলতে থাকলে এবং অর্থনীতি খুলতে শুরু করলে চাকরীর বাজার আবারও চাঙ্গা হয়ে উঠবে ছাত্রছাত্রীদের জন্যে। বিবিসির এক প্রতিবেদনে আজ জানিয়েছে ৫৬ শতাংশ কোম্পানী নতুন করে চাকরীতে লোক নিয়োগ শুরু করেছে ২০২১ এর প্রথম সপ্তাহে। অর্থাৎ যারা এখন ঘরে বসে আছেন, তারা শুরু করে দিন চাকরী খোঁজা। এটাই সবচেয়ে দারুণ সময় যখন আপনি হাতের সময়টা পড়ালেখার পাশাপাশি ভালো কাজে ব্যয় করতে পারবেন। আর যারা সেপ্টম্বরে আসবেন, তাদের আশা করি এই দুঃস্বপ্নময় UK কে দেখত হবে না।

11/02/2021

সম্প্রতি UK সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে যে ১৫ ফেব্রুয়ারি থেকে নির্দিষ্ট কিছু দেশ থেকে যারা UK তে প্রবেশ করবে তাদের এয়ারপোর্টে ১৭৫০ পাউন্ড খরচ করে ১০ দিনের জন্যে কোয়ারিন্টিনে থাকতে হবে। বিষয়টা আমাদের গ্রুপের সদস্যদের ভাবিয়ে তুলেছে, বিশেষ করে যারা কয়েকদিনের মধ্যে UK এর উদ্দেশ্যে যাত্রা করবেন। অনেকেই প্রশ্ন করছেন এক্ষেত্রে কি বাংলাদেশি ছাত্রছাত্রীদের কোয়ারিন্টিনে থাকতে হবে?

প্রশ্নটার সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, না। বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের হোটেল কোয়ারিন্টিনে থাকতে হবে না। এক্ষেত্রে UK সরকার ৩৩ টি দেশের একটা তালিকা প্রকাশ করেছে যেখানে ব্রাজিল, আর্জেন্টিনা এবং পর্তুগাল থাকলেও বাংলাদেশ নেই। ফলে বাংলাদেশ থেকে যাত্রা করা ছাত্রছাত্রীদের জন্যে এটা প্রযোজ্য হবে না।

তবে কথা শেষ হয়েও শেষ হয়ে যাচ্ছে না! কারণ এই তালিকায় অন্যতম একটা দেশ আরব আমিরাত। অর্থাৎ যারা এমিরাটস অথবা ইতিহাদে করে UK আসার পরিকল্পনা করছেন তাদের যাত্রা বিরতী নিতে হবে দুবাই অথবা আবুধাবিতে। আর তখনই তারা পড়ে যাবেন হোটেল কোয়ারিন্টিনের ফাঁদে। অতএব, বাংলাদেশ তালিকায় না থাকলেও যে দেশগুলো তালিকায় রয়েছে সেগুলোতে ট্রানজিট আছে এরকম ফ্লাইটও এড়িয়ে যেতে হবে। সম্পূর্ণ তালিকাটা UK সরকারের অফিশিয়াল সাইট থেকে দেখা যাবে নিচের লিঙ্ক ব্যবহার করে।

https://www.gov.uk/guidance/transport-measures-to-protect-the-uk-from-variant-strains-of-covid-19 -bans-to-the-uk---banned-countries

আরেকটি বিষয় এখানে যোগ করা প্রয়োজন। স্কটল্যান্ডের জন্যে তাদের সরকার বিষয়টাকে আরো কড়াকড়ি করেছে। সেক্ষেত্রে কমন ট্রাভেল এরিয়া বাদে (ইংল্যান্ড, রিপাবলিক অভ আয়ারল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস, আইল অভ ম্যান এবং চ্যানেল আইল্যান্ডস) যে কোন দেশ থেকে সরাসরি স্কটল্যান্ডে প্রবেশ করলেই দশ দিনের হোটেল কোয়ারিন্টন বাধ্যতামূলক। বাংলাদেশি ছাত্রছাত্রী যারা স্কটল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে আসছেন, তাদের জন্যে পরামর্শ থাকবে লন্ডন অথবা ম্যানচেস্টার দিয়ে UK তে ঢোকা। গ্লাসগো, এডিনবরা এবং এবারডিন এয়ারপোর্টকে সম্পূর্ণরূপে এড়িয়ে না গেলে বাংলাদেশের ছাত্রছাত্রীদেরও হোটেলে দশ দিন থেকে কোয়ারিন্টিন সম্পন্ন করতে হবে।

https://www.gov.scot/news/quarantine-hotels/?fbclid=IwAR0pObGi4WXVqwPovk4v-953pmq9DfU-4AsEgcsbXsdzYix_Kfv4BP5GqEA

সাথে এটাও জেনে রাখা ভালো যে হোটেল কোয়ারিন্টিন প্রযোজ্য না হলেও দশ দিনের হোম কোয়ারিন্টিন কিন্তু সবাইকে করতে হবে। যদি পুলিশ দেখে সেটা করছে না কেউ তাহলে ফাইনের পাশাপাশি জেলেরও ব্যবস্থা করেছে সরকার। অনেকে ভাবতে পারেন, আপনি না করলে পুলিশ কী করে জানবে সেটা? মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটা লিঙ্ক শেয়ার করা হয়েছে যেখানে কারো ব্যাপারে গোপনে অভিযোগ করা যাবে এবং তখন পুলিশ ঠিকই রাত দুপুরে আপনার বাড়িতে এসে হাজির হবে। এমনটা প্রচুর বাংলাদেশি ইতোমধ্যেই জানাচ্ছেন ফেইসবুকে।

অতএব, UK আসার পর অন্তত দশ দিনের কোয়ারিন্টিনের সময়টা বাড়িতে থাকুন। নিজেকে নিরাপদ রাখুন, যার বাড়িতে উঠতে যাচ্ছেন তাকেও অভিযোগের হয়রানিতে জড়ানো থেকে বিরত থাকুন।

———————————

সংযুক্তি: অনেকে প্রশ্ন করেছেন দ্বিতীয় এবং অস্টম দিনের টেস্ট কি বাংলাদেশিদের জন্যে প্রযোজ্য হবে? উত্তরটা UK সরকারের ওয়েব পেইজেই রয়েছে। সেখানে বলা হয়েছে,

From 15 February onwards, everyone allowed to enter England from outside the Common Travel Area must:

1) quarantine for 10 days

2) take a coronavirus (COVID-19) test on day 2 and day 8 of quarantining

3) follow the national lockdown rules

সূত্র: https://www.gov.uk/guidance/how-to-quarantine-when-you-arrive-in-england

অর্থাৎ হ্যাঁ, ১৫ তারিখের পর যারা বাংলাদেশ থেকে আসবেন, তাদের দ্বিতীয় এবং অস্টম দিনে টেস্ট করাতে হবে। যদিও এই আইন শুধুই ইংল্যান্ডের কথা বলছে, মূলত স্কটল্যান্ডের আইন ইংল্যান্ডেরটা অনুসরণ করে সাথে বাড়তি কিছু যোগ করে। তাই স্কটল্যান্ডের জন্যেও যে এটা প্রযোজ্য হবে, সে বিষয়ে সন্দেহ নেই। স্কটিশ সরকারের ওয়েব সাইট থেকে তথ্য সূত্র পাওয়া গেলে এখানে যোগ করা হবে ভবিষ্যতে।

30/01/2021

Visa Rejected তারপরও সুখবর,,,,!!

23/12/2020

Why you will choice UK 🇬🇧 for your higher study,,,?

Address

London Colney

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sajjad & Lubna’s Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like