মৌলভীবাজারে শিক্ষার্থীদের অবস্থান।
জুড়ী উপজেলা নির্বাচনে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী মো: আলী হোসেনকে মা র ধ র এর অভিযোগ। বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার বাছিরপুর এলাকায় ঘ ট না টি ঘটে। ঘ ট না র মূল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
#মৌলভীবাজার #viralreels #NewsUpdate
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণকারী একই পরিবারের ৫ জনের জানাযার নামাজ সম্পন্ন। আল্লাহ রাব্বুল আলামীন সবাইকে জান্নাতবাসী করুন।
উল্লেখ্য:-
আজ (২৬.৩.২৪) মঙ্গলবার ভোর ৫ টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে ফয়জুর রহমান আবরা (বাক প্রতিবন্দী) (৫০) সহ তার পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। ১ শিশু আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলো ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে ছামিয়া বেগম (১৫), সাবিনা বেগম (১৩) ও একমাত্র ছেলে সায়েম উদ্দিন (৭)। অপর মেয়ে সুনিয়া বেগমকে (১০) চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
বজ্রপাতে পল্লী বিদ্যুতের লাইনে আগুন লেগে লাইন ছিড়ে ফয়জুর রহমানের টিনের ঘরের চালে পড়ে ঘরের টিন বিদ্যুতায়িত হয়ে ঘরে আগুন ল
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণকারী একই পরিবারের ৫ জনের জানাযার নামাজ সম্পন্ন। আল্লাহ রাব্বুল আলামীন সবাইকে জান্নাতবাসী করুন। আমীন।
জুড়ী | মৌলভীবাজার
জুড়ীতে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের ৫ জন নি'হ'ত
মঙ্গলবার (২৬ মার্চ) মৌলভীবাজার ,,জুড়ী উপজেলার গোয়ালবাড়ী এলাকার ভাঙারপার গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা যায়, আজ সকাল ৫ টার দিকে ফয়জুর রহমান এর বাড়িতে বিদ্যুতিক লাইন ছিঁড়ে পড়ে। এতে ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান স্বামী স্ত্রী সহ ৩ সন্তান। গুরুতর আহত হয় ১ শিশু, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা সিলেটে রেফার করেন।
Nice view #shorts #viralvideo #paris
কুলাউড়ায় ‘জঙ্গি আস্তানায়’, অভিযানে শিশু সহ আটক ১৩
বিশেষ প্রতিনিধি.
মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে চালানো ‘অপারেশন হিলসাইড’ নামের অভিযান শেষ হয়েছে। সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিনা বাধায় চলা এই অপারেশনে চারজন পুরুষ ও ছয়জন নারীকে আটক করা হয়েছে। এসময় আটকদের সঙ্গে ৩ জন শিশু ছিল।
অভিযান শেষে শনিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান।
তিনি জানান, এটি একটি নব্য জঙ্গি সংগঠন। এর নাম ‘ইমাম মাহমুদের কাফেলা’। আটকরা এই এলাকায় সংগঠনটির দাওয়াতের কাজে নিয়োজিত ছিল।
মো. আসাদুজ্জামান জানান, মৌলভীবাজার জেলা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে। উক্ত জঙ্গি আস্তানা থেকে ২.৫ কেজি বিস্ফোরক, ৫০ টি ডেটোনেটর, প্রশিক্ষণ ম্যানুয়াল, কমান্ডো
মৌলভীবাজারে মজুরি কাজ না করায় মধ্যযুগীও কায়দায় অমানুষিক নির্যাতন:
গত কাশনিবার, ২৯ জুলাই, ২০২৩ ২৪২৪ বার ,
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার শহরতলীর মতারকাপনে বাড়ীর কাজ করে মজুরি না পাওয়ায় কাজ করতে অপারগতা প্রকাশ করায় বাড়িতে ধরে নিয়ে মধ্যযুগীও কায়দায় অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এসময় নির্যাতনের দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে নির্যাতনকারীরা। এব্যাপারে মৌলভীবাজার সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জকে এফআইআর করার আদেশ দিয়েছেন। মামলা করার কারনে বাদী আয়েশা বেগমের পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছেন। জানা যায়, মতারকাপন গ্রামের রাকিব মিয়া (২২), আমির মিয়া, কয়েছ মিয়া দিন মজুরের কাজ করেন। ঔই গ্রামের প্রভাবশালী নুরুল ইসলাম (রুনু), জাহেদ খাঁন, আলমগীর মিয়া, সবুর খাঁন এর বড়ি
ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী দুই নাগরিককে পিটিয়ে আহত করেছে বিএসএফ
জুড়ী প্রতিনিধিঃ ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী দুই নাগরিককে বেধড়ক পিটুনি দিয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্ত এলাকায় ফেলে যায় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।
সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
তারা হচ্ছে জাহাঙ্গীর আলী (২৪), পিতা- আমসারী আলী (ভান্ডারী), গ্রাম- আটঘুরীপাড়া, থানা- ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম ও হৃদয় শেখ (২৪), পিতা- আজগর শেখ, গ্রাম- নতুনবাজার চর, থানা- রুপসা, খুলনা।
হাসপাতালে চিকিৎসারত জাহাঙ্গীর ও হৃদয় জানান- কাজের উদ্দেশ্যে ২১ জুলাই খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ওরা ভারতে যায়। সেখান থেকে ট্রেনে করে আগরতলা যাচ্ছিল। কিন্তু টিকিট না থাকায় টিটিই তাদের আটক করে পিটুনি দিয়ে স্থানীয় থানায় হস্তান্ত
সারা দেশের ন্যায় মৌলভীবাজারের জুড়ী উপজপলায়ও চা শ্রমিকের দাবী আদায়ের লক্ষ্যে জুড়ী -কুলাউড়া রাস্তা শনিবার (১৩/৮) মিছিল ও অবরোধ চলছে...
লাশ পরে আছে! কাফন নেই, দাফনের লোক নেই!
কবর দেয়ার মাটি পর্যন্ত নেই!😭
বিপদ সিমার কাছাকাছি মৌলভীবাজার মনু নদীর পানি।
ক্রমাগত পানি বেড়েই চলছে, এই মুহুর্তে মৌলভীবাজার জেলার জুড়ী এবং বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে।
বৃষ্টির পানিতে কবলিত জুড়ী লাঠিটিলা সড়কের মধ্যস্ত নয়াবাজার ঈদগাহ সংলগ্ন এলাকা।
লাশ উদ্ধার
হাকালুকি হাওরে নৌকাডুবি দুর্ঘটনায় নিখোজ হওয়া তানিম এর লাশ প্রায় ৫ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে ৷
শমশের নগর উসমাগড়ে পারাবতে অাগুন।
ওরস নিয়ে দাওয়া পাল্টা দাওয়া।
ফুলতলা ওরসের পক্ষে বিপক্ষে মানববন্ধনে দাওয়া পাল্টা দাওয়া চলছে
'কিছুক্ষণ আগে ফেসবুকে পেলাম।
কুমিল্লার গুনবতী বাজারের ব্যবসায়ী মরহুম আমীর হোসেন সওদাগরের জানাজা হচ্ছে।
জানাজাতে উপস্থিত মুসল্লীদের পিছনে বিমর্ষ হয়ে বসে থাকা এই ব্যক্তির নাম সুধীর বাবু।
মৃত আমীর সওদাগর এবং সুধীর বাবু ছোট বেলার বন্ধু। গুনবতী বাজারে দীর্ঘ বছর একসাথে ব্যবসা- বানিজ্য করে আসছেন উনারা।
আজ সেই বন্ধুর মৃত্যুর পর সুধীর বাবু জানাজার পিছনে উপস্থিত হয়ে অশ্রু ঝরাচ্ছেন।
সত্যিকারের বন্ধুত্ব আসলেই এমন হয়।
যে বন্ধুত্ব জাত দেখে না,ধর্ম দেখে না,ধনী-গরিবের ভেদাভেদ চিনে না'
কালেক্টেড
একটি স্বপ্নের প্রস্থান
ফজলুল হক রুমেল মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালিনগর গ্রামের বাসিন্দা, কামিনীগঞ্জ বাজারের সাবেক চাল ব্যবসায়ী আব্দুস সহিদের প্রথম পুত্র। ৩৩ বছর বয়সের টগবগে এক যুবক। জীবনের অনেক স্বপ্ন বাস্তবায়নের উপযুক্ত সময় এটি। অনেকে অনেক স্বপ্ন দেখে, থাকে অনেক চাহিদা। মোটামুটি ভাবে জীবন যাপনের ব্যবস্থা রুমেলের ছিল। পরিবারের বড় ছেলে হিসেবে তার ছিল অনেক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই ২০০৯ সালে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্য যায়। সেখান থেকে কিছু দিন পর পাড়ি জমায় ফ্রান্স। সৌদি আরব প্রবাসী বাবাকে প্রায় ছয় মাস পূর্বে স্থায়ী ভাবে দেশে আসতে বাধ্য করে সে। উন্নত জীবনের আসায় ছোট দুই ভাইকে প্রতিষ্ঠিত করার চিন্তা ছিল তার। স্বপ্ন ছিল অনার্স পড়ুয়া দুই বোনকে নিয়েও। প্রায় ৫ বছর পূর্বে বিয়ে করে। তার রয়েছে ৪ বছর বয়সের এক কন্যা সন্তান।
ফ্
মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাতের ছড়া থেকে ফয়ছল (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে চাঁদপুর জেলার নোয়াগাঁও গ্রামের আলী আকবরের ছেলে। রোববার (১১ এপ্রিল) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে মাধবকুণ্ড খাসিয়া পুঞ্জি সংলগ্ন মাধবকুণ্ড ছড়ায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশের সূত্র জানিয়েছে, লাশের সাথে থাকা ব্যাগে হাসপাতালের একটি কাগজ পাওয়া গেছে। এতে দেখা গেছে, করোনার উপসর্গ নিয়ে তিনি ৬ এপ্রিল হাসপাতালে ভর্তি ছিলেন। পরদিন ৭ এপ্রিল হাসপাতাল থেকে চলে আসেন।
স্বজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মৌলভীবাজারের বর্