Amaderkotha

Amaderkotha Nation's first online business news: Stay tuned for instant global updates!

04/04/2024

নবাব ডাইন এ চাঁদ রাতে স্বাগত

ঠিকানা -99 Rue du faubourg Saint Denis
75010 Paris.

ফ্রান্সে বিসিএফ’র ইফতার সম্পন ————————————————বি সি এফ এর আয়োজন মানে সকল স্তরের ফ্রান্সপ্রবাসীদের মহামিলন মেলা, ফ্রান্সে...
03/04/2024

ফ্রান্সে বিসিএফ’র ইফতার সম্পন
————————————————

বি সি এফ এর আয়োজন মানে সকল স্তরের ফ্রান্সপ্রবাসীদের মহামিলন মেলা, ফ্রান্সে পুরা বাংলাদেশের একটি প্রতিচ্ছবি,
দল মত,ধর্ম -বর্ণ, আঞ্চলিকতার উদ্ধে উঠে সবাই একই ছাতার নিচে ঐক্যবদ্ধ।

বি সি এফ এর প্রতি আস্থা এবং ভালোবাসার জন্য আমরা
বি সি এফ পরিবার আপনাদের প্রতি কৃতজ্ঞ।

গত মংগলবার ( ২ এপ্রিল) প্যারিসের গার দ লিস্ট সংলগ্ন এলাকায় অবস্থিত »নবাব ডাইন » রেস্টুরেন্টে প্যারিসের অন্যতম জনপ্রিয় সামাজিক সংগঠন বিসিএফ'র ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ কমিউনিটির সাধারণ ফ্রান্স প্রবাসীদের পাশা পাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য জহিরু রানা ও সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুলের যৌথ সঞ্চালনায় ইফতার পরবর্তী
« ফ্রান্সের মাটিতে কেমন বাংলাদেশ কমিউনিটি দেখতে চাই « এক উম্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত প্রাণবন্ত আলোচনায় বক্তব্য রাখেন, প্যারিসের বিশিষ্ট ব্যবসায়ী
ইপিবিএ'র ফ্রান্সের সভাপতি ফারুক খান, শাহ গ্রুপের চেয়ারম্যান আত্তার আলী সুমন, কুমিল্লা মহানগর এসোসিয়েশন ফ্রান্সের হাসান মাহমুদ দুলাল, সাধারণ সম্পাদক এনামুল হক ইমন. বৃহত্তর কুমিল্লা জন কল্যান সমিতির সভাপতি শাহিন আরমান চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ফ্রান্স বি এন পি এর কোষাদক্ষ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম।
সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি, সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান আজাদ, আইসা সভাপতি ওবায়দুল্লাহ কয়েস, ফ্রান্স, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, সিনিয়র সাংবাদিক প্রবাসে বাংলা পত্রিকার সম্পাদক অধ্যাপক অপু আলম, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি শাহ সুহেল আহমেদ, ফ্রান্স টুয়েন্টি ফোর এর সাংবাদিক আরিফ উল্লাহ, সময় টিভির ফ্রান্স প্রতিনিধি লুতফুর রহমান বাবু, ডিবিসি টিভির ফ্রান্স প্রতিনিধি ইকবাল মাহমুদ জাফর, সাংবাদিক সাইফুল ইসলাম রনি, বাংলা অটো ইকোলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, ইপিএস বাংলা কমিউনিটি ইন ফ্রান্সের সভাপতি আলান খান চৌধুরী ,’বিডি মুবেইল এর চেয়ারম্যান মিয়া মাসুদ, বিডি বস এর সত্ত্বাধিকারী আইয়ুব হাসান,অনলাইন এক্টিভিস্ট কলামিস্ট আরিফ খান রানা রাজ, বিসিএফ এর সহসভাপতি মোজাম্মেল হোসেন, ফ্রান্স দর্পণ এর বার্তা সম্পাদক মো নজমুল কবির, ফ্রেশ ফুড ফ্রান্সের নাহিদ সরকার, ফারুক হোসেন ,
মন্ডিয়াল ট্রাভেলস এন্ড ট্যুরস এ সত্ত্বাধিকারী ইব্রাহিম হাসান, ফ্রেঞ্চ উইথ রাকিব এর পরিচালক রাকিবুল ইসলাম, ইউরোশিয়া মার্টের ডক্টর শামীম আহমেদ, প্যারিস Université Paris-Saclay শিক্ষার্থী শাহ ফাহাদ হোসেন ও মিহসান মোহাম্মদ তামিম উদ্দিন ভূইয়াঁ, প্রমুখ।

বক্তারা বলেন, বি সি এফ এর নানা কর্মকান্ডের ভুয়সী প্রশংসা করেন সাথে সাথে একটা ঐক্যবদ্ধ কমিউনিটির প্রয়োজনীয় নিয়ে আলোকপাত করেন। গত তিন দশকেও ফ্রান্সে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ এসোসিয়েশন গড়ে উঠেনি। সকল কে নিয়ে একটি সুন্দর সার্বজনীন ঐক্যবদ্ধ বাংলাদেশ এসোসিয়েশন গড়ে তোলার আহবান জানান।

ফ্রান্সের মধ্যে অন্যতম বৃহৎ ও জনপ্রিয় সামাজিক সংগঠন
বি সি এফ, প্রতিবছর ধারবাহিকভাবে ইফতার মাহফিল ও পারিবারিক সম্মিলনী আয়োজন করে আসছে।এতে কমিউনিটির সর্বস্থরের মানুষের সমাগম ঘটে এক মিলন মেলায় পরিণত হয়। এবার আয়োজন টা অনেকটা ক্ষুদ্র পরিসরে করার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি, বি সি এফ পরিবারের এর পক্ষ আমরা দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ আগামীতে অনেক বড় পরিসরে হবে।

আসন্ন ঈদ ফেস্টিভ্যালে আপনারা সবাই আমন্ত্রিত। দেখা হবে ঈদ ফেস্টিভ্যালে।

নিরহংকারী, পরোপকারী, মানবিক মানুষ ব্যবসায়ী নেতা সাত্তার আলী সুমন (শাহ আলম)। তিনি প্রবাসে এসেছেন বহুবছর আগে। নিজের পায়ের ...
02/04/2024

নিরহংকারী, পরোপকারী, মানবিক মানুষ ব্যবসায়ী নেতা সাত্তার আলী সুমন (শাহ আলম)। তিনি প্রবাসে এসেছেন বহুবছর আগে। নিজের পায়ের মাটি শক্ত করে আত্মনির্ভরশীল হয়েছেন। নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য বাংলাদেশির কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সেই মানুষটি আজ পৃথিবীতে উজ্জ্বল নক্ষত্র হয়ে এসেছিলেন। শুভ জন্মদিন।

01/04/2024

ফ্রান্স ক্রিকেট বোর্ড’র সদস্য নির্বাচিত হওয়ায় ফাতেমা খাতুনকে সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা

01/04/2024

্রান্সে জমে উঠেছে ঈদ কেনাকাটা | Eid Shopping in France | Ramadan | Eid al-Fitr | Somoy TVআরও বিস্তারিত জানতে ভিজিট ক...

01/04/2024

বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্স র ইফতার ও দোয়া মাহফিল

ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার সম্পন্ন-----------------------------------------------------প্রবাসী বাংলাদেশীদে...
31/03/2024

ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার সম্পন্ন
-----------------------------------------------------

প্রবাসী বাংলাদেশীদের আরো বেশি সহযোগিতার প্রত্যয় জানিয়ে ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটি বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন করেছে ।

গত রোববার(৩১শে মার্চ) রাজধানী প্যারিসের বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্যারিসে বসবাসরত বৃহত্তর বরিশাল বিভাগের পাশাপাশি অন্যান্য এলাকার ও একই সাথে বাংলাদেশী কমিউনিটির রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন ,যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল শরীফ, সফিকুল ইসলাম , সদস্য সাইফুদ্দিন খান রিপন, কামাল শিকদার ,মহিউদ্দিন খান ওয়াদুদ ,রিকন দেওয়ান মনা প্রমুখ ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, প্রবাসের পাশাপাশি দেশের মানুষের জন্যও কাজ করছে বরিশাল বিভাগীয় কমিউনিটি। যেকোনো দুর্যোগে সব সময় দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকে এই সংগঠন যা আগামী দিনেও অব্যাহত থাকবে।

পরে দেশের কল্যাণ ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ফ্রান্সের বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার
31/03/2024

ফ্রান্সের বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার

আনজুমানে আল ইসলাহ ফ্রান্স এর উদ্দ্যেগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে পবিত্র খতমে কোরআন, দোয়া ও ইফতার মাহফ...
31/03/2024

আনজুমানে আল ইসলাহ ফ্রান্স এর উদ্দ্যেগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে পবিত্র খতমে কোরআন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।

গতকাল ১৭ রামাদ্বান ১৪৪৫ হিজরী বুধবার মোতাবেক আনজুমানে আল ইসলাহ ফ্রান্স এর উদ্দ্যোগে মেরি দো অভারবিলা Wingo's
restaurants " সংগঠনের প্রেসিডেন্ট মাওলানা মাসুক আহমদ এর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল কাজী আব্দুল মুহিত এর পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুর রব, নাতে রাসুল পাঠ করেন আবু সাইদ মোঃ সায়েম, স্বাগত বক্তব্য রাখেন কারি রুবেল আহমদ। যথাযোগ্য মর্যাদার সহিত ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে কোরআন খতম সহ ইসলামের তাৎপর্য ঐতিহাসিক বদর দিবস নিয়ে আলোচনা করেন মির্জা শফিকুর রহমান, হাফিজ এখলাছুর রহমান রাজু, হাফিজ মাওলানা জিল্লুর রহমান, আহমদ মুজাক্কির চৌধুরী, ধর্মীয় ইবাদতের মাধ্যমে যথাযোগ্য দিনটি পালন করা হয়েছে ৷
এছাড়াও বক্তব্য রাখেন কমিউনিটির অন্যতম চৌধুরী সালেহ আহমদ, ফয়ছল উদ্দিন, শাহ জামান, সাহেদ আহমদ, আমিনুর রশিদ টিপু, মারুফ আহমদ।

এ ছাড়াও মহতি মাহফিলে উপস্থিত ছিলেন আবু সিদ্দিক আনসারি, শাহ আব্দুল আজিজ যায়েদ, আহসান হাবীব শাহ,হাফিজ সুহেল,রশিদ আহমদ চৌধুরী, কামাল আহমদ, শামিম আহমদ,হাফিজ দুলায়েত, মাওলানা কামাল আহমদ, কাওছার আহমদ, এম জি রাব্বানি, দেলওয়ার আহমদ, সাইফুল ইসলাম, সামাদ আহমদ, সাইদুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ ৷
এছাড়াও প্যা‌রিসের বিভিন্ন এলাকার ব্যবসায়ি, রাজনিতিবিধ, সাংবাদিক সহ সাধারণ প্রবাসিরা উপস্থিত হয়ে ঐতিহাসিক বদর দিবসের আলোচনা ও ইফতার মাহফিলে যোগদান করেন।

বদর হচ্ছে সৌদি আরবের
আল মদিনা প্রদেশের একটি শহর। এটি মদিনা
থেকে ৮০ মাইল (১৩০ কিমি) পূর্ব দিকে অবস্থিত।
৬২৪ সালে মদিনার মুসলমান ও মক্কার কুরাইশদের মধ্যে বদরের যুদ্ধ সংঘটিত হয়।
এই যুদ্ধে মুসলমান বাহিনীর পক্ষে নেতৃত্ব দেন স্বয়ং হযরত মুহাম্মাদ ﷺ, হযরত আবু বকর (রাঃ), হযরত উমর ইবনুল খাত্তাব (রাঃ), হযরত হামজা ইবনে আবদুল মুত্তালিব (রাঃ), হযরত আলী ইবনে আবি তালিব (রাঃ)।
বদরের যুদ্ধে মুসলমান বাহিনীর সদস্য সংখ্যা ছিলো ৩১৩ জন। ২টি ঘোড়া, ৭০টি উট।
এই ৩১৩ জনকে বদরী সাহাবী বলা হয়। এদের মধ্যে ৮০ জন ছিলো মুহাজির সাহাবী ও ২৩৩ জন ছিলো আনসার সাহাবী। ইসলামের ইতিহাসে এটি প্রথম প্রধান যুদ্ধ। এই জয়ের ফলে মুসলিমদের ক্ষমতা পূর্বের তুলনায় আরও বৃদ্ধি পায়।

এবং মক্কার কুরাইশদের পক্ষে নেতৃত্বে ছিল আবু জাহল ⱶ উতবা ইবনে রাবিয়া ⱶ উমাইয়া ইবনে খালাফ ⱶ ১০০০জন। ১০০টি ঘোড়া, ৭০০টি উট।উপরোক্ত কথাগুলো আলোচনা করেন।

পরিশেষে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা চেয়ে সংগঠনের উপদেষ্টা কারি মির্জা সফিকুর রহমান এর দোয়া পরিচালনা শেষে ইফতারি বিতরনের মাধ্যমে সমাপ্তি করা হয়।

30/03/2024

প্রকাশক ফাতেমা খাতুন এর অর্থায়নে ঈদ আনন্দ ভাগাভাগি
----------------------------------------------------------
ইউরোপের জনপ্রিয় অনলাইন পত্রিকা আমাদের কথার প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে গেল কয়েক বছরের ন্যায় এবারও দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদ সামগ্রী বিতরণ করা হবে।

সিলেটের কুলাউড়া উপজেলায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হবে।

ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ।

উল্লেখ্য, বন্যাসহ বাংলাদেশের যে কোন প্রাকৃতিক দুর্যোগে এই পত্রিকা সবসময় অসহায়দের সহায়তা করে আসছে।

প্রকাশক ফাতেমা খাতুন মরিয়ম জানিয়েছেন, তাদের এই সহায়তা সবসময় অব্যাহত থাকবে।

ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত----------------------------------------------------৩...
30/03/2024

ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
----------------------------------------------------

৩০ মার্চ শনিবার রাজধানী প্যারিসের একটি অভিজাত হলে অনুষ্ঠিত হলো ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা ও ইফতার মাহফিল।

উল্লেখ্য ২০২২ সনের জুন মাসে গোলাম মাহমুদ আজমকে আহবায়ক ও এম আলী চৌধুরীকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছিলো।

জানা যায় তৎকালীন কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সাক্ষরিত কমিটি পূর্নাঙ্গ করার লক্ষ্যে এই কর্মী সভা ও ইফতার মাহফিলের আয়োজন।

আহ্বায়ক গোলাম মাহমুদ আজম এর সভাপতিত্বে ও সদস্য সচিব এম আলী চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন:- কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, প্রধান বক্তা সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক (সহ সভাপতি পদ মর্যাদায়) নাসির আহমদ শাহীন, আন্তর্জাতিক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ সেলিম হোসেন, আন্তর্জাতিক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আসলাম ফকির লিটন, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি আহসানুল হক বুলু, ফ্রান্স বিএনপি সহ সভাপতি সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী সদস্য এ জে লিমন।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শাখা ড্যাব'র সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা: সরকার মাহবুব আহমেদ শামীম, ফ্রান্স বিএনপি নেতা সৈয়দ রাজা, সাবেক সেনা কর্মকর্তা মীর জাহান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মির্জা মাজহারুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবক দল ফ্রান্স ও প্যারিস শাখার যুগ্ম আহবায়ক, সদস্যবৃন্দ ও ফ্রান্স যুবদল নেতৃবৃন্দ।

সময়ের পরিবর্তন ————————শনিবার দিবাগত রাত (৩১ মার্চ রবিবার) ফ্রান্স সহ ইউরোপের অনেক দেশেই ঘড়ির কাঁটা  এক ঘন্টা পরিবর্তন ...
30/03/2024

সময়ের পরিবর্তন
————————
শনিবার দিবাগত রাত (৩১ মার্চ রবিবার) ফ্রান্স সহ ইউরোপের অনেক দেশেই ঘড়ির কাঁটা এক ঘন্টা পরিবর্তন হবে। ঘড়িতে যখন রাত ২টা বাজবে তখন এক ঘণ্টা সামনে রাত ৩টা করা হবে৷ সময়ের পরিবর্তনের ফলে ৩১ মার্চ রাত ৩টার পর থেকে বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সময়ের ব্যবধান হবে ৪ ঘণ্টা॥

বেলজিয়াম কমিউনিটি সংবাদ -
30/03/2024

বেলজিয়াম কমিউনিটি সংবাদ -

"সুধী এবং সদস্যদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল" সম্মানিত সুধী ও সদস্যবৃন্দ,আসসালামু আলাইকুম, রমজানুল মোবারাক।  আগামী ৩১ম...
29/03/2024

"সুধী এবং সদস্যদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল"
সম্মানিত সুধী ও সদস্যবৃন্দ,
আসসালামু আলাইকুম, রমজানুল মোবারাক।
আগামী ৩১মার্চ রোজ রবিবার, ২১ রমজান, আপনাদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ফ্রান্স প্রবাসী বাংলাদেশী সকলে আমন্ত্রিত।
স্থান : Bangladesh Community Mosque and Islamic Center
127 Bd Maxime Gorki, 93240 Stains
Bus - 150/250/252/255
Stop - LE GLOBE

28/03/2024
১৭ রমজানে ঘটে যাওয়া এই ঘটনাটি জানেন?৬২৪ খ্রিস্টাব্দে তথা দ্বিতীয় হিজরির ১৭ রমজানে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল মুসলিম ও ক...
28/03/2024

১৭ রমজানে ঘটে যাওয়া এই ঘটনাটি জানেন?

৬২৪ খ্রিস্টাব্দে তথা দ্বিতীয় হিজরির ১৭ রমজানে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল মুসলিম ও কাফিরদের মধ্যকার ঐতিহাসিক এক যুদ্ধ। যাতে মুসলমানদের সর্বসাকুল্যে সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। তাও তারা ছিলেন নিরস্ত্র।

গাছের ডালপালা ছাড়া তাদের কোনো হাতিয়ার ছিল না। ছিল না কোনো লৌহবর্ম বা শিরস্ত্রান। তবুও কুফরি শক্তিকে মুসলমানরা পরাজিত করেছিল। মূলত ওই যুদ্ধে তিন থেকে পাঁচ হাজার আসমানী ফেরেশতা প্রেরণ করে আল্লাহতায়ালা মুসলমানদের সরাসরি সাহায্য করেছিলেন।

আবু জাহেল, উতবা, শায়বাসহ মোট ৭০ জন কাফির নিহত হয় এই যুদ্ধে। আরো ৭০ জন কাফির মুসলমানদের হাতে বন্দি হয়। অন্যদিকে ১৪ জন মুসলিম মুজাহিদ বীরবিক্রমে লড়াই করে শাহাদাতের গৌরব অর্জন করেন।

ইফতারে কেন দই-চিড়া খাবেন?ইফতারে টানা ভাজাপোড়া খাওয়ার কারণে হতে পারে অ্যাসিডিটি, পেটের সমস্যাসহ নানা শারীরিক অসুবিধা। এভা...
27/03/2024

ইফতারে কেন দই-চিড়া খাবেন?

ইফতারে টানা ভাজাপোড়া খাওয়ার কারণে হতে পারে অ্যাসিডিটি, পেটের সমস্যাসহ নানা শারীরিক অসুবিধা। এভাবে খাওয়ার কারণে অনেক সময় ভালো খাবারের পুষ্টিগুণও আপনার শরীর পায় না। ১৫ রমজান তো শেষ। এত দিন যদি খেয়েও থাকেন, এবার ইফতারে ভাজাপোড়া ছাড়ুন। খেতে চেষ্টা করুন স্বাস্থ্যকর ইফতারি।

চিড়া কার্বোহাইড্রেটের অন্যতম উৎস। প্রোটিন, খাদ্য আঁশ, জিংক, আয়রনের উৎস। এ ছাড়া এতে ক্যালসিয়াম পাওয়া যায়। সারা দিন রোজা রাখার পর আমাদের শরীরের জন্য পর্যাপ্ত পরিমাণ শক্তি সরবরাহ করতে পারে এই চিড়া। সাদা চিড়ার পরিবর্তে লাল চিড়া খাওয়ার চেষ্টা করুন। দইকে বলা হয় প্রাকৃতিক প্রোবায়োটিক।

প্রোটিনের উৎস এই দইয়ে থাকে ল্যাকটোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, এই ব্যাকটেরিয়া রোগ প্রতিরোধক্ষমতা ও হজমশক্তি বৃদ্ধি করে। এ ছাড়া দইয়ে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিংকের মতো উপকারী উপাদান।

স্ট্রেস হরমোন ‘কর্টিসল’ উৎপাদন কমানোর মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণ করে, অকালে মুটিয়ে যাওয়া প্রতিরোধ করে। বিভিন্ন ছত্রাকজনিত সংক্রমণ প্রতিরোধ করার পাশাপাশি রক্তচাপ ও রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে। মিষ্টি দইয়ের পরিবর্তে টক দই বা বাণিজ্যিকভাবে প্রস্তুত প্রোবায়োটিক দই খাওয়ার চেষ্টা করুন।

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉MD Minto, Kamrul Hossain, Zillur Rahman, ...
26/03/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉

MD Minto, Kamrul Hossain, Zillur Rahman, Fatema Khatun, Patwary Shahidullah, Suma Ajoy Das, Khokon Soyal, Md Jarif, Bablu Rahman, Delowar Chowdbury

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉MD Minto, Kamrul Hossain, Zillur Rahman, ...
26/03/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉

MD Minto, Kamrul Hossain, Zillur Rahman, Fatema Khatun, Patwary Shahidullah

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉MD Minto, Kamrul Hossain, Zillur Rahman
26/03/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉

MD Minto, Kamrul Hossain, Zillur Rahman

জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স'র নতুন কমিটির পরিচিতি ও ইফতার সম্পন্ন :আজ ২৫ শে মার্চ ২০২৪ রোজ সোমবার প্যারিসের নিকটস্থ ...
26/03/2024

জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স'র নতুন কমিটির পরিচিতি ও ইফতার সম্পন্ন :

আজ ২৫ শে মার্চ ২০২৪ রোজ সোমবার প্যারিসের নিকটস্থ বটতলা রেস্টুরেন্টের কনভেনশন হলে জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের ২০২৪ - ২০২৫ মেয়াদের নতুন পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির পরিচিতি, ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের নিয়ে ২০১৭ সালে গঠিত এই সংগঠনটি ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের একটি প্রবাসী শাখা সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে নানাবিদ সামাজিক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে একটি ব্যতিক্রমী ও বৃহৎ আকারের সংগঠনে পরিণত হয়েছে।
প্রতিবছরের ন্যায় এবারেও পবিত্র মাহে রামাদানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফ্রান্স প্রবাসী কমিউনিটির সবাইকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বিকাল ছয় ঘটিকায় নবগঠিত পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির পরিচিতি অনুষ্ঠান শুরু হয়।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজাদ আহমেদ।

৮১ সদস্য নিয়ে গঠিত নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন নবগঠিত কার্যকরী পরিষদের প্রথম সদস্য এবং বাংলাদেশ মানবাধিকার

কমিশন ফ্রান্স শাখার ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল হক কয়েছ।

উক্ত এই ইফতার ও দোয়ার মাহফিলে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, সকলের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো কনভেনশন হল কানায় কানায় পরিপূর্ণ ছিল।
প্রায় দুই শতাধিক প্রবাসীদের নিয়ে এবারের অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য এসোসিয়েশনের সদস্যরা সকলেই অত্যন্ত আন্তরিকভাবে সমন্বয়ের সাথে কাজ করেন।

এসোসিয়েশনের দায়িত্বশীল নেতৃবৃন্দরা কমিউনিটির প্রায় প্রত্যেক শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুপ্রাণিত হয়ে আগামী বছরের ইফতার আয়োজনটি আরো বৃহৎ পরিসরে করার পরিকল্পনা ঘোষণা করেন এবং সংগঠনটি আর্থ মানবতার সেবায় আরো বেশি নিজেদেরকে নিয়োজিত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -

আশরাফুল ইসলাম (বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স এর সাধারণ সম্পাদক), আব্দুল মান্নান আজাদ ( প্রেসিডেন্ট বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্স ),আব্দুল মালিক মানিক ( সভাপতি গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্স), এনায়েত হোসেন সোহেল ( সম্পাদক তৃতীয় বাংলা ডট কম) ফেরদৌস করীম আখঞ্জি( প্রেসিডেন্ট ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব),শাহ সোহেল (সভাপতি প্যারিস বাংলা প্রেসক্লাব) এমডি নুর (প্রেসিডেন্ট বিসিএফ) মোহাম্মদ ইব্রাহিম (মনডিয়াল ট্রাভেলস) সালাম রহমান (বাংলা অটো ইকোল) রাব্বানী খান ( প্রেসিডেন্ট অফিওরা ) হাজী কাওসার (উপদেষ্টা গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ফ্রান্স) মুদাব্বির হোসেন ( প্রবীণ ফ্রান্স প্রবাসী) জসিম উদ্দিন গিয়াস (প্রেসিডেন্ট গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফ্রান্স) সাইফুল ইসলাম, (সেক্রেটারি জেনারেল ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব) নাজমুল কবির ( সাংবাদিক) ইকবাল মাহমুদ ( প্রতিনিধি ডিবিসি নিউজ) আবুল কালাম মামুন ( প্রতিনিধি এন টিভি ইউরোপ)

যাদের নিয়ে নতুন কমিটি গঠিত হলো -
সভাপতি ------------------------------- হেনু মিয়া
সহ সভাপতি ---------------------------খসরুজ্জামান জালালাবাদী
সহ সভাপতি ---------------------------আলতাফুর রহমান
সহ সভাপতি --------------------------জাবেদ হোসেন
সহ সভাপতি -------------------------- লুলু আহমেদ
সহ সভাপতি ------------------------- খলিলুর রহমান
সহ সভাপতি --------------------------সাদ মোহাম্মদ
সহ সভাপতি --------------------------সরওয়ার হোসেন (টিপু)
সহ সভাপতি --------------------------এইচ এম মিহির
সহ সভাপতি -------------------------- আজাদ মিয়া(লিগ্যাল এইড)

সাধারণ সম্পাদক ---------------------মোহাম্মদ আলী হোসেন
সহ সাধারণ সম্পাদক ----------------বাদল মিয়া
সহ সাধারণ সম্পাদক---------------- আজাদ আহমেদ
সহ সাধারণ সম্পাদক ----------------আজাদ উদ্দিন
সহ সাধারণ সম্পাদক ---------------হোসেন আহমেদ
সহ সাধারণ সম্পাদক ---------------জাহিনুর রহমান (সুমন)

সাংগঠনিক সম্পাদক ----------------মনোয়ার হোসেন মুজাহিদ
সহ সাংগঠনিক সম্পাদক -----------আলীম উদ্দিন (সুমন)
সাংগঠনিক সম্পাদক ---------------- শায়েস্তা মিয়া
সাংগঠনিক সম্পাদক -----------------জাহাঙ্গীর আলম
সাংগঠনিক সম্পাদক ----------------খায়রুল আলম (মাজেদ)
সাংগঠনিক সম্পাদক ----------------হাসান আহমেদ

অর্থ সম্পাদক ------------------------ হোসেন আহমদ
সহ অর্থ সম্পাদক -------------------আব্দুল কুদ্দুস
দপ্তর সম্পাদক -----------------------আলী হোসেন (মিডিয়া কর্পোরেশন))
সহ দপ্তর সম্পাদক ----------------- লায়েক আহমেদ (তালুকদার)

প্রচার সম্পাদক ---------------------- তাজ উদ্দিন
সহ প্রচার সম্পাদক -----------------আশরাফুল ইসলাম শাহিন
সহ প্রচার সম্পাদক ----------------আবু তাহের (রাজু)

ধর্ম বিষয়ক সম্পাদক -----------------হাফিজ ওয়াহিদুর রহমান
সহ ধর্ম বিষয়ক সম্পাদক ------------ ফারুক আহমদ

সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ---------- লাভু চৌধুরী
সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক------শামিম আমিনুর (রাজা)

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ----------
সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ----- হুমায়ুন কবির (রেজা)

ক্রীড়া সম্পাদক ---------------------------রিপন আহমেদ
সহ ক্রীড়া সম্পাদক --------------------- করিম জিলানী

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ------------ফরিদ উদ্দিন
সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ------ দেলোয়ার হোসেন

তথ্য ও গবেষণা সম্পাদক ----------------বেলায়েতুর (রাজা)
সহ তথ্য ও গবেষণা সম্পাদক -----------মিজানুর রহমান (লিটন)

আইন বিষয়ক সম্পাদক ----------------- রাজু আহমেদ
সহ আইন বিষয়ক সম্পাদক -------------সাইদ আহমেদ (মেম্বার)

মহিলা বিষয়ক সম্পাদক ------------------সুমা দাস

এাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক --------------সোনা মিয়া
সহ এাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ---------বাহারুল আলম (রমজান)

পরিবেশ বিষয়ক সম্পাদক -------------------- সোহেল আহমেদ
সহ পরিবেশ বিষয়ক সম্পাদক --------------সাইদুর রহমান

শিক্ষা সম্পাদক --------------------------------হাবিবুর রহমান
সহ শিক্ষা সম্পাদক ---------------------------বাসির আহমদ

আপ্যায়ন বিষয়ক সম্পাদক -----------------আব্দুল মালিক (লুকুছ)
সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক -------------পারভেজ আহমেদ
সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক -------------রুমন খান

যুব বিষয়ক সম্পাদক --------------------------আবুল কাশেম
সহ যুব বিষয়ক সম্পাদক ---------------------

সম্মানিত সদস্যবৃন্দ :
১। মাহবুবুল হক কয়েছ
২! হুচিম্যান
৩। কাইয়ুম রহমান
৪! উভায়দুল্লাহ কয়েছ
৫! শরুফ ছদিয়ল
৬! হাসান শাহ
৭। শাহ আলম মায়া
৮। সোহেল আহমদ
৯। আহমেদ জামাল
১০। মিজানুর রহমান (দেলওয়ার)
১১। আব্দুল কাদির
১২। আবু সুফিয়া
১৩। অজয় দাদা
১৪! রুহুল আমিন
১৫! সালেখ আহমেদ
১৬! তাইজুল ইসলাম
১৭! সালাউদ্দিন জালাল
১৮! জুয়েল আহমেদ
১৭! এমসি রুমেল
১৮! রাজিব আহমেদ
১৯! সুয়াইবুর রহমান
২০! জসিম উদদীন
২১। সালমান খান
২২। ময়নুল ইসলাম
২৩ মারুফ আহমেদ
২৪। আনোয়ার হুসেন

ইফতার পরবর্তী সময়ে নবগঠিত কমিটির সদস্যরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং একটি চা চক্রের মাধ্যমে অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করেন।

(প্রেস রিলিজ)

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন একা...
25/03/2024

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম ‘বাংলাদেশ’ রাষ্ট্র প্রতিষ্ঠা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস স্বাধীনতার ইতিহাস।

স্বাধীনতার ইতিহাস ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লক্ষ মা-বোনের ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও সংগ্রামের গৌরবগাঁথা গণবীরত্বের ইতিহাস। পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ বেয়ে উপমহাদেশের জনগণ পেয়েছিল পাকিস্তান ও ভারত নামক দুটি রাষ্ট্র। এরপর শুরু হয় পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক বাঙালিদের নতুন করে শোষণ ও পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রাখার ষড়যন্ত্র।

পাকিস্তানি হানাদারদের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাঙালি জাতি। স্বাধীনতার জন্য দৃঢ় প্রত্যয়ে দীপ্ত বাঙালির সামনে কোন মরণাস্ত্রই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বাঙালি হয়ে ওঠে সংগ্রাম, আন্দোলন আর স্বাধিকারে জাগরিত মহান স্বাধীনতা অর্জনের অনন্য উজ্জ্বলতার প্রতীক। বাঙালি জাতিকে মুক্তির এই মহামন্ত্রে উজ্জীবিত করে ধাপে ধাপে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়ে যান ইতিহাসের মহানায়ক, মহাবীর, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

24/03/2024

রমজানে আপনার ইফতারে প্রিয় কোন খাবারটি?

24/03/2024

কিছু কিছু মেয়ে দেখতে এত সুন্দর আর কথাবার্তা আচার-আচরণ এতটাই মিষ্টি যে এদের দেখলে সেক্স এর কথা মাথাতেই আসে না। উল্টো এদের ব্যাপারে এসব নিয়ে ভাবতে গেলেও লজ্জা লাগে! নিজেকেই নিজে ধিক্কার দেই।

মনে হয় এই মেয়ে কথা বলবে আর আমি মুগ্ধ হয়ে শুনব, কথা বলার মাঝে মাঝে চুলে হাত দেব, হাতের আংগুল নিয়ে খেলা করব। মেয়ের কোলে মাথা রেখে ঘুমায় পড়ব। এদের এক্সিস্টেন্সটাই জীবন আলোকিত করে দেয়। মরা গাছেও ফুল ফোটায়।

এদের দেখলে মনে হয় দুনিয়ার যা কিছু আছে সবকিছু পা এর তলে এনে নেই। শাড়ির দোকানে নিয়ে যেতে যাব। যেয়ে বলব - "তোর যা লাগে তুই নে, দরকার পড়লে শাড়ির দোকান টাই বাসায় নিয়ে যা"। প্রতিদিন নিত্য নতুন সাজে সাজবে আর আমি দেখব। শাড়ি এদের সুন্দর বানায় না, বরং এরা যেই শাড়ি পড়ে সেই শাড়ির ই রূপ বৃদ্ধি পায়। সুগন্ধি এদের মাখানো লাগে না। এদের শরীরের গন্ধ যেকোন সুগন্ধিকেই ম্লান করে দেবার ক্ষমতা রাখে।

চরম বেয়াড়া পুরুষটাকেও বাগে আনার জন্য এরকম মেয়ের একটা হাসি ই যথেষ্ট!
সংগৃহীত

23/03/2024

আমাদের সকল এর পছন্দের Rafiid Rafiid brand promoter আসছেন Amaderkotha থেকে BD Furniture এর পক্ষ থেকে live এ , সবাই সাথে থাকবেন ।0758170652 , 0627920999

বেগুনি হবে অসাধারণ মচমচে, জেনে নিন আসল কৌশলইফতার আয়োজনে বেগুনি একটি সাধারণ পদ। অনেকে অভিযোগ করেন যে বেগুনি বানানোর পর নে...
23/03/2024

বেগুনি হবে অসাধারণ মচমচে, জেনে নিন আসল কৌশল

ইফতার আয়োজনে বেগুনি একটি সাধারণ পদ। অনেকে অভিযোগ করেন যে বেগুনি বানানোর পর নেতিয়ে পড়ে। মচমচে ও ফুলকো বেগুনি তৈরির রয়েছে কিছু কৌশল। মচমচে বেগুনি তৈরির আসল কৌশল লুকানো থাকে বেসনের মিশ্রণে। এই মিশ্রণটি ঠিকঠাক তৈরি করতে পারলে বেগুনি যেমন ফুলে উঠবে ঝটপট, তেমনি মচমচেও থাকবে অনেকক্ষণ। আবার বেগুনির গায়ে বাড়তি তেলও লেগে থাকবে না।


প্রথমেই বেসন চেলে নিন। এতে বেসনের ভেতরে কোনও দানা থাকবে না। ২ কাপ বেসন চেলে ২ টেবিল চামচ চালের গুঁড়া মিশিয়ে নিন। চালের গুঁড়া মেশালে বেগুনি অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। এবার ১/৪ চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মসলার গুঁড়া, ১ চা চামচ আদা বাটা, ১/৪ চা চামচ বেকিং সোডা, স্বাদ মতো লবণ ও মরিচের গুঁড়া মিশিয়ে নিন। ব্যাটার তৈরি করতে হবে সময় নিয়ে। উপকরণগুলো ভালো করে মিশিয়ে অল্প অল্প করে রুম তাপমাত্রার পানি মেশান। মিশ্রণটি খুব পাতলা যেমন হবে না, তেমনি খুব ঘনও হবে না। বেসনের গোলা মসৃণ হয়ে গেলে দেড় টেবিল চামচ কুসুম গরম রান্নার তেল মিশিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিটের জন্য ঢেকে রাখুন বেসনের গোলা।

Adresse

Paris

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Amaderkotha publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Vidéos

Partager


Autres Société de médias/d’actualités à Paris

Voir Toutes

Tu pourrais aussi aimer