Kawsar dot Europe

Kawsar dot Europe Europe information

16/10/2024

সকলকে স্বাগতম কম্বোডিয়ার রাজধানী নম পেইনে।।

15/10/2024

কম্বোডিয়াতে সকলকে স্বাগতম।।

আলহামদুলিল্লাহ পারমিট পেলাম।।
27/07/2023

আলহামদুলিল্লাহ পারমিট পেলাম।।

আলহামদুলিল্লাহ নতুন করে আবার Work permit  পেলাম।
19/07/2023

আলহামদুলিল্লাহ নতুন করে আবার Work permit পেলাম।

🇷🇴🇷🇴 রোমানিয়ার কনসুলার অফিসার মিস্টার কশমির জানিয়েছেন 🇷🇴🇧🇩সবাইকে শুভ সন্ধ্যা, আপনারা যারা জানেন না আমি কে, আমি ঢাকায় ...
24/03/2023

🇷🇴🇷🇴 রোমানিয়ার কনসুলার অফিসার মিস্টার কশমির জানিয়েছেন 🇷🇴🇧🇩

সবাইকে শুভ সন্ধ্যা, আপনারা যারা জানেন না আমি কে, আমি ঢাকায় রোমানিয়ান কনস্যুলার দলের সমন্বয়কারী কসমিন উঙ্গুরিয়েনু।
আমি যতটা সম্ভব স্বচ্ছ হতে চাই তাই আমি আপনার সকলের সাথে যোগাযোগ করে, নিয়োগকারী, এজেন্সি এবং প্রার্থীদের সাথে যোগাযোগ করে আমি যেভাবে শুরু করেছি সেভাবেই চালিয়ে যাচ্ছি।
প্রথম সপ্তাহে আমি 120 টিরও বেশি এজেন্টের সাথে অফিসে একটি মিটিং করেছি: আমি বিশেষভাবে বলেছিলাম যে আমরা এখানে ভিসা দিতে এসেছি, প্রত্যাখ্যান নয়, তবে এটি উভয় পক্ষের প্রচেষ্টায় আসে। 2 সপ্তাহ পরে মনে হয় কেউ শোনেনি।
তাই আমি স্পষ্ট করার চেষ্টা করব:
- কোন জাল কাগজপত্র!
- ইংরেজিতে কিছু প্রশ্নের উত্তর দিতে না পারলে ইন্টারভিউতে আসবেন না!
- এমনকি আমাদের অনুবাদক আছে, তারা রোমানিয়ায় প্রার্থীর সাথে যাবে না! প্রার্থীকে জানতে হবে তিনি কোথায় যাচ্ছেন কেন!
- রোমানিয়াতে একটি কোম্পানিকে প্রার্থীকে স্বাগত জানাতে হবে এবং তার ব্যবস্থা করতে হবে। শূন্য কর্মচারী সহ একটি কোম্পানি কাউকে মিটমাট করতে পারে না। আপনি অনলাইনে আপনার রোমানিয়ান কোম্পানির বিবরণ দেখতে পারেন: https://www.listafirme.ro/
- আমাকে বলবেন না আপনি বর্মন যাচ্ছেন এবং একটি ককটেল নাম বলতে পারবেন না!
- জিনিস পরিবর্তন! আমি প্রথম দিন থেকেই এটি আন্ডারলাইন করেছি। আপনার স্বপ্ন ভুয়া এজেন্টদের দ্বারা নষ্ট হতে দেবেন না!
- রোমানিয়ার প্রচুর কর্মী দরকার, পলাতক নয়!
- যারা কাজের অনুমতি নিয়ে জুলাই থেকে অপেক্ষা করছেন এবং ইংরেজি বা রোমানিয়ান ভাষায় 3টি বাক্যাংশ বলতে পারেন না তারা গুরুতর প্রার্থী নন!

সংস্থার জন্য! আমি আন্ডারলাইন করেছি যে সিরিয়াস কোম্পানির বিভিন্ন স্লট থাকবে কারণ আমি এখানে ভিসা দিতে এসেছি।
তবে আমি তাদের প্রাপ্য প্রমাণ করার জন্য সবার জন্য অ্যাপয়েন্টমেন্ট করব।
আজ 4টি এজেন্সির 75 জন, জুন পারমিট নিয়ে ইন্টারভিউতে হাজির হননি! ওই ৩টি এজেন্সি আমাদের সঙ্গে অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট পাবে না।
আমাদের কাজকে সম্মান করুন এবং বাংলাদেশের জনগণকে সম্মান করুন যারা একটি স্বপ্নের জন্য বিপুল অর্থ প্রদান করছে! তাদের সাহায্য করুন রোমানিয়ায় কাজ করতে যেতে, সেখানে গিয়ে দৌড়াতে নয়!
অযোগ্য শ্রমিকের জন্য 550 USD এর আবাসন এবং খাবারের বেতন যথেষ্ট বেশি!
তাদের বলুন ইতালিতে দৌড়াবেন না। তারা জিতবে তার চেয়ে বেশি হারবে!
আমি এক্সেলে একটি টেমপ্লেট পাঠিয়েছি এবং আপনি আমাকে টেবিল বা পিডিএফ সহ ছবি পাঠিয়েছেন। এক্সেল ফাইল পাঠান.
আমি আপনাকে চিহ্নিত টাকা নিয়ে আসতে বলেছি, কোন স্ট্যাম্প নেই, কোন কলম লিখছি না, এবং এখনও পর্যন্ত কেউ সফল হয়নি! 9.00 এ শুরু করার পরিবর্তে, খারাপ সংগঠনের কারণে আমরা প্রতিদিন 11টায় শুরু করি।
অনুগ্রহ করে আমার কথাগুলো বাংলায় অনুবাদ করুন এবং আপনার পরিচিত অনেককে বিজ্ঞাপনে পাঠান!
আমাদের শ্রমিক দরকার! কিন্তু কোনো মূল্যে নয়!
আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে যদি আপনার ভাল উদ্দেশ্য থাকে, যদি আপনি প্রমাণ করেন যে আপনি আপনার চুক্তি, আপনার অধিকার, কিন্তু আপনার দায়িত্বগুলিও জানেন, আমার দল সঠিক কাজ করবে!

সুতরাং এতে বুঝা যায় তারা ভিসা দিতেই এসেছেন 🇷🇴🇷🇴✅✈️
সুতরাং আমাদের উচিত তাদের কাজকে সম্মান করা এবং ফেক ডকুমেন্ট না দেয়া, মোটামুটি ইংরেজিতে তাদের উত্তরগুলো দেওয়া এবং অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী অ্যাম্বাসিতে উপস্থিত থাকা!

সবার জন্য শুভকামনা রইল 💜🇷🇴✅
রোমানিয়া এবং ইউরোপের আপডেট তথ্য পেতে ফলো করুন আমাদের পেজ এবং ✈🇪🇺 📷 Information for Go Abroad Europe ✈🇪🇺🇷🇴💁‍♀️

রোমানিয়ার ব্ল্যাকলিস্টে থাকার কিছু কোম্পানি।আপনার পারমিট টি চেক করে দেখেন ব্ল্যাকলিস্টে আছে কিনা?
24/03/2023

রোমানিয়ার ব্ল্যাকলিস্টে থাকার কিছু কোম্পানি।
আপনার পারমিট টি চেক করে দেখেন ব্ল্যাকলিস্টে আছে কিনা?

এই মাত্র পাওয়া একজন ভাইয়ের রোমানিয়ার ভিসা রিজেক্ট লেটার। তার জন্য খুবই কষ্ট লাগছে।😓তিনি কার ক্লাইন্ট আমি জানিনা।ভালো করে...
21/03/2023

এই মাত্র পাওয়া একজন ভাইয়ের রোমানিয়ার ভিসা রিজেক্ট লেটার। তার জন্য খুবই কষ্ট লাগছে।😓
তিনি কার ক্লাইন্ট আমি জানিনা।
ভালো করে ইন্টারভিউ দিবেন এই প্রত্যাশা রইলো।

08/03/2023

আপনার সাথেও এমন হতে পারে,,,,
ধার দেনা করে রোমানিয়া জাওয়া ঠিক হবে না,,

Kawsar dot Europe

আজকে সীমিত আকারে কিছু ফাইল এম্বাসিতে জমা হয়েছে। আশা করছি আগামী রবিবার থেকে পুরোদমে কাজ হবে  এবং  জমার কাজ চলমান থাকবে।র...
07/03/2023

আজকে সীমিত আকারে কিছু ফাইল এম্বাসিতে জমা হয়েছে।
আশা করছি আগামী রবিবার থেকে পুরোদমে কাজ হবে এবং জমার কাজ চলমান থাকবে।
রোমানিয়ান কনসুলার টিম তাদের কাজগুলো গুছিয়ে সবার থেকে ফাইল নেওয়া শুরু করবে।
সবাই ধৈর্য হারা হবেন না ইনশাআল্লাহ ভালো কিছুই বয়ে আসবে আপনাদের জন্য।
পরবর্তী আপডেট এর জন্য অপেক্ষা করুন।
শুভকামনা রইল সবার জন্য🤲

07/03/2023

🇷🇴🇷🇴✈ অ্যাপয়েন্টমেন্ট আপডেট 🇷🇴🇷🇴✈

রোমানিয়া কন্সুলার টিম জানিয়েছে সর্বপ্রথম আগষ্ট এবং সেপ্টেম্বর এর ফাইল এর এপয়েন্টমেন্ট দিবে।

সবার জন্য শুভকামনা রইল 🥰✌️🇷🇴🙆‍♀️

রোমানিয়া এবং ইউরোপের আপডেট তথ্য পেতে ফলো করুন আমাদের পেজ এবং গ্রুপ Kawsar dot Europe

অবশেষে রোমানিয়ার কন্সুলার টিম বাংলাদেশে এপয়েন্টমেন্ট ডেইট ছাড়া কেউ অযথা কন্স্যূলেট অফিসের সামনে ঘুরাঘুরি,  উঁকি দেয়া, হৈ...
05/03/2023

অবশেষে রোমানিয়ার কন্সুলার টিম বাংলাদেশে এপয়েন্টমেন্ট ডেইট ছাড়া কেউ অযথা কন্স্যূলেট অফিসের সামনে ঘুরাঘুরি, উঁকি দেয়া, হৈ হুল্লোড় ইত্যাদি যাবতীয় শিষ্টাচার বহির্ভূত সকল কাজ থেকে বিরত থেকে একটা সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সকল ভাই বোনদের প্রতি বিনীত অনুরোধ করছি 🙏🙏🙏

05/03/2023

কনসুলেট টিম বাংলাদেশে আসছে
স্বপ্ন পুরনের কাছা কাছি বাংলাদেশিরা।
আল্লাহ আমাদেরকে মনের আসা কবুল করুক আমিন❤️

05/02/2023

যারা রুমানিয়া এসে গেইম দিবেন অন্তত ফ্রেবরুয়ারিতে গেইম দেয়ার কথা চিন্তা করবেন না,প্লীজ।।

🇪🇺🇷🇴🇷🇴✈ আলহামদুলিল্লাহ অবশেষে অফিসিয়ালি ঘোষণা দিল রোমানিয়ান কনসুলেট টিম আবার ফেব্রুয়ারির শেষে  বাংলাদেশ আসতেছে 🇷🇴🇷🇴✈🇪...
03/02/2023

🇪🇺🇷🇴🇷🇴✈ আলহামদুলিল্লাহ অবশেষে অফিসিয়ালি ঘোষণা দিল রোমানিয়ান কনসুলেট টিম আবার ফেব্রুয়ারির শেষে বাংলাদেশ আসতেছে 🇷🇴🇷🇴✈🇪🇺

এর আগে একটা নিউজ দিয়েছিলাম,, কিছুদিন পর আপনাদের অফিসিয়াল নিউজ দিব বলেছিলাম,, অবশেষে আপনাদের অফিসিয়াল নিউজ পেয়ে গেলেন!

অনেকেই জানতে চেয়েছিলেন এটার সোর্স কোথায়?
আসার কোন সম্ভাবনা নেই বলেছিলেন! ভুয়া ✅💁‍♀️আরো অনেক কিছু 😐💁‍♀️⬅️

ভুয়া নিউজ দিয়ে আপনাদের মাঝে বিভ্রান্ত ছড়িয়ে হয়রানি করে আমার কোন লাভ নেই 💁‍♀️✅
আমি সব সময় চেষ্টা করি আপনাদের সঠিক নিউজ দেওয়ার 💁‍♀️🥰✈️🇪🇺🇷🇴✈

যাইহোক অবশেষে খুশির খবর পেয়ে গেলেন আজকের জুম্মার দিনে 🥰💁‍♀️✈️🇪🇺🇷🇴✈

যারা ইদানিং পারমিট পেয়েছেন এবং পাবেন তাদের জন্য অনেক বড় একটা সুখবর এটা!

ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল 🥰💁‍♀️✈️💙

রোমানিয়া এবং এর আপডেট তথ্য পেতে ফলো করুন আমাদের পেজ : Kawsar dot Europe 💁‍♀️✈️🥰🤝

02/02/2023

বর্তমানে বাংলাদেশ টাইম প্রায় রাত এক টা বেজে গেছে "
অনেক ইউরোপ স্বপ্নবাজ ভাই ব্রাদার আছে ঘুমায়নি 💁‍♀️✈️🇹🇩🇹🇩
এই ঘুম না হওয়ার কারণটা একমাত্র তারাই বুঝে যারা ইউরোপের জন্য ফাইল জমা দিয়েছে! 😀✈️🇹🇩

সবার মাথায় একটাই চিন্তা এবং স্বপ্ন 💙✈️ কবে রোমানিয়া/ ইউরোপ নামক স্বপ্নটা পূরণ হবে 🥰🇹🇩🥺

সঠিক মাধ্যমে ফাইল জমা দিলে ইনশাল্লাহ দেরিতে হলেও সবার সফলতা আসবে যদি নসিবে লিখা থাকে 💁‍♀️🥰

02/02/2023

Adresse

Paris

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Kawsar dot Europe publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Kawsar dot Europe:

Vidéos

Partager