ভাইরাল নিউজ

ভাইরাল নিউজ আপডেট নিউজ সব সময়

06/06/2022
বন্ধ হতে চলেছে ট্রেন চলাচল অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল না করলে এবং ১৬০ বছর ধরে চলমান মাইলেজ সুবিধা অব্যাহত রাখার প...
04/02/2022

বন্ধ হতে চলেছে ট্রেন চলাচল

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল না করলে এবং ১৬০ বছর ধরে চলমান মাইলেজ সুবিধা অব্যাহত রাখার প্রজ্ঞাপন জারি না করলে ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতির ডাক দিয়েছে রেলওয়ে রানিং স্টাফরা।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে রেলের রানিং স্টাফ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব বলেন, প্রায় ১২ মাস মন্ত্রী, সচিব ডিজি, জিএমসহ সবাই আমাদের আশ্বস্ত করেছিলেন মাইলেজ রীতিতে বেতন ভাতা প্রদান করবেন। কিন্তু এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত তারা দিতে পারেনি।

আগামী ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতির ঘোষণার কথা জানিয়ে তিনি বলেন, ৩০ জানুয়ারির মধ্যে আমাদের অধিকার ফিরিয়ে না দিলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। এ সময় সব ধরণের ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন আরটিভি নিউজকে বলেন, মাইলেজ রীতি আমাদের অধিকার। আমাদের কষ্টের ফসল। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের কারণে আমরা যারা চাকরি করছি শুধুমাত্র তারা নয়, সদ্য যারা অবসরে গেছেন মাইলেজ সংক্রান্ত জটিলতার কারণে তারাও চূড়ান্ত পাওনাদি এখনও পাননি। তাদের মাইলেজ যোগ করে পাওনাদি দেওয়ার কথা। আমরা অনেক ধৈর্য ধারণ করেছি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বাধ্য হয়ে আমরা কর্মবিরতির ঘোষণা দিয়েছি।

RTV online
ছবি-সবুজ খান

24/09/2021

শেখ হাসিনার বিশাল বহর, বেঞ্চ উদ্ভোধন ও বড় গাছে পানির নামে বৃক্ষরোপণের নিয়ে প্রশ্ন করাতেই নিউইয়র্কে এনসিএন’র সাংবাদিক ফরিদ আলমের উপর আওয়ামী নেতা কর্মীদের অতর্কিত হা*মলা !

যুক্তরাষ্ট্রে নিবন্ধিত একটি টিভি চ্যানেলের সাংবাদিক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভায় আমন্ত্রিত হয়েছিলেন। সেখানে তিনি প্রশ্ন করেছিলেন- কোভিড-১৯ এর এই অতিমারীর সময়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যেখানে অন্য দেশের সরকার প্রধানরা মাত্র ৫/৬ জনের প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছেন, সেখানে বাংলাদেশের সরকার প্রধান কেন ১০১ জনের বিশাল বহর নিয়ে এসেছেন? সেই সাথে বড় গাছে পানি দিয়ে চারা রোপন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে লোহার মাচাং উদ্বোধনের বিষয়টিও ছিলো।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা তাদের আওয়ামী প্রথা অনুযায়ী ঐ সাংবাদিককে পি*টিয়ে প্রশ্ন করার সাধ মিটিয়ে দিয়েছেন ।

22/09/2021

ঢাকায় পার্ক করা বিমান নিউইয়র্কে এনে পার্ক করে রেখেছি! এতে দোষের কি?

16/09/2021

শরীরকে রেখে আত্মা বেরিয়ে গেলো

01/09/2021

জীবনের এই প্রথম অমূল্য একটি ভিডিও দেখলাম।
আল্লাহু আকবার।

01/09/2021

আমি এই প্রথম দেখলাম চিংড়ি মাছ কিভাবে চামরা বদলায়।

25/08/2021

বিশ্বের সবচেয়ে বড় বিলাস বহুল যাত্রীবাহী জাহাজ ফ্রান্সের সিম্ফনি অব দ্য সিজ

সিম্ফনি অব দ্য সিজ যেনো সমুদ্রের মধ্যে আরেকটি পৃথিবী। ভূমধ্যসাগর কিংবা ক্যারিবিয়ানে ছুটিছাটায় সর্বোচ্চ বিনোদন দিতে এই জাহাজটিতে আয়োজনের কোনো কমতি রাখেনি কর্তৃপক্ষ। ৩৬১.০১১ মিটার (১১৮৪.৪২ ফুট) লম্বা এবং ৭২.৫ মিটার (২৩৮ ফুট) উচ্চতার জাহাজটি ৬ হাজার ৬৮০ জন যাত্রী বহন করতে সক্ষম। ২০১৫ সালে ফ্রান্সে নির্মাণকাজ শুরু হয় এই জাহাজটির। নির্মাণে কাজ করেছেন ২ হাজারের বেশী শ্রমিক। নির্মানকার্যে ব্যয় হয় প্রায় ১.৩৫ বিলিয়ন মার্কিন ডলার।

ফেনীর পরশুরামে হত্যার উদ্দেশ্যে মধ্যযুগীয় কায়দায় সাপ দিয়ে দংশন করিয়ে বিভিন্নভাবে গৃহবধূকে অত্যাচার!!ফেনীর পরশুরামের "সাত...
20/08/2021

ফেনীর পরশুরামে হত্যার উদ্দেশ্যে মধ্যযুগীয় কায়দায় সাপ দিয়ে দংশন করিয়ে বিভিন্নভাবে গৃহবধূকে অত্যাচার!!

ফেনীর পরশুরামের "সাতকুচিয়া" গ্রামের চৌধুরী বাড়ির মৃত আবুল হাসেম মিয়ার প্রবাসী বড় ছেলে লিখন আহম্মেদ এর স্ত্রীকে তাহার মাতা-খাইরুন নেছা, দেবর- মোঃ রাসেল, বোন-নুর নাহার, হাছিনা ও সামছুন নাহার, বোনের স্বামী -আবুল কাশেম, ভাগিনা- মোহাম্মদ হোসেন কতৃক দীর্ঘ দিন যাবত যৌতুকের জন্য নানাভাবে শারিরীক ও মানসিকভাবে অত্যাচার করেছে!
বিয়ে হওয়ার ৫ বছর যাবত অনেক সময় মেয়ের বাবা- মা মেয়ের সুখের কথা চিন্তা করে সব সময় টাকা পয়সা জিনিসপত্র দিত যাতে তাদের মেয়ে সুখে থাকে। মেয়ে ও সমাজ সংসারের লোক লজ্জার ভয়ে নিরবে সব সহ্য করে আসছে। মেয়েকে শশুর বাড়ির লোকজন বলে টাকা না দিলে তালাক দিয়ে দিবে।
গত ০৭-০৮-২০২১ইং তারিখে ওই গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে গ্রাম্য ওঝার দ্বারা সাপ নিয়ে এসে গোপনে মুরগীর খোয়াড়ে রেখে তাকে সাপ দিয়ে দংশন করিয়েয়ে বেধে রাখা হয়। যার ছবি দেওয়া আছে।
পরে মেয়ের মা খবর শুনে রাত ১০ টার সময় শশুর বাড়ি থেকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত ডাক্তার বলে মেয়ে বাঁচার সম্ভাবনা কম। তবুও পরে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে একটু ভালো হয়।

কিন্তু মেয়ে বিষের প্রভাবে বোবা হয়ে যায়। ডাক্তাররা জানালো মানসিক নিযাতনের ও সাপের বিষের কারণে এই অবস্থা হয়। ওই গৃহবধু কোন দিন হয়তো কথা বলতে পারবে না। গৃহবধূর এই বিপদের দিনে তার স্বামী চিকিৎসার জন্য এক টাকাও দিবেনা বলে জানিয়ে দেয়।

মেয়েকে ৯ দিন পর হাসপাতাল থেকে এনে বাপের বাড়ি এনে অক্সিজেন দিয়ে রাখা হয়। পরে ওই গৃহবধূর বাবার বাড়িতে ছেলের মা, বোন, বোনের স্বামী , বাগিনা, বাগনিসহ ও আরো সন্ত্রাসী নিয়ে এসে মেয়ে বাবার নতুন ফাঁকা বাড়ি থেকে মেয়েকে এসে জোর করে তুলে নিয়ে যেতে চাইলো কিন্তু মেয়ের মা, বোন, জেঠা বাধা দিলে তাদের মারধোর, গালাগালি করে ঘরের আসবাবপত্র ভাংচুর।

পরে এলাকাবাসী তাড়াদিলে গাড়ি নিয়ে পালিয়ে যায়। যাবার সময় ধমক দিয়ে যায় তাদের টাকা আর নেতার ক্ষমতা দিয়ে মেয়ের পক্ষকে দেখে নিয়ে। এই অবস্থায় মেয়ের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানা যায়।

কুয়েতে আগুনে পুড়ে তিন বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু !
15/08/2021

কুয়েতে আগুনে পুড়ে তিন বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু !

▪︎কুয়েত প্রতিনিধি : কুয়েতে আবদালি এলাকায় আগুনে পুড়ে তিন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু ও আহত হয়েছে আরও পাঁচজন। জানা য.....

11/08/2021

পরিমনিকে চিনিনা বলা সিটি ব্যাংকের এমডি মাসরুরের যত অপকর্ম!
এক বছর আগের ভিডিও আপলোড দিলাম আপনারা দেখেন তার চরিত্র এত পবিত্র যে তার পক্ষে পরীমনিকে চিনা সম্ভবই না।

রক্তদান একটি বড় মনের বড় মাপের সাদাকা! যেকোনো ধর্মের মানুষকে প্রয়োজনে রক্তদান করা যায়।। রক্তদাতাদের জন্য সবচেয়ে গুরুত্বপূ...
09/08/2021

রক্তদান একটি বড় মনের বড় মাপের সাদাকা! যেকোনো ধর্মের মানুষকে প্রয়োজনে রক্তদান করা যায়।।
রক্তদাতাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ভ্যাকসিন দিলে পরবর্তী ২৮ দিন পর্যন্ত ব্লাড ডোনেট করা যায় না। খুব ইমারজেন্সীতে কতক বিজ্ঞানী ১৪ দিনের কথা বলেছেন। একজন মানুষ ২ ডোজ ভ্যাকসিন গ্রহণ করবেন। ২৮ দিনের হিসাব তিনি গ্রহন করলে কমপক্ষে ৫৬ দিন তারা ব্লাড ডোনেট করতে পারবেন না।
তাই ধারনা করা যাচ্ছে, দেশে একটা ব্লাড সঙ্কট পরিস্থিতি সৃষ্টি হতেপারে, যেহেতু টিকা গ্রহন আবশ্যিক হতে যাচ্ছে। এ থেকে পরিত্রাণের উপায় হলো ভ্যাকসিন গ্রহণের আগে ব্লাড ডোনেট করা।
সকলের নিকট দায়িত্বশীল অনুরোধ, ভ্যাক্সিন নেওয়ার আগে আপনাদের ব্লাড দেওয়ার সময় হয়ে গেলে ব্লাড ডোনেট করে ভ্যাক্সিন নিবেন। দেশের বিভিন্ন প্রান্তের ব্লাড ম্যানেজমেন্ট গ্রুপের সাথে নিজেই যোগাযোগ করে তাদের সহায়তা নিন। এতে করে অনেক বড় একটা সংকট মোকাবেলা করা সম্ভব হবে, ইনশাআল্লাহ্। মনে রাখবেন মোট জনগোষ্ঠীর মাত্র ৫% এর মত মানুষ রক্ত দান করেন, অথচ শুধু থ্যালাসেমিয়া রুগিই প্রায় এর সমান, যাদের রক্ত গ্রহনের বিকল্প নেই।

*টিকা গ্রহনের পরের রক্ত দানের দিন নিয়ে গবেষণায় ভিন্নমত রয়েছে, তবে অধিকাংশের মতে ১৪/২৮ দিন। কমেন্টে কিছু গবেষণার লিংক প্রদান করা হলো।

◾আপনি কপি করে, শেয়ারকরে, পোস্টারে আপনাদের ব্লাডগ্রুপের নাম যুক্তকরে বার্তাটি ছড়িয়ে দিতে পারেন। পোস্টটি কপি রাইট মুক্ত।

09/08/2021

🔸️বাবা মেয়ের টিকটক ভিডিও ভাইরাল !

ইতালি প্রবাসী আলমগীর এবং তার মেয়ে! প্রবাসে শত কষ্টের মাঝেও একটু আনন্দ বিনোদনের মধ্যে মন ভাল রাখা!

09/08/2021

সংসদে ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য!

এভাবে সবার বিবেক একদিন জাগ্রত হবে ।
ইনশাআল্লাহ ❤️✅

09/08/2021

রাজধানীর উত্তরায় শিন-শিন জাপান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে করোনা রোগীর ছুরিকাঘাতে দুই নার্স আহত: যা দেখা গেলো সিসিটিভি ফুটেজে...

09/08/2021

কুমিল্লায় প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে গ্রাম্য ডাক্তারের চেম্বারে চাঁদাবাজি !

এক বুড়ি ময়মনসিংহের বাসে উঠেছে ! বাসে উঠেই সে হেল্পারকে বলল, ভালুকা আইলে আমারে কইয়েন !হেল্পার তাকে আশ্বস্ত করে বললোঃ ঠিক ...
08/08/2021

এক বুড়ি ময়মনসিংহের বাসে উঠেছে !
বাসে উঠেই সে হেল্পারকে বলল, ভালুকা আইলে আমারে কইয়েন !
হেল্পার তাকে আশ্বস্ত করে বললোঃ ঠিক আছে,ঠিক আছে। বাস চলতে শুরু করলো।
বুড়ি দুই মিনিট পরেই হেল্পারকে বললোঃ ভালুকা আইছে? হেল্পার উত্তরে ‘না’ বলল !
কিন্তু বুড়ি দুই মিনিট পর পর হেল্পারকে এই প্রশ্ন করতে লাগল! হেল্পার ও বাসের যাত্রীরা বিরক্ত হয়ে বুড়িকে ধমক দিল! বুড়ি তখন ভয়ে চুপ।
এদিকে বাস চলতে চলতে ভালুকা ছাড়িয়ে সামনের স্টপেজের মাঝামাঝি চলে এলো।
তখন হেল্পারের মনে পড়লো যে, বুড়িমা তো ভালুকার কথা বলে রেখেছিল!
বাসের সব যাত্রী তখন হেল্পারকে বকাঝকা করে বাস ঘোরাতে বললো।
তো বাস আবার ঘুরিয়ে ভালুকায় এলো।
হেল্পার বুড়িকে বললোঃ বুড়িমা, ভালুকা আসছে !
আপনে নামেন !
বুড়ি চোখ কুঁচকে জবাব দিলঃ নামমু কে?
আমি যাইয়াম মমিসিং (ময়মনসিংহ) ডাক্তার আমারে ডাহাত্তন (ঢাকা থেকে) একটা ট্যাবলেট খাওয়াইয়া কইছে ভালুকায় গিয়া আরেকটা খাইতে !
আমি এখন ট‍্যাবলেট খাইবাম! পানি দে !
😍😍😍
Collected

বাংলাদেশ জলসীমায় ভারতীয় জেলেদের মাছ চুরি, আটক ১৩অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় ভারতীয় একটি ট্রলারসহ ১৩ জেলেকে ...
08/08/2021

বাংলাদেশ জলসীমায় ভারতীয় জেলেদের মাছ চুরি, আটক ১৩

অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় ভারতীয় একটি ট্রলারসহ ১৩ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ সোনার বাংলা। শনিবার (৭ আগস্ট) রাতে টহল দেওয়ার সময় এফবি স্বর্ণতারা নামে ভারতীয় ট্রলারটি জেলেসহ আটক করে কোস্ট গার্ড।
আজ রোববার (৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক জানান, খুলনার মোংলা থেকে ১৯ দশমিক ৫ নটিক্যাল মাইল পশ্চিমে টহল দিচ্ছিল কোস্ট গার্ডের জাহাজ সোনার বাংলা। সেখানে অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মৎস্য আহরণ করছিল এফবি স্বর্ণতারা নামে একটি ভারতীয় ট্রলার। এ সময় ট্রলারটির গতি রোধ করে ১৩ জন ভারতীয়সহ ট্রলারটি আটক করা হয়। তাদের মোংলা থানায় হস্তান্তর করা হবে।
এদিকে, কোস্ট গার্ডের কঠোর অভিযান সত্বেও ভারতীয় জেলেরা বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ চুরি অব্যহত রেখেছে। অভিযোগ রয়েছে, প্রজনন মৌসুমে বাংলাদেশে যখন সাগরে মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়, দ্রুতগামী ট্রলার নিয়ে ভারতীয় জেলেরা এসে মাছ ধরে নিয়ে যায়। এর ফলে এ দেশীয় জেলেরা ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র: দৈনিক ইনকিলাব

 #গরম পানির উপকারীতাএকদল জাপানি চিকিৎসক নিশ্চিত করেছেন যে কয়েকটি স্বাস্থ্য সমস্যা সমাধানে গরম পানি ১০০% কার্যকরঃ০১. মাই...
08/08/2021

#গরম পানির উপকারীতা

একদল জাপানি চিকিৎসক নিশ্চিত করেছেন যে কয়েকটি স্বাস্থ্য সমস্যা সমাধানে গরম পানি ১০০% কার্যকরঃ
০১. মাইগ্রেন
০২. উচ্চ রক্তচাপ
০৩. নিম্ন রক্তচাপ
০৪. জয়েন্ট এর ব্যথা
০৫. হঠাৎ হৃৎস্পন্দন বৃদ্ধি এবং হ্রাস
০৭. কোলেস্টেরলের মাত্রা
০৮. কাশি
০৯. শারীরিক অস্বস্তি
১০. গাটের ব্যথা
১১. হাঁপানি
১২. কাশি
১৩. শিরায় বাধা
১৪. জরায়ু ও মূত্র সম্পর্কিত রোগ
১৫. পেটের সমস্যা
১৬. ক্ষুধার সমস্যা
১৭. মাথা ব্যথা

*কীভাবে গরম পানি পান করবেন?*
নিয়মিত রাত ১০-১১টার মধ্যে ঘুমিয়ে খুব সকালে ঘুম থেকে উঠে খালি পেটে প্রায় ২ গ্লাস গরম পানি পান করতে হবে, প্রথম দিকে ২ গ্লাস পানি পান করতে সক্ষম নাও হতে পারে কেউ তবে আস্তে আস্তে এটি করতে পারবে।

*বিঃদ্রঃ: গরম পানি পান করার পরে ৪৫ মিনিট কোনো কিছুই খাওয়া যাবে না।*

গরম পানি থেরাপি যুক্তি সঙ্গত সময়ের মধ্যে যে সমস্ত স্বাস্থ্য সমস্যাগুলির সমাধান করবে, নিম্নে তা উল্লেখ করা হলো : -

৩০ দিনের মধ্যে ডায়াবেটিস
৩০ দিনের মধ্যে রক্তচাপ
১০ দিনের মধ্যে পেটের সমস্যা
০৯ মাসের মধ্যে সমস্ত ধরণের ক্যান্সার
০৬ মাসের মধ্যে শিরার বাধার সমস্যা
১০ দিনের মধ্যে ক্ষুধা জাতীয় সমস্যা
১০ দিনের মধ্যে জরায়ু এবং এর সম্পর্কিত রোগগুলি
১০ দিনের মধ্যে নাক, কান এবং গলার সমস্যা
১৫ দিনের মধ্যে মহিলাদের সমস্যা
৩০ দিনের মধ্যে হৃদরোগ জাতীয় সমস্যা
০৩ দিনর মধ্যে মাথা ব্যাথা / মাইগ্রেন সমস্যা
০৪ মাসের মধ্যে কোলেস্টেরল সমস্যা
০৯ মাসের মধ্যে মৃগী এবং পক্ষাঘাত সমস্যা
০৪ মাসের মধ্যে হাঁপানি সমস্যা

*ঠান্ডা পানি পান করা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে! যদি অল্প বয়সে ঠাণ্ডা পানি প্রভাবিত না করে, তবে এটি বৃদ্ধ বয়সে ক্ষতি করবেই।*

*ঠান্ডা পানি হার্টের ৪টি শিরা বন্ধ করে দেয় এবং হার্ট অ্যাটাকের কারণ হয়। হার্ট অ্যাটাকের মূল কারণ হ'ল কোল্ড ড্রিঙ্কস।

*এটি লিভারেও সমস্যা তৈরি করে। এটি লিভারের সাথে ফ্যাট আটকে রাখে। লিভার ট্রান্সপ্ল্যান্টের অপেক্ষায় থাকা বেশিরভাগ মানুষ ঠান্ডা পানি পান করার কারণে এর শিকার হয়েছেন।

*ঠান্ডা পানি পেটের অভ্যন্তরীণ দেয়ালকে প্রভাবিত করে। এটি বৃহত অন্ত্রকে প্রভাবিত করে এবং ফলস্বরূপ ক্যান্সারে রুপ নেয়।

*দয়া করে এই তথ্যটি নিজের কাছে রাখবেন না কাউকে বলুন, এটি কারওর জীবন বাঁচাতে পারে।*

সংগ্রহ করা, জাপানি ডাঃ মেনসাহ-আসরে হতে।
কপিরাইট

08/08/2021

Adresse

6Avenue Ille De
Cergy-Pontoise
95300

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque ভাইরাল নিউজ publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à ভাইরাল নিউজ:

Vidéos

Partager


Autres Site web d’actualités à Cergy-Pontoise

Voir Toutes