03/09/2024
ফ্রান্সে এখনো যাদের রেসিডেন্ট পারমিট হয়নি,, তাদের জন্য আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু পরামর্শ,, সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অস্থিসীলতা পরিস্থিতির কারণে,, আমরা অনেকে ভুলেই গিয়েছি যারা ফ্রান্সে অনিয়মিত,, তারা কতটুকু কঠিন জীবনযাপন করছে,, যাইহোক আজকে চেষ্টা করব কিছু সঠিক পরামর্শ দেওয়ার জন্য,, কারণ আপনার আমার কারো সঠিক দিকনির্দেশনা কারো জীবন সুন্দর হলে,, সেটার উপকারিতা সেই আকাশ থেকে আসে,,
সম্প্রতি আমরা সকলে জানি যারা অনিয়মিত কাগজপত্র বিহীন,, বাংলাদেশীদের জন্য একমাত্র ভরসা ছিল পর্তুগালে কাগজ করা সেটাও বন্ধ হয়ে গিয়েছে।।
আমি বিশ্বাস করি নতুন প্রজন্ম যারা বাংলাদেশ থেকে বর্তমানে ইউরোপে এসেছে উন্নত জীবনের আশায়, নিঃসন্দেহে আপনাদের জ্ঞান এবং সকল বিচার বাস্তবতা আপনারা খুব ভালোভাবে বুঝেন,,
লক্ষ লক্ষ টাকা খরচ করে ফ্রান্সে এসেছেন, লটারি নামক সোনার হরিন রাজনৈতিক আশ্রয় হয়তো কপালে লাগেনি,, অন্যদিকে পর্তুগালে কাগজ করা বন্ধ,, হতাশা হবার কিছু নেই।
এখনই আপনি আপনার কম্পিউটার, আপনার হাতে ছোট্ট মোবাইল ফোন, নিয়ে গুগলের সার্চ দিবেন,, ইউরোপের কিছু রাষ্ট্র আছে অল্প ইনভেস্টমেন্ট, এবং বিভিন্ন খুব সহজ শর্তসাপেক্ষে,, স্বপ্নের সোনার হরিণ রেসিডেন্ট পারমিট ইউরোপে আপনার করা সম্ভব,, শুধুমাত্র আপনার চেষ্টা এবং আপনার খুঁজতে হবে পথ গুলো কি কি,, তাছাড়া ইউরোপে কোন কোন রাষ্ট্রে আপনি খুব সহজেই রেসিডেন্ট পারমিট এবং খুব সহজেই ঝুঁকিপূর্ণ জীবন এই ইউরোপে করতে পারেন,,
ইউরোপে কিছু রাষ্ট্র আছে আমরা অনেকে জানিই না,, যেমন ইস্তোনিয়া,, লাটভিয়া, ক্রোয়েশিয়া,, এবং খুবই অল্প সামান্য ইনভেস্টে বুলগেরিয়া,,, তে আপনি খুব সহজেই ইউরোপের রেসিডেন্ট পারমিট পেয়ে থাকতে পারেন,,
উন্নত রাষ্ট্র ফ্রান্সে আইফেল টাওয়ার দেখে,,গার দূ নর্থ এ বছর পর বছর কষ্ট করছেন এ দেশে কাগজ করার জন্য,, বর্তমানে এই সময়টা খুবই ঝুঁকিপূর্ণ এবং যে কোন মুহূর্তে অঘটন ঘটতে পারে জীবনে আপনার,,
একটু কষ্ট করে,, গুগলে সার্চ দিয়ে আপনি এ সমস্ত রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা খুব সহজে দেখতে পারেন,, হয়তো বেতন অল্প কিন্তু,, জীবন কিন্তু অনেক সুন্দর হবে,,
উদাহরণ হিসেবে একটি কথাই বলি,, মনে করি ফ্রান্স হচ্ছে গুলশান,, বনানী আভিজাত্য এলাকা,, কিন্তু আপনি এই এলাকায় একটি ছোট্ট চায়ের দোকান দিলেও অথবা রেস্টুরেন্ট দিলে বসবাসের জন্য আপনার অনেক টাকা গুনতে হবে,, ঠিক তার চারভাগের একভাগ যদি আপনি ইনভেস্ট করেন সদর ঘাটে,, ছোট্ট একটি টঙের দোকান,, এখানে আপনার ইনকাম হবে গুলশানের চাইতে দ্বিগুন,,,
আশা করি আপনাদের সকলকে বুঝাতে আমি সক্ষম হয়েছি,, দিন যাচ্ছে সময় অনেক কঠিন হচ্ছে এবং সামনের দিনগুলো অনেক ঝুঁকিপূর্ণ হবে,, তাই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়,,,
আরিফ খান রানারাজ ✍️🖋️🖋️
ছবি : 2022