23/02/2024
শুভ্র দেব নিয়ে নানান সমালোচনা, যা অনলাইনের চেয়ে বাংলাদেশের টিভি ও সংবাদ মাধ্যম বেশি করছে। যাকে এক প্রকারের সিন্ডিকেট সমালোচনাও বলতে পারেন। আমরা এটিএন বাংলার মাহফুজুর রহমানের সমালোচনা করতে পারি কিন্তু বাংলাদেশের বাংলা ভাষায় প্রথম স্যাটেলাইট চ্যানেল কিন্তু উনিই শুরু করেছেন, অনেক টাকা ওয়ালা বলেন আর তথাকথিত মিডিয়ার ফেরিওয়লা বলেন, কেউ সাহস করেননি। আমি ছোট বেলায় দেখেছি, বাংলা গানে চলচ্চিত্রের গান ছিল এক শ্রেণির কাছে জনপ্রিয়, আর আঞ্চলিক ভাষার গান যাকে ফোক, লালন, বাউল, পল্লী এসব গানকেও এক শ্রেণির মানুষ পছন্দ করতো। তখন ব্যান্ড গান ছিল শুধু তরুণ পাগলাটে কতিপয় শ্রেণীর কাছে। কিন্তু এসবের বাহিরে যে ক্যাসেট বানিয়ে সব শ্রেণীর কাছে জনপ্রিয় হওয়া যায়, তা কিন্তু দেখিয়েছেন তপন চৌধুরী, শুভ্র দেব, রবি চৌধুরী, সেলিম চৌধুরী, মনির খান সহ পরবর্তী আরো অনেকে। আর এদের তৈরী আধুনিক গানই দর্শকরা শুনতে শুনতে ব্যান্ড গানের দিকে ঝুঁকে, যার পরবর্তী ফিউশন আসছে, র্যাপ আসছে। যাইহোক এই তপন চৌধুরী, শুভ্র দেব বা রবি চৌধুরীদের নিয়ে সমালোচনা করার আগে ইতিহাস জানবেন। ধন্যবাদ।