4way

4way ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহ হতে মনোনীত। আলহামদুলিল্লাহ আমি একজন মুসলমান।

" নিশ্চয়ই তোমার রব তোমার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন সুতরাং তুমি ভয় করো তোমার রব কে যার সাক্ষাৎ তুমি অচিরেই পাবে মৃত্যুর মাধ্যমে"

আওয়ামী লীগ সমাজে চোর লীগ নামে সার্টিফিকেট পেয়েছে যেই দলই ক্ষমতায় আসুক না কেন তারা যেন আওয়ামী লীগকে অনুসরণ করে শিক্ষা...
17/01/2025

আওয়ামী লীগ সমাজে চোর লীগ নামে সার্টিফিকেট পেয়েছে যেই দলই ক্ষমতায় আসুক না কেন তারা যেন আওয়ামী লীগকে অনুসরণ করে শিক্ষার জন্য, যেন অতীতে তারা আওয়ামী লীগের মতো না হয়ে যায়/চোর নওফেল সংবাদ সম্মেলনে অনেক কথা বলতো আজ দেখেন তার পরিণতি তার দুঃশাসনের মাত্রা কি ছিল!!

17/01/2025

পিনাকী একজন প্রকৃত দেশপ্রেমিক দেশকে নিয়ে ভাবে দেশকে নিয়ে চিন্তা করে বাংলাদেশের মানুষ পিনাকির চোখ দিয়ে যেন বাংলাদেশ টাকে দেখে তাহলে বাংলাদেশটা অনেক সুন্দর হবে

      আল্লাহু আকবার
17/01/2025


আল্লাহু আকবার

যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গাজায় ১১০ জনেরও বেশি ইসরায়েল নিহতরবিবার থেকে শুরু হতে যাওয়া যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর থেক...
17/01/2025

যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গাজায় ১১০ জনেরও বেশি ইসরায়েল নিহত
রবিবার থেকে শুরু হতে যাওয়া যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ২৮ জন শিশু এবং ৩১ জন নারী রয়েছে বলে ছিটমহলের নাগরিক প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুসারে।

রিপোর্ট অনুসারে, ইসরায়েলের মন্ত্রিসভা আজ গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের জন্য একটি বৈঠক ডাকবে বলে আশা করা হচ্ছে।

ইসরায়েলের দুই অতি-ডানপন্থী, অতি-জাতীয়তাবাদী সরকারের মন্ত্রী গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করা হলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করার হুমকি দিচ্ছেন।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, গাজায় প্রতিদিন আনুমানিক ১৫ জন শিশু যুদ্ধে আহত হচ্ছে বলে জানা গেছে যা তাদের জীবন বদলে দেওয়ার মতো প্রতিবন্ধকতা তৈরি করবে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৪৬,৭৮৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১০,৪৫৩ জন আহত হয়েছে। সেদিন হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে কমপক্ষে ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশিকে বন্দী করা হয়েছিল।

সম্পদ দেওয়া এবং নেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহসম্পদ দেওয়া এবং নেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ সুবহানাতায়ালা আল্লাহ মান...
16/01/2025

সম্পদ দেওয়া এবং নেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ
সম্পদ দেওয়া এবং নেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ সুবহানাতায়ালা আল্লাহ মানুষকে সম্পদ দিয়ে তাদেরকে দেখেন তাদের অবস্থান তারা এই সম্পদ দিয়ে সঠিক জায়গায় ব্যয় করে কিনা আর কিছু মানুষ দুনিয়াতে সম্পত্তি পেয়ে তারা মনে করে তারা স্বর্গেই বসবাস করছে অথচ আল্লাহ তাকে সম্পদ দিয়ে পরীক্ষা করছেন কাউকে সম্পত্তি দিয়ে লাঞ্ছনা-গঞ্চনার ভিতরে ডুবিয়ে রাখছেন আবার কেউ সম্পদ বারবার শুধু গণনা করছে আল্লাহ মানুষকে পৃথিবীতে নির্বাচিত করে কাকে আল্লাহ সম্পদ দেবেন!! কেউ সম্পদ পেয়ে খুব খুশি হয়ে যায় এবং খুশি হওয়াটাই স্বাভাবিক অথচ কাল কেয়ামতের ময়দানে সেই সম্পদ সঠিক জায়গায় ব্যয় করেছি কিনা তার জন্য তাকে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে /সম্পদের কারণে কত মানুষ সম্পর্ক নষ্ট করে ফেলছে একজন আরেকজনের সাথে, এই সম্পদের কারণে একজন আরেকজনের আমানতকে অস্বীকার করছে এই সম্পদের কারণেই মানুষ মানুষের থেকে পশুতে রূপান্তরিত হয়ে যাচ্ছে/
হে আল্লাহ তুমি এমন সম্পদ দিওনা যে সম্পদ আমাদের অমানুষে রূপান্তরিত করে ফেলে!! যে সম্পদের কারণে কালকে আমাদের কিয়ামতের ময়দানে লজ্জা লাঞ্ছনা-গঞ্ছনাতে আমাদেরকে মুখ ঢাকতে হবে!! হে আল্লাহ এমন সম্পদ দিবানা যে পৃথিবীতে আমাকে লাঞ্ছনা-গঞ্ছনা শিকার হতে হবে !!হে আল্লাহ আমাকে সেই সম্পদ দাও যে সম্পদ আমার নাজাতের কারণ হয়ে যাবে

16/01/2025

দেশবরেণ্য আলেম মুফতি কাজি ইব্রাহীমের ওপর হা'ম'লা!!!
দেশবরেণ্য আলেম ইসলামিক চিন্তাবিদ হাদিস গবেষক কাজী মুফতি ইব্রাহিম এর উপর হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি/
গত ১৫ই জানুয়ারি ২০২৫ অলিপুর মাঠ ওলিপুর মাদ্রাসা হিরাপুরে রামগঞ্জ থানার লক্ষ্মীপুর জেলা, মুফতি কাজী ইব্রাহিম সাহেবের রাতের মাহফিল উপস্থিত থাকার কথা ছিল এই কারণে হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে উপস্থিত ছিল উনার বক্তব্য শোনার জন্য আমিও সেই মাহফিলে গিয়েছিলাম উনার মূল্যবান বক্তব্য শোনার জন্য কিন্তু হঠাৎ করেই খবর আসলো ঢাকা থেকে যে ইব্রাহিম সাহেব আসতে পারবেন না কি কারণে তখন আমরা জানতে পারি নাই/ পরে যখন সংবাদ পেলাম বিশিষ্ট আলেম ইসলামের দায়ী কাজী ইব্রাহীম এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে তখন নিজেকে বোঝাতে পারছিলাম না যে এখনো বাংলাদেশে এরকম ন্যাক্কারজনক কাজ হচ্ছে আলেমদের উপরে!! ধিক্কার জানাই ওই সন্ত্রাস দলকে যারা উনার উপরে অন্যায় ভাবে হামলা করেছে এবং বাংলাদেশ পুলিশ এখনো যদি ঠিক না হয় তাহলে বুঝবো ৫ই আগস্টের থেকে তারা কোন শিক্ষা নেয়নি/
সাবধান করে দিচ্ছি আমরা আলেম সমাজের সাথে আছি আলেম সমাজকে অপমান অপদস্থ আমরা কখনোই মেনে নেব না যে কোন মূল্যেই হোক আমরা তা রেখে দিব /জনাব মুফতি কাজী ইব্রাহীম এর জন্য দোয়া করবেন আপনারা সবাই এবং উনাকে যেন হায়াতে তাইয়েবা দান করেন আমিন

وَّالنَّجۡمُ وَالشَّجَرُ يَسۡجُدٰنِ
15/01/2025

وَّالنَّجۡمُ وَالشَّجَرُ يَسۡجُدٰنِ

"সৃষ্টি আল্লাহর" অর্থে বোঝায় যে জগতে যা কিছু আছে, তা সবই মহান আল্লাহর সৃষ্টি। তিনি সকল কিছুর স্রষ্টা এবং পরিচালনাকারী।এ...
15/01/2025

"সৃষ্টি আল্লাহর" অর্থে বোঝায় যে জগতে যা কিছু আছে, তা সবই মহান আল্লাহর সৃষ্টি। তিনি সকল কিছুর স্রষ্টা এবং পরিচালনাকারী।

এই ধারণা ইসলামের মৌলিক বিশ্বাসের অংশ, যেখানে আল্লাহকে একমাত্র স্রষ্টা ও সর্বশক্তিমান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন:

"আল্লাহ প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন এবং তিনি প্রত্যেক কিছুর উপর কর্মসম্পন্নকারী।"
— (সূরা যুমার, আয়াত ৬২)

13/01/2025

সূরা নিসা 135
হে ঈমানদারগণ তোমরা আল্লাহর জন্য সত্যের সাক্ষী হয়ে দাঁড়াও

11/01/2025

Al-Quran 3:31

قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِى يُحْبِبْكُمُ ٱللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْۗ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

বলুন, ‘তোমরা যদি আল্লহকে ভালোবাস তবে আমাকে অনুসরণ কর [১], আল্লাহ্‌ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ্‌ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’

[১] ভালোবাসা একটি গোপন বিষয়। কারো প্রতি কারো ভালোবাসা আছে কি না, অল্প আছে কি বেশী আছে, তা জানার একমাত্র মাপকাঠি হল অবস্থা ও পারস্পরিক ব্যবহার দেখে অনুমান করা অথবা ভালোবাসার চিহ্ন ও লক্ষণাদি দেখে জেনে নেয়া। যারা আল্লাহ্‌কে ভালোবাসার দাবীদার এবং আল্লাহ্‌র ভালোবাসা পাওয়ার আকাঙ্খী, আলোচ্য আয়াতসমূহে আল্লাহ্ তা'আলা স্বীয় ভালোবাসার মাপকাঠি তাদের বলে দিয়েছেন। অর্থাৎ জগতে যদি কেউ আল্লাহ্‌র ভালোবাসার দাবী করে, তবে মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের কষ্টিপাথরে তা যাচাই করে দেখা অত্যাবশ্যকীয়। এতে আসল ও মেকী ধরা পড়বে। যার দাবী যতটুকু সত্য হবে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে ততটুকু যত্নবান হবে এবং তার শিক্ষার আলোকে পথের মশালরূপে গ্রহণ করবে। পক্ষান্তরে যার দাবী দুর্বল হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে তার দুর্বলতা সেই পরিমানে পরিলক্ষিত হবে। ভালোবাসা অনুসারে মানুষের হাশরও হবে। হাদীসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহ্‌র রাসূল! কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি এর জন্য কি তৈরী করেছ? লোকটি বলল, আমি এর জন্য তেমন সালাত, সাওম ও সাদকা করতে পারিনি, তবে আমি আল্লাহ্‌ ও তাঁর রাসূলকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাস।” [বুখারী ৬১৭১]

08/01/2025

সূরা আল আরাফ ১৯৯

আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোল সৎকাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহিলদের কাছ থেকে দূরে সরে থাকো

04/01/2025

সূরা আন নিসা ৭৪
"দুনিয়ার জীবনের সুখ সুবিধাকে যারা আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিতে পারে শুধু তারাই দিনের জন্য সংগ্রাম করার যোগ্য। আর দিনের পথে সংগ্রাম করে যারা শহীদ হয়ে যায়, যারা বিজয়ী হয় তাকে (তাদেরকে) আমি মহাপুরুষ্কার দান করব"

04/01/2025

sura MULK 19
اَوَلَمۡ یَرَوۡا اِلَی الطَّیۡرِ فَوۡقَہُمۡ صٰٓفّٰتٍ وَّیَقۡبِضۡنَ ؔۘؕ مَا یُمۡسِکُہُنَّ اِلَّا الرَّحۡمٰنُ ؕ اِنَّہٗ بِکُلِّ شَیۡءٍۭ بَصِیۡرٌ
তারা কি লক্ষ্য করে না তাদের উপরে পাখিদের প্রতি, যারা পাখা বিস্তার করে ও সংকুচিত করে? দয়াময় আল্লাহই তাদেরকে স্থির রাখেন। নিশ্চয় তিনি সবকিছুর সম্যক দ্রষ্টা।

01/01/2025

সূরা আন-নিসা ১৩৫
مَنۡ کَانَ یُرِیۡدُ ثَوَابَ الدُّنۡیَا فَعِنۡدَ اللّٰہِ ثَوَابُ الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ ؕ وَکَانَ اللّٰہُ سَمِیۡعًۢا بَصِیۡرًا
কেউ দুনিয়ার পুরস্কার চাইলে তবে (সে যেন জেনে নেয় যে) দুনিয়া ও আখেরাতের পুরস্কার আল্লাহর কাছেই রয়েছে । আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।

25/12/2024

সূরা কাহাফ ৪

وَّیُنۡذِرَ الَّذِیۡنَ قَالُوا اتَّخَذَ اللّٰہُ وَلَدًا ٭

আর সতর্ক করার জন্য তাদেরকে যারা বলে, আল্লাহ্ সন্তান গ্রহণ করেছেন

23/12/2024

আবু হুরায়রা (রা)থেকে বর্ণিত :রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুস্তি যুদ্ধে অন্যকে ধরাশায়ী করে শক্তিশালী নয় বরং শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যে রাগের সময় নিজকে সংযত রাখে। ( বোখারী, মুসলিম)

20/12/2024

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে ব্যক্তি সূরা আল-কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফেৎনা থেকে নিরাপদ থাকবে। [আবু দাউদ ৪৩২৩, আহমাদ ৬/৪৪৯]

Dirección

DHAKA
Madrid
1000

Teléfono

+8801886718988

Página web

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando 4way publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Contato La Empresa

Enviar un mensaje a 4way:

Videos

Compartir

Categoría