Cultural Tides

Cultural Tides বাংলাদেশের ভাষা।

18/01/2025

প্রথম আলো সিরাজ শিকদারসহ চীনপন্থী কমিউনিস্টদেরকে নিয়ে একটা লিখা প্রকাশ করেছে পুরা লেখায় তাদেরকে হাস্যকর কামুক, সাইকো হিসেবে উল্লেখ করেছে। এর কারণ সিরাজ শিকদাররা মস্কো-দিল্লী বিরোধী। রইসুদ্দীন আরিফের আন্ডারগ্রাউন্ড জীবন সমগ্র বইয়ে পাওয়া যায় কি সব অকল্পনীয় ত্যাগ করে, ক্ষুদার্ত কমিউনিস্ট কর্মীরা দিল্লী বিরোধী সংগ্রাম চালিয়ে গেছে। সিরাজ শিকদারকে শেষ পর্যন্ত হ ত্যা করে মুজিব বাহিনী। স্বাধীন বাংলাদেশের সেটি ছিলো প্রথম এক্সট্রা জুডিশিয়াল কি লিং।

আজকে টিএসসি এরিয়াতে শহীদ সিরাজ শিকদারের প্রতিকৃতিতে অশ্রদ্ধা দেখে হতবাক হয়ে গেছি। কিছু বাম ইডিয়টদের জন্য ৭১-৭৫ সালের দিল্লির গোলামী বিরোধী দেশপ্রেমিক সিরাজ শিকদার অশ্রদ্ধা পেলে শহীদ আবরার ফাহাদদেরও এক সময় অজ্ঞানতাবশ: অশ্রদ্ধা করা শুরু হবে।

14/01/2025

লোকলজ্জার ভয়ে আসলে বলি না। হাসিনার বিরুদ্ধে ৩রা আগস্টেই ১ দফার ঘোষণা দিয়েছিলেন স্বয়ং সর্বজনাব মতিউর রহমান, প্রথম আলোর সম্পাদক।

জেনেরাখাভালো।

27/08/2024

কথা ছিলো বিপ্লবের পরে আমরা কবিতা, সাহিত্য করবো, অরণ্যের গান, শালিকের সাথে নিবিড় আলাপ, দু:খ রজনীর শ্লোক,

কথা ছিলো নতুন উপন্যাস বাঁধাবো। ধুপঝালা হেমলক সন্ধ্যায় জারী সারি গান, নদীর সাথে মিতালী,

যেই না আমরা গানের তাল উঠাবো অমনি আমাদের মাঝে এসে হাজির হলেন আবু সাঈদ, আফনান, মুগ্ধরা,

বুলেটে বাঁ পাশ ছিঁড়ে যাওয়া বুক, ইটের আঘাতে থেতলে যাওয়া মাথা, মূহুর্তেই আকাশ রক্তিম হয়ে উঠে,

আমাদের পৃথীবিতে বসন্তেরা আর আসে না, রোনাজারী হয়ে উঠে আমাদের ভাষা, স্বৈরাচারের প্রতিটি চিহ্ন চুরমার হয়ে উঠে আমাদের ইবাদত, আমাদের চোখেরা হয়ে উঠে পরমানু চুল্লির মতো উত্তপ্ত।
আমাদের প্রার্থনা হয়ে উঠে ইনকিলাব।

জাতির উদ্দেশ্যে নুসরাত ফারিয়ার ভাষণ: প্রিয় দেশবাসী...আমার বাবা, আমি, আমার বাবা, উন্নয়ন, আমি, আমার বাবা....সমাপ্ত।👏👏
17/07/2024

জাতির উদ্দেশ্যে নুসরাত ফারিয়ার ভাষণ: প্রিয় দেশবাসী...আমার বাবা, আমি, আমার বাবা, উন্নয়ন, আমি, আমার বাবা....সমাপ্ত।👏👏

ষাড়ের জন্য চারদিকে সুখবর আসতেছে।
17/07/2024

ষাড়ের জন্য চারদিকে সুখবর আসতেছে।

শয়তানের ইংরেজি বক্তৃতা শোনা থেকে বঞ্চিত হবে ক্যাম্পাস 🥺
17/07/2024

শয়তানের ইংরেজি বক্তৃতা শোনা থেকে বঞ্চিত হবে ক্যাম্পাস 🥺

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের রুম ভাংচুর করেছে এফআর হলের শিক্ষার্থীরা। আশা করি জারুল ফুলের একটা ছোট্ট গাছ ...
17/07/2024

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের রুম ভাংচুর করেছে এফআর হলের শিক্ষার্থীরা। আশা করি জারুল ফুলের একটা ছোট্ট গাছ টবে করে এখানে লাগবে শিক্ষার্থীরা।

17/07/2024

বাবর ভাই উঠেন,প্লিজ 🥲

সিংগাড়া সেভেনাপ 🥺
17/07/2024

সিংগাড়া সেভেনাপ 🥺

17/07/2024

ঢাবির বড় হল বিজয় একাত্তরের ছাত্রলীগের ছেলেরা বিতাড়িত।
আউজুবিল্লাহ।

17/07/2024

আপডেট।
এই মুহুর্তে সূর্যসেন হলে ছাত্রলীগের পোলাপান এর বিছানাপত্র সব ফেলে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বের করে দেওয়া হচ্ছে।
💪

প্রফেশুয়োর জাফর ইকবালকে বাংলাদেশ গনিত অলিম্পিয়াডের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে বহিষ্কার করায় অলিম্পিয়াড কমিটিকে প্রাণঢালা অ...
17/07/2024

প্রফেশুয়োর জাফর ইকবালকে বাংলাদেশ গনিত অলিম্পিয়াডের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে বহিষ্কার করায় অলিম্পিয়াড কমিটিকে প্রাণঢালা অভিনন্দন।

এর আগে বুকস অফ বেংগল তার বই বিক্রি না করার ঘোষণা দেয়😎✌️

17/07/2024

ছাত্র-ছাত্রীদের হাতেই আগামীর নতুন সূর্যোদয় 💪

17/07/2024

গতরাতের রোকেয়া হলের বাঘিনীরা পুলিশকে সরাসরি খু/নী বলে স্লোগান দিচ্ছে। সাব্বাস।

17/07/2024

সবকিছুর মাঝখানে ১৯৭১ সালে....
(হাম্বাদিক সম্মেলনে)

'মুজিব' সিনেমা দেখে এক বাচ্চার রিভিউ:“মুজিব বললেন, আমার লোকেরা ভাত না খেলে আমি কী করে খাই, এই  কথা বলেই মুজিব সিগারেট খে...
17/07/2024

'মুজিব' সিনেমা দেখে এক বাচ্চার রিভিউ:

“মুজিব বললেন, আমার লোকেরা ভাত না খেলে আমি কী করে খাই, এই কথা বলেই মুজিব সিগারেট খেতে শুরু করলেন।”🙂🙂

17/07/2024

এই মুহুর্তে ছাত্রলীগ মুক্ত ঢাবির ১০টি হল (মেয়েদের সকল হল)
১. শহীদুল্লাহ হল‌
২. ফজলুল হক মুসলিম হল
৩. অমর একুশে হল
৪. রোকেয়া হল
৫. মহসীন হল
৬. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল
৭. বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল
৮. শামসুন নাহার হল
৯. কবি সুফিয়া কামাল হল
১০. সার্জেন্ট জহুরুল হক হল

Adresse

Paris

Téléphone

+8801704391189

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Cultural Tides publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Cultural Tides:

Vidéos

Partager