প্রাণ প্রকৃতি বিজ্ঞান

প্রাণ প্রকৃতি বিজ্ঞান বাংলায় প্রাণ-প্রকৃতি ও বিজ্ঞান বিষয়ক ভিডিও'র সম্ভার! এই পেজে ইতিহাস ও রাজনীতি বিষয়ক নানান ধরনের ভিডিও আপ করা হবে।

24/11/2025

জাতীয় পাখি দোয়েল সম্পর্কে আমরা কতটা জানি!

বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। এর কারণ দোয়েল বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়। শহর থেকে শুরু করে পাহাড়-বন কিংবা গ্রামের নির্জন পুকুরের পাড়েও এর দেখা মেলে। আমাদের দেশের খুব কম পাখির অবস্থান এমন। যে পাখি শহরে থাকে সে আর বনে থাকতে পারে না। কিন্তু দোয়েল সবখানেই রয়েছে।

দোয়েল (বৈজ্ঞানিক নাম: Oriental Magpie Robin) একটি ছোট আকারের পাখি। এদের দৈর্ঘ্য ১৫-২০ সেন্টিমিটার। এদের মাথা, ঘাড় ও পিঠ বাদামী রঙের। বুক ও পেট সাদা। লেজ লম্বা এবং কালো। চোখ বাদামী। ঠোঁট লম্বা এবং কালো। পা ও পায়ের পাতা বাদামী।

দোয়েল সাধারণত জোড়ায় বা ছোট দলে বাস করে। এরা গাছের ডালে বা মাটিতে বাসা বাঁধে। বাসাটি লম্বাটে আকৃতির এবং ভেতরটা নরম পালক দিয়ে রেখে। দোয়েল একটি শান্তিপ্রিয় পাখি। এরা মানুষের আশেপাশে থাকতে পছন্দ করে।

দোয়েল সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন এই ভিডিওটি।

ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন।

23/11/2025

ডলফিন সম্পর্কে ১০টি অজানা তথ্য

সমুদ্রের স্তন্যপায়ী প্রাণীদের মাঝে এক বিস্ময়কর প্রাণী ডলফিন। তারা খুবই শান্তিপ্রিয় এবং মাঝে মাঝে এমন সব বুদ্ধির চমক দেখিয়ে থাকে যে আশ্চর্য হয়ে যেতে হয়।

চলুন, ভিডিওটি দেখার মাধ্যমে জেনে নেওয়া যাক এই বুদ্ধিমান প্রাণিটির দশটি তথ্য।

ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন।

22/11/2025

১০টি পাখির মজার তথ্য

অনেক রকম আকার-আকৃতির পাখি হয়। একেকটির আচরণ একেক রকম। পাখির এই জগৎ বৈচিত্র্যময়। বিশ্বজুড়ে পাওয়া যায় এমন অনেক পাখির মধ্যে ১০টি পাখির কথা ভিডিওতে বলা হলো।

ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার দিন।

21/11/2025

নিশাচর পাখি প্যাঁচাকে নিয়ে বিভিন্ন সমাজে বিভিন্ন রকম ধারণা, সংস্কার প্রচলিত রয়েছে। অনেকে এ পাখিকে অশুভ প্রতীক বলে মনে করেন। কোনো কোনো সমাজে পেঁচার ডাক শুনতে পেলে বাড়ির সিঁড়িতে পানি ঢেলে দেওয়া হয়। মনে করা হয়, এতে পেঁচার অশুভ প্রভাব থেকে বাড়ি সুরক্ষিত থাকে। আবার কিছু সম্প্রদায়ের কাছে এ পাখি পূজনীয়। সনাতন ধর্মমতে লক্ষ্মীর বাহন প্যাঁচা।

তবে বিজ্ঞানীরা প্যাঁচাকে শুভ কিংবা অশুভ কোনোটাই মানতে নারাজ। প্যাঁচা অন্য সবার মতোই প্রাণিজগতের একজন সদস্য। আর পেঁচার রয়েছে কিছু অদ্ভুত বৈশিষ্ট্য, যা হয়তো অনেকেরই অজানা।

প্যাঁচার ১০ জানা-অজানা তথ্য সম্পর্কে জানতে দেখুন এই ভিডিওটি।

ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন।

20/11/2025

মাকড়সা নিয়ে অজানা ৭ তথ্য

মাকড়সার সঙ্গে হঠাৎ করে দুই–একবার তোমার দেখা হয়েছে নিশ্চয়ই। কখনো ঘরের কোণে, কখনো বাগানে, কখনো বা গাছের ডালে মাকড়সা বাসা বানায়। কিন্তু এই ছোট্ট প্রাণী সম্পর্কে আমরা কতটুকু জানি? মাকড়সা অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে অন্যতম আকর্ষণীয়। এদের জাল বোনার কৌশল থেকে শুরু করে শিকার ধরার পদ্ধতি সবকিছুই অবাক করার মতো। এদের নিয়ে ভালোভাবে জানতে আগ্রহীদের জন্যই এ ভিডিও।

মাকড়সার অজানা ৭ তথ্য জানতে দেখুন এই ভিডিওটি।

ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার দিন।

19/11/2025

অসম্ভব সুন্দর ১০টি চমৎকার মাছ

পৃথিবীতে ৪০ হাজারেরও বেশি প্রজাতি মাছের সন্ধান পাওয়া গেছে। কিন্তু আপনি কত প্রকার মাছ সম্পর্কে জানেন? এই পৃথিবীতে এমনও সুন্দর সুন্দর মাছ আছে যেগুলো আপনি জীবনে হয়তো নামও শোনেননি, এমনকি দেখেননি।

আজকের ভিডিওতে আমরা জেনে নেব এমন ১০টি অপূর্ব সুন্দর মাছ সম্পর্কে যেগুলো দেখলে আপনার চোখ দুটো বিমোহিত হয়ে যাবে।

মাছগুলো হলো: ১. প্যারোটফিশ; ২. অ্যাঞ্জেলফিশ; ৩. প্রজাপতি মাছ; ৪. লিপস্টিক টাং; ৫. গাপ্পি মাছ; ৬. ম্যান্ডারিন ফিশ; ৭. ক্লাউন ফিশ; ৮. বাংগাই কার্ডিনাল ফিশ; ৯. ফাইটিং ফিশ; ১০. সিংহমাছ

ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন।

18/11/2025

পৃথিবীর ১০টি সুন্দর পাখি!

পাখির রূপে মুগ্ধ হয় না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। দেশ হোক বা বিদেশ, পাখির রূপ নিয়ে চর্চা চলে সর্বত্র। পৃথিবীতে দশ হাজারের বেশি প্রজাতির পাখির খোঁজ মিলেছে এখনও পর্যন্ত। এর মধ্যে এমন কিছু পাখি রয়েছে যেগুলো বেশ সুন্দর এবং চোখ জুড়ানো। এমন দশটি পাখি হলো: ১. কিল-বিল্ড টুকান; ২. ক্রেন জু; ৩. আটলান্টিক পাফিন; ৪. ময়ূর; ৫. অস্ট্রেলিয়ান রাজা তোতা; ৬. রেইনবো লরিকিট; ৭. গোল্ডিয়ান ফিঞ্চ; ৮. কাঠের হাঁস; ৯. হায়াসিন্হ ম্যাকাও; ১০. বোহেমিয়ান ওয়াক্সউইং।

আজকের ভিডিওতে আমরা জেনে নেব পৃথিবীর ১০টি সুন্দর পাখি সম্পর্কে।

ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন।

17/11/2025

বিলুপ্তির পথে পৃথিবীর যে ৮টি প্রাণী

পৃথিবী থেকে হয়তো শিগগিরই বিলুপ্ত হয়ে যাবে প্রাণীজগতের বেশকিছু প্রজাতি। ব্রিটিশ ফটোগ্রাফার টিম ফ্ল্যাচ খুঁজে বেড়িয়েছেন বিলুপ্ত প্রায় প্রাণীদের। এসব প্রাণীর ছবি তুলেছেন তিনি। সবাইকে দেখাতে চেয়েছেন পৃথিবী কী হারাতে চলেছে।

বিলুপ্তপ্রায় প্রাণীর ছবি নিতে টিম দুই বছরেরও বেশি সময় পৃথিবীর আনাচে-কানাচে ঘুরে বেড়িয়েছেন। এদের অনেকের বিলুপ্ত হওয়ার প্রধান কারণ মানুষই। কিন্তু কেন?

সুপ্রিয় দর্শক, ভিডিওটির জেনে নিন বিলুপ্তির পথে পৃথিবীর যে ৮টি প্রাণী।

ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার দিন।

16/11/2025

পৃথিবী জুড়ে মজার বিচিত্র ৫ প্রাণী

এই পৃথিবীর প্রাণীজগত কতই না বৈচিত্র্যময়! বিচিত্র স্বভাবের হাজারো প্রাণী ছড়িয়ে রয়েছে এই পৃথিবীজুড়ে। প্রকৃতির খেয়ালেই অনেক প্রজাতির প্রাণী তার নিকটাত্মীয়দের চেয়ে আলাদা। আকৃতি এবং আচার-আচরণে নিজস্ব এক বৈশিষ্ট্য নিয়ে তারা দিব্যি বেঁচে রয়েছে এই পৃথিবীতে। আর এই অদ্ভুত প্রজাতির প্রাণীরা মানুষকে অবাক করেছে সবচেয়ে বেশি। কোনো বানরের গোঁফ দেখতে প্রাচীনকালের কোনো সম্রাটের মতো, আবার কোনো মাছ দেখতে জলজ গাছের মতো, কোনোটা সাপের মতো, আবার কোনো প্রাণী যেন সাক্ষাৎ ‘শয়তানের দূত’!

পৃথিবী জুড়ে মজার বিচিত্র ৫ প্রাণীর তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি।

ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার দিন।

15/11/2025

পাঁচ বছর খাবার না খেয়েও বাঁচে যে ৪টি প্রাণী

সমুদ্র মানেই এক বিশাল রহস্য। গভীর সমুদ্রে কালো অন্ধকারে কোন কোন প্রাণীদের বাস তার কুলকিনারা আজও করতে পারেননি বিজ্ঞানীরা। গভীর সমুদ্রে এমনও অনেক প্রাণী আছে যাদের নামও কখনো শুনেননি। এরা দেখতে যেমন অদ্ভুত তেমনি এদের বৈশিষ্টও ভিন্ন। সবচেয়ে অবাক করা বিষয় হলো এত কম তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে তারা।

আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে ৪টি প্রাণী পাঁচ বছর খাবার না খেয়েও বেঁচে থাকতে পারে সে সম্পর্কে। প্রাণীগুলো হলো: ১. হার্প স্পঞ্জ; ২. প্যাসিফিক ভাইপার ফিশ; ৩. গ্রীনল্যান্ড হাঙর; ৪. আইসোপড।

ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন।

14/11/2025

টুক্যান: অপূর্ব সুন্দর জনপ্রিয় এক পাখি

টুক্যান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পাখিদের মধ্যে অন্যতম। এটি জনপ্রিয় এর ১৯ সেন্টিমিটার লম্বা রঙিন ঠোঁটের জন্য।

ঠোঁট লম্বা হওয়ার কারণে এরা গাছের ডালের দুর্বল অংশে না গিয়ে দূর থেকেই ফল খেতে পারে।

টুক্যানের দেহের দৈর্ঘ্য ৬৩ দশমিক পাঁচ সেন্টিমিটার। ওজন ৫৫০ গ্রাম। এরা গাছের গর্তে বাসা তৈরি করে।

টুক্যান সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন এই ভিডিওটি।

ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন।

13/11/2025

কচ্ছপ এত ধীরগতিতে হাঁটে কেন?

আমরা মোটামুটি সবাই জানি, কচ্ছপ ধীর গতির প্রাণী। আসলেও তাই। কচ্ছপ ঘণ্টায় মাত্র ১৩০ থেকে ৩০০ মিটার যায়। এই দূরত্ব তুমি এক মিনিটের কম সময়ে দৌড়ে অতিক্রম করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, কচ্ছপ এত ধীর গতিতে কেন চলে?

কচ্ছপের ধীর গতিতে চলার বেশ কয়েকটি কারণ আছে। চলুন, ভিডিওটি দেখার মাধ্যমে জেনে নিই কচ্ছপ কেন ধীরগতিতে চলে এ সম্পর্কে।

ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন।

Adresse

Ammi Moussa

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque প্রাণ প্রকৃতি বিজ্ঞান publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à প্রাণ প্রকৃতি বিজ্ঞান:

Partager