Spice of Life with Asma

Spice of Life with Asma ❤️

16/06/2024

তাকে কখনো ক্ষমা করবো না, যার জন্য আমি খাবারের সামনে বসেও কাঁদতে হয়েছে আমাকে। 💔

02/05/2024

Alhamdulila it's raining 🌧

Tag ur area plz
Let's share happiness 😊

বাংলাদেশে আকাশেও দেখা মিলল গোলাপী চাঁদতারিখ : ২৪.৪.২০২৪
24/04/2024

বাংলাদেশে আকাশেও দেখা মিলল গোলাপী চাঁদ
তারিখ : ২৪.৪.২০২৪

আজ মানুষ খুব গরম অনুভব করছে, অনেকেই এসি ব্যবহার করছেন কিন্তু কতোদিন তারা AC এর সাহায্য নেবে, আজ পুরো বাংলাদেশে 300 কোটি ...
21/04/2024

আজ মানুষ খুব গরম অনুভব করছে, অনেকেই এসি ব্যবহার করছেন কিন্তু কতোদিন তারা AC এর সাহায্য নেবে, আজ পুরো বাংলাদেশে 300 কোটি গাছের প্রয়োজন। এটা তো সবে শুরু 45°C থেকে 49°C থেকে 55°C থেকে 60°C হতে বেশি সময় লাগবে না।

56°C হলে মানুষের বাঁচা মুশকিল হবে। আমাদের এখন থেকে চারা গাছ রোপন করতে হবে; কারণ একটি গাছ মোটামুটি বড়ো হতে পাঁচ থেকে সাত বছর সময় লাগে।

এখন বৃষ্টি আসতে চলেছে, অবশ্যই দুটি গাছ লাগাবেন সরকারের উপর সব ছেড়ে দেবেন না।

গাছই জীবন ❤️

19/04/2024

আল্লাহ জানতেন যে! মানুষটা আপনার জন্য খারাপ। কিন্তু আপনি এতো বেশী সংযুক্ত ছিলেন যে, তাকে ছেড়ে দিতে পারেন নি।তাই আল্লাহ আপনাকে তার দ্বারা কষ্ট পাওয়ার অনুভূতি দিয়েছেন! যাতে আপনি তাকে ছেড়ে দিন। আপনাকে শাস্তি দেওয়ার পরিবর্তে, আল্লাহ আপনাকে রক্ষা করেছেন। এবং এখন তিনি আপনাকে আরো ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন।ততক্ষণ ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন, অবশ্যই তিনি ভালো জানেন।

19/04/2024

Today is Friday!
May Allah accept all of our silent prayers and heal us from sadness. ❤️

আফসোস হয় জানো? তোমাকে যদি একটু কম ভালোবাসতাম?যদি তোমার জন্য মায়া আরেকটু কম কাজ করতো?যদি নিজের এই বিচ্ছিরি মন টা রে আরেকট...
18/04/2024

আফসোস হয় জানো? তোমাকে যদি একটু কম ভালোবাসতাম?যদি তোমার জন্য মায়া আরেকটু কম কাজ করতো?যদি নিজের এই বিচ্ছিরি মন টা রে আরেকটু সামলাইতে পারতাম?আর একটু সামলাইতে পারলেই কষ্ট একটু কম লাগতো বোধহয়!

কি একটা অবস্থা দেখো!ভালোবাসে দুজনেই,কিন্তু একজনের বেশি খারাপ লাগে!আরেকজন কষ্ট কে সহ্য করে নেয় হয়তো কিন্তু অন্যজন এতো পারেনা!তীব্র ভালোবাসায় তীব্র কষ্ট! এই কষ্ট যার,সেটা সে ছাড়া আর কেউ জানেনা!আর কেউ বুঝেনা!

তোমাকে যদি আরেকটু কম ভালোবাসতাম!

16/04/2024

In life, when you've lost everything, that means you have nothing else to lose. From Then, everything around you is available for you to gain.

15/04/2024

নিজেকে অনেক পরিবর্তন করতে হবে!
আবেগ কমাতে হবে! বাস্তবতা মেনে নিতে শিখতে হবে! আরো কম মিশতে হবে! কম কথা বলতে হবে, অল্প পরিচয়ে কাউকে বিশ্বাস করা যাবে না! আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো ধরনের আশা করা যাবে না!

সবাই বলে: আমি আছি, কিন্তু বিশ্বাস করুন, শেষ পর্যন্ত কেউ নেই!  কেউ না..!
12/04/2024

সবাই বলে: আমি আছি,
কিন্তু বিশ্বাস করুন,
শেষ পর্যন্ত কেউ নেই!
কেউ না..!

10/04/2024

সবার ঈদ আনন্দের হয় না, অনেকের ঈদ বিষন্নতায় কেটে যায়! 💔🥺

যা গরম পড়ছে, আমার ঘরেও একটা লাগাবো ভাবছি।
10/04/2024

যা গরম পড়ছে,
আমার ঘরেও একটা লাগাবো ভাবছি।

আপনি ভাবছেন আপনার উপার্জনে পরিবার চলছেতাই কখনো অহংকার করেন কখনো খোঁচা দেনঅথচ হতে পারে পরিবারের মানুষের রিযিক আপনার মাধ্য...
10/04/2024

আপনি ভাবছেন আপনার উপার্জনে পরিবার চলছে
তাই কখনো অহংকার করেন কখনো খোঁচা দেন
অথচ হতে পারে পরিবারের মানুষের রিযিক আপনার মাধ্যমে আসার কারণে আপনিও খাচ্ছেন
তাদের রিযিক শেষ হলে আপনিই অভাবে পড়ে যাবেন

09/04/2024
coffee date ******♥️
09/04/2024

coffee date ******♥️

09/04/2024

কত কষ্ট কত ধৈর্য্য..
তারপরও ঈদ এর আনন্দ হয় পরিবারের সাথে

Osoite

Helsinki

Nettisivu

Hälytykset

Tiedä ensimmäisenä ja anna meille oikeus lähettää sinulle sähköpostitse uutisia ja promootioita Spice of Life with Asma :ltä. Sähköpostiosoitettasi ei käytetä muihin tarkoituksiin, ja voit perua milloin tahansa.

Videot

Jaa

Kategoria