Sylhet To UK

Sylhet To UK Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sylhet To UK, Video Creator, Gloucester.

07/01/2025
16/08/2024

প্রবাসীদের পরিবারের সুরক্ষার্থে প্রতিটি থানায় অথবা ইউনিওন ভিত্তিক একটি হেল্প ডেস্ক চাই। যাতে কোন খারাফ প্রকৃতির লোক প্রবাসীদের পরিবারের কোন হয়রানি না করতে পারে। সকল প্রবাসীর পক্ষ থেকে এই দাবি রাখলাম, যারা যারা সহমত আছেন সবাই আমার এই পোষ্ট কে শেয়ার করুন এবং নিজেও পোষ্ট করুন। ধন্যবাদ।

04/08/2024

প্লিজ আর কত, এবার থামেন অন্তত দেশকে বাচান। কি হবে ক্ষমতা দিয়ে যদি দেশ পিলিস্তিনের মত হয়ে যায়।

19/07/2024

আওয়ামীলীগ এর মত একটা বড় সংগঠন কে যারা ক্ষমতার লোভে কোলষিত করতেছে, দেশের সাধারন শিক্ষার্থীদের খুন করতেছে, তারা দেশের শত্র...
18/07/2024

আওয়ামীলীগ এর মত একটা বড় সংগঠন কে যারা ক্ষমতার লোভে কোলষিত করতেছে, দেশের সাধারন শিক্ষার্থীদের খুন করতেছে, তারা দেশের শত্রু, জনগনের শত্রু। যে সরকারের কাছে মানুষের জীবনের কোন মুল্য নেই সে কিভাবে আবার দেশের স্বার্থে কাজ করবে। তাদের যদি লজ্জা বলতে কিছু থেকে থাকে তাহলে অভিলম্বে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। তা না হলে কাফর পরে লজ্জাস্তান ডেকে রাখার কোন মানে নেই।
বি:দ্র: আমিও একজন আওয়ামী সাপোর্টার, কিন্ত সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিছু নাই।

10/04/2024

অনুরোধের গানের আসর, স্কটল্যান্ড থেকে বিশেষ শিল্পী সামি

31/12/2023

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের এই ছেলেটি
তার মৃত ভাইকে কবর দিতে পিঠে বয়ে নিয়ে
যাচ্ছিল। একজন সৈন্য তাকে লক্ষ্য করে এবং
মৃত শিশুটিকে বোঝা বলে তাকে ফেলে দিতে বলে
যাতে সে ক্লান্ত না হয়। ছেলেটি তখন জবাব দেয়-

"সে বোঝা নয়, সে আমার ভাই!"

সৈনিকটি বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে।
সেই থেকে এই ছবিটি জাপানে ঐক্যের
প্রতীক হয়ে উঠে। এটি তাদের নীতিবাক্য হয়ে যায়-

"সে বোঝা নয়, সে আমার ভাই/
সে আমার বোন।" ("He's not a burden,
he's my brother/sister")

যদি সে পড়ে যায়, তাকে উঠান।
ক্লান্ত হলে তাকে সাহায্য করুন।
যদি তার সামর্থ্য দুর্বল হয়, পাশে দাঁড়ান।
আর যদি সে ভুল করে থাকে, তাহলে তাকে
ক্ষমা করে দিন। পৃথিবী যদি তাকে পরিত্যাগ করে
তবে তাকে আপনার পিঠে নিন।
কারণ সে বোঝা নয়, সে আপনার ভাই/বোন!
আপনি আর সে কোন এক পিতার সন্তান।

*সংগৃহীত।

Christmas lighting
26/12/2023

Christmas lighting

এতে করে ব্যারিস্টার সাহেবের প্রার্থিতা বাতিল হতে পারে কি?
08/12/2023

এতে করে ব্যারিস্টার সাহেবের প্রার্থিতা বাতিল হতে পারে কি?

Address

Gloucester
GL14UG

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet To UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category