Mishore Ghorkonna-মিশরে ঘরকন্না

Mishore Ghorkonna-মিশরে ঘরকন্না Assalamu Alaikum.
(4)

"অতি চালাকের গলায় দড়ি"এই তো সেদিন,  রান্না করতে একদমই ইচ্ছে করছিলো না। ভাবলাম সহজভাবে ঝটপট কিছু ভর্তা বানিয়ে ফেলি,সময়ও ক...
17/10/2024

"অতি চালাকের গলায় দড়ি"

এই তো সেদিন, রান্না করতে একদমই ইচ্ছে করছিলো না। ভাবলাম সহজভাবে ঝটপট কিছু ভর্তা বানিয়ে ফেলি,সময়ও কম লাগবে। পাশের বাসার ভাবি গরুর গোস্ত রান্না করে, রাতের খাবার খেয়ে এখন শুয়েও পড়েছে।
আর আমার এখনও আলু ভর্তা করা বাকি।

ভর্তায় এতো টাইম লাগে ক্যারে ভাই!?😒

11/10/2024

ঘরে থাকা উপকরণ দিয়ে ইন্ডিয়ান হায়দ্রাবাদী দম বিরিয়ানি ইন্ডিয়ানদের স্টাইলে অথেনটিক রেসিপি।

অনেক অনেক বছর আগের কথা। নানু বাড়িতে আমি,আমার খালাতো বোনেরাসহ সবাই আছি। মা বানারীপাড়া থেকে রসমালাই এনেছিলো সবার জন্য। সমস...
21/11/2023

অনেক অনেক বছর আগের কথা। নানু বাড়িতে আমি,আমার খালাতো বোনেরাসহ সবাই আছি। মা বানারীপাড়া থেকে রসমালাই এনেছিলো সবার জন্য। সমস্যা বাধলো পরিমাণ নিয়ে। রসমালাইয়ের মিষ্টির চাইতে আমাদের সবার মাথার সংখ্যা বেশি। মাথাপিছু টেনেটুনে ৪/৫ খানা পড়ে এরকম হয়েছিলো পরিমানটা।
একেকজনকে বাটিতে দেওয়া হলো সমানভাগে। বয়স কম কিন্তু ভাগের হিসেবে কেউ কাউকে ছারবার নয়। একদম পই পই করে হিসেব করা হলো কার বাটিতে কয়টা গেলো।

কথা ওটা নয়, কথা হচ্ছে আজকের এই রসমালাইয়ের স্বাদ সেই চিরচেনা মধুর স্মৃতি মনে করিয়ে দিলো। সেই পুরোনো স্বাদ ফিরে পেলাম আজকে।
ধন্যবাদ ভাবি রকমারি খাবার এতো সুন্দর করে আদর যত্নে খাবার বানানোর জন্য। 🤍

নীলের পুটি। রুপকথার চাইতেও রহস্যময় আমাদের জীবন।  কিছুবছর আগেও বইয়ে পড়েছি " মিশরের মানবজাতির বিকাশের অন্যতম ভুমিকা পালন ক...
17/11/2023

নীলের পুটি।
রুপকথার চাইতেও রহস্যময় আমাদের জীবন।

কিছুবছর আগেও বইয়ে পড়েছি " মিশরের মানবজাতির বিকাশের অন্যতম ভুমিকা পালন করে নীলনদ। স্ফিংক্স, ক্লিওপেট্রা, পিরামিড ইত্যাদি ইত্যাদি ইত্যাদি সম্মন্ধে।

কে জানতো কিছু বছর পের হতে না হতেই সেই নীলের মাছের স্বাদ আমার ভাগ্যেও জুটবে! চোখ বন্ধ করে চলে যাই আমার সেই ক্লাশে যেখানে স্যার পড়াচ্ছে মিশরের ইতিহাস আর চোখ খুলে দেখি আমি ইতিহাসের মাঝে দাঁড়িয়ে।

20/10/2023

সিংহের খাচায় ঢুকবো খাবার দেওয়ার জন্য জীবনের কি মায়া নাই!

আড়াই কোটি টাকা খরচ করে রবিবার সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লো শেহজাদা ও তার বাবা সূলেমান টাইটানের উদ্দেশ্যে। গন্ত...
23/06/2023

আড়াই কোটি টাকা খরচ করে

রবিবার সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লো শেহজাদা ও তার বাবা সূলেমান টাইটানের উদ্দেশ্যে। গন্তব্যস্থলে এসে মিলিত হলো আরো ৩ জনের সাথে। তারমধ্যে একজন পাইলট যিনি কিনা সাবমার্সিবলটি পরিচালনা করবেন। ওহ্ হ্যাঁ, তারা সবাই যাচ্ছে ইতিহাসের খোজে টাইটানিক দেখতে।

চালু করার পূর্বে সব ভালোভাবে চেক করে নিয়েছে পাইলট। ৯৬ ঘন্টার অক্সিজেন নিয়ে বেরিয়ে পড়লো ঔশনগেটের টাইটান সাবমার্সিবল।

কিন্তু বিপত্তি ঘটলো ১ ঘন্টা ৪৫ মিনিট পরেই। যোগাযোগ বন্ধ হয়ে গেলো টাইটানের। উপরের কর্তৃপক্ষ কোনোভাবেই ট্রাক করতে পারছিলেন না টাইটান'কে।
এভাবে হাজার ট্রাই করার পরে সবাই বেরিয়ে পড়লো টাইটানের খোজে। আমেরিকা, কানাডা সহ কিছু দেশ তাদের নেভি সহ আরো কিছু সংস্থা নিয়োগ করলো টাইটান খুজতে। দিন যতো যাচ্ছে,সময় ফুড়াচ্ছে সাথে অক্সিজেন ও।

এভাবে খুজতে খুজতে হঠাৎ বৃহস্পতিবার সকালে কিছু একটার শব্দ শুনতে পেলো সমুদ্রের গভীর থেকে। সেই শব্দ উদ্দেশ্য করে যাওয়া হলো।

প্রায় ১২০০০ ফুট গভীরে যেখানে টাইটানিকের ধ্বংসাবশেষ পড়ে আছে তার কিছুটা দূরেই টুকরো টুকরো টাইটানের দেখা মিললো।
বিজ্ঞানিদের ধারণা সমুদ্রের গভীরে পানির চাপ হাজারগুন বেশি হওয়ায় টাইটান বেশিক্ষণ চাপ সহ্য করতে পারেনি। অবশেষে দুমরে মুচড়ে গিয়েছে টাইটান।
না হদিস মিলেনি ৫ টি প্রাণের কারো। ধারণা করা হচ্ছে তারা মিশে গেছে আটলান্টিকের বুকে।

ইতিহাস খুজতে গিয়ে ইতিহাস হয়ে যাওয়ার ব্যাপারটা!

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে যারা কচুগাছ, লাউশাক, গাছের পাতা খাওয়ার জন্য বাকুল হয়ে পড়তা আর আমরা হাবাইত্তা বলে ডাকতাম ...
18/06/2023

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে যারা কচুগাছ, লাউশাক, গাছের পাতা খাওয়ার জন্য বাকুল হয়ে পড়তা আর আমরা হাবাইত্তা বলে ডাকতাম তারা প্লিজ ক্ষমা করে দিও এই বড় হাবাইত্তারে।

বিদেশের মাটতে এই লতাপাতা হচ্ছে যক্ষের ধন।

ছবিতে যে সুন্দরী রমণীকে দেখতে পাচ্ছেন, তিনি বেঁচে ছিলেন আজ থেকে প্রায় ১৭০০ বছর আগের মিশরে! তার মমির চিত্রকর্ম থেকে আধুনি...
15/06/2023

ছবিতে যে সুন্দরী রমণীকে দেখতে পাচ্ছেন, তিনি বেঁচে ছিলেন আজ থেকে প্রায় ১৭০০ বছর আগের মিশরে! তার মমির চিত্রকর্ম থেকে আধুনিক এই চিত্র তৈরি করা হয়েছে।

25/05/2023

মিশরের মানুষ অনেকটা আনন্দপ্রিয়। গানবাজনা এখানকার সর্বত্র বিরাজমান। প্রায় প্রতিটি গাড়িতে থাকে সাউন্ড সিস্টেম আর তাতে বাজতে শুনা যায় মিশরীয় গান। তাদের রয়েছে নানান ধরনের নিজস্ব আঞ্চলিক রিতি উৎসব পালন করার। তার মধ্যে এটি একটি। সমাবেশের মাঝে বসে বাদ্যকর বাদ্য বাজায় আর চারিদিকের দর্শকেরা নিজেদের মতো আনন্দে মেতে ওঠে।
#حديقت حيوان الايسكندريت #মিশর #মিশরেঘরকন্না

21/04/2023

আলহামদুলিল্লাহ! প্রথমবার মসজিদে নামাজ পড়ার অভিজ্ঞতা দারুন ছিলো আর ইজিপ্টে কেউ ঈদের দিন শুয়ে ঘুমিয়ে কাটায়না যারা মুসলিম। আমাদের বছরের খুশির দিন'তো দুইটা ঈদ,আল্লাহর রহমত নিয়ে আসে। যে যেভাবে পারুন নিজের আত্মাকে প্রশান্তি দিন ঈদের আনন্দের মাধ্যমে।

09/04/2023

বিদেশে থেকেও যদি দেশি ভাইব নিতে চান তাহলে তার জন্য মিশর/Egypt পার্ফেক্ট। মানুষের অভাব নেই,দর্শনীয় স্থানের অভাব নেই আর খাবার ও অনেক টেস্টি এবং লোভনীয়।

িশরেঘরকন্না #মিশর

Address

Alexandria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mishore Ghorkonna-মিশরে ঘরকন্না posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mishore Ghorkonna-মিশরে ঘরকন্না:

Videos

Share

Category