Shahin Ahmod

Shahin Ahmod Assalamulaikum, welcome to my page!

সবাইকে ঈদ মোবারক! 🎉🤗❤️ছবি: প্রিয় নবীর রওজা শরীফ, মদিনা
09/04/2024

সবাইকে ঈদ মোবারক! 🎉🤗❤️

ছবি: প্রিয় নবীর রওজা শরীফ, মদিনা

19/09/2023

"আমি নারী বিদ্বেষী নই" - তানজিম হাসান সাকিব | সাকিবের পোস্ট নিয়ে বিসিবি বক্তব্য

Assalamu Alaikum everyone,Today, we're diving into a thought-provoking topic that concerns many of us: Where can your ca...
14/09/2023

Assalamu Alaikum everyone,
Today, we're diving into a thought-provoking topic that concerns many of us: Where can your career be more successful? Is it here in Bangladesh 🇧🇩 or outside in the wider world ✈️🌍?

In the pursuit of career success, the choice between staying in Bangladesh or exploring international opportunities can be a pivotal decision.

Join us in this thought-provoking video as we delve into the factors that can shape your career journey.

We'll discuss the unique advantages and challenges of both options, providing real-life examples and expert insights. Whether you're a student 🎓 planning your future or a professional 💼 seeking new horizons, this video is your guide to making informed career decisions. 🙏💚

Please check the first comment to get the video link.👇

সাকসেসফুল ক্যারিয়ার নিয়ে আমরা দুটি ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা প্রথম ভিডিওতে বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ারের সম...
11/09/2023

সাকসেসফুল ক্যারিয়ার নিয়ে আমরা দুটি ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা প্রথম ভিডিওতে বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ারের সমস্যা ও দ্বিতীয় ভিডিওতে সমাধান নিয়ে কথা বলেছি।

🥲 প্রথম পাঠে, আমরা সাধারণভাবে দেখতে পাচ্ছি যে, বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টরা ক্যারিয়ার সম্পর্কে সচেতন নয়, তাদের বাস্তব অভিজ্ঞতার অনেক অভাব আছে।

🤔 বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা সমাপ্ত হওয়ার পরে তারা কি করবে বা কোন পেশা বেচে নিবে তা তারা অবগত নয়। কেন তাদের মধ্যে কেউ পড়াশোনা শেষ করে চাকরি পায় আবার কেউ চাকরি পায় না? আমরা এই প্রশ্নের সমাধান নিয়ে তিনটি গ্রুপে বিভক্ত করেছি:

🔴 প্রথম ও দ্বিতীয় গ্রুপ: যারা পড়াশোনা ও BCS নিয়ে ব্যাস্ত থাকে, তারা পড়াশোনা শেষ করে চাকরি পাওয়ার জন্য অনেক কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের মধ্যে কিছু সংখ্যক লোকের BCS বা অন্যান্য Government Job অথবা Private Job হয় কিন্তু বেশির ভাগ স্টুডেন্ট/ গ্রাজুয়েট সাথে সাথে চাকরি পায় না।

✅ তৃতীয় গ্রুপ: যারা পড়াশোনা করার পাশাপাশি পার্ট টাইম বা ফুলটাইম চাকরি করার ফলে স্নাতক বা পরবর্তী শিক্ষা শেষ করে, তাদের চাকরির অফার পেতে কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় না। এই গ্রুপের ছাত্র-ছাত্রীদের জন্য আমরা একাধিক উদাহরণ দিয়েছি, যা তাদের চাকরি জীবনে সফলতা অর্জনে সাহায্য করে থাকে।

✅ আমাদের দ্বিতীয় পাঠে, আমরা এই তৃতীয় গ্রুপের ছাত্র-ছাত্রীদের চাকরি পাওয়ার সফলতা নিয়ে আলোচনা করেছি। এছাড়াও, আমরা সকল স্টুডেন্টকে উৎসাহ দিচ্ছি তারা যেন ইউনিভার্সিটিতে থাকা অবস্তায় তাদের ক্যারিয়ার নিয়ে পরিষ্কার ধারনা রাখে -
🟢 যে তারা কোন ধরনের পেশা বেচে নিবে বা ঐ পেশার মার্কেটের অবস্থা কি?
🟢 ঐ পেশায় যাওয়ার জন্য তাদের কি ধরনের যোগ্যতা লাগবে?
🟢 বর্তমানে তাদের কি ধরনের দক্ষতা আছে?

✅ এই সমস্যা সমাধানের জন্য আমরা সকল স্টুডেন্টকে কৌশলগত পরামর্শ দিয়েছি পাশাপাশি এর বিস্তারিত তথ্য দেয়ার চেষ্টা করেছি যা প্রতিটি স্টুডেন্টকে তাদের ক্যারিয়ারে প্রেরণা বাড়াতে সাহায্য করবে। চাকরি জীবনে সাফল্য পেতে, টাকার পিছনে না দৌড়ে, দক্ষতার পিছনে সময় ব্যয় করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে।

🏌️‍♂️আমরা আপনাদের ক্যারিয়ার সফলতার দিকে একটি নতুন দৃষ্টিকোণ প্রদান করতে প্রস্তুত। আমাদের এই ভিডিওটি বাংলাদেশের সকল স্টুডেন্ট ও কর্মজীবি মানুষের জন্য তৈরি করেছি যাতে আপনি আপনার ক্যারিয়ারে সফলতা লাভ করতে পারেন।

❤️ আমাদের পরবর্তী ভিডিও গুলো দেখতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন, আপনার ক্যারিয়ারের সফলতা একটি সাধারণ স্থানে নয়, বরং একটি বিশেষ অবস্থানে নেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন! 🙏💚

Thanks for joining me! Good company in a journey makes the way seem shorter. — Izaak Walton
28/08/2023

Thanks for joining me! Good company in a journey makes the way seem shorter. — Izaak Walton

Thanks for joining me! Good company in a journey makes the way seem shorter. — Izaak Walton

আসসালামু আলাইকুম, 🆗 ইসলামের মূল যে পাঁচটি স্তম্ভ (1️⃣কালিমা, 2️⃣নামাজ, 3️⃣রোজা, 4️⃣হজ্জ ও 5️⃣যাকাত) তার মধ্যে প্রথম তিনট...
27/08/2023

আসসালামু আলাইকুম,
🆗 ইসলামের মূল যে পাঁচটি স্তম্ভ (1️⃣কালিমা, 2️⃣নামাজ, 3️⃣রোজা, 4️⃣হজ্জ ও 5️⃣যাকাত) তার মধ্যে প্রথম তিনটি সবার উপর ফরজ, বাকি দুইটি নির্ভর করে আপনার অর্থনৈতিক অবস্থার উপর।

🟢 এখন আপনি যদি একটু মনযোগ সহকারে খেয়াল করেন তাহলে দেখবেন যে, একজন মানুষ যখন কালিমা পাঠ করল অর্থাৎ সে আল্লাহ ও আল্লাহর রাসুলের উপর বিশ্বাস স্হাপন করল তার ঠিক পরেই নামাজ চলে আসছে। এর জন্য নামাজের গুরুত্ব অপরিসীম।

🟩 এই বিষয়ে আমার নতুন ভিডিও "নামাজ" আগামীকাল ইউটিউবে পাবলিশ হবে। সবাইকে দেখার আমন্ত্রণ রইলো!

🤲 আল্লাহ আমাদের সকলকে যেন ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন।

#নামাজ #ইমান #ইসলাম

💚 পরিবার এমন একটি জায়গা, ঘরের বাহিরের সকল যুদ্ধ শেষ করে দিন শেষে আমরা ঐ জায়গায় এসে শান্তির নিশ্বাস নেওয়ার আশা রাখি। কিন্...
24/08/2023

💚 পরিবার এমন একটি জায়গা, ঘরের বাহিরের সকল যুদ্ধ শেষ করে দিন শেষে আমরা ঐ জায়গায় এসে শান্তির নিশ্বাস নেওয়ার আশা রাখি।

কিন্তু এমন যদি হয় যে আপনার ঘরটাই একটি যুদ্ধ বিধ্বস্ত যায়গার মতো, তখন আপনি কি করবেন?

আসলে সত্যি কথা হলো, কিছুই করার থাকে না❗

তবে হ্যা, বিচ্ছেদ বা ছাড়াছাড়ি হয়ত সাময়িক শান্তি দিবে কিন্তু স্হায়ী সমাধানের জন্য আপনার আল্টিমেটলি একটা ফ্যামিলি লাগবেই!

👨‍👨‍👧‍👦 তাই আপনার সব কিছুর ঊর্ধে পরিবারের গুরুত্ব দিতে হবে। স্বামী-স্ত্রী দুইজনের মধ্যে একটা স্বাস্থ্যকর সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে - একজনের কষ্টে আরেকজন ব্যতিত হবেন। কারন ঐ সম্পর্ক শুধু ইহকাল নয় এটি পরকালের জন্য ও স্হায়ী!

এই বিষয়ে আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে একটি সুন্দর ভিডিও ইউটিউবে পাবলিশ করেছি। আমি নিশ্চিত ভাবে বলতে পারি এই ভিডিওটি দেখার পর পরিবার সম্পর্কে আপনার অনেক ধারনা পরিবর্তন আসবে, ইনশাআল্লাহ!☝️

তবে একটা অনুরোধ করবো আপনাদের, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর দেখবার পর অবশ্যই ইউটিউবে কমেন্ট করে জানাবেন আপনার নিজের মতামত।🙏❤️

ভাল লাগলে কাছের মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না!😍

আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে 🫡

ভিডিওটির লিংক কমেন্টে দেওয়া আছে👇

আলহামদুলিল্লাহ, 🛫 বিদেশে আজকে চার বছর!😱🎓 মামা-বাবার অনেক স্বপ্ন ছিল যে তাদের একজন ছেলে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা লাভ করবে এ...
22/08/2023

আলহামদুলিল্লাহ, 🛫 বিদেশে আজকে চার বছর!😱

🎓 মামা-বাবার অনেক স্বপ্ন ছিল যে তাদের একজন ছেলে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা লাভ করবে এবং সুন্দর একটি জীবন গড়বে।

👨‍👦‍👦দিনশেষে, দুই ছেলের মধ্যে ছোট ছেলে হিসাবে স্বপ্ন পূরণের দায়িত্বটা আমার উপর চলে আসে। একটা সময় বিদেশ নিয়ে নেতিবাচক ধারনা থাকলেও পরিবার ও আত্মীয় স্বজনের পরামর্শে নিজের মতের পরিবর্তন করতে বাধ্য হই। কিন্তু একটি শর্তে রাজি হই (লেখার শেষে দিকে জানতে পারবেন)। তারাও শেষমেশ শর্তে রাজি হোন, আলহামদুলিল্লাহ।

🛵 ঐ সময় পর্যন্ত আমি, একটি হোম ডেলিভারি সার্ভিস স্টার্টাপ নিয়ে কাজ করছিলাম (অনেকেই জানেন যে সিলেটের অনেক মানুষ পরিবার ছারা দেশের বাহিরে থাকেন, আর তাদের বাজার সদাই করা অনেক কষ্টের ছিল। আমি তাদেরকে আমার টার্গেট অডিয়েন্স ধরে কাজ শুরু করেছিলাম।) পরিবার ও বন্ধু-বান্ধবের সাহায্যে শুরুটা ভালই ছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু পরবর্তীতে ফান্ডিং জন্য বাবার কাছে গেলে তিনি আর ইনভেস্ট করতে রাজি নন। তবে নিকট আত্মীয় একজন বলেছিলেন যে তিনি ইনভেস্ট করতে চান। কিন্তু পরবর্তীতে তিনিও পিছিয়ে যান (অন্য আরেকজনের কুপরামর্শে)। আর এই সুযোগে বাবা সহ পরিবারের সবাই বিদেশের জন্য চাপ সৃষ্টি করেন।

🤔 ত এখন আর কি করার আছে, বিদেশের জন্য প্রস্তুতি শুরু। স্টুডেন্ট ভিসার কথা মাথায় আসলে, প্রথমে আসে আইইএলটিএস এর কথা - যে ছেলে সারা জীবন ইংরেজিতে ডাব্বা (ফেল) মেরে গনিত নিয়ে ব্যস্ত ছিল, তাকে এখন ইউরোপিয়ানদের প্রমান করতে হবে যে দেখ আমি ইংরেজিতে কত ভাল, ঐ সময় অনেক হাসি পাচ্ছিল, এখনও মনে হলে প্রান ভরে হাসি - হাহাহাহা! যাইহোক, এ ছাড়াত আর কোন উপায় ও নাই। তবে "কেএফসি" তে কাজ করার সুবাদে ফরেন কাস্টমারদের সাথে ভালই কতা বার্তা ও মাঝে মাঝে অনেক আড্ডা দিতাম - তারাও বিদেশে আসার জন্য প্রায় সময় ইন্সপায়ার করতেন। তবে কেএফসিতে কাস্টমার হেন্ডলিং করে কনফিডেন্স বাড়লেও আইইএলটিএস ত বাকি আরও ২ টা মডিউল (রিডিং ও রাইটিং) অনেকটা চ্যালেন্জিং ছিল!

📖 আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে পড়াশোনা শুরু করি, হঠাৎ করে একদিন এমন একজন মানুষের সাথে পরিচয় হলো (যে বর্তমানে ইউ কে তে ৩০ লাখ টাকার স্কলারশিপ নিয়ে মাস্টার্স শেষ করে ফ্যামেলি নিয়ে ভালই সময় কাটাচ্ছেন), উনার চিন্তা শক্তি ও প্রবল ইচ্ছা আমাকে আরও বেশি মনযোগী করে তুলে। পড়ে আরও একজন আমাদের সাতে যোগ দেন (তিনিও স্কলারশিপ পেয়ে, এখন ইউরোপে ভালই আছেন)। সবাই মিলে প্রেক্টিস ভালই চলতেছিল।

📱আবার হটাৎ একদিন, আরও একজনের ফোন, তিনি আর কেউ নন আমার প্রিয় আইইএলটিএস ইন্সট্রাক্টর। তবে এছাড়াও আরও কয়েকজন প্রিয় মানুষ ছিলেন যারা আমাকে অসাধারণ সহযোগিতা ও ভালবাসা দিয়েছেন, জাযাকাল্লাহ খাইরান!

মূলকথায় ফিরে আসি, সকাল সকাল ফোন দিয়ে নামি দামি একটি কফি শপে যাওয়ার জন্য বলেন আলহামদুলিল্লাহ, আমিও চটপট করে রেডি হয়ে কফি শপের দিকে শুভযাএা শুরু করি। গিয়ে দেখি এক টেবিল ভর্তি মানুষ ও খবার😱! কি আর করার সবার সাথে হায় হ্যালো বলে খাবারে মনযোগী হয়ে যাই, খাবারের ফাকে বিদেশে আসার বিষয়ে কথা শুরু হয়। ঐ সময় আমার ইচ্ছে ছিল কানাডার কোন ইউনিভার্সিটিতে এমবিএ করার। তিনি বললেন কানাডায় অনেক স্লো প্রসেস, এবং ভিসা রেশিও এখন ভাল না। বড়ং তুমি ইউরোপে যাওয়ার প্লান করতে পার, বিশেষ করে এস্তোনিয়ার কথা বললেন। তখন পর্যন্ত আমি এস্তোনিয়া সম্পর্কে কিছুই জানতাম না❗

⭕ (আজকের মত লেখা এতটুকু, পরবর্তীতে বাকিটুকু লিখব, আসার পরে কি হলো এবং কেমনে অনেক কিছু সহজে করে ফেললাম, শুকুর আলহামদুলিল্লাহ!)

ভাল কিছুর জন্য আপনাকে শুরুর দিকে অনেক কষ্ট করতে হবে, দেখবেন আপনি ডিসার্ব করেন যে জিনিস ঐ টাও হচ্ছে না, তবে ঐ সময় নিজেকে ...
21/08/2023

ভাল কিছুর জন্য আপনাকে শুরুর দিকে অনেক কষ্ট করতে হবে, দেখবেন আপনি ডিসার্ব করেন যে জিনিস ঐ টাও হচ্ছে না, তবে ঐ সময় নিজেকে আরও শক্ত করে চেষ্টা চালিয়ে যেতে হবে, নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য ভাল কিছু রেখেছেন!

আমার জীবনে এই রকম অনেক বার ঘটেছে কিন্তু হাল ছেড়ে দেই নাই! আলহামদুলিল্লাহ, এখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়!

একজন কিংবদন্তির বিদায়!একজন আল্লামার বিদায়!Join us today at 7:00 PM (BD time) as we pay tribute to the remarkable life of...
17/08/2023

একজন কিংবদন্তির বিদায়!
একজন আল্লামার বিদায়!

Join us today at 7:00 PM (BD time) as we pay tribute to the remarkable life of Allama Delwar Hossain Saidi in a heartfelt video. We'll reflect on his contributions as a visionary Muffassir of the Quran and an inspirational speaker who touched countless hearts.

Don't miss this meaningful tribute. Stay tuned for the video premiere and let's remember the legacy of a true servant of Islam together.

🟥 বংশধর কত গুরুত্বপূর্ণ, একজন মানুষকে নিঃসন্দেহে অমানবিক ভাবে খুন করা হয়েছে অন্যদিকে আরেকজন মানুষকে অন্যায় ভাবে জেল জুলু...
16/08/2023

🟥 বংশধর কত গুরুত্বপূর্ণ, একজন মানুষকে নিঃসন্দেহে অমানবিক ভাবে খুন করা হয়েছে অন্যদিকে আরেকজন মানুষকে অন্যায় ভাবে জেল জুলুমের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে!

1️⃣ প্রথম ব্যক্তিকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দিলেও তার জনপ্রিয়তা নিয়ে এখন গোটা জাতি প্রশ্নবিদ্ব, কারন তার উওরাদিকারী।

2️⃣ অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি মিত্যা মামলায় জেলে থাকলেও তার জনপ্রিয়তা নিয়ে কোন সন্দেহ নেই, কারন তিনি ও তার উওরাদিকারী!

✅ দুটি স্টেটমেন্টের প্রমান হচ্ছে ভার্চুয়াল রিয়েকশন!

আল্লাহ মহান!❤️

#দেলওয়ার_হোসাইন_সাইদি #বঙ্গবন্ধু #শেখ_মুজিব

09/08/2023

আয় বৃদ্ধির সহজ কৌশল!

#রিজিক #আয় #জীবন #নিয়মানুবর্তিতা

আমাদের নতুন ভিডিও "তাওয়াক্কুল" রিলিজ হবে আগামী বৃহস্পতিবার বিকাল ৪:০০ টায়! সবাইকে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো!  ❤️🙏
08/08/2023

আমাদের নতুন ভিডিও "তাওয়াক্কুল" রিলিজ হবে আগামী বৃহস্পতিবার বিকাল ৪:০০ টায়!
সবাইকে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো! ❤️🙏

আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটি দিনের জন্য!
07/08/2023

আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটি দিনের জন্য!

আপনার রাতের ঘুম যদি ভাল না হয় তাহলে আপনার দিনের প্রোডাক্টিভিটি বাড়বে না, আবার আপনার আয় যদি হালাল না হয় তাহলে রাতের ঘুম হ...
03/08/2023

আপনার রাতের ঘুম যদি ভাল না হয় তাহলে আপনার দিনের প্রোডাক্টিভিটি বাড়বে না, আবার আপনার আয় যদি হালাল না হয় তাহলে রাতের ঘুম হবে না!

এই জন্য সম্পূর্ণ দিনকে হালাল কাজে ব্যয় করার চেষ্টা করা ও নিয়মের ভিতর নিজেকে ধরে রাখার চেষ্টা করা। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য, আমার নতুন ভিডিও "রিজিক" দেখে নিতে পারেন!

প্রথম কমেন্টে ভিডিওটির লিংক পেয়ে যাবেন👇
ধন্যবাদ!

Address

Tallinn
12616

Alerts

Be the first to know and let us send you an email when Shahin Ahmod posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share