21/12/2022
মানুষের প্রিয় বন্ধু হচ্ছে বই, আর বই পড়ার মাধ্যমে মানুষ তার নিজের মেধার বিকাশ গড়ে তুলতে পারে, বরং তার চেয়ে বড় হচ্ছে জ্ঞান বই পড়ে নিজেকে জ্ঞানী বানিয়ে প্রতিষ্ঠিত করার নামেই হচ্ছে সৃজনশীলতা। জ্ঞানী ব্যক্তি কখনো কারো সাথে তর্কে জড়ায় না, বরং বুঝেশুনে তার সামনের পথ তৈরি করে। জ্ঞানী ব্যক্তি কখন নিজেকে বড় মনে করে না, অন্যকে তার ব্যবহার দ্বারা কষ্ট দেয় না। বড় কলেজে ভাসির্টিতে পড়লে কেউ
জ্ঞানী হতে পারে না,জ্ঞানী হতে হলে শিক্ষা অর্জন করা লাগে। শিক্ষাই মানুষকে জ্ঞানী বানায় এবং তার সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। বড় বড় ডিগ্রী অর্জন করে শিক্ষিত সবাই হতে পারে, কিন্তু জ্ঞানী খুব কম মানুষই হয়
বি. দ্র. শিক্ষিত হলেই জ্ঞানী হওয়া যায় না, সুতরাং শিক্ষাই জাতির মেরুদণ্ড 😊😊😊