04/11/2022
নিজ পরিবারের সদস্যেদের অবহিত না করে বিয়ের পিড়িতে কিংবা বাড়ীতে বউ নিয়ে আসে আমাদের গ্রামাঞ্চলে এখনও অপরাধ বলে বিবেচিত হয়। যদিও এখন খবরের শিরোনাম হয় প্রেমের টানে মার্কিন তরুণী বাংলাদেশে। আজ থেকে যদি ৪০/৫০ বছর আগের কাহিনী বলি সেটা সম্পূর্ণ ভিন্ন। উঠতি বয়সে জীবিকার তাগিদে ছুটে চলা মানুষ গুলো বাড়ী থেকে অনেক দূরে যেখানে গিয়েছে সেখানে ভালবাসার ফাঁদে পা দিয়েছে। শৈশবে গ্রামের মসজিদের মক্তব ছুটির পর দেখি এক ঝটলা। কৌতুহল মন নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। সবার মূখে কেমন যেন ব্যঙ্গাত্মক ভাষা, " অমূকে যে সুন্দর বেটিএগু চিটাং থাকি লইয়া আইছে, মা বইনে বাড়ীত উঠতে দিরা না।" সহপাঠিরা ইতিমধ্যে বাড়ী চলে গেছে। আব্বার জোর গলায় নাম ধরে ডাক দিলেন। একদৌড়ে বাড়ি গেলাম। কানে একটা মোচড় খেলাম। যে মা-ভাই-বোন (চিটাগং এর বেটি) বাড়ি উঠতে দিবে না তারা আমাদের বাড়ী। কত ফরিয়াদ, কত অপবাদ, চাটগাঁইয়া বেডি নিয়ে আসা যেন মহাভারত অশুদ্ধ! আব্বা সব তথ্য-উপাত্ত সংগ্রহ করলেন। মৌলভীর মাধ্যমে বিয়েও হয়েছে।
এরপর আব্বা আম্মা তাদের যেমন করে হোক বুঝাতে সক্ষম হন। বাড়ীতে বউকে থাকার সুযোগ দিলেও সইতে হয়েছে কত অপবাদ। এমনকি সন্তানদেরও গালমন্দ করত তারা।