A2Z Solution

A2Z Solution Informations sur l'asile et traduire des documents.

06/10/2023

আমাদের সার্ভিস সমূহ :
১. এসাইলাম এর বিষয়ে সর্বাত্মক সহোযোগিতা করা।
২.CNDA(কমিশন) এর জন্য সরকারি(free) এডভোকেট ম্যানেজ করা।
৩.আপনাকে ইন্টারভিউ এর জন্য ভালভাবে প্রস্তুত করা।
৪.আপনার স্টোরি থেকে প্রশ্ন উত্তর প্রস্তুত করে দেওয়া।

টান্সলেট এবং দোভাষী :
১.আপনাদের স্টোরি টান্সলেট করা।
২. দোভাষী।

বাবার টাকা নাবাবা থাকাই দরকার।
17/02/2023

বাবার টাকা না
বাবা থাকাই দরকার।

17/10/2022
16/04/2021

ভালো মানুষদের সবাই ভালই বলে..!

14/12/2020

সাইয়্যিদ কুতুব (রহঃ) কে জেলখানার মাঝে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হয়। এমনকি এখনো কেউ বলতে পারবে না, তাঁর কবর কোথায় অবস্থিত!
যেদিন সাইয়্যেদ কুতুব (রঃ) কে হত্যা করা হলো, সেদিন মিশরের পথে পথে তাঁর রচিত তাফসীর 'ফি যিলালিল কুরআন' এর সাত অথবা আট হাজার সেট অর্থাৎ চৌষট্টি হাজার পুস্তক পুড়িয়ে ফেলা হয়েছিলো।
রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছিল, যার কাছে সাইয়্যেদ কুতুবের (রঃ) গ্রন্থ পাওয়া যাবে, তাকে দশ বছর জেলে রাখা হবে। সাইয়্যেদ কুতুবের গ্রন্থগুলো জাদুর মতো। যে পাঠ করে, সেই তাঁর অনুসারী হয়ে যায়।
তার শাহাদাতের ঘটনা পত্র-পত্রিকা ও বিভিন্ন দেশের বেতারের সম্প্রচারিত হলে সবার মনে একটি প্রশ্ন উঁকি দিলো, এই ব্যক্তি কে? কেন তাকে ফাঁসি দেওয়া হলো?
সেই তাফসীর গ্রন্থটি কেমন যার কারণে তাকে ফাঁসি দেয়া হলো?
তখন বৈরুতের প্রকাশকেরা প্রকাশনা জগতে কোন খ্রিস্টান লোকসান খেলে তাকে বলতো, "তুমি যদি বাঁচতে চাও তাহলে সাইয়্যেদ কুতুবের 'ফি যিলালিল কুরআন' ছাপ।"
হ্যাঁ, যে বছর সাইয়েদ কুতুবকে ফাঁসি দেওয়া হলো সে বছরই তার তাফসীর গ্রন্থটির সাত সংস্করণ ছাপা হলো।
অথচ তাঁর জীবদ্দশায় মাত্র একবার ছাপানো হয়েছিল।
আর এখন তো অবস্থা এমন যে, পৃথিবীর এমন কোন প্রান্ত পাওয়া যাবেনা যেখানে সাইয়্যেদ কুতুবের এই তাফসীরগ্রন্থ গিয়ে পৌঁছে নি। এমন কোন ভাষাও পাওয়া যাবে না যে ভাষায় তা অনূদিত হয়নি।
[তাফসীরে সূরা তাওবা, শহীদ আব্দুল্লাহ আযযাম (রাহিমাহুল্লাহ), পৃষ্ঠা ২৮৪]
ফাঁসির আগের রাতে সায়্যিদ কুতুব (রাহিমাহুল্লাহ) কে কালিমা পড়ানোর জন্য জেলের ইমামকে পাঠানো হলো। জেলের ইমাম এসে সায়্যিদ কুতুবকে কালিমা পড়ানোর চেষ্টা করতে লাগলেন।
তাকে দেখে সায়্যিদ কুতুব জিজ্ঞেস করলেন, "আপনি কী জন্য এখানে এসেছেন?"
ইমাম বললেন, "আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি। মৃত্যুদণ্ড কার্যকর করার আগে আসামীকে কালিমা পড়ানো আমার দায়িত্ব।"
সায়্যিদ কুতুব বললেন, "এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে?"
ইমাম বললেন, "সরকার দিয়েছে।"
সায়্যিদ কুতুব বললেন, "এর বিনিময়ে কি আপনি বেতন পান?"
ইমাম বললেন, "হ্যাঁ আমি সরকার থেকে বেতন-ভাতা পাই।"
তখন সায়্যিদ কুতুব রহ.বললেন, "কি আশ্চর্য! যেই কালিমা পড়ানোর কারণে আপনি বেতন-ভাতা পান, সেই কালিমার ব্যখ্যা মুসলিম উম্মাহকে জানানোর অপরাধেই আমাকে ফাঁসি দেয়া হচ্ছে!
তোমার কালেমা তোমার রুটি যোগায়,
আর আমার কালেমা আমাকে ফাঁসিতে ঝুলায়!
সংগ্রহীত--

আল কুর’আন সম্পুর্ণ মানব্জাতির জন্য পথপ্রদর্শক স্বরূপ যার মাঝে আপনিও অন্তর্ভুক্ত, প্রিয় বন্ধু। যেহেতু আমরা কেউই পথভ্রষ্ট...
01/05/2020

আল কুর’আন সম্পুর্ণ মানব্জাতির জন্য পথপ্রদর্শক স্বরূপ যার মাঝে আপনিও অন্তর্ভুক্ত, প্রিয় বন্ধু। যেহেতু আমরা কেউই পথভ্রষ্ট হতে চাইনা, তাই এটা আমাদের জন্য অপরিহার্য যে আমরা কুর’আন সুধু তিলাওয়াতই করবনা বরং তা বুঝব এবং সেইসাথে নিজেদের জীবনে প্রয়োগ করব।

রাসূল -সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-আমাদেরকে শ্রেষ্ঠ হবার একটি সহজ পদ্ধতি শিখিয়ে গেছেনঃ

তোমাদের মাঝে শ্রেষ্ঠ হল যে নিজে কুর’আন শিখে এবং অন্যকে শেখায়। (আল-বুখারী)

অতএব, আসুন, কুর’আন নিজে শিখুন এবং অন্যকে শিখান, নিজেকে শ্রেষ্ঠ মুসলিমদের একজন হিসেবে গড়ে তুলুন ইনশাআল্লাহ।

01/05/2020

যে ঘরের প্রথম সন্তান কন্যাসন্তান হয়
সেই ঘর বেশি বরকতময়।

___হযরত আলী (রাঃ)

01/05/2020

এমন দুটি বাক্য আছে যা মুখে বলতে খুবই সহজ কিন্তু আমলের পাল্লায় খুবই ভারী বাক্য 2টি হলো 'সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম' বুখারী শরীফের শেষ হাদিস.

30/04/2020

হে আল্লাহ, এমন বৃষ্টি আমাদের ওপর বর্ষণ করুন যাতে আজাবের মতো কোনো অমঙ্গল নিহিত নেই।

[বুখারিঃ ১০৩২]

 #বিয়ের_সময়_জঘন্য_নিয়ম: ____________________________১. বিয়ের গোসল দেয় ভাবিরা, অথচ স্বামী মারা গেলে স্ত্রীকে গোসল দিতে...
25/04/2020

#বিয়ের_সময়_জঘন্য_নিয়ম:
____________________________
১. বিয়ের গোসল দেয় ভাবিরা, অথচ স্বামী মারা গেলে স্ত্রীকে গোসল দিতে দেয়না।

২. বিয়ে করলেন আপনি, আর বিয়ের অনুষ্ঠানে আপনার হাত ধুয়ে দিবে আপনার শালি। বউকে কোলে করে ঘরে নিয়ে যাবে আপনার ছোটভাই, মানে দেবর। অবাক নয় কি??!!!!

৩. বিয়ের সম্পর্ক যৌবনের সাথে, ক্যারিয়ার গড়ার জন্য পড়ে রয়েছে আজীবন।
অথচ আমাদের দেশে বলা হয় আগে ক্যারিয়ার গড়ো তারপর বিয়ে কর। পরিণতিতে পার্কে পার্কে অবাধ প্রেমলীলা, ধর্ষণের সেঞ্চুরি আর ডাস্টবিন গুলোতে বেওয়ারিশ শিশু লাশের ছড়াছড়ি যা কুকুর, কাক আর শকুন মিলে ভাগাবাটি করে খায়।

৪. বিয়ে করে বউকে খাওয়াবি কী?????
কথাবার্তা শুনে মনে হয় বউ পৃথিবীর শ্রেষ্ঠ খাদক যার ক্ষুধা নিবারণ করা দু:সাধ্য।

৫. ওয়াজ মাহফিল শুনলে মনে হয় পর্দা শুধু নারীদের জন্য। অথচ আল কুরআনে সর্বপ্রথম পুরুষের পর্দার কথা বলা হয়েছে।

৬. বিয়ে মানেই মেয়ের বাবার উপর খরচের পাহাড় চাপিয়ে দেয়া। অথচ ইসলামে দাওয়াত খাওয়ানোর দায়িত্ব বর পক্ষের, কন্যা পক্ষের নয়।

৭. আমাদের দেশে বরপক্ষ যৌতুক নেয়, মোহরানা না দিয়ে বাসর রাত্রে স্ত্রীর নিকট ক্ষমা চায়। অথচ ইসলামি বিধান মতে স্ত্রীরা মোহরানার হক্বদার, যৌতুক তো সম্পুর্ণ হারাম।

৮. কতিপয় হুজুরের কথাবার্তা শুনে মনে হয় সেবা পাওয়ার হক্বদার শুধুই স্বামী। অথচ রাসুলুল্লাহ (সা) বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তিই আল্লাহর কাছে উত্তম যে তার স্ত্রীর নিকট (দ্বীনের ক্ষেত্রে) উত্তম।

৯. বিয়ের অনুষ্ঠানে বরের হাতে স্বর্ণের আংটি না পরালে মান সম্মান থাকেনা, অথচ পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম।

১০. পুরুষদের কাপড় থাকবে টাখনুর উপরে, আর মেয়েদের কাপড় থাকবে টাখনুর নিচে। অথচ বাস্তবতা???????

১১. আলেম-ওলামারা শুধু পিতা-মাতার খেদমতের হাদিস বয়ান করে থাকে, অথচ সন্তান লালন-পালনের অনেক হাদিস রয়েছে যে ব্যপারে এক অজানা নিরবতা। দুই একজন হুজুর এ ব্যপারে কথা বললেও সর্বোচ্চ সন্তানকে দ্বীনি শিক্ষাদানের গুরুত্ব পর্যন্তই সীমাবদ্ধ।

১২. বিয়ের ব্যপারে হাজারো বাধা বিপত্তি থাকলেও ব্যভিচার একেবারেই সহজলভ্য।

১৩. কতিপয় লোকের কাণ্ড কারখানা দেখলে মনে হয় যে, কন্যাকে- বোনকে সম্পত্তি ফাঁকি দিতে পারা সবচেয়ে বড় ক্রেডিট। ভাবখানা এমন যে, পুত্র সন্তানদের জন্ম দিয়েছে নিজ ঘরে, আর কন্যাদের কচু বাগানে।

১৪. রাসুলুল্লাহ (সা) তাক্বওয়া ভিত্তিক পাত্র-পাত্রী নির্বাচন করতে বলেছেন, আর আমরা করছি চেহারা আর সম্পত্তি ভিত্তিক।
কোন ভুল হলে ক্ষমা করবেন।

একজন পর্দাশীল গ্রেজুয়েটেড বোন।পর্দা করে যে সব কিছু করা সম্ভব এই বোনটিতার চাক্ষুষ প্রমাণ।।।দুনিয়াকে ভালবাসলে চলবে না। দুন...
23/04/2020

একজন পর্দাশীল গ্রেজুয়েটেড বোন।
পর্দা করে যে সব কিছু করা সম্ভব এই বোনটি
তার চাক্ষুষ প্রমাণ।।।
দুনিয়াকে ভালবাসলে চলবে না। দুনিয়ার সকল ভালবাসাকে অপেক্ষা করে আখিরাতের চিন্তা করতে হবে।
হে আল্লাহ,,,,!!! আমাকে নিজের এবং আমার ইসলামী সকল ভাই-বোনকে পর্দার আড়ালে আসার তৌফিক দান করুন। (আমিন)

23/04/2020

মসজিদের পাশের দোকানে বসে ইমাম সাহেবের সমালোচনা করা সহজ,কিন্তু ইমাম সাহেবের জায়গায় ইমামতি করা অনেক কঠিন,আসুন আলেমদের সম্মান করি।

হাতে লেখা আয়াতুল কুরসি।
22/04/2020

হাতে লেখা আয়াতুল কুরসি।

SubanAllah 😊
20/04/2020

SubanAllah 😊

RAMADAN MUBARAK
19/04/2020

RAMADAN MUBARAK

19/04/2020

জানাজার নামাজের জন্য জামাত শর্ত নয় যেমন ঈদ ও জুমার নামাজের জন্য জামাত শর্ত। সে সুত্রে একজন লোক ও যদি জানাজা পড়ে তাহা সকলের পক্কে আদায় হয়ে যায়। কারন জানাযার নামাজ ফরযে কেফায়া। তাহলে কেন ব্রাম্মন বাড়িয়ায় এই দুর্যোগের ক্রান্তিলগ্নে কতিপয় আলেমদের এই গোড়ামী? এই নামাজ মানুষ হত্যার শামিল অপরাধ সাব্যস্তে একটু অপেক্ষা করতে হবে।

19/04/2020

👉 আসুন, হাদীসটা পড়ি। আর ঘরে থাকি।

''মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি মহামারীর সময় নিজেকে ঘরে রুদ্ধ রাখবে ধৈর্যসহকারে, সওয়াবের আশায় এবং এই বিশ্বাস নিয়ে যে, আল্লাহ তার ভাগ্যে যা লিখেছেন এর বাইরে কিছুই ঘটবে না, সে শহীদের মর্যাদা ও বিনিময় লাভ করবে।''

বুখারী শরীফের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার হাফেজ ইবনে হাজার আসকালানি এই হাদীসের ব্যাখ্যায় লেখেন, ধৈর্য সহকারে, সওয়াবের আশায় ও আল্লাহর উপর ভরসা- এই তিনটি বিষয় ধারণ করে যে ব্যক্তি মহামারীর সময় ঘরে থাকবে, তিনি শহীদের মর্যাদা পাবেন। মহামারীতে তিনি মারা যান অথবা নাইবা মারা যান।

-ফতহুল বারী শরহে বুখারী, ১৯৪/১০।

🔴 করোনা মৃত্যুর খবর শুনতে শুনতে কেমন যেন আর ভালো লাগসিলো না। এই হাদীস পরে ভালো লাগলো,💖 আয়েশা রা. বলেন, আমি রাসুলুল্লাহ স...
19/04/2020

🔴 করোনা মৃত্যুর খবর শুনতে শুনতে কেমন যেন আর ভালো লাগসিলো না। এই হাদীস পরে ভালো লাগলো,

💖 আয়েশা রা. বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার মহামারী সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি উত্তর করেন—মহামারী ছিল একটা আযাব, আল্লাহ যার ওপর ইচ্ছা পাঠাতেন। তারপর আল্লাহ তাআলা মহামারীকে মুমিনদের জন্য রহমত বানিয়ে দিয়েছেন। কোনো বান্দা যদি মহামারী আক্রান্ত এলাকায় থাকে এবং সেখানে অবস্থান করে, তাহলে সেই অঞ্চল থেকে সে বেরুবে না। ধৈর্য ধারণ করবে এবং সওয়াবের প্রত্যাশায় থাকবে; এবং এই বিশ্বাস রাখবে—আল্লাহ তাআলা যদি তার তাকদিরে লিখে না থাকেন, তাহলে মহামারী তাকে আক্রান্ত করতে পারবে না। আর যদি আক্রান্ত হয়েই যায়, তাহলে তার জন্য রয়েছে একজন শহিদের সমপরিমাণ আজর ও প্রতিদান•
(সহিহ বুখারি, হাদিস নং-৬৬১৯, ৫৭৩৪)

19/04/2020

রাসূল (সাঃ) বলেছেন......
যখন সমাজে অশ্লীলতা
বেহায়াপনা ছড়িয়ে পড়বে,
তখন তাদের মধ্যে
এমন রোগব্যাধি ছড়িয়ে পড়বে
যা ইতিপূর্বে দেখা যায়নি !
(ইবনে মাজাহ :৪০১৯)

19/04/2020

রমজান
রমজান মাস তো সেই মাস
নাযিল হয়েছিলো আল-কুরআন
মানুষের চলার পথের দিশারীরুপে
যার মধ্যে রয়েছে
হেদায়াতের দলিল প্রমাণ এবং
ন্যায় অন্যায়,সত্যি মিথ্যার
পার্থক্যের মানদন্ড
(সূরা বাকরা ১৮৫)

ওরে ও মদিনা বলতে পারিসKazi Nazrul Islam  ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোরখেলত ধূলা-মাটি নিয়ে মা ফাতেমা মোর।।হাসান ...
18/04/2020

ওরে ও মদিনা বলতে পারিস
Kazi Nazrul Islam

ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর
খেলত ধূলা-মাটি নিয়ে মা ফাতেমা মোর।।

হাসান হোসেন খেলত কোথায় কোন সে খেজুর বনে
পাথর-কুচি কাঁকর ল’য়ে দুম্বা শিশুর সনে
সেই মুখকে চাঁদ ভেবে রে উড়িত চকোর।।

মা আয়েশা মোর নবীজীর পা ধোয়াতেন যথা
দেখিয়ে দে সে বেহেশত আমায় রাখ রে আমার কথা;
তোর প্রথম কোথায় আজান-ধ্বনি ভাঙলো ঘুমের ঘোর।।

কোন পাহাড়ের ঝর্ণা-তীরে মেষ চরাতেন নবী
কোন পথ দিয়ে রে যেতেন হেরায় আমার আল-আরবি’
তুই কাঁদিস কোথায় বুকে ধরে সেই নবীজীর গোর।। .tr.

Alhamdulillah.
18/04/2020

Alhamdulillah.

18/04/2020

Surah Fatiha Arabic

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
الرَّحْمَنِ الرَّحِيمِ
مَالِكِ يَوْمِ الدِّينِ
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

أمين

অর্থ : প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক | যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু | যিনি আমাদের রোজ হাশরের মালিক | আমরা শুধু তোমারই এবাদত করি ও একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি | আমাদের তুমি সরল – সঠিক পথ দেখাও, তাদের পথ যাদের উপর তোমার নেয়ামত বর্ষিত হয়েছে | তাদের ব্যতীত যাদের উপর তোমার গযব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে |

18/04/2020

"কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরন করেছে তাদের সওয়াবের কোন কমতি হবে না।" [সহিহ মুসলিমঃ ২৬৭৮] tar

18/04/2020

পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় না করলে নফল ইবাদত করে লাভ হবে না, কারণ ফরজ বাধ্যতা মূলক যা পড়তেই হবে নফল না পড়লেও কোন ক্ষতি না ,পড়লে লাভ। [TAR]

আমাদের আল্লামা জেলে বসে বই লিখেছেন।নন্দিত জাতী নিন্দিত গন্তব্য।যা পিডিএফ কপি এসেছে।।।পিডিএফ লিংনক প্রথম কমেন্টে।
18/04/2020

আমাদের আল্লামা জেলে বসে বই লিখেছেন।
নন্দিত জাতী নিন্দিত গন্তব্য।
যা পিডিএফ কপি এসেছে।।।
পিডিএফ লিংনক প্রথম কমেন্টে।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুললাহি ওয়া বারাকাতুহু
18/04/2020

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুললাহি ওয়া বারাকাতুহু

18/04/2020

- সিজদা তখনই কবুল হয়
যখন মাথার সাথে সাথে😔..

- মনটা ও আল্লাহর কাছে নত হয়💛💛..

Adresse

Hussman
Paris

Téléphone

+33758539022

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque A2Z Solution publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Vidéos

Partager

Entreprises De Médias á proximité


Autres Site web d’actualités à Paris

Voir Toutes