18/01/2025
প্রথম আলো সিরাজ শিকদারসহ চীনপন্থী কমিউনিস্টদেরকে নিয়ে একটা লিখা প্রকাশ করেছে পুরা লেখায় তাদেরকে হাস্যকর কামুক, সাইকো হিসেবে উল্লেখ করেছে। এর কারণ সিরাজ শিকদাররা মস্কো-দিল্লী বিরোধী। রইসুদ্দীন আরিফের আন্ডারগ্রাউন্ড জীবন সমগ্র বইয়ে পাওয়া যায় কি সব অকল্পনীয় ত্যাগ করে, ক্ষুদার্ত কমিউনিস্ট কর্মীরা দিল্লী বিরোধী সংগ্রাম চালিয়ে গেছে। সিরাজ শিকদারকে শেষ পর্যন্ত হ ত্যা করে মুজিব বাহিনী। স্বাধীন বাংলাদেশের সেটি ছিলো প্রথম এক্সট্রা জুডিশিয়াল কি লিং।
আজকে টিএসসি এরিয়াতে শহীদ সিরাজ শিকদারের প্রতিকৃতিতে অশ্রদ্ধা দেখে হতবাক হয়ে গেছি। কিছু বাম ইডিয়টদের জন্য ৭১-৭৫ সালের দিল্লির গোলামী বিরোধী দেশপ্রেমিক সিরাজ শিকদার অশ্রদ্ধা পেলে শহীদ আবরার ফাহাদদেরও এক সময় অজ্ঞানতাবশ: অশ্রদ্ধা করা শুরু হবে।