Rise Above with Bithi

Rise Above with Bithi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rise Above with Bithi, Digital creator, Belfast.

26/02/2025

জীবনটাই দু:খময়, প্যারাময় এবং ছন্দবিহীন বিরামহীন নিরানন্দ এক গল্প যেন!

মাঝেমধ্যে কেবল সামান্য সুখের ছোঁয়া এসে বোকাসোকা মানুষদের বেঁচে থাকার তাড়না বাড়িয়ে দিয়ে যায়! এটাই আর কি 😊

আমি আজকাল মানুষের লেখা মনোযোগ দিয়ে পড়ি। মানুষ কতটা অহংকারি, তা তাদের পোস্ট/আচরণ/ছবি দেখে ভেবে ভেবে হতবাক হই। আজকে এরকমই ...
26/02/2025

আমি আজকাল মানুষের লেখা মনোযোগ দিয়ে পড়ি। মানুষ কতটা অহংকারি, তা তাদের পোস্ট/আচরণ/ছবি দেখে ভেবে ভেবে হতবাক হই। আজকে এরকমই একটা পোস্ট দেখলাম এক ফ্যামাস ভ্লগারের। সে ভীষণ গর্বিত মা হতে পেরে!

কেউ যখন বলে 'মা হতে পেরে আমি অনেক গর্বিত', আমি ভেবে পাইনা কিভাবে/কেন তারা গর্ব করতে পারে?

যেখানে ব্যাপারটা পুরোপুরিই প্রাকৃতিক, তার মা হবার পিছনে কতখানি ইফোর্ট আছে? তার অর্জন কি এখানে? সে নারী,আল্লাহর সৃষ্টি তাই; সে বিবাহসূত্রে একজনের স্ত্রী, সেখানেও আল্লাহ না চাইলে বিয়ে হবারই না; সে গর্ভবতী হয়েছেন, পুরোপুরি আল্লাহপাক এর রহমত আর বরকত ছাড়া সম্ভব ই না! আল্লাহ পাক না চাইলে তিনি মা হতে পারতেন কিভাবে?

তখন আমার প্রচন্ডভাবে খারাপ লাগে তাদেরকে ভেবে যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে মাতৃত্বের স্বাদের জন্য হাহাকার করে। একটা বাচ্চার জন্য যারা যারপরনাই চেষ্টা করে চলেছে অথচ আল্লাহর রহমত/বরকত হয়তো এখনো তাদেরকে বর্ষিত হয়নি।

আমার ওইসব গর্বে গর্বিত মা দেরকে স্বার্থপর , অবিবেচক মনে হয়। তারা শুধু তাদেরকে নিয়েই ভাবে, সমাজের অন্য নারীদের হাহাকার কে তারা কটাক্ষ করে গর্বভরে গাল ফুলিয়ে। কথায় আছেনা, পৃথিবীতে সব মা সন্তানের কাছে ভালো হতে পারে কিন্তু সেই মা গুলোই অন্য সন্তানের বেলায় কেন এক্সট্রিমলি ইনসেনসেটিভ? কেন অন্য সন্তানকে কিছুই মনে করেনা? সেইসব মায়েদের এক্সাম্পল হলো -এইসব গর্ব করা মা গুলো। কি ভয়ানক না? এরা কি একবার ও ভাবেনা যে তাদের এই পোস্টগুলা ওইসব নারীদের র্হিদয় চৌচির করে দেয়? শিক্ষিত মানুষ কেন এতটা অবিবেচক হবে? তবে শিক্ষার কি দরকার?

শুনেন আফারা, মা হতে পারা গর্বের বিষয় না। আল্লাহপাক না চাইলে আপনি শত চেষ্টাতেও মা হতে পারতেন না। সো, যেখানে পুরো কৃতিত্বই রাব্বুল আলামিনের ,আপনি কোন হিসেবে গর্বে গর্বিত হোন?

আর, গর্ব জিনিসটাই তো অনেকাংশে অহংকার এর সম্পুরক শব্দ। মা হতে পারাটা কি অহংকার এর বিষয়? আসতাগফিরুল্লাহ!

তার চেয়ে বরং বলতে পারেন- মা হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।

এই কথাটা বললে আপনার গর্ব খর্ব হয়না, বরং নিজেকে একজন নিখাঁদ ভালমানুষ হিসেবে আয়নায় দেখতে পারবেন।

আর ভালো মানুষ হইতে পয়সা লাগেনা। সামান্য উদার একটা মন লাগে 😊

২৬ ফেব্রুয়ারী ২০২৫

'you have got to teach yourself to take over the world'
26/02/2025

'you have got to teach yourself to take over the world'

আমারো একি রোগ 🫣
25/02/2025

আমারো একি রোগ 🫣

25/02/2025
That’s how tight my money/bank balance is right now 🤭
24/02/2025

That’s how tight my money/bank balance is right now 🤭

তখন আর তাদের কিছুই যায় আসেনা।
21/02/2025

তখন আর তাদের কিছুই যায় আসেনা।

so simple rules
17/02/2025

so simple rules

লেখাটা এতটা ইনস্পায়ারিং, পড়েই দেখুন! এরাই নারী , আমার পথ চলার রোল মডেল এইসব অসাধারণ নারী রাই ♥️ [ আমার মা। সত্তরের দশকে ...
15/02/2025

লেখাটা এতটা ইনস্পায়ারিং, পড়েই দেখুন! এরাই নারী , আমার পথ চলার রোল মডেল এইসব অসাধারণ নারী রাই ♥️

[

আমার মা। সত্তরের দশকে পিএইচডি করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় Imperial College London থেকে, কঠিন পদার্থবিজ্ঞানের ততোধিক কঠিন শাখা Theoretical Physics-এ।

ম্যাট্রিকে গণিতে সেরা নাম্বার পেয়ে স্ট্যান্ড করেছেন, ইন্টারমিডিয়েটে সম্মিলিত মেধা তালিকায় প্রথম হয়েছেন। পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তরে সেরা ফলাফল করে মেরিট স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে পিএইচডি করতে গেছেন। সেখানে অত্যন্ত গণিত-ঘন পিএইচডি-প্রস্তুতি পরীক্ষায় বাঘা বাঘা ছাত্রদেরকে পেছনে ফেলে ক্লাস-টপার হয়েছেন। পিএইচডি করেছেন P T Matthews (অতি-পরিচিত কোয়ান্টাম মেকানিক্স পাঠ্য-বইয়ের লেখক) এর তত্ত্বাবধানে। দেশে ফিরে alma mater রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। ভালো শিক্ষক ও তেজস্বী মহিলা হিসেবে তাঁর ছাত্ররা এখনও তাঁকে স্মরণ করে।

অতঃপর এক সময় আমি হলাম। কন্যাকে ঘিরে আমার মায়ের জীবনের আবর্তন শুরু হলো। সদা সতর্ক, যত্নশীল মা হিসেবে তাঁর জীবনের এক নতুন অধ্যায়। আমি বড় হতে হতে ছোট্ট একটি বোন হলো আমার। আমরা দুই বোন ছিলাম আম্মার জগৎ।

বিয়ের আগে আম্মা কোন রান্নাই জানতেন না। বিয়ের পর একদম নিজে নিজে শেখার শুরু (তখন তো আর ইউটিউব ছিল না!)। গণিতে দীপ্ত মাথার সাথে এবার যুক্ত হলো রান্নার আর্টে সুনিপুণ, স্বশিক্ষিত হাত। অসাধারণ রাঁধুনি, রান্না করেছেন সব নিজস্ব রেসিপিতে, মানুষের ভূয়সী প্রশংসা পেয়েছেন। নতুন নতুন অজানা কত পদ খাইয়েছেন তার ইয়ত্তা নেই। সেই তিরিশ বছর আগে, জন্মদিনের কেইক নিজে আইসিং করতেন। সারাবছর আমরা বাড়িতে বানানো টমেটোর সস খেয়েছি। সাত থেকে দশ রকমের আচারের বয়াম রোদে দেয়া থাকতো বারান্দা জুড়ে। আর শিখিয়েছেন মানুষকে। যেখানেই থেকেছেন, চারপাশের অনেক নারী তাঁর কাছে বিবিধ রান্নার তালিম নিয়েছেন। টক-ঝাল-মিষ্টি, কোন কিছুই বাদ যায়নি। আম্মা বুঝিয়ে দিতেন খুব যত্ন করে, সমস্ত খুঁটিনাটি টিপসসহ। জাত-শিক্ষক!

ম্যাথমেটিক্যাল ব্রেইন সব জায়গায় তার ছাপ রেখেছে। নিত্য-নতুন, নিজস্ব কত ডিযাইনের যে জামা পরেছি দুই বোন! সব আম্মার বানানো। আমার বান্ধবীরা আজও উল্লেখ করে। উলের সেলাই, আক্ষরিকভাবেই শত শত! প্রতি বছর শীতে বসতো আম্মার উল বোনার হাট। আমরা দুই বোন ও তাঁর নাতনিরা তো বটেই, আত্মীয়-প্রতিবেশী-বন্ধু বাদ যায়নি। তাঁর শ্বশুরবাড়ির মানুষ থেকে শুরু করে আমার শ্বশুরবাড়ি পর্যন্ত। নিজস্ব ডিযাইনের প্রত্যেকটা হতো একেকটা মাস্টারপিস। আবার বই থেকে একটা ডিযাইন দেখে তারপর নিজের মাথায় হিসাবনিকাশ করে ভিন্নতা নিয়ে আসতেও বহুবার দেখেছি। আম্মার কাছ থেকে উলের সেলাই বুঝে নিয়েছেন কতজন!

নানারকম চুলের স্টাইল করতে জানতেন। আমার বিয়ের খোঁপা আম্মার হাতের।
সবচেয়ে বিস্ময়কর ছিল আম্মার একসাথে নানা কাজ সামাল দেয়ার দক্ষতা…. a true multitasking wonder! আমার বোনকে খাওয়াতে খাওয়াতে তাঁকে কোয়ান্টাম মেকানিক্সের লেকচার তৈরি করতে দেখেছি। আমাদের সাথে টিভি দেখতে দেখতে জটিল উলের সোয়েটার বুনেছেন। রাত দুইটার সময় একশ চমচম বানিয়েছেন, পরেরদিন দাওয়াতের জন্য। আব্বা ও পারিবারিক বন্ধুদের সাথে বসে সমান দাপটে Scrabble খেলেছেন। দুই দানের মাঝে উঠে গিয়ে রান্না দেখে আসতেন।

শুক্রবারে জুম্মার নামাজের জন্য আব্বার পাঞ্জাবী ইস্ত্রি করছেন আম্মা, এই দৃশ্য চোখে ভাসে।
আমার মা। A complete woman!

✍️লেখকঃ Raihana Shams Islam
Alumni, University of Rajshahi, University of Cambridge
(সংগৃহীত)
]

thats it ✅
15/02/2025

thats it ✅

14/02/2025

All praise to allah, Good morning everyone.....

#2025

14/02/2025

Address

Belfast

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Rise Above with Bithi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rise Above with Bithi:

Videos

Share