Insaf Islamic Collection

Insaf Islamic Collection Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Insaf Islamic Collection, Création digitale, paris, Les Paris.

24/04/2024

24-04-24

নাস্তিকদের ঈদ।
14/04/2024

নাস্তিকদের ঈদ।

09/04/2024

"﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮_𝐚𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽"
تقبل اللہ منا ومنکم
-তাক্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
ঈদ মোবারক।

দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা! ঈদ মোবারাক 🌙🌙

04/04/2024
05/03/2024

আমার ফেসবুকে প্রভলেম করের ভাই।লাগা ফরগেট পাসওয়ার্ড।😂😂😂😂😂🤣🤣🤣🤣🙄🙄🙄😄😄

জুম্মা মোবারক।
16/02/2024

জুম্মা মোবারক।

আমি আল্লাহর কাছে দুই হাত তুলে ভিক্ষা চাই যেন তিনি আমার জীবদ্দসায় ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া জড়িত মানুষগুলোর চরম পরিনতি দেখ...
06/01/2024

আমি আল্লাহর কাছে দুই হাত তুলে ভিক্ষা চাই যেন তিনি আমার জীবদ্দসায় ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া জড়িত মানুষগুলোর চরম পরিনতি দেখার সুযোগ দান করেন।

ভাইয়ের জন্য মন থেকে দোয়া রইলো, মানবতার দেশ ফ্রান্স,সেলুট জানাই ডাঃ সাহেবকে।আল্লাহ তার মনে শান্তি দান করুন।আমিন।
20/12/2023

ভাইয়ের জন্য মন থেকে দোয়া রইলো,

মানবতার দেশ ফ্রান্স,সেলুট জানাই ডাঃ সাহেবকে।

আল্লাহ তার মনে শান্তি দান করুন।আমিন।

17/12/2023

আসসালামু আলাইকুম।
সবাইকে পড়ার অনুরোধ করছি।

২৫ লক্ষ টাকা ব্যয় করে রিয়াজ নতুন গাড়ি কিনেছে। একদম ঝকঝকে সিলভার কালারের গাড়ি। গাড়ি দেখে স্ত্রী, দুই সন্তান আর বাবা-মা তো ভীষণ খুশি। ঠিক দুই মাস আগে নতুন এপার্টমেন্টে উঠেছে। পরিশ্রমের সঙ্গে সঙ্গে রিয়াজের ভাগ্যটাও বেশ ভাল ফেভার করেছে। বছর বছর চাকুরীতে পদন্নোতি পাচ্ছে। বেতনও বেড়ে চলছে হু হু করে। তাই দ্রুত ব্যাংক লোন নিয়ে সেই টাকায় বাড়ি-গাড়ি সব কিনে ফেলল। সংসারে যেন আনন্দের বন্যা বইছে।
সেই সুবাদে রিয়াজ বাসায় একটা পার্টি দিল। অফিস কলিগরা দুপুর থেকে বিকেল আর আত্নীয়-স্বজনেরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমন্ত্রিত ছিল। বেশ হৈ-হুল্লোর আর খাওয়া দাওয়ায় রিয়াজ পার্টি শেষ করলো। সবাই বেশ খুশি আর রিয়াজের প্রশংশায় পঞ্চমুখ।
সকাল হলেই রিয়াজ গাড়ি করে অফিস করবে,ছেলেমেয়েরা গাড়ি করে স্কুলে যাবে, স্ত্রী গাড়ি করে শপিং এ যাবে, গ্রামে বেড়াতে গেলেও গাড়ি করে যাবে ভাবতেই গর্বে রিয়াজের বুক ফুলে উঠতে লাগল। রিয়াজ ড্রাইভিংটাও শিখে নিয়েছে।
রিয়াজ পরিবারের ভবিষ্যতের জন্য খুব চিন্তা করত। অর্থ সম্পদ জমানো রিয়াজের যেন নেশা। স্ত্রীর নামে ২৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনে দিয়েছে। ছেলেমেয়ের নামে মোটা অংকের ডি.পি.এস আর এফ.ডি.আর করে রেখেছে। পরিবার যেন থাকে দুধে-ভাতে।
চার মাস পরের কথা। গাড়ি এক্সিডেন্ট করে রিয়াজ মারা গেল। সে এক বিভীষিকাময় মৃত্যু। কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ, স্পট ডেড। ড্রাইভারটা প্রথম থেকেই রাফ চালাত। রিয়াজ যতদিন চালিয়েছে ধীরে সুস্হ্যেই চালিয়েছে। কোন সমস্যা হয় নাই। ড্রাইভারেরর বেসামাল গতি এদূর্ঘটনার বড় একটা কারন। কয়েকবার সতর্ক করার পরও পরিবর্তন হয়নি আর এখন তো সবই শেষ হয়ে গেল।
সারা বাড়িজুড়ে শোকের মাতম। স্ত্রী, সন্তান, মামা-বাবা, আত্নীয়স্বজন সবাই কান্নায় ভেঙ্গে পড়েছে। রিয়াজের মা এই বয়সে এমন শোক কিছুতেই মেনে নিতে পারছে না, বারবার মূর্ছা যাচ্ছেন। স্ত্রী যেন শোকে পাথর হয়ে গেছে। সন্তান দুটো হাউ মাউ করে কাঁদছে। এত সুখের সংসারটা ভেঙ্গে খান খান হয়ে গেল।
রিয়াজের লাশ গ্যারেজে শুইয়ে রাখা হয়েছে। সারা শরীর থেকে রক্ত ধুয়ে লাশের খাটে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। একটু পর পর সবাই এসে মুখটা শেষবারের মত দেখে আবার ঢেকে দিয়ে যাচ্ছে। একটু পর জানাযা পড়ানো হবে। মৃত রিয়াজ সবার আহাজারী,আফসোস দেখছে। ওর কেন যেন বিরক্ত লাগছে কিন্তু কিছুই বলতে পারছে না। হুজুর আসল, জানাযা পড়ানো হলো। কবর দেয়া হলো। কবর হতে হতে রাত প্রায় ১২ টা বেজে গেলো। সবাই ফিরে গেছে, এখন কবরস্হানে আর কেউ নেই।
দুইজন ফেরেশতা এসে মুখ গোমড়া করে রিয়াজকে কিছু প্রশ্ন করতে লাগল। তারপর রিয়াজকে নিয়ে আসমানের দিকে রওয়ানা হলো। অর্ধ-আসমানে পৌছানোর পর আওয়াজ আসল, থামো,এর আত্না আর এগোতে পারবে না। এর অনেক ঋণ আছে। ওর ঋণ এখনও শোধ হয় নাই। ঋণ শোধ না হওয়া পর্যন্ত ও গ্রহনযোগ্যতা পাবে না। ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে নিয়ে যাও। রিয়াজকে আবার কবরে নিয়ে আসা হলো। কবরে রিয়াজের খুব কষ্ট হচ্ছিল। রিয়াজ চিৎকার করে স্ত্রীকে বলছে আমার ঋণগুলো তাড়াতাড়ি পরিশোধ করে দাও। তোমার নামে করা সঞ্চয়পত্রগুলো ভেঙ্গে ফেল,ছেলেমেয়েদের সমস্ত ডি.পি.এস আর এফ.ডি.আর ভেঙ্গে ফেল আমি আর এ যন্ত্রনা সহ্য করতে পারছি না। কিন্তু না, রিয়াজের চিৎকার কারও কাছে পৌছাল না।
এভাবে ৬ মাস চলে গেল। রিয়াজের ঋণগুলো কেউ শোধ করল না। নিদারুন কষ্টে রিয়াজ আফসোস করতে লাগল। বেঁচে থাকতে পরিবারের জন্য কত কষ্ট করে সম্পদ গড়েছি আর আজ আমার কোন মুল্য নাই। ৬ মাস হয়ে গেল এখনও আমার আত্না গ্রহনযোগ্যতা পেল না, আর কোনদিন পাবে কিনা তাও জানি না। রিয়াজ কাঁদতে লাগল।
আসরের আযানের শব্দে রিয়াজের ঘুম ভাঙ্গল। এতক্ষন রিয়াজ স্বপ্ন দেখছিল। ঘেমে একাকার হয়ে গেছে। রিয়াজ উঠে বসল। ঘুম থেকে উঠে আজ গাড়ি কিনতে যাওয়ার কথা। রিয়াজ ওয়াশরুমে গেল এবং ওয়াশরুম থেকে বের হয়ে গাড়ি কিনতে নয় মসজিদে চলে গেল। যাওয়ার পথে কেবল এটুকুই মনে হলো এ দুনিয়াতে কেউ কারো নয়।
প্রতিজ্ঞা করল, আর কোন ঋণ নয়।

হাজার দারিদ্রতার মাঝেও ভেঙে না পড়ে ভালো থাকার জন্য সংগ্রাম করে যাওয়ার নামই জীবন।
পরিপূর্ণ সুখী জীবন বলতে কিছু নাই।
আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করছেন
وَاِنَّمَا تُوَفَّوۡنَ اُجُوۡرَكُمۡ يَوۡمَ الۡقِيٰمَةِ‌ؕ فَمَنۡ زُحۡزِحَ عَنِ النَّارِ وَاُدۡخِلَ الۡجَـنَّةَ فَقَدۡ فَازَ.
অর্থাৎ,(আর ‘অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলতা পাবে। আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী।)

অর্থনৈতিকভাবে গরীব হোন কিংবা ধনী হোন সংগ্রাম করে বেঁচে থাকা প্রত্যেকটা দিনই পরিপূর্ণতার।
জীবন একটাই, পিছনে ফেলে আসা দিনগুলো আর ফিরে আসেনা কখনো। এই সমাজে একটু টাকা আছে যার পাবলিক তাকে সালাম করে চলে তার সাথে ফটো তুলবে হোক সেটা সৎ উপার্জন বা অসৎ উপার্জন ন্যায় বিচারকের সংখ্যা দিন দিন কমছে পা চাটার ব্যাপারটা খুব বৃদ্ধি পাচ্ছে।

তাই প্রচন্ড অভাবের দিনগুলোতেও জীবনকে উপভোগ করে যাই । পৃথিবীর কারো কাছে বিন্দু পরিমান আশা করতে নেই সেটা হোক ন্যায় বিচার বা সাহায্য সবাই নিজের স্বার্থের ভিতরে সীমাবদ্ধ কিন্তু তিনি আল্লাহ যিনি নি:স্বার্থভাবে বান্দাকে দান করেন।

আল্লাহকে ভালোবাসেন আল্লাহর রাস্তায় আসেন।

অহংকার আল্লাহর চাঁদর।
28/10/2023

অহংকার আল্লাহর চাঁদর।

Adresse

Paris
Les Paris
75018

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Insaf Islamic Collection publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Insaf Islamic Collection:

Partager

Entreprises De Médias á proximité