Farzina UK

Farzina UK Assalamu Alaikum…❤️
Welcome to my page…🌹
I post everything!…❣️
(33)

27/12/2024
 #একটি_সত্য_ঘটনাঃ-❣️এক মহিলার গর্ভে সন্তান রেখে তার স্বামী মারা যায় এবং কিছুদিন পর ওই মহিলার একটি পুত্র সন্তান হয়!মহিল...
26/12/2024

#একটি_সত্য_ঘটনাঃ-❣️

এক মহিলার গর্ভে সন্তান রেখে তার স্বামী মারা যায় এবং কিছুদিন পর ওই মহিলার একটি পুত্র সন্তান হয়!

মহিলাটি অনেক কষ্ট করে তার ছেলেকে লালন-পালন করে এবং প্রাপ্ত বয়স্ক হলে সেই
ছেলেটিকে বিয়ে করায়।

বিয়ের কিছু দিন পর ছেলেটি তার মায়ের সাথে খারাপ আচরন করতে শুরু করে এবং বাড়ী থেকে বের করে দেয়!

তখন মহিলা কোন দিশা না পেয়ে ওই এলাকার মোড়লের কাছে বিচার দেয়!
তখন মোড়ল বিচার বসায় এবং ঐ ছেলেটিকে বলে,ঠিক আছে তোর মাকে তোর দেখা শুনা করা লাগবে না তবে আমার একটি শর্ত আছে!

ছেলেটি বলল কি শর্ত?
মোড়ল বলল, তোর মা তো তোকে ১০ মাস ১০ দিন পেটে রেখে জন্ম দিয়েছে। তোকে এই ঋণ শোধ করতে হবে!

তখন ছেলেটি শর্তে রাজি হল........!
মোড়র তারপেটে একটা ইট বেধে দিয়ে বলল, এটা তুই ১০ মাস ১০ দিন না, মাত্র ৩ মাস তোর পেটে বেধে রাখবি!!!
তাহলে তোর অপরাধ ক্ষমা করে দেওয়া হবে,
এবং তোর মায়ের দেখা শোনা আমি করব।

ছেলেটি মোড়ল এর কথায় রাজি হল এবং ইট বাধা অবস্থায় চলে গেলো,ইট বাধা অবস্থায় তার ১-২ দিন ভালই গেলো কিন্তু ২ দিন পর ইট তার কাছে ১০ মন ওজন পাথর এর মতো লাগলো!

তখন ছেলেটি তার ভুল বুঝতে পেরে মায়ের পায়ের কাছে পড়ে যায় তখন সে বুঝতে পারে, একটি মা কি পরিমান কষ্ট সহ্য করে একটি সন্তান জন্ম দেয়!!

মাকে কখনো কষ্ট দিবেন না! মায়ের মত আপন এই পৃথিবীতে আর কেউ নেই❣️

26/12/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Mae Haya Lee, এম হাসান তৌহিদ, Rowena Pascual Teves, Mitos Kareen Flores Lactao, Rhea Mendoza Paradero

পাচ মিশালি মাছ
26/12/2024

পাচ মিশালি মাছ

✨ভাগ্য খুব আশ্চর্যকর জিনিস!আপনি যতই জীবনটা সাজাতে চেষ্টা করেন না কেনো, ভাগ‍্যে ঝড়ো হাওয়া থাকলে তা বইবেই, সব লন্ডভন্ড ক...
26/12/2024

✨ভাগ্য খুব আশ্চর্যকর জিনিস!
আপনি যতই জীবনটা সাজাতে চেষ্টা করেন না কেনো, ভাগ‍্যে ঝড়ো হাওয়া থাকলে তা বইবেই, সব লন্ডভন্ড করে ছাড়বেই॥🥺
অথবা, আপনি যতই নিজেকে এলোমেলো রাখেন, অসুখী ভাবেন না কেনো, ভাগ‍্যে বসন্ত থাকলে, আপনার জীবনে ফুলে ভরা বসন্ত আসবেই॥🥰

__জীবনটা কেবল ভাগ‍্যের খেলা__!

প্রতিদিন কিছু কিছু ইচ্ছা মরে যায়অনিচ্ছাকৃত মরে যেতে হয়….অযত্নে মরে যায়!!প্রতিদিন কিছু কিছু ইচ্ছেরানির্বাসিত হতে বাধ্য হয়...
25/12/2024

প্রতিদিন কিছু কিছু ইচ্ছা মরে যায়
অনিচ্ছাকৃত মরে যেতে হয়
….অযত্নে মরে যায়!!
প্রতিদিন কিছু কিছু ইচ্ছেরা
নির্বাসিত হতে বাধ্য হয়
….নির্বাসিত হয়!!

*রুদ্র মোহাম্মাদ শহীদুল্লাহ*

24/12/2024

ইনশাআল্লাহ থেকে আলহামদুলিল্লাহ হওয়া পর্যন্ত যে সময়টুকু নিষ্ঠার সাথে অতিক্রম করা হয় সেটাই হলো সবর❣️

সুস্থ সন্তান জন্ম দেয়ার জন‍্য মায়ের শারীরিক সুস্থতা যেমন গুরুত্বপূর্ণ তেমনি মানসিক সুস্থতাও অধিক গুরুত্বপূর্ণ।মনে রাখবে...
24/12/2024

সুস্থ সন্তান জন্ম দেয়ার জন‍্য মায়ের শারীরিক সুস্থতা যেমন গুরুত্বপূর্ণ তেমনি মানসিক সুস্থতাও অধিক গুরুত্বপূর্ণ।
মনে রাখবেন, গর্ভধারণের সময় মায়ের মন খারাপ থাকলে সন্তানের ও মন খারাপ থাকে আর তা সন্তানের জন্য অবশ্যই ক্ষতিকর!

Pregnancy is very important!!❣️

One thing to remember in life:“If you are right don’t waste time proving it to everyone”!!!
23/12/2024

One thing to remember in life:
“If you are right don’t waste time proving it to everyone”!!!

এক রেস্টুরেন্টে মুরগির মাংস খেতে খেতে এক কাস্টমার রেস্টুরেন্টের মালিককে বললেন :বাহঃ! মুরগির মাংসটাতো বেশ নরম আর সুস্বাদু...
23/12/2024

এক রেস্টুরেন্টে মুরগির মাংস খেতে খেতে এক কাস্টমার রেস্টুরেন্টের মালিককে বললেন :

বাহঃ! মুরগির মাংসটাতো বেশ নরম আর সুস্বাদু।

হবেনা কেন স্যার, পোষা মুরগি , আর রোজ কাজু, কিসমিস, প্রোটিনেক্স খাওয়াই।

কি ? মুরগিকে কাজু কিসমিস? ব্ল্যাক মানি রাখার আর জায়গা পাচ্ছেননা বুঝি? দেখি আপনার সব হিসাবের খাতা পত্তর দেখান, আমি ইনকাম ট্যাক্স অফিসার।

কাস্টমার মুরগির মাংসের দাম তো দিলেনইনা, উল্টে দুই হাজার টাকা পকেটে পুরে চলে গেলেন।

কয়েক দিন পর আরেকজন কাস্টমার মুরগির মাংস খেয়ে খুব খুশি হয়ে বললেন :

বাহঃ ! পোষা মুরগি বুঝি ? তা কি খাওয়ান এদেরকে ?

রেস্টুরেন্ট মালিক অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাবধান হয়ে গেছেন , বললেন :

আজ্ঞে, ভালো কিছুতো আর খাওয়াতে পারিনা, ওই পোকামাকড়, আরশোলা এসবই খাওয়াই।

কি ? মুরগিকে পোকামাকড় খাওয়ান ? জানেন আমি , " প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু এডিবল বার্ডস " এর আধিকারিক ! একথা উর্দ্ধতন মহলকে জানালে আপনার ভিটেতে মুরগির বদলে ঘুঘু চড়বে।

এবারও আরো দুই হাজার টাকা গেল মালিকের।

কয়েক দিন পর আরেকজন কাস্টমার এর একই প্রশ্নে রেস্টুরেন্ট মালিকের সোজা সাপ্টা জবাব :

একদম বলতে পারবোনা স্যার। রোজ সকালে প্রত্যেক মুরগির হাতে পাঁচ টাকা করে দিয়ে দিই। কে কি কিনে খায় জানিনা॥🤣

সংগৃহীত
゚ ゚viralシ

23/12/2024

রাসুলুল্লাহ (সঃ) বলেছেন,
তুমি মানুষের ক্ষতি করা থেকে দূরে থাকবে সেটাই হবে তোমার পক্ষ থেকে তোমার জানের ছদকাহ্
[বুখারী:২৫১৮]

🥀 #ভার্চুয়াল_ও_আপনি…❣️👉 #আপনি যদি বাস্তব জীবনে চরম অসুখী হোন, তবে ভুলেও ভার্চুয়াল কোনো সম্পর্কে জড়াবেন না। আপনি যে মানস...
22/12/2024

🥀 #ভার্চুয়াল_ও_আপনি…❣️

👉 #আপনি যদি বাস্তব জীবনে চরম অসুখী হোন, তবে ভুলেও ভার্চুয়াল কোনো সম্পর্কে জড়াবেন না। আপনি যে মানসিক যন্ত্রণায় তীলে তীলে নিজের ভেতর শেষ হচ্ছেন, তার চাইতেও দ্বিগুণ যন্ত্রণা এই ভার্চুয়াল সম্পর্কে!

👉 #ভার্চুয়াল সম্পর্কে প্রেম, আবেগ-অনুভূতি, আশ্বাস, প্রতিশ্রুতি, সবকিছু মিথ্যা। যেখানে একজন ভালো থাকলেও অপরজন কখনো ভালো থাকতে পারে না।

👉আপনি যখন বাস্তব জীবনে অসুখী হয়ে ভার্চুয়াল জগতে সুখ খুঁজতে চাইবেন, ঠিক তখনই প্রতারিত হবেন। সে যেভাবেই হোক, আপনি ঠকবেন, আপনাকে ঠকানো হবে। একজন আরেকজনের প্রতি গুরুত্ব দেখালেও সত্যিকার অর্থে ভার্চুয়াল সম্পর্কে বিন্দুমাত্র টান থাকে না। অপরদিকে যে সম্পর্কে আপনি ভালো থাকবেন বলে জড়াবেন, সেই সম্পর্কই আপনাকে আরও বেশি মানসিক যন্ত্রণা দিতে থাকবে!

👉শারীরিক দূরত্ব কখনোই অনুভূতি, সম্পর্ক দমাতে পারে না। তবে এই দূরত্ব যদি সারাজীবনের জন্য হয়, তবে নিশ্চিত ভাবে তা আহত করবেই! ভার্চুয়াল জগতে আপনি মন থেকে যতই পরিষ্কার এবং নিখুঁত হোন না কেন, অপরজনও যে আপনার সাথে ছলনা করছে না, তার নিশ্চয়তা কখনো দেয়া যায় না। কাউকে মন থেকে ভালো না বেসেও তাকে ভালোবাসি বলাটা পৃথিবীতে সবচেয়ে বড়ো ছলনার ব্যাপার।

👉এক সম্পর্কে সবকিছু ঠিকঠাক পাওয়ার পরেও কিংবা বাস্তব জীবনে সুখী হওয়ার পরেও যারা কৌতূহল বশত কিংবা শুধুমাত্র ভালো লাগা থেকে ভার্চুয়াল সম্পর্কে জড়ায়, অবশ্য ভার্চুয়াল সম্পর্কে তারাই ভালো থাকে। তবে যার সাথে জড়ায়, সে আর ভালো থাকতে পারে না!

👉👉মনো রাখবেনঃ
বাস্তব জীবনে আপনি অসুখী মানে আপনার জন্য পৃথিবীতে কোনো সুখ নেই। সে যেখানেই যান, যার কাছেই যান, সুখ মিলবে না। আপনার কষ্ট, আপনার অভাববোধ, আপনার সব যন্ত্রণাগুলো একান্তই কেবল আপনার। এর দায়ভার কিংবা ভাগ, কেউ ভার্চুয়াল ভাবে নিবে না। বাস্তব জীবনে আশেপাশে দিব্যি চোখের সামনে থাকা আপন মানুষের মুখোশ পরা মানুষগুলোই যখন আপনার ভালো থাকার দায়ভার নিচ্ছে না, সেখানে মুঠোফোনের ওপাশে থাকা মানুষগুলো কীভাবে নিবে…❓

22/12/2024

>> একদিন সোনা লোহাকে বললো,
আমাদের দু’জনকেই লোহার হাতুড়ি মারা হয় কিন্তু আমার চেয়ে তুমি এতো বেশি চেঁচিয়ে উঠো কেনো?
>> উত্তরে লোহা বললো,
নিজের কেউ যখন আঘাত করে তখন ব্যথাটা অনেক বেশি লাগে…!!🥀

কারো কষ্টের কথা শুনার সময় তাকে শান্তনা দেবার কোন ভাষা খুঁজে পাই না। কেমন যেন ভিতরটা স্তব্দ হয়ে যায়, চোখ ভিজে যায় জলে!...
21/12/2024

কারো কষ্টের কথা শুনার সময় তাকে শান্তনা দেবার কোন ভাষা খুঁজে পাই না। কেমন যেন ভিতরটা স্তব্দ হয়ে যায়, চোখ ভিজে যায় জলে!
মন শুধু অনুভব করতে থাকে, তার ভিতরটা কতটা অসহায়, কতোই না তোড়পাড় হচ্ছে। সেই জানে কষ্টগুলো কিভাবে প্রতিনিয়ত বহন করে চলতে হচ্ছে!
ভিষণ ইচ্ছে করে এমন কিছু বলি বা করি যেনো কষ্টে থাকা মানুষটার কিছুটা কষ্ট দূর হয়ে যাক কিন্তু পারি না, আমার দ্বারা হয় না। নিজেকে কেমন যেন অপরাধী মনে হয়॥🥺
দোয়া করি, ভাঙ্গা মনের মানুষগুলোর মনে এভাবে ফুল ফুটুক ❣️

Assalamu Alaikum!❤️Good morning everyone!🌹
21/12/2024

Assalamu Alaikum!❤️
Good morning everyone!🌹

Cheese onion pastries and sweet pastries ( Yum Yums )😋
20/12/2024

Cheese onion pastries and sweet pastries ( Yum Yums )😋

সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুম্মা বার❤️জুম্মার গুরুত্ব আল্লাহর কাছে এতো বেশি যে, কোরআনে “জুমা” নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল ...
20/12/2024

সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুম্মা বার❤️
জুম্মার গুরুত্ব আল্লাহর কাছে এতো বেশি যে, কোরআনে “জুমা” নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন।
এই দিনে হযরত আদম (আঃ) কে সৃষ্টি করেছিলেন।
এই দিনে তাঁকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল আবার এই দিনেই তাঁকে জান্নাতে দেয়া হয়েছিল ।
আর এই জুম্মার দিনেই কিয়ামত সংঘটিত হবে॥

19/12/2024

মানুষ মরে গেলে রেখে যায় নির্দিষ্ট একটা তারিখ, দিন, সপ্তাহ, মাস অবশেষে বছর, যা বছরের পর বছর প্রিয়জনদের কাছে এক ভয়ংকর আমানত স্বরুপ!!💔

Address

Birmingham

Alerts

Be the first to know and let us send you an email when Farzina UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category