31/12/2023
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের এই ছেলেটি
তার মৃত ভাইকে কবর দিতে পিঠে বয়ে নিয়ে
যাচ্ছিল। একজন সৈন্য তাকে লক্ষ্য করে এবং
মৃত শিশুটিকে বোঝা বলে তাকে ফেলে দিতে বলে
যাতে সে ক্লান্ত না হয়। ছেলেটি তখন জবাব দেয়-
"সে বোঝা নয়, সে আমার ভাই!"
সৈনিকটি বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে।
সেই থেকে এই ছবিটি জাপানে ঐক্যের
প্রতীক হয়ে উঠে। এটি তাদের নীতিবাক্য হয়ে যায়-
"সে বোঝা নয়, সে আমার ভাই/
সে আমার বোন।" ("He's not a burden,
he's my brother/sister")
যদি সে পড়ে যায়, তাকে উঠান।
ক্লান্ত হলে তাকে সাহায্য করুন।
যদি তার সামর্থ্য দুর্বল হয়, পাশে দাঁড়ান।
আর যদি সে ভুল করে থাকে, তাহলে তাকে
ক্ষমা করে দিন। পৃথিবী যদি তাকে পরিত্যাগ করে
তবে তাকে আপনার পিঠে নিন।
কারণ সে বোঝা নয়, সে আপনার ভাই/বোন!
আপনি আর সে কোন এক পিতার সন্তান।
*সংগৃহীত।