
13/01/2025
আল্লাহ জানে কি হবে। গ্লোবাল এটাক
আমেরিকার এক রাজ্যে আগুনে সব পুড়ে ছারখার আবার অন্য দিকে ৭টি রাজ্যে বরফের তুফান। সুপার পাওয়ার আমার ফুট।চার দিনেও নাকি পুরাপুরি আগুন নেভাতে পারে নাই।আমেরিকায় আনুমানিক ২ লক্ষ লোক হোমলেস।১৯ হাজার ঘর পুড়ে শেষ। আগুনে আমেরিকার ১০ জনের মৃত্যু আর বরফে ৫ জন।৬ কোটি লোক বরফের তুফানে বেহাল অবস্থা ।বলা হচ্ছে বিগত ১০ বসরেও এমন বরফের তুফান আমেরিকা চোখে দেখে নাই।
এবার সৌদি আরবে বন্যা,মক্কা, রিয়াদ সহ আরো অনেক শহরে।
চীনে HMP virus তো আছেই ,আবার ৭ জানুয়ারী ভূমিকম্পে অন্তত পক্ষে ১২৬ জন মারা গেছে।শোনা যাচছে virus এ অলরেডি হাজার মানুষ ইনফেক্টেড।
উত্তর ভারত অচল হয়ে আছে ঘন কুয়াশায় এখন পর্যন্ত ৩০ অথবা আরো বেশি লোক ঠান্ডায় মারা গেছে।