Bd24network

Bd24network সবার আগে সঠিক খবর আমাদের পেইজে

শিক্ষার্থীদের পাশে আমরা সবসময়জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ আমাদের প্রিয় সহপাঠী, ফাযিল ১ম বর্ষের ছাত্র  হাবিবুল্লাহ হামিম এর প্...
15/01/2025

শিক্ষার্থীদের পাশে আমরা সবসময়

জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ আমাদের প্রিয় সহপাঠী, ফাযিল ১ম বর্ষের ছাত্র হাবিবুল্লাহ হামিম এর প্রতি সহমর্মিতা ও ভালোবাসা জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখার সভাপতি মির্জা মোহাম্মদ সোলায়মান তার পরীক্ষার সময়ে খোঁজখবর নিতে উপস্থিত হন।

আঘাত সত্ত্বেও পরীক্ষার প্রতি তার অনুরাগ এবং অধ্যবসায় আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আমরা হামিম ভাইয়ের দ্রুত সুস্থতা এবং সফলতার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি।

আমরা বিশ্বাস করি, প্রতিকূলতার মধ্যেও সত্য ও জ্ঞানের পথে এগিয়ে চলার এই প্রচেষ্টা আমাদের সমাজে পরিবর্তন আনবে এবং আলোর পথ দেখাবে।

"আমরা আছি, থাকব শিক্ষার্থীদের পাশে"

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা

আগামিকাল ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইসলামী ছাত্রশি...
15/01/2025

আগামিকাল ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত "প্রকাশনা উৎসব ২০২৫"।

তারিখ: ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার
স্থান: নতুন কলা ভবন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সময়: সকাল ৮টা থেকে বিকেল ৪টা

সবাইকে সাদর আমন্ত্রণ।

16/11/2024

পবিত্র কোরআনের সূরা লাহাব আমি যতবার পড়েছি, ততবারই যেই ব্যাপারটা আমার মাথায় আসে— আবু লাহাবের প্রতি স্বয়ং আল্লাহ কেন এমন কঠোর অবস্থানে চলে গেলেন যে তার শাস্তির ব্যাপারে কোরআনে একেবারে ওইভাবে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলে দিলেন?

“ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও!"

শুধু আবু লাহাবই না, তার ইন্ধনদাতা স্ত্রীর প্রতিও কঠোর শাস্তির বর্ণনা কেন এভাবে ঘোষণা করে দিলেন?

আল্লাহ একদিকে যেমন মহাপরিক্রমশালী কঠোর বিচারক, অন্যদিকে উনি তো পরম ক্ষমাশীল-ও। বহুক্ষেত্রে অসম্ভব রকমের ক্ষমাশীলতা উনি দেখানোর ব্যাপারে বলেছেন। ইনফ্যাক্ট, উনি ক্ষমাশীল না হলে একটা সিঙ্গেল প্রাণীও কোনদিন কোন রহমতের আশ্রয় পেতো না বা পাবেও না।

কিন্তু সেই স্রষ্টাই কেন তাহলে আবু লাহাবের প্রতি সরাসরি এভাবে এত কঠোর ঘোষণা দিলেন?

এই ব্যাপারে আমার জানার ভুল থাকতে পারে বা বুঝবার সীমাবদ্ধতা থাকতে পারে, তবে আমার একেবারেই পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং হলো—

সব অপরাধ বা পাপের ক্ষমা হয় না। বিশেষ করে যেখানে প্রচণ্ড সীমালঙ্ঘন করার পরও ওই অপরাধীর মনে কোন অনুশোচনাবোধ বা অনুতপ্তবোধ জন্ম না নেয়।

সত্যি করে বলেন তো, আশেপাশে এমন কোন আওয়ামী লিগার দেখেছেন যারা অনুতপ্ত? জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ মেরে ফেলা, পঁচিশ হাজার মানুষকে চিরতরে মারাত্মক আহত করে ফেলা নিয়ে ন্যূনতম কোন অনুশোচনা? বিগত ১৫ বছরে ওরা যে হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে, গুম, নিপীড়ন, লুটপাট চালিয়েছে—এগুলো নিয়ে ওদের ভেতর ন্যূনতম অনুশোচনা দেখেছেন?

বরং ওরা প্রতিশোধ নিতে চায় সুযোগ পেলেই। সুযোগ পেলেই তাদের অরিজিনাল রূপটা বের করে ফেলতে চায়। এরা হলো এই লেভেলের অমানুষ!

ক্ষমা করা যায় তাদেরকে, যাদের ভেতর অনুশোচনাবোধ জাগ্রত হয়, যারা অনুতপ্ত হয়। কিন্তু যারা নিজেদের চরম অপরাধের পরও ন্যূনতম অনুতপ্ত না, এমন অমানুষদের ক্ষমা করার মানে হলো অন্যদের প্রতি অবিচার করা এবং সামনে ওদের জন্য অপরাধ করার দুয়ার উন্মুক্ত রাখা। এজন্যই আমি এদের বিচার চাই, কঠোর বিচার চাই।

স্বৈরাচারী হাসিনা ও তার সঙ্গীসাথী এবং তাদের সকল ইন্ধনদাতাদের দেখলে তাই আমার মনে হয় সূরা লাহাবের কথা।

অতিরিক্ত সুশীলগিরি দেখিয়ে কেউ কেউ দেখি নরম সুরে কথা বলার চেষ্টা করে সুযোগ পেলেই। কিন্তু সবাই যে ক্ষমার যোগ্য না, এই শিক্ষাটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ইনফ্যাক্ট মহাগুরুত্বপূর্ণ!

লেখা- সাঈদ আব্দুল্লাহ।

09/11/2024

জরুরি প্রেস বার্তা🚨🚨

প্রিয় শিক্ষার্থী ও দেশবাসী,

আপনারা ইতিমধ্যে ৯ ও ১০ নভেম্বর ঘিরে খু*নি হাসিনার স*ন্ত্রা*সবা*দী নির্দেশনা ও তার দলের নানা পরিকল্পনা সম্পর্কে অবগত আছেন। তারা ঢাকার গুরুত্বপূর্ণ জিরো পয়েন্টকে ঘিরে তাদের পরিকল্পনা সাজিয়েছে।পাশাপাশি তাদের ফাঁস হওয়া আরেক কলে ইস্ট ওয়েস্ট, ব্র‍্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সর্বোপরি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে বিশেষ স*হিং*সতার হুমকি পাওয়া গিয়েছে। এমতাবস্থায় আমারা মনে করি এই হাসিনা ও তার দলের জবাব আমাদেরকেও রাজপথেই দিতে হবে। তাই আগামীকাল সকাল ১১টা থেকে East West, Brac এবং North South বিশ্ববিদ্যালয়সহ সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গেইটে সতর্ক অবস্থানের আহবান জানাচ্ছি।

কর্মসূচী: বিশ্ববিদ্যালয় গেইটে ও আশেপাশে 'অবস্থান কর্মসূচী"
সময়: সকাল ১১টা থেকে বিকাল ৪টা
স্থান: সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়।
আয়োজনে: বেসরকারি বিশ্ববিদ্যালয় সাধারন শিক্ষার্থীরা।

আগামীকাল ফ্যা*সি*বা*দী দল আওয়ামীলীগের বিরুদ্ধে আমাদের সোচ্চার অবস্থান থাকবে। আমরা সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেয়ার জন্য আহবান জানাচ্ছি।

পাশাপাশি বিশ্ববিদ্যালয় গেইটে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তার দাবি জানাচ্ছি।

প্রেস উইং,
Private University Students Alliance of Bangladesh (PUSAB)

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সর্বপ্রথম লা'ঠি হাতে নিয়ে রাজপথে নেমে ফ্যাসি'স্টদের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ কর...
24/10/2024

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সর্বপ্রথম লা'ঠি হাতে নিয়ে রাজপথে নেমে ফ্যাসি'স্টদের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ করেছিল। আর তাদের ক্যাম্পাসে' শিক্ষক নামের এই আওয়ামী কু*/'ঙ্গা'র এখনো কিভাবে থাকে? নিষিদ্ধ ঘোষিত স'ন্ত্রা'সী সংগঠন ছাত্রলীগের প্রতি সহানুভূতিশীল হওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এখন অতীব জরুরী হয়ে পড়েছে উক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের।

24/10/2024

মধ্যরাতে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের পরপরই সিকৃবির কমিটি বিলুপ্ত ঘোষণা কেন্দ্রীয় ছাত্রদলের

24/10/2024

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে, ছাত্রদেলের সংঘর্ষ চলছে,
ছাত্রদলের সাথে ৯৯% বহিরাগত সন্ত্রাসী!

~ The Daily Campus

24/10/2024

আলহামদুলিল্লাহ। একেই বলে আল্লাহর ধরা। এতটা বছর কি জুলুম তারা মানুষের উপরে করেছে।
হে আল্লামা সাঈদী রাহ. । আপনাদের উপর প্রতিটি জুলুমের প্রতিশোধ আল্লাহ যেন এদের থেকে গ্রহণ করেন। একজনকে ও আল্লাহ যেন ছেড়ে না দেন। এখন খুনীদের উপযুক্ত বিচারের পরে শাস্তি দেখার পালা।

24/10/2024
ইতিহাস নির্মাণের অংশীদার হচ্ছেন তো আপনি? তাহলে ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতি লিখা শুরু করুন আজই...
24/10/2024

ইতিহাস নির্মাণের অংশীদার হচ্ছেন তো আপনি?
তাহলে ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতি লিখা শুরু করুন আজই...

23/10/2024

ঘরের মধ্যে একখান কোরআনের তাফসীর পাইলেও সেইটারে জ**ঙ্গি বই বইলা স**ন্ত্রা**সী বইলা ধইরা লইয়া যাইত, এই ঘটনা এতোটাই নরমাল হইয়া গেছিল যে অনেকেই বইয়ের মলাট পরিবর্তন কইরা রাখত।

অবশেষে সত্যিকারের স**ন্ত্রা**সীদের নামের আগে স**ন্ত্রা**সী তকমা লাগল।

Courtesy to Newton's third law.

ফ্যাসিবাদের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে বিএনপির দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে। বর্তমান ২৪ পরবর্তী বাংলাদেশে ৭২-এর সংবিধান ব...
23/10/2024

ফ্যাসিবাদের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে বিএনপির দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে। বর্তমান ২৪ পরবর্তী বাংলাদেশে ৭২-এর সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে। নিচের কোন বক্তব্যকে আমরা বিএনপির বক্তব্য হিসেবে ধরবো?

31/08/2024

অবশেষে সেপ্টেম্বরেই অভিযানে নামছে যৌথবাহিনী। সকল আইনপ্রয়োগকারী সংস্থার সম্মিলিত একটি বিশেষ ইউনিটের মাধ্যমে পরিচালিত হবে এই অভিযান। আমরা এই অভিযানের সফলতা কামনা করছি। দেশবাসীকে অপরাধীদের তথ্য ও বিভিন্নভাবে পরামর্শ দিয়ে এই অভিযানে পূর্ণাঙ্গ সহযোগিতা করার আহবান জানাচ্ছি।

গত ০৫ আগস্টের পর থেকে আমরা বারবার চিরুনি অভিযানের দাবি জানানোটা অবশেষ সাফল্যের মুখ দেখলো। গণহ'ত্যাকারী-খু'নি, তাদের সহযোগী ও স'শ'স্ত্র স'ন্ত্রা'সীদের ধরতে এর বিকল্প নেই। দেশকে স্থিতিশীল করতে ও শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এই পদক্ষেপ নেওয়াটা অতীব জরুরি ছিল।

গরীব লোকের ধনী পার্টি জামায়াতে ইসলামী [শিক্ষক শিশির ভট্টাচার্যের অনুসন্ধানে জামায়াতের টাকার উৎস,সংগৃহীত লেখাটি সর্বসাধার...
28/08/2024

গরীব লোকের ধনী পার্টি জামায়াতে ইসলামী

[শিক্ষক শিশির ভট্টাচার্যের অনুসন্ধানে জামায়াতের টাকার উৎস,সংগৃহীত লেখাটি সর্বসাধারণের জানা দরকার]

ছাত্রজনতার আন্দোলনে শহীদ, আহতদের পাশে কোটি কোটি টাকা খরচ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সাথে বন্যাদূর্গতদের মাঝে প্রথমদিন থেকেই সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে দলটির নেতাকর্মীরা। শুধু এবারই নয়, দেশের যে কোন প্রাকৃতিক দূর্যোগেও তারা মানুষের পাশে পৌঁছে যায় সবার আগে।

এটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে, জামায়াতের এত বিপুল অর্থের উৎস কী? এই প্রশ্নটি আমিও করেছিলাম, এক উপজেলা আমীরের কাছে। সভাপতিকে এরা ইসলামী পরিভাষায় আমির বলে।

সেই উপজেলা আমির আমাকে একটি প্রোগ্রামে ডেকেছিলেন। সম্ভবতঃ সেটি মাসের ৫/৭ তারিখ ছিলো। অনেক বছর আগের কথা। আমি ব্যাপক কৌতুহল নিয়ে সেই প্রোগ্রামে গিয়েছিলাম। আমাকে সামনের দিকে একটি কোণায় বসতে দেওয়া হলো। উনাদের প্রোগ্রাম শুরু হলো। তারা মাসে কে কতদিন কোরআন পড়েছেন, কোন কোন সূরার তাফসীর পড়েছেন, নোট করেছেন সেগুলো জানালেন। হাদীস, সাহিত্য, পত্রিকা বিষয়েও একইভাবে বললেন। তাদের একটি রিপোর্ট বই দেখলাম। ডায়েরীর মতো। প্রতিদিনের হিসাব লেখা। ৩০ দিনের হিসাব যোগ করে বলছেন দেখলাম। কত ওয়াক্ত জামায়াতে নামাজ পড়েছেন, কয় ঘন্টা সাংগঠনিক কাজ করেছেন, কতজনকে নামাজ এবং ইসলামের দাওয়াত দিয়েছেন, কতটি জানাজায় উপস্থিত হয়েছেন এসব একে একে সব পড়ে শোনালেন। একজনের রিপোর্ট পড়া শেষ হলে, অন্যরা মৃদু রিমান্ডে নিলেন তাকে। কেউ জিজ্ঞেস করলো, জামায়াতে নামাজ ছুটে গেছে ৫ ওয়াক্ত! কেন ছুটলো? কেউ বললো, মাত্র ৩০০ পৃষ্ঠা বই পড়েছেন এক মাসে! কেন?

এই প্রশ্নগুলো যাকে করা হলো, তিনি কাঁচুমাচু হয়ে জবাব দিচ্ছিলেন। অবশেষে তাকে সবাই মিলে পরামর্শ দিলেন, আপনাকে অমুক অমুক দিকে উন্নতি করতে হবে। এভাবে উপস্থিত প্রত্যেকে তাদের ব্যক্তিগত রিপোর্ট পেশ করলো এবং সবাইকেই জবাবদিহিতার মধ্যে পড়তে হলো। কেউ মন খারাপ করলো না। বরং তাকে সমালোচনা করার জন্য সবাইকে তিনি কৃতজ্ঞতা জানালেন। আমি অভিভূত হচ্ছিলাম সেটা দেখে।

এবার ঘটলো মজার ঘটনা। একজন মুরুব্বি ২৩০ টাকা বের করে আমিরের পাশের লোকটিকে দিলেন। তিনি খাতায় লিখে নিচ্ছিলেন। আরেকজন দিলেন ৫০০/- কেউ দিলেন ৫০০০/-। সবার থেকে ওখানে ২০-২৫ টাকা কালেকশান হতে দেখলাম। আমি চুপচাপ দেখছিলাম।
আমির সাহেবকে জিজ্ঞেস করলাম, এরা কেন টাকা দিচ্ছে।

তিনি বললেন, "দল চালানোর জন্য। আপনারা যেটাকে চাঁদা বলেন, এটা অনেকটা সেরকম।"

আমি জিজ্ঞেস করলাম, "কোন প্রোগ্রাম আছে?"
তিনি বললেন, "প্রতিটা দিনই তো আমাদের প্রোগ্রাম। কোন বিশেষ জনসভা নয়। এটা আমাদের প্রতিদিনের কাজ।"

- তাহলে একেকজন একেক পরিমাণ টাকা দিলেন কেন?
- সবাই সমান টাকা দিয়েছেন।

আমি একটু অবাক হলাম। বললাম, "তা কেন হবে! আমি তো দেখলাম একজন ২৩০ টাকা দিলেন আবার একজন ৫০০০ টাকা দিলেন। "

আমির সাহেব বললেন, " সবাই তার আয়ের সমান দিয়েছেন। যিনি ২৩০ টাকা দিলেন উনি রিক্সা চালান। উনার এই মাসে যা আয় হয়েছে তার ৫% সংগঠনের ফান্ডে দিলেন। যিনি ৫০০০ টাকা দিলেন, উনি ব্যবসায়ী। উনার আয়ের ৫% উনি দিয়েছেন। আমাদের কাছে ঐ ২৩০ টাকা আর ৫০০০ টাকা দুটোই সমান।"

আমি জিজ্ঞেস করলাম, "যিনি ২৩০ টাকা দিলেন উনি তো খুব বয়স্ক মানুষ। এতো কম আয়। উনি তো রিক্সাও চালাতে পারেন বলে মনে হলো না। তাছাড়া এতো কম আয়ে উনার নিজেরই চলতে পারার কথা নয়!"

আমির সাহেবের চোখ ছলছল করে উঠলো। বললেন, "ঐ চাচা কোন মাসে টাকা বাকি রাখেন না। কোনদিন তার অভাবের কথা বলেননা। প্রত্যেক প্রোগ্রামে সবার আগে টাকা জমা দেন।"

আমি আমার উত্তর পেয়ে গেলাম। তারপরও বললাম, "তাহলে আপনাদের উপজেলায় প্রতিমাসে এই ২৫-৩০ হাজার টাকা আয়?"

আমির সাহেব এবার হাসলেন। বললেন, "এটা শুধু সদস্যদের আয় দেখলেন৷ এরকম আমাদের সংগঠনের চারটি স্তর আছে। প্রথমে সমর্থক, এরপর কর্মী, তারপর অগ্রসর কর্মী। সবশেষে সদস্য। সমর্থক আর কর্মীরা ইচ্ছা মতো টাকা দেয়। অগ্রসর কর্মী আর সদস্যরা ৫% দেওয়া বাধ্যতামূলক। সেগুলো আমাদের বিভিন্ন ইউনিট কালেকশান করে আরেকটি প্রোগ্রামে পৌঁছে দিবে।"

আমি এবার জিজ্ঞেস করলাম, "এতো আয় হয়। হিসেবে ভুলভ্রান্তি হয় না?"

তিনি বললেন, "আমাদের আয় এবং ব্যয় হয় রিসিট ভাউচারের মাধ্যমে। বছরের বেশ কয়েকবার প্রতিটি ইউনিট, উপজেলা, জেলা, কেন্দ্র অডিট হয়। ভুল হওয়ার কোন সুযোগ নেই।"

শেষ প্রশ্ন করলাম, "এই টাকাগুলো আপনারা নিজেরা খরচ করেন?"

তিনি বললেন, "না। আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেন্দ্রে পাঠাতে হয়। আমাদের ইউনিট যেমন আমাদের কাছে দেয়, তেমনিভাবে আমরা জেলাকে পৌঁছে দিই। জেলা আবার একইভাবে কেন্দ্রে পাঠিয়ে দেয়। এগুলোই কেন্দ্রের আয়।"

আমি মনে মনে হিসাব করার চেষ্টা করলাম। একটি উপজেলায় যদি এরকম আয় হয় তাহলে পুরো দেশে উনাদের লক্ষ লক্ষ সদস্যদের থেকে কত আয় হয়!

অন্য দলের ক্ষেত্রে দেখা যায়, কেন্দ্র নীচের ইউনিটগুলোতে টাকা পাঠায় আর এরা উল্টো। নীচ থেকে এরা কেন্দ্রকে টাকা পাঠায়। কী অদ্ভূত ব্যাপার!

আমি রাজনৈতিক বই পড়তে পছন্দ করি জেনে, একজন আমাকে অধ্যাপক গোলাম আযমের লেখা "জীবনে যা দেখলাম" নামে একটি বই উপহার দিয়েছিলেন। সেখানের একটি অংশ আমার এখন মনে পড়ছে। তিনি লিখেছেন-

"বাংলাদেশের অন্য দলগুলো হলো ধনীলোকের গরীব পার্টি আর জামায়াতে ইসলামী হলো গরীব লোকের ধনী পার্টি।"
©

28/08/2024

জামায়াতে ইসলামীর দুই কোটি কর্মী
একজন কর্মী ২০০৳ দান করলে ৪০০ কোটি টাকা হয়। অতএব জামায়াত এত টাকা পায় কোথায় এটা আপনাদের জেনে লাভ নেই।

Adresse

Boulevard Ney
Paris

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Bd24network publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Bd24network:

Vidéos

Partager