Leicester News by Muslah Uddin Khokon

Leicester News by Muslah Uddin Khokon Connect with Leicester

03/01/2025
11/11/2024

NRB News | বিলেতের জানালায় | পর্ব-৪ | 12 November 2024
বিষয় : বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও মুক্তিযোদ্ধার ভাবনা
#বিলেতের #জানালায়
আলোচক : বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী, নিউজার্সি, যুক্তরাষ্ট্র
সঞ্চালক : আহমেদ মোসলেহ উদ্দীন, লন্ডন
পরিচালক : সাহানারা খাতুন
সম্পাদক : ওমর আলী।

29/10/2024

বিলেতের জানালায় | পর্ব-2
আলোচক: এড. ওয়াহিদুজ্জামান স্বপন, ওয়াশিংটন
বিষয়: মার্কিন নির্বাচন
লাইভ দেখার লিংক
https://www.facebook.com/share/v/1DQnp9T2nU/

25/04/2024

ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় পাকিস্থানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশ সম্পর্কে বলেনঃ
‘আমি তখন খুবই ছোট ছিলাম যখন...আমাদেরকে বলা হতো যে এটা আমাদের কাঁধে একটি বোঝা। আজ আপনারা সবাই জানেন, সেই ‘বোঝা কোথায় পৌঁছেছে (অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে)। এবং এখন আমরা যখন তাদের দিকে তাকাই, তখন আমরা লজ্জা বোধ করি।’
কিন্তু দূঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে বসবাসকারী পাকীদের বংশধররা এখনো লজ্জা পায়না।

13/01/2024

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট। এই নির্বাচনটি কোন ভাবে বানচাল হলে আমাদের জাতীয় স্বত্তা ও স্বার্বভৌমত্ব সংকটে পড়ে যেতো। সম্রাজ্যবাদীদের উম্মত্ত্বতা এতোটাই প্রকাশ্য হয়ে পড়েছিলো যে তারা কুটনৈতিক সকল শিষ্ঠাচার ভুলে গিয়ে সরকার ও জনগনকে প্রকাশ্যেই ব্ল্যাকমিল করার চেষ্টা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতা ও নৈতিক দেড়তা এ যাত্রায় আমরা রক্ষা পেলাম।
এই নির্বাচনে দলীয় নেতাদের জন্য স্বতন্ত্র প্রার্থীতা উম্মুক্ত করে দেওয়া ছিলো সময়োপযোগী ও প্রাজ্ঞ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে সরকারের প্রতিপক্ষ যেমন খেই হারিয়ে ফেলে তেমনি ভাবে দলের কিছু জনবিচ্ছিন্ন ও সন্ত্রাসী নির্ভর নেতাও বিচলিত হয়ে পড়ে। এই দুই পক্ষের অবস্থান ভিন্নভিন্ন জায়গায় হলেও মুলত এরা একই পক্ষভুক্ত। এরা দেশের প্রতিপক্ষ, জনগনের প্রতিপক্ষ, আওয়ামিলীগের প্রতিপক্ষ সর্বপরি শেখ হাসিনার প্রতিপক্ষ। শেখ হাসিনার ভাবমূর্তির কি হবে দেশের ভাবমূর্তি কোথায় যাবে এ নিয়ে এদের কোন ভাবনা নেই। এদের একপক্ষ চায় শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনৈতিক দৃষ্যপট থেকে সরিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে আরের পক্ষ চায় শেখ হাসিনার ভাবমূর্তীকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে।
এবারের নির্বাচনে ৬২ জন স্বতন্ত্র প্রার্থী জিতে এসেছে। ১০০ টি আসনে বলতে গেলে কোন প্রতিদ্ধন্দ্বী ছিলোনা এবং সেখানে ভোটার উপস্থিতিও ছিলো বেশ কম। স্বতন্ত্র প্রার্থী থাকলে হয়তো আরো কিছু জনবিচ্ছিন্ন নেতা ঝরে পরতো।
সামনে উপজেলা নির্বাচন। এই নির্বাচনকেও গণমুখী, অংশগ্রহনমুলক ও গ্রহনযোগ্য করে তুলতে হলে দলীয় মার্কা ছাড়া সম্পূর্ন নির্দলীয় ভাবে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এতে করে জনগনের কাছে গ্রহনযোগ্য সৎ ও মেধাবী নেতৃত্ব বেরিয়ে আসবে । এতে করে সরকার ও আওয়ামিলীগের সাথে জনগনের সম্পৃক্ততা আরো বৃদ্ধি পাবে।
আশা করবো আগামী উপজেলা পরিষদ ও ইউনিয়িন পরিষদ নির্বাচনে দলীয় মার্কা তুলে দেওয়া হবে দেশ ও দলের বৃহত্তর স্বার্থে।
মোসলেহ উদ্দিন খোকন
ইউকে।

06/01/2024

ডাঃ ইউনুসের সাজার পর, সবাইকে একযোগে সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহবান করার পর থেকে বিএনপির আন্দোলন এমন স্বহিংস হয়ে উঠলো কেন?

24/05/2023

লেষ্টারে বৃহত্তর নোয়াখালী সমিতির ঈদ পুনঃমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

10/05/2023

লেষ্টারে হেফজ ও পুর্নাঙ্গ আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্যে মাদিনাতুল উলুম ট্রাস্টের পথ চলা শুরু।

07/05/2023

লেষ্টার সিটি কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির Sir Peter soulsby তৃতীয় বারের মত নির্বাচিত।

30/04/2023

লেষ্টার সিটি কাউন্সিল নির্বাচনে কনজার্ভেটিভ পার্টি জোরালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলাছে।

25/04/2023

আগামী ৪ মে Leicester City Council নির্বাচনকে কেন্দ্র করে লেবার পার্টির মধ্যে চরম অস্থিরতা।

Address

49 Connaught Street
Leicester
LE21FJ

Website

Alerts

Be the first to know and let us send you an email when Leicester News by Muslah Uddin Khokon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share