4way

4way ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহ হতে মনোনীত। আলহামদুলিল্লাহ আমি একজন মুসলমান।

" নিশ্চয়ই তোমার রব তোমার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন সুতরাং তুমি ভয় করো তোমার রব কে যার সাক্ষাৎ তুমি অচিরেই পাবে মৃত্যুর মাধ্যমে"

আল্লাহ সুবহানা তায়ালা মাটি দিয়েছেন আবার মাটিতে তৃণ উৎপন্ন করেছেন শাকসবজি লতাপাতা মানুষের জন্য  ও পশু পাখির জন্য আহারের...
07/02/2025

আল্লাহ সুবহানা তায়ালা মাটি দিয়েছেন আবার মাটিতে তৃণ উৎপন্ন করেছেন শাকসবজি লতাপাতা মানুষের জন্য ও পশু পাখির জন্য আহারের ব্যবস্থা করে দিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করছে সেই মহান আল্লাহর যিনি তার বান্দার উপর রহম করেন এবং ভালো ও মন্দর পথ দেখান।
আলহামদুলিল্লাহ

07/02/2025

সূরা তাগাবুন ১৫

اِنَّمَاۤ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ؕ وَاللّٰهُ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِي

তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো কেবল পরীক্ষা বিশেষ। আর আল্লাহর নিকটই মহান প্রতিদান।

06/02/2025

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক প্রতিষ্ঠানের নাম যে প্রতিষ্ঠানে যদি কোন সন্তান নাম লেখায় তাহলে অবশ্যই বলব যে তার পিতামাতাকে কখনো বৃদ্ধাশ্রমে বা সন্তানের হাতে মৃত্যুবরণ করতে হবে না/ কোরআনের আইন অনুশাসন আল্লাহ তাঁর রাসূলের সুন্নাহ তাদের হৃদয়ে মিশে যায় এই সংগঠনের মাধ্যমে সুতরাং শুভকামনা ও দোয়া রইল সংগঠনটির প্রতি

06/02/2025

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا هَلْ اَدُلُّكُمْ عَلٰي تِجَارَةٍ تُنْجِيْكُمْ مِّنْ عَذَابٍ اَلِيْمٍ

হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দেব, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে?

تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَتُجَاهِدُوْنَ فِيْ سَبِيْلِ اللّٰهِ بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ ؕ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۙ

তোমরা আল্লাহর প্রতি ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধন-সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে।

05/02/2025
03/02/2025

সূরা আল হাদিদ 3

هُوَ ٱلْأَوَّلُ وَٱلْءَاخِرُ وَٱلظَّٰهِرُ وَٱلْبَاطِنُۖ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ

তিনিই প্রথম ও শেষ; প্রকাশ্য (উপরে) ও গোপন (নিকটে) আর তিনি সবকিছু সম্পর্কে সম্যক অবগত ।

03/02/2025

হাত দিয়ে মাছ ধরা গ্রামবাংলার এক দারুণ মজার ও চ্যালেঞ্জিং অভ্যাস। একে অনেকেই "খোলসা ধরা" বা "খালি হাতে মাছ ধরা" বলে থাকে। সাধারণত বর্ষার সময়, যখন পুকুর, খাল, বা ডোবার পানি কমতে থাকে, তখন মাছরা কাদার নিচে আশ্রয় নেয়। এ সময় হাত দিয়ে মাছ ধরা সবচেয়ে কার্যকর হয়।

হাত দিয়ে মাছ ধরার কৌশল
উপযুক্ত স্থান নির্বাচন – কাদাযুক্ত পুকুরের কিনারা, ছোট জলাশয়, বা ধানের ক্ষেতের আশপাশে এই কৌশল ভালো কাজ করে।
শব্দ কম রাখা – বেশি আওয়াজ করলে মাছ সরে যেতে পারে, তাই শান্ত থেকে আস্তে আস্তে হাত ঢুকানো হয়।
কাদার নিচে হাত ঢোকানো – কাঁদার নিচে মাছ লুকিয়ে থাকে, তাই হাত দিয়ে আলতোভাবে খুঁজতে হয়।
মাছের অবস্থান বোঝা – হাতের স্পর্শে বোঝার চেষ্টা করতে হয়, বিশেষ করে বোয়াল, শিং, মাগুরের মতো মাছ গর্তে লুকিয়ে থাকে।
মাছ ধরার মুহূর্ত – একবার মাছের অবস্থান বুঝতে পারলেই দ্রুত হাতে ধরে ফেলতে হয়, না হলে মাছ ফসকে যেতে পারে।
সাবধানতা অবলম্বন – কিছু মাছের কাঁটা থাকে (যেমন শিং, মাগুর), তাই সাবধানে ধরতে হয়।
কোন মাছ বেশি ধরা যায়?
শিং, মাগুর, বোয়াল, কৈ, পুঁটি, গজার, টাকি—এই ধরনের মাছ সাধারণত কাদার নিচে লুকিয়ে থাকে।
হাত দিয়ে মাছ ধরার মজাই আলাদা!
এই পদ্ধতিতে মাছ ধরা অনেক আনন্দের, কারণ এখানে সরাসরি অনুভূতি ও দ্রুত প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ। অনেক গ্রামেই বন্ধুরা মিলে দল বেঁধে মাছ ধরতে যায়, এবং সেটাই এক ধরণের প্রতিযোগিতার মতো হয়ে ওঠে!

তুমি কি কখনো হাত দিয়ে মাছ ধরার অভিজ্ঞতা নিয়েছ? কোন মাছ ধরতে সবচেয়ে বেশি মজা লেগেছে? 🐟😃

03/02/2025

হাত দিয়ে মাছ ধরা গ্রামবাংলার এক দারুণ মজার ও চ্যালেঞ্জিং ত দিয়ে মাছ ধরা গ্রামবাংলার এক দারুণ মজার ও চ্যালেঞ্জিং অভ্যাস। একে অনেকেই "খোলসা ধরা" বা "খালি হাতে মাছ ধরা" বলে থাকে। সাধারণত বর্ষার সময়, যখন পুকুর, খাল, বা ডোবার পানি কমতে থাকে, তখন মাছরা কাদার নিচে আশ্রয় নেয়। এ সময় হাত দিয়ে মাছ ধরা সবচেয়ে কার্যকর হয়।

হাত দিয়ে মাছ ধরার কৌশল
উপযুক্ত স্থান নির্বাচন – কাদাযুক্ত পুকুরের কিনারা, ছোট জলাশয়, বা ধানের ক্ষেতের আশপাশে এই কৌশল ভালো কাজ করে।
শব্দ কম রাখা – বেশি আওয়াজ করলে মাছ সরে যেতে পারে, তাই শান্ত থেকে আস্তে আস্তে হাত ঢুকানো হয়।
কাদার নিচে হাত ঢোকানো – কাঁদার নিচে মাছ লুকিয়ে থাকে, তাই হাত দিয়ে আলতোভাবে খুঁজতে হয়।
মাছের অবস্থান বোঝা – হাতের স্পর্শে বোঝার চেষ্টা করতে হয়, বিশেষ করে বোয়াল, শিং, মাগুরের মতো মাছ গর্তে লুকিয়ে থাকে।
মাছ ধরার মুহূর্ত – একবার মাছের অবস্থান বুঝতে পারলেই দ্রুত হাতে ধরে ফেলতে হয়, না হলে মাছ ফসকে যেতে পারে।
সাবধানতা অবলম্বন – কিছু মাছের কাঁটা থাকে (যেমন শিং, মাগুর), তাই সাবধানে ধরতে হয়।
কোন মাছ বেশি ধরা যায়?
শিং, মাগুর, বোয়াল, কৈ, পুঁটি, গজার, টাকি—এই ধরনের মাছ সাধারণত কাদার নিচে লুকিয়ে থাকে।
হাত দিয়ে মাছ ধরার মজাই আলাদা!
এই পদ্ধতিতে মাছ ধরা অনেক আনন্দের, কারণ এখানে সরাসরি অনুভূতি ও দ্রুত প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ। অনেক গ্রামেই বন্ধুরা মিলে দল বেঁধে মাছ ধরতে যায়, এবং সেটাই এক ধরণের প্রতিযোগিতার মতো হয়ে ওঠে!

তুমি কি কখনো হাত দিয়ে মাছ ধরার অভিজ্ঞতা নিয়েছ? কোন মাছ ধরতে সবচেয়ে বেশি মজা লেগেছে? 🐟😃

03/02/2025

হে আল্লাহ! আমাদের থেকে জীবিত এবং মৃত, উপস্থিত কিংবা অনুপস্থিত, ছোট এবং বড়, পুরুষ কিংবা নারী, সবাইকে ক্ষমা করে দাও। হে আল্লাহ আমাদের থেকে যাদেরকে জীবিত রেখেছেন ইসলামের উপর এবং যাদেরকে মৃত্যু দান করেছেন ঈমানের সঙ্গেই মৃত্যুদান করুন। আমিন।

01/02/2025

أَقِمِ ٱلصَّلَوٰةَ لِدُلُوكِ ٱلشَّمْسِ إِلَىٰ غَسَقِ ٱلَّيْلِ وَقُرْءَانَ ٱلْفَجْرِۖ إِنَّ قُرْءَانَ ٱلْفَجْرِ كَانَ مَشْهُودًا

নামায কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত এবং ফজরে কুরআন পড়ারও ব্যবস্থা করো। কারণ ফজরের কুরআন পাঠ পরিলক্ষিত হয়ে থাকে

01/02/2025

31/01/2025

31/01/2025
31/01/2025

وَوَصَّيْنَا ٱلْإِنسَٰنَ بِوَٰلِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُۥ وَهْنًا عَلَىٰ وَهْنٍ وَفِصَٰلُهُۥ فِى عَامَيْنِ أَنِ ٱشْكُرْ لِى وَلِوَٰلِدَيْكَ إِلَىَّ ٱلْمَصِيرُ

আর আমরা মানুষকে তার পিতা-মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভ ধারণ করে, আর তার দুধ ছাড়ানো হয় দু'বছরে। কাজেই আমার প্রতি ও তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও [১]। ফিরে আসা তো আমারই কাছে।

[১] এখানে যখন পিতা-মাতার প্রতি কর্তব্য পালন এবং তাদের কৃতজ্ঞতা স্বীকারের নির্দেশ প্ৰদান করা হয়েছে, তখন এর হেকমত ও অন্তর্নিহিত রহস্য এই বর্ণনা করেছেন যে, তার মা ধরাধামে তার আবির্ভাব ও অস্তিত্ব বজায় রাখার ক্ষেত্রে অসাধারণ ত্যাগ স্বীকার ও অবর্ণনীয় দুঃখ-কষ্ট বরদাশত করেছেন। নয় মাস কাল উদরে ধারণ করে তার রক্ষণাবেক্ষণ করেছেন এবং এ কারণে ক্রমবর্ধমান দুঃখ-কষ্ট বরদাশত করেছেন। আবার ভূমিষ্ট হওয়ার পরও দু’বছর পর্যন্ত স্তন্যদানের কঠিন ঝামেলা পোহাতে হয়েছে। যাতে দিন-রাত মাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। ফলে তার দুর্বলতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। আর সন্তানের লালন-পালন করার ক্ষেত্রে মাকেই যেহেতু অধিক ঝুঁকি-ঝামেলা বহন করতে হয়, সেজন্য শরীয়তে মায়ের স্থান ও অধিকার পিতার অগ্রে রাখা হয়েছে। যদি পিতা-মাতার কৃতজ্ঞতা প্রকাশ করা না হয় তাতে আল্লাহরাও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় না। হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে কেউ মানুষের কাছে কৃতজ্ঞ হয় না সে আল্লাহর কাছেও কৃতজ্ঞ হতে পারে না।’ [আবুদাউদ ৪৮১১, তিরমিয়ী ১৯৫৪, মুসনাদে আহমাদ ২/২৯৫]s

28/01/2025

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কিতাবে একটি সূরা আছে, যার আয়াত তো মাত্র ত্রিশটি কিন্তু কিয়ামতের দিন এই সূরা একেক ব্যক্তির পক্ষে সুপরিশ করবে এবং তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাখিল করবে; সেটা সূরা মুলক। [আদু দাউদ ১৪০০, তিরমিযী ২৮৯১, নাসাঈ, আল-কুবরা ৭১০, ইবন মাজাহ ৩৭৮৬, মুসনাদে আহমাদ ২/২৯৯, ৩২১]

27/01/2025

﴿ فَلۡيُقَاتِلۡ فِىۡ سَبِيۡلِ اللّٰهِ الَّذِيۡنَ يَشۡرُوۡنَ الۡحَيٰوةَ الدُّنۡيَا بِالۡاٰخِرَةِ‌ؕ وَمَنۡ يُّقَاتِلۡ فِىۡ سَبِيۡلِ اللّٰهِ فَيُقۡتَلۡ اَوۡ يَغۡلِبۡ فَسَوۡفَ نُؤۡتِيۡهِ اَجۡرًا عَظِيۡمًا﴾

সূরা নিসা ৭৪
দুনিয়ার জীবনের সুখ-সুবিধাকে যারা আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিতে পারে শুধু তারই দ্বীনের জন্য সংগ্রাম করার যোগ্য; আর দ্বীনের পথে সংগ্রাম করে যারা শহীদ হয়ে যায় অথবা যারা বিজয়ী হয় তাকে (তাদেরকে) অচিরেই আমি মহাপুরুষ্কার দান করব

27/01/2025

ইলিয়াস হাজরি (Ilyas Hajri) একটি পরিচিত নাম, বিশেষ করে ইসলামিক তিলাওয়াত এবং ইসলামী শিক্ষা ক্ষেত্রে। যদিও তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য সীমিত, তিনি সাধারণত তাঁর হৃদয়স্পর্শী কুরআন তিলাওয়াত এবং ইসলামী আলোচনা জন্য পরিচিত। ইলিয়াস হাজরি মূলত তাঁর সুরেলা কণ্ঠ এবং তিলাওয়াতের গভীর খুশু ও অনুভূতির জন্য মুসলিমদের মধ্যে প্রশংসিত।

সম্ভাব্য দিক:
কুরআনের প্রতি ভালোবাসা:
ইলিয়াস হাজরি সম্ভবত একজন ক্বারী বা ইসলামী স্কলার যিনি কুরআনের তিলাওয়াত এবং এর অর্থ বোঝাতে বিশেষভাবে নিবেদিত।

ইসলামী দাওয়াহ:
তিনি ইসলামের মূল বার্তা ছড়িয়ে দিতে এবং মুসলিমদের ইসলামী জ্ঞান বাড়াতে কাজ করেছেন। তাঁর আলোচনাগুলো অনেককে অনুপ্রাণিত করে।
إلياس حجري (Ilyas Hajri) هو قارئ مميز للقرآن الكريم وأحد الشيوخ الذين
اشتهروا بتلاواتهم العذبة والخاشعة. يتميز صوته بأسلوب خاص يحمل في طياته خشوعًا ورقةً، مما يجعل تلاواته مؤثرة بشكل كبير على المستمعين.

أبرز ما يُعرف عن إلياس حجري:
التلاوة والخشوع:
يتمتع الشيخ إلياس حجري بأسلوب مميز في قراءة القرآن الكريم، حيث يُظهر اهتمامًا كبيرًا بأحكام التجويد ومعاني الآيات. تلاواته تترك أثرًا عميقًا في النفوس، ويُقال إنها تلهم الكثيرين على التدبر والخشوع.

المشاركات في المناسبات الدينية:
يُشارك الشيخ في صلاة التراويح وفي المناسبات الإسلامية المختلفة، حيث يؤدي التلاوات أمام حشود من المصلين، سواء في المساجد المحلية أو في أماكن أكبر.

الانتشار عبر الوسائط الرقمية:
نُشرت العديد من تسجيلات الشيخ إلياس حجري على منصات مثل يوتيوب وصفحات التواصل الاجتماعي، مما ساعده على الوصول إلى جمهور واسع حول العالم.

إذا كنت تريد معرفة المزيد:
إذا كنت تبحث عن تسجيلات معينة للشيخ إلياس حجري أو معلومات إضافية عن حياته ومسيرته، يمكنك توضيح ذلك، وسأساعدك بكل سرور.

Address

DHAKA
Dhaka
1000

Telephone

+8801886718988

Website

Alerts

Be the first to know and let us send you an email when 4way posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 4way:

Videos

Share

Category