CHANDRAPAT (চন্দ্রপাত)

CHANDRAPAT (চন্দ্রপাত) Author-Pravu Jagatbondhu Sundar Sri Sri Bandhu Sundar is identical with Sri Sri Gouranga Sundara. Sri Trikala grantha is abounded by sutras.
(1)

চন্দ্রপাত গ্রন্থ সম্পর্কে কিছু কথা- (শেষ অংশ)

হরিশব্দবাচ্য পুরুষ যিনি, তিনিই জগদ্বন্ধু। জগতে মহাউদ্ধারণ তাহার কার্য্য বা লীলা। তিনি চারিহস্ত বিগ্রহ, ন্যাগ্রোধপরিমন্ডল তনু। চন্দ্রের সুধা ও গাভীর অশ্রু অবলম্বনে তিনি জগতে প্রকটিত। কীট বা বদ্ধ জীবের পতনহেতু তিনি ব্যথাতুর। তিনিই একমাত্র প্রভু, প্রভুর প্রভু। তাহার মাধুর্য অনন্ত, ঐশ্বর্য্য অনন্ত। কীট জীবের বেদনা ঘুচাইতে অনন্তানন্তময় মহাপ্রভু চাঁদের সুধ

ায় অঙ্গ গড়িয়া জগদ্বন্ধুরূপে জগতে নামিয়া আসিয়াছেন। মহকীর্ত্তনের এইমত তাৎপর্য কিঞ্চিৎ অনুভব করি।

এই মাধুর্য্যময় পঙক্তিত্রয়ের ‘মহাকীর্ত্তন’ সংজ্ঞা নিজ শ্রীহস্তেই দিয়াছেন। ত্রিকালগ্রন্থে যে নাম তিনটিকে ‘মহানাম’ পদবাচ্য করিয়া স্পষ্টাক্ষরে লিখিয়াছেন, সেই নামত্রয় এই পঙক্তিত্রয়ের- উপক্রমেই বিদ্যমান থাকায় মহাকীর্ত্তনও মহানামের মর্য্যাদা লাভ করিয়াছে। এই মহাকীর্ত্তন বহু রাগ-রাগিণীতে গীত হন। নিজেই ইহাকে ‘‘চল্লিশ রাগ’’ বলিয়া উল্লেখ করিয়াছেন।
চন্দ্রপাত সকল ভক্তগণেরই কন্ঠহার। অর্থবোধ হউক বা না হউক, মন্ত্রের মত সকলে নিত্য আবৃত্তি করেন। মন্ত্রের মত বহু ব্যাপারে ইহার শক্তিও অনেকে প্রত্যক্ষ করিয়াছেন।

এই মন্ত্রগ্রন্থ লইয়া ভক্তগণ ধ্যান করেন। আমার যোগ্যতা নাই, ধ্যান করি না, করিতে পারি না, যাঁহারা সত্যিকার ধ্যান করিয়াছেন, তন্মধ্যে নাম করিতে হয় সর্ব্বাগ্রে শ্রীযুত অমূল্যভূষণ মল্লিক দাদাজীবনের। সুদীর্ঘ চল্লিশ বৎসর মনন করিয়া তিনি ত্রিকালগ্রন্থ ও চন্দ্রপাতের সুদীর্ঘ ব্যাখ্যাগ্রন্থ লিখিয়াছেন।...... মঙ্গলময়ের ইচ্ছা পূর্ণ হউক। – শ্রীশ্রী ডঃ মহানামব্রত ব্রহ্মচারী।

Sri Sri Gouranga Sundar has not left any special work written on his own handwriting. This time coming down for his Lila, he has written down many things keeping pen on his pious hand. The contribution bestowed by this benign pen is a very adorable and meditable treasure of all the people of the world. The books written by his own handwriting may be divided into two groups - full of sutras and full of metres. Books in large number of metres are - "Sankirtana-Padamrita, Padavali, Harikatha and Chandrapata". According to the subject of description all the pious books may again be divided into three groups - Sri Sri Brajalila, Sri Sri Gourlila, and Sri Sri Mahaudhdharana Bandhu Lila. Sri Sri Harikatha is specially full of the taste of Lila of the Lila bigraha Sri Sri Shyama Sundara Shyamasundara. The consummation of the taste can be experienced in 'Sri Chandrapata' grantha.

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব। সকল ভক্তগনকে আজকের এই অতি পবিত্র দিনের শুভেচ্ছা। আজকের এই তিথির মাহাত্ম্য অবর্ণনীয়। কারন, স...
15/11/2024

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব।

সকল ভক্তগনকে আজকের এই অতি পবিত্র দিনের শুভেচ্ছা। আজকের এই তিথির মাহাত্ম্য অবর্ণনীয়। কারন,

সকলেই জানেন আজ রাস পূর্নিমা। ভগবান কৃষ্ণচন্দ্র গোপীগনের রাস করেছিলেন। ভক্তির চরম পরিনতি লাভ করেন ভাগ্যবতী গোপীগন।

আজ শ্রীনানকদেবের আবির্ভাব তিথি।

আজ চতুর্মাস্য ব্রত সমাপন তিথি।

আর, এই তিথি মহাপ্রভুর ব্রজ গমনের তিথি। তৎপর আনুসঙ্গিক লীলা ও সমস্ত তীর্থের পুনরুদ্ধার।

আজকের তিথি যেন পূর্নতার তিথি। সকল দিকে পূর্নতার আশ্বাস। আর নব নব লীলার আস্বাদ। এই আস্বাদনসহ পরম প্রিয় প্রানধন সকলের হৃদয় কন্দর পূ্র্ণ করুন এই প্রার্থনা করি।

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব। রাধাকৃপাকটাক্ষ স্ত্রোত্র বঙ্গানুবাদ।
08/11/2024

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব।
রাধাকৃপাকটাক্ষ স্ত্রোত্র বঙ্গানুবাদ।

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব। শ্রী শ্রী রাধাকৃপাকটাক্ষ স্তোত্র
06/11/2024

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব।

শ্রী শ্রী রাধাকৃপাকটাক্ষ স্তোত্র

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব। সকলকে দীপাবলীর শুভেচ্ছা। আশা করি সকলেই আনন্দের সহিত উৎসবের দিনগুলো কাটিয়েছেন। অমঙ্গলের থেকে...
04/11/2024

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব।

সকলকে দীপাবলীর শুভেচ্ছা। আশা করি সকলেই আনন্দের সহিত উৎসবের দিনগুলো কাটিয়েছেন। অমঙ্গলের থেকে মঙ্গলের পথে যাত্রা শুরু হয়ে গেছে। মায়ের আগমনে অন্ধকার দূর হয়ে আলোয় পরিপূর্ণ হয়েছে হৃদয় সকলের। উপরন্তু রামচন্দ্রের রাবন উদ্ধার করে অযোধ্যায় আগমন এই দিনটির শোভাবর্ধন করেছে।
গতকাল ছিল ভাইফোঁটা। সকল বোনেরা ভাইদের মঙ্গল কামনায় অনুষ্ঠান করেছে।
সকল দিকে মঙ্গলময়ের মহামঙ্গলময় কৃপা বর্ষিত হচ্ছে। অপেক্ষা শুধু মঙ্গলময়ের কৃপাধারায় সিঞ্চিত হওয়ার।

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব। সকল ভক্তগনকে কালি পূজার শুভেচ্ছা। সকলেই ভক্তিময় জীবন লাভ করুন, এই প্রার্থনা করি মায়ের চরনা...
31/10/2024

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব।

সকল ভক্তগনকে কালি পূজার শুভেচ্ছা। সকলেই ভক্তিময় জীবন লাভ করুন, এই প্রার্থনা করি মায়ের চরনারবিন্দে।

22/10/2024

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব।

সকল ভক্তগনকে বিজয়ার শুভেচ্ছা, অভিনন্দন ও প্রনাম।

সকলেই অবগত আছেন যে, গত ১৬ই অক্টোবর থেকে কার্তিক ব্রত আরম্ভ হয়েছে। আর ১৯শে অক্টোবর ছিল অপরাধভঞ্জন নিয়মসেবার সমাপন। প্রভু ত্রয়োদশ দশা গ্রহনের পর প্রভুকে সমাধিস্থ করা হয়। পরে মহেন্দ্রজী ও ভক্তদের উদ্যোগে পুনরায় প্রভুকে সমাধি থেকে তুলে আনা হয়। সেই দিন ছিল ১৩ই আশ্বিন। ১লা থেকে ১৩ তারিখ অবধি মহানাম কীর্তন বন্ধ ছিল। আর তাকেই অপরাধ বলে বিবেচনা করা হয় ও সেই অপরাধভঞ্জন নিয়মসেবা পালন করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, মহানাম কীর্তন এবার ১০৩ বৎসর পূ্র্ণ করল।

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব। সকলের অবগতির জন্য জানাই যে, শ্রীমৎ হেমাঙ্গবন্ধু ব্রহ্মচারী আজ নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন। ...
15/10/2024

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব।

সকলের অবগতির জন্য জানাই যে, শ্রীমৎ হেমাঙ্গবন্ধু ব্রহ্মচারী আজ নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন। উনি শিলিগুড়িস্থিত রাধামাধব প্রভু জগদ্বন্ধু আশ্রমে ছিলেন।

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব। সকল ভক্তগনকে পেজে'র পক্ষ থেকে শুভ বিজয়ার প্রনাম, শুভেচ্ছা ও অভিনন্দন।
15/10/2024

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব।

সকল ভক্তগনকে পেজে'র পক্ষ থেকে শুভ বিজয়ার প্রনাম, শুভেচ্ছা ও অভিনন্দন।

জয় জগদ্বন্ধু। দূর্গাপূজার নবমী তিথিতে শ্রীমন্ মহানামব্রত ব্রহ্মচারী'জী প্রভুর  নিত্যলীলায় প্রবিষ্ট হন ১৯৯৯ সালে। এ বছর...
12/10/2024

জয় জগদ্বন্ধু।

দূর্গাপূজার নবমী তিথিতে শ্রীমন্ মহানামব্রত ব্রহ্মচারী'জী প্রভুর নিত্যলীলায় প্রবিষ্ট হন ১৯৯৯ সালে। এ বছর পঞ্চবিংশতিতম বর্ষ।

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব। আজকে অষ্টমী আর নবমী তিথি একসাথে। পঞ্জিকাভেদে আবার মান্যতা ভিন্ন। অষ্টমী তিথিতে মায়ের মহাগৌর...
11/10/2024

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব।

আজকে অষ্টমী আর নবমী তিথি একসাথে। পঞ্জিকাভেদে আবার মান্যতা ভিন্ন।

অষ্টমী তিথিতে মায়ের মহাগৌরী রূপ ও নবমীতে সিদ্ধিদাত্রী রূপের অর্চনা হয়।

মহাগৌরী ধ্যানমন্ত্র --
বন্দে বাঞ্ছিতকামার্থং চন্দ্রার্ধকৃতশেখরাম্ ।
সিংহারূঢাং চতুর্ভুজাং মহাগৌরীং য়শস্বীনীম্ ॥
পুর্ণেন্দুনিভাং গৌরীং সোমবক্রস্থিআতাং অষ্টমদুর্গাং ত্রিনেত্রাম্ ।
বরাভীতিকরাং ত্রিশূলডমরূধরাং মহাগৌরীং ভজেঽহম্ ॥
পটাম্বরপরিধানাং মৃদুহাস্যাং নানালঙ্কারভূষিতাম্ ।
মঞ্জীরহারকেয়ূরকিঙ্কিণীরত্নকুণ্ডলমণ্ডিতাম্ ॥
প্রফুল্লবদনাং পল্লবাধরাং কান্তকপোলাং ত্রৈলোক্যমোহনীম্ ।
কমনীয়াং লাবণ্যাং মৃণালাং চন্দনগন্ধলিপ্তাম্ ॥

সিদ্ধিদাত্রী ধ্যানমন্ত্র --
বন্দে বাঞ্ছিতমনোরথার্থং চন্দ্রার্ধকৃতশেখরাম্ ।
কমলস্থিতাং চতুর্ভুজাং সিদ্ধিদাং য়শস্বনীম্ ॥
স্বর্ণবর্ণনির্বাণচক্রস্থিতাং নবমদুর্গাং ত্রিনেত্রাম্ ।
শঙ্খচক্রগদা পদ্মধরাং সিদ্ধিদাত্রীং ভজেঽহম্ ॥
পটাম্বরপরিধানাং সুহাস্যাং নানালঙ্কারভূষিতাম্ ।
মঞ্জীরহারকেয়ূরকিঙ্কিণীরত্নকুণ্ডলমণ্ডিতাম্ ॥
প্রফুল্লবদনাং পল্লবাধরাং কান্তকপোলাং পীনপয়োধরাম্ ।
কমনীয়াং লাবণ্যাং ক্ষীণকটিং নিম্ননাভিং নিতম্বনীম্ ॥

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব। আজ ষষ্ঠীতে মায়ের রূপ স্কন্দমাতা.... ধ্যানমন্ত্র --বন্দে বাঞ্ছিতমনোরথার্থায় চন্দ্রার্ধকৃতশেখ...
09/10/2024

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব।

আজ ষষ্ঠীতে মায়ের রূপ স্কন্দমাতা....

ধ্যানমন্ত্র --
বন্দে বাঞ্ছিতমনোরথার্থায় চন্দ্রার্ধকৃতশেখরাম্ ।
সিংহারূঢাং চতুর্ভুজাং কাত্যায়নীং য়শস্বনীম্ ॥
স্বর্ণবর্ণামাজ্ঞাচক্রস্থিতাং ষষ্ঠদুর্গাং ত্রিনেত্রাম্ ।
বরাভীতকরাং সগপদধরাং কাত্যায়নসুতাং ভজামি ॥
পটাম্বরপরিধানাং স্মেরমুখীং নানালঙ্কারভূষিতাম্ ।
মঞ্জীরহারকেয়ুরকিঙ্কিণীরত্নকুণ্ডলমণ্ডিতাম্ ॥
প্রসন্নবদনাং পল্লবাধরাং কান্তকপোলাং তুঙ্গকুচাম্ ।
কমনীয়াং লাবণ্যাং ত্রিবলীবিভূষিতনিম্ননাভিম্ ॥

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব। আজকে মা পূজিতা হচ্ছেন কুষ্মাণ্ড রূপে। ধ্যানমন্ত্র-- বন্দে বাঞ্ছিতকামর্থং চন্দ্রার্ধকৃতশেখরাম...
06/10/2024

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব।

আজকে মা পূজিতা হচ্ছেন কুষ্মাণ্ড রূপে।

ধ্যানমন্ত্র--
বন্দে বাঞ্ছিতকামর্থং চন্দ্রার্ধকৃতশেখরাম্ ।
সিংহারূঢামষ্টভুজাং কুষ্মাণ্ডাং চ য়শস্বিনীম্ ॥
ভাস্বরাং ভানুনিভামনাহতস্থিতাং চতুর্থদুর্গাং ত্রিনেত্রাম্ ।
কমণ্ডলুচাপবাণপদ্মসুধাকলশচক্রগদাজপবটীধরাম্ ॥
পটাম্বরপরিধানাং কমনীয়াং মৃদুহাস্যা নানালঙ্কারভূষিতাম্ ।
মঞ্জীরহারকেয়ূরকিঙ্কিণীরত্নকুণ্ডলমণ্ডিতাম্ ।
প্রফুল্লবদনাং চারুচিবুকাং কান্তকপোলাং তুঙ্গকুচাম্ ।
কোলাঙ্গীং স্মেরমুখীং ক্ষীণকটিং নিম্ননাভিং নিতম্বনীম্ ॥

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব। আজকে, নবরাত্রির তৃতীয় দিনে পূজিতা মায়ের চন্দ্রঘন্টা রূপ। ধ্যানমন্ত্র -- বন্দে বাঞ্ছিতলাভায় ...
05/10/2024

জয় জগদ্বন্ধু। জয় গুরুদেব।

আজকে, নবরাত্রির তৃতীয় দিনে পূজিতা মায়ের চন্দ্রঘন্টা রূপ।

ধ্যানমন্ত্র --
বন্দে বাঞ্ছিতলাভায় চন্দ্রার্ধকৃতশেখরাম্ ।
সিংহারূঢাং দশভুজাঞ্চন্দ্রঘণ্টাং য়শস্বনীম্ ॥
কঞ্জনাভাং মণিপুরস্থিতাং তৃতীয়দুর্গাং ত্রিনেত্রাম্ ।
খড্গগদাত্রিশূলচাপধরাং পদ্মকমণ্ডলুমালাবরাভয়করাম্ ।
পটাম্বরপরিধানাং মৃদুহাস্যাং নানালঙ্কারভূষিতাম্ ।
মঞ্জীর-হার-কেয়ূর-কিঙ্কিণীরত্নকুণ্ডলমণ্ডিতাম্ ॥
প্রফুল্লবন্দনাং বিম্বাধারাং কান্তঙ্কপোলাং তুঙ্গকুচাম্ ।
কমনীয়াং লাবণ্যাং ক্ষীণকটিং নিতম্বনীম্ ॥

জয় জগদ্বন্ধু। আজ পূজিত হচ্ছেন মা ব্রহ্মচারীনী। মায়ের চরনারবিন্দে প্রনাম। ধ্যানমন্ত্র --বন্দে বাঞ্ছিতলাভায় চন্দ্রার্ধকৃ...
04/10/2024

জয় জগদ্বন্ধু।

আজ পূজিত হচ্ছেন মা ব্রহ্মচারীনী। মায়ের চরনারবিন্দে প্রনাম।

ধ্যানমন্ত্র --
বন্দে বাঞ্ছিতলাভায় চন্দ্রার্ধকৃতশেখরাম্ ।
জপমালাকমণ্ডলুধরাং ব্রহ্মচারিণীং শুভাম্ ।
গৌরবর্ণাং স্বাধিষ্ঠানস্থিতাং দ্বিতীয়দুর্গাং ত্রিনেত্রাম্ ।
ধবলবর্ণাং ব্রহ্মরূপাং পুষ্পালঙ্কারভূষিতাম্ ।
পদ্মবদনাং পল্লবাধরাং কান্তঙ্কপোলাং পীনপয়োধরাম্ ।
কমনীয়াং লাবণ্যাং স্মেরমুখীং নিম্ননাভিং নিতম্বনীম্ ॥

জয় জগদ্বন্ধু। ২রা অক্টোবর ছিল মহালয়া। পিতৃপক্ষের সূচনা হয়েছে। নয়দিনব্যাপী দেবী শক্তির আরাধনা শুরু ৩রা অক্টোবর থেকে। ...
04/10/2024

জয় জগদ্বন্ধু।

২রা অক্টোবর ছিল মহালয়া। পিতৃপক্ষের সূচনা হয়েছে। নয়দিনব্যাপী দেবী শক্তির আরাধনা শুরু ৩রা অক্টোবর থেকে। শুরু অকালবোধন। প্রথমা তিথিতে পূজিত হন দেবী শৈলপুত্রী। দেবী শৈলপুত্রীর চরনে প্রনাম।

ধ্যানমন্ত্র --
বন্দে বাঞ্ছিতলাভায় চন্দ্রার্ধকৃতশেখরাম্ ।
বৃষারূঢাং শূলধরাং শৈলপুত্রীং য়শস্বিনীম্ ॥
পূর্ণেন্দুনিভাঙ্গৌরীং মূলাধারস্থিতাং প্রথমদুর্গাং ত্রিনেত্রাম্ ।
পটাম্বরপরিধানাং রত্নকিরীটাং নানালঙ্কারভূষিতাম্ ॥
প্রফুল্লবদনাং পল্লবাধরাং কান্তকপোলাং তুঙ্গকুচাম্ ।
কমনীয়াং লাবণ্যস্নেহমুখীং ক্ষীণমধ্যাং নিতম্বনীম্ ॥

জয় জগদ্বন্ধু হরি। আজ ১লা আশ্বিন। আজকের তারিখে প্রভুসুন্দর ত্রয়োদশ দশা গ্রহন করেন। সেটি ছিল বাংলা ১৩২৮ সন (১৭ই সেপ্টেম্...
18/09/2024

জয় জগদ্বন্ধু হরি।
আজ ১লা আশ্বিন। আজকের তারিখে প্রভুসুন্দর ত্রয়োদশ দশা গ্রহন করেন। সেটি ছিল বাংলা ১৩২৮ সন (১৭ই সেপ্টেম্বর, ১৯২১)। রাধারানীর হয়েছিল দশম দশা, গৌরাঙ্গ সুন্দরের দ্বাদশ দশা। আর প্রভু গ্রহণ করেন ত্রয়োদশ দশা। আপাত দৃষ্টিতে এই দশা মৃত্যুতুল্য প্রতীত হলেও আসলে এই দশা হল দিব্য প্রেমের চরম ভাব। স্বানুভাবানন্দে এখনও সেই দশায় শায়িত আছেন প্রভু। প্রভুর অপ্রাকৃত দেহ সম্পুট বর্তমানে ঘূর্ণীতে রয়েছে।

তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। বৃষভানুসুতে দেবী প্রনমামি হরিপ্রিয়ে।। রাধাষ্টমী'র আন্তরিক শুভেচ্ছা ও  অভিনন্দন...
11/09/2024

তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী।
বৃষভানুসুতে দেবী প্রনমামি হরিপ্রিয়ে।।

রাধাষ্টমী'র আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

রাধে রাধে.........

জয় জগদ্বন্ধু।

জয় জগদ্বন্ধু। কৃষ্ণ মুরারি আগত ঐ....... সকল ভক্তগনকে শুভ জন্মাষ্টমীর অভিনন্দন জানাই।
27/08/2024

জয় জগদ্বন্ধু।

কৃষ্ণ মুরারি আগত ঐ.......

সকল ভক্তগনকে শুভ জন্মাষ্টমীর অভিনন্দন জানাই।

Address

London
Ilford

Telephone

+919800225719

Website

Alerts

Be the first to know and let us send you an email when CHANDRAPAT (চন্দ্রপাত) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Ilford

Show All