Straight Talks

Straight Talks Real Life Experience Is Priceless !
(1)

ফিনল্যান্ডে নাকি ভয়াবহ জব ক্রাইসিস 🙄অথচ ছবিতে যেই ছেলেটিকে দেখতেছে সে ঢাকার কামরাংগীরচরে বসে ফিনল্যান্ডের একটি সনামধন্য ...
28/03/2025

ফিনল্যান্ডে নাকি ভয়াবহ জব ক্রাইসিস 🙄
অথচ ছবিতে যেই ছেলেটিকে দেখতেছে সে ঢাকার কামরাংগীরচরে বসে ফিনল্যান্ডের একটি সনামধন্য আইটি কোম্পানীতে জব করছে গত ২ বছর যাবত, স্যালারি ফিনিশ স্টান্ডার্ডে পায় 🇫🇮👨‍💻
So, কাজ জানলে ভাতের অভাব হয় না 😊

🗳️
27/03/2025

🗳️

to whom it may concern.

অফিসে ফিনল্যান্ড ও ইটালি নিয়ে ফ্রি কন্সাল্টেন্সি চলছে 🇫🇮🇮🇹অফিসে বসার সুবাদে, বিদেশে যাওয়ার নিয়ে আমি আপনাদের অনেকের জীবনে...
26/03/2025

অফিসে ফিনল্যান্ড ও ইটালি নিয়ে ফ্রি কন্সাল্টেন্সি চলছে 🇫🇮🇮🇹
অফিসে বসার সুবাদে, বিদেশে যাওয়ার নিয়ে আমি আপনাদের অনেকের জীবনে ঘটে যাওয়া কত যে তিক্ত অভিজ্ঞতা শুনলাম তার হিসাব নেই, আপনাদের মধ্যে অনেকেই বিদেশ যাওয়ার নামে ৫০ লাখ টাকা পর্যন্ত ধরা খেয়েছেন, এইসব অভিজ্ঞতা নিয়ে যদি পডকাস্ট করা যেতো তাহলে শো মাস্ট ভাইরাল হতো, ইনশাআল্লাহ কোন এক সময় ঐ প্ল্যানও করবো ▪️

কালকে অফিসে থাকবো সেইম টাইম ১২টা - ৪টা ইনবক্সে এপয়েনমেন্ট নিয়ে আসতে পারেন ▪️▪️
25/03/2025

কালকে অফিসে থাকবো সেইম টাইম ১২টা - ৪টা
ইনবক্সে এপয়েনমেন্ট নিয়ে আসতে পারেন ▪️▪️

যারা নির্বাচন নির্বাচন করে তাদের আরেকবার জন্ম নিতে হবে এরকম একটা কিছু আয়োজন করার জন্য 😊
25/03/2025

যারা নির্বাচন নির্বাচন করে তাদের আরেকবার জন্ম নিতে হবে এরকম একটা কিছু আয়োজন করার জন্য 😊

ইনভেস্টমেন্ট সামিট দেশে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

(এডমিন)

25/03/2025

ভাই এবং বোনেরা, আপনারা যারা আসতেছেন দেশের বাইরে... আসেন, জানি বলেও লাভ হবে না, তাও বলি।

ভালো আর সোজা নিয়ত নিয়ে আসেন। কেউ আইসা ডেফার দিবেন, বা প্রেগ্নেন্ট হয়ে এসে ম্যাটারনিটি লিভ নিয়ে স্পাউজ চাকরি পেলে ডিপেন্ডেন্ট হয়ে গিয়ে আর পড়বেন না, কেউ বিশাল কলিজা নিয়ে লোন করে চলে এসে ৬ মাস না যাইতেই কান্নাকাটি, কেউ আবার শুধু হেলসিংকি তেই পড়তে এসে চাকরি করবেন।

ভাই, এটা তো আরেক দেশ, নিজের দেশে কিছুনা কিছু করে ফেলা যায়।

আপনাদের এসব উদ্ভট ডিসিশন আর বদ নিয়তের জন্যে অনেকেই সাফার করতেছি। সব কিছুতে কড়াকড়ি রুলজারি হইতেছে।

অনেক সুযোগ-সুবিধা নাকি বিলুপ্ত। সে হোক, কিন্তু আপনারা যারা এসব করে সুযোগ গুলা লিমিটেড করে দিতেছেন তারা পারলে নিজেদের চিন্তা ভাবনা পরিবর্তন করেন।

আর যারা সেল্ফ ডিপেন্ডেন্ট না, তাদের আসলে কম্ফোর্ট জোনের বাইরেই আসা উচিত না।

দেশের বাইরে আপনার ন্যাগিং শুনতে কেউ বসে নাই, তাই ডিসিশন নেন ১০ বার ভেবে আর কুনিয়তের বাইরে গিয়ে।

কারণ আপনাদের কারণে যখন সাফার করতে হয় তখন এটা প্রচন্ড বিরক্তির আর হতাশার কারণ হয়ে দাঁড়ায়

এতোদূরে যখন আসেনই, নূন্যতম কমনসেন্সটা দয়া করে দেশে ফেলে আইসেন না।

---- ফিনল্যান্ড থেকে একজন প্রবাসী 🇫🇮

যারা নির্বাচন নির্বাচন বলে চিল্লায়, ওরা ওদের ইহ জনমে এই কাজ টা করতে পারতো❓
24/03/2025

যারা নির্বাচন নির্বাচন বলে চিল্লায়, ওরা ওদের ইহ জনমে এই কাজ টা করতে পারতো❓

Starlink Internet speed at a Dhaka hotel today.

Shafiqul Alam

🇮🇹 ইতালিতে স্টুডেন্টস ভিসার জন্য ভার্সিটিতে এপ্লিকেশন সাবমিট করার পরবর্তী কাজ গুলো এবং এম্বাসি ফেইস করার পূর্বের কার্যক্...
24/03/2025

🇮🇹 ইতালিতে স্টুডেন্টস ভিসার জন্য ভার্সিটিতে এপ্লিকেশন সাবমিট করার পরবর্তী কাজ গুলো এবং এম্বাসি ফেইস করার পূর্বের কার্যক্রম গুলো কি কি এবং করনীয়❓

🌠 আপনারা যারা ইতোমধ্যে অফারলেটারের জন্য এপ্লিকেশন সাবমিট করেছেন আপনাদের কমপক্ষে ৪ সপ্তাহ লাগবে ভার্সিটি ডকুমেন্টস গুলো ইভুলুয়েশন করতে। এখানে ভার্সিটি ২ থেকে ৩ টি পর্যায়ে আপনার ডকুমেন্টস গুলো ইভুলুয়েশন করে থাকে। প্রথমে প্রাথমিক চেকিং,তারপর টিচার্স কমিটিতে পাঠানো হয় সেখানে আপনার ফাইলটি গ্রহনযোগ্য হলে সরাসরি তারা আপনাকে সাবজেক্ট অপার করে থাকে আবার যদি টিচার্স কমিটি মনে করে আপনার ইন্টারভিউ নিবে তাহলে তারা আপনাকে ইন্টারভিউয়ের জন্য তারিখ,সময় এবং লিংক পাঠিয়ে দিবে।

🌠 ইন্টারভিউ শেষে কিংবা ইভুলুয়েশন শেষে যদি তারা আপনাকে সাবজেক্ট অফার করে এবং আপনার ফাইনাল ডিসিশন জানাতে বলে এবং তারা নির্দিষ্ট সময় দিয়ে দিবে সেক্ষেত্রে আপনি অপার একসেপ্ট করে আপনার সিদ্ধান্ত জানাবেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ইমেল এবং স্টুডেন্টস এপ্লিকেশন পোর্টালে সবসময় খেয়াল রাখবেন। আপনি অপার একসেপ্ট করার পরবর্তীতে একটা পেমেন্ট করতে হয় সেটা হচ্ছে এনরোলমেন্ট পেমেন্ট সেটা বিভিন্ন এমাউন্টের হতে পারে ভার্সিটি অনুযায়ী আবার নাও হতে পারে। পেমেন্ট যদি হয় সেটা ২০০€ থেকে ৫০০€ কিংবা কম বেশী হতে পারে।

🌠 আপনি পেমেন্ট করার ১ সপ্তাহের মধ্যে পেমেন্ট আপডেট হতে পারে এবং ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে তারা আপনাকে সরাসরি অফারলেটার এবং বুকলেট পাঠাবে যেখানে বিস্তারিত বলা থাকবে আপনার পরবর্তীতে কার্যক্রম গুলো নিয়ে।

🌠 Pre- Enrollment করতে হবে সেটা অফারলেটারে নির্দিষ্ট সময় এবং লিংক দেওয়া থাকবে।

🌠 আপনার সার্টিফিকেট,ট্রান্সক্রিপ্ট এগুলো সত্যায়িত করতে হতে পারে যদি আগে করে না থাকেন আপনার নিজস্ব শিক্ষাবোর্ড, ফরেন মিনিস্টি এবং এডুকেশন মিনিস্টি থেকে।

🌠 আপনার উক্ত ডকুমেন্টস গুলো ইতালিয়ান ভাষায় টান্সলেট করে আবারও ফরেন মিনিস্টি,এডুকেশন মিনিস্টি থেকে সত্যায়িত করে সিমিয়া করতে পারেন।

🌠 ব্যাংক স্টেটমেন্ট ৬ মাসের এবং তার সাথে সাপোর্টিং লেটার গুলো নিতে হবে।

🌠 স্পন্সর লেটার লিখতে হবে এবং যে স্পন্সর হবে তার সাইন নিয়ে নিতে হবে।

🌠 হেলথ এন্ড ট্রাভেল ইন্সুরেন্স নিতে হবে। যে বীমা কোম্পানি গুলো ইতালিতে স্বীকৃত সেখান থেকে নিতে হবে।

🌠 Accommodation হোটেল/ফ্লাট/বাসা/ভার্সিটি থেকে কমপক্ষে ১২ মাসের লিগ্যাম কন্ট্রাক্ট নিতে হবে। অবশ্যই ভার্সিটি এরিয়াতে।

🌠 ভিসা আবেদন ফরম পূরন করে আপনি আপনার সকল ডকুমেন্টস সহ vfs global/Italian consulate অফিসে সাবমিট করবেন। একটা নির্দিষ্ট সময়ে এম্বাসি আপনাকে মেইল এবং কল করবে ইন্টারভিউগের জন্য।

▪️মনে রাখবেন অনেক সময় আপনার ইন্টারভিউ হতেও পারে আবার নাও হতে পারে এই বিষয়টি সম্পূর্ণভাবে এম্বাসির উপর নির্ভরশীল।

▪️বি.দ্রঃ কখনোই কোন ফেইক ডকুমেন্টস দেওয়ার চেষ্টা করবেন না এতে আপনার ভিসা পাওয়া দূরের কথা আপনাকে ব্লাকলিস্ট ও করে দিতে পারে।

▪️আরো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে পরবর্তীতে পোস্টে আলোচনা করবো। আপনাদের কোন তথ্য জানার থাকলে কমেন্টস কিংবা মেসেজের মাধ্যমে জানাতে পারেন।

শুভ কামনা সবাইকে

Straight Talks

24/03/2025

যারা বউ বাচ্চা সহ সহজে ইউরোপ যেতে চান তাদের জন্য সহজ সলুশন ফিনল্যান্ডের 🇫🇮 ফাউন্ডেশন প্রোগ্রাম, ব্যাচলরে ielts 5.5/duolingo 90 লাগবে, খরচ ৫+১৪+৫ = ২৪ লাখ
ব্যাংকে দেখাবেন ১৫ লাখ (১ জন)

24/03/2025

🔺তামিম ইকবাল বিষয়ে🔺

▪️খুব অল্প সময়ের ব্যবধানে দুটো হার্ট অ্যাটাক হয়েছে। একটা ম্যাসিভ ।
▪️লাইফ সাপোর্টে আছেন । চেষ্টা করা হচ্ছে এনজিওগ্রাম করে দ্রুত ব্লক/ব্লাড কোট অপসারণ করার । এটা খুব খুব অনিশ্চিত একটা প্রোসেস। বড় হাসপাতাল হলে বেটার হতো ।
▪️হেলিকপ্টার প্রায় শুরু থেকে রেডি রাখা হয়েছে । কিন্তু তামিমের শরীর ফ্লাই করার অবস্থায় নেই ।
▪️তামিমের পরিবারের সদস্যরা আছেন দেশের সেরা চিকিৎসকরা প্রক্রিয়ার সাথে ইনভলব আছেন ।

মহান আল্লাহ সহায় । তামিম নিজের পয়সায় যত জনের চিকিৎসা করিয়েছেন, তাদের উছিলায় হলেও তামিম ইকবাল ফিরে আসুন 🤲🏻

24/03/2025

আগেও ১০০ বার বলছি, আবারও বলি, লোন নিয়ে টাকা দেখালে ফিনল্যান্ড / ইটালি এম্বাসি কেউ ভিসা দিবে না 😊 তাই দুই দেশের জন্যই মিনিমাম ১৫ লাখ লিকুইড ফান্ড দেখাতে না পারলে আমার সাথে যোগাযোগ কইরেন না প্লিজ 🙌

23/03/2025

পানির অপচয় রোধ করুন 🇮🇹

ইটালিতে 🇮🇹 সহজে অফার লেটার পাওয়ার জন্য দ্রুত রেজিষ্ট্রেশন করে এই দুইটির যেকোন একটি সাবজেক্টে এপ্লাই করতে পারেন 👇🌠 Bachel...
23/03/2025

ইটালিতে 🇮🇹 সহজে অফার লেটার পাওয়ার জন্য দ্রুত রেজিষ্ট্রেশন করে এই দুইটির যেকোন একটি সাবজেক্টে এপ্লাই করতে পারেন 👇

🌠 Bachelor: Digital Economics and Business
(IELTS 5.5, GPA SSC & HSC min 4.00)
🌠 Masters: International Economics and Commerce (WITHOUT IELTS, only MOI, CGPA min 2.80)

🌠 স্টাডি গ্যাপ 3-4 year সমস্যা নাই (মাস্টার্সে)
🌠 Text your result, passing year, ielts score/moi through whatsapp +880 1977-500782

23/03/2025

এতো বিশাল আউটলেটের খরচ তো আপনার পকেট থেকেই নিবে
তাই, এইটাতে এতো রিয়েক্ট করে লাভ নাই, আড়ং এমনই 🤕

22/03/2025

ফিনল্যান্ডে মাস্টার্স প্রোগ্রামে ডিরেক্ট এপ্লিকেশন 🇫🇮 এন্ট্রান্স এক্সাম নাই
IELTS 6.5/TOEFL 92/PTE 62 ▪️স্টাডি গ্যাপ ইস্যু না▪️
🌠৬০০০ ইউরো পর্যন্ত স্কলারশিপ🌠
▪️ডেডলাইন ২৮.০৩.২৫▪️

Address

Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Straight Talks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Straight Talks:

Videos

Share