Shafayet & Munia

Shafayet & Munia We are Shafayet & Munia, we are here to share part of our life and the knowledge daily activities.

27/12/2024

বিদেশ থেকে এখন থেকে বাংলাদেশে টাকা পাঠানো একেবারে সহজ হয়ে গেছে Taptap অ্যাপের মাধ্যমে। জিরো ট্রান্সফার ফি সাথে কম্পিটিটিভ এক্সচেঞ্জ রেট। Tআকা পাঠানো যায় বিকাশ/নগদ/রকেট/ব্যাংক কিংবা ক্যাশ পিকআপের মত সুবিধা। আর ২.৫% সরকারী প্রণোদনা থাকছেই সবসময়। এবং যারা নতুন ইউজার, তারা আমার প্রোমো কোড 'SM ব্যবহার করে প্রথমবার টাকা পাঠালে অতিরিক্ত ১০ ক্রেডিট বোনাস পাবেন(আরব আমিরাত থেকে ৫০ দিরহাম)!

Considering the current situation worldwide, students are getting more concerned about determining the suitable country ...
30/11/2024

Considering the current situation worldwide, students are getting more concerned about determining the suitable country for their education. In this video, we endeavored to demonstrate some key facts about Denmark, Sweden, Finland and Germany. We believe these facts will help in making decision for selecting appropriate country for the prospective students.

Considering the current situation worldwide, students are getting more concerned about determining the suitable country for their education. In this video, w...

সেদিন বাসের দরজা দিয়ে ঢুকতেই ড্রাইভার কিছু একটা বললেন। (এখানকার ড্রাইভার রা সাধারণত ড্যানিশ স্পিকিং আর তারাহুরো করে বাসে...
29/10/2024

সেদিন বাসের দরজা দিয়ে ঢুকতেই ড্রাইভার কিছু একটা বললেন। (এখানকার ড্রাইভার রা সাধারণত ড্যানিশ স্পিকিং আর তারাহুরো করে বাসে উঠে কার্ড পাঞ্চ করতে ব্যস্ত থাকায় উনার কথা ঠিক বুঝতে পারলাম না)।

কার্ড পাঞ্চ করে জিজ্ঞাসু দৃষ্টিতে ওনার দিকে তাকাতেই উনি একটা সুন্দর উষ্ণ হাসি দিয়ে আমার কফি মগের দিকে ইশারা করে জিজ্ঞেস করলেন "চায়"? ততক্ষণে উনার ফেইস দেখে বুঝতে পেরেছি উনি ড্যানিশ সিটিজেন হলেও বাই বর্ন ইন্ডিয়ান বা পাকিস্তানি হবেন।

যাই হোক, আমি হেসে উত্তর দিলাম " নায়, ডে এআয় কাফে " (না এটা কফি)। উত্তর শুনে ভদ্রলোকের উৎসুক চেহারাটা কিছুটা মলিন হয়ে গেল। উনি না সূচক মাথা নেড়ে বাস চালাতে শুরু করলেন আর বললেন "নায়, ইয়া ক্যা ইক লি' কাফে" (আমি কফি পছন্দ করিনা)।

কেন যেন উনার জন্য আমার খুব খারাপ লাগলো।মনে হলো চা হলে হয়তো উনিও একটু শেয়ার করতে চাইতেন। এরপর পুরো জার্নিটায় আমি এটাই ভাবছিলাম, এত এত বছর এই "উন্নত দেশে", "সপ্নের বিদেশে" কাটিয়ে দেয়ার পরেও, দেশের সেই "অতি সাধারণ জীবন, মানুষ, সময় আর আবেগ গুলো" ভুলে যাওয়া, অন্য কিছু দিয়ে সাপ্লিমেন্ট করা কিংবা রিপ্লেস করা কি আসলেই সম্ভব? জন্মের পর থেকে বেড়ে ওঠা পর্যন্ত নিজের দেশের মাটি, পানি, আলো, বাতাস, মানুষ, অভ্যাস সব কিছুই কি সচেতন বা অবচেতন মনে প্রতিনিয়ত দেশের জন্য আমাদের অনুভূতিগুলো মনে করিয়ে দেয় না !!!

You can visit our YouTube cannel for watching this vedio, link in the comment section.
24/10/2024

You can visit our YouTube cannel for watching this vedio, link in the comment section.

Exposing the dark side of Bangladesh education system, this video will try to shade light on the education system of Bangladesh as well as some small steps t...

"বিদেশে আসার আগে কি কি স্কিল শিখে আসব?  অথবা কোন স্কিল গুলো বিদেশে জব পেতে হেল্প করতে পারে?" প্রায় প্রতিদিন এই প্রশ্নগুল...
20/10/2024

"বিদেশে আসার আগে কি কি স্কিল শিখে আসব? অথবা কোন স্কিল গুলো বিদেশে জব পেতে হেল্প করতে পারে?"

প্রায় প্রতিদিন এই প্রশ্নগুলো আমি আমাদের ভিডিওর কমেন্ট এ পাই, ইমেইলে পাই।

আমাদের এই সিলভার প্লে বাটন টা নিয়ে সেদিন যে ডেলিভারি ম্যান এসেছিলেন, তিনি খুব সুন্দর করে একটা মিষ্টি হাসি দিয়ে আমাকে বললেন, "কনগ্রাচুলেশন্স অন ইওর সাকসেস, আই এম রিয়েলি হ্যাপি টু সী ইওর এচিভমেন্ট " (যেহেতু এই ধরনের পার্সেল তারা সচরাচর ডেলিভার করে থাকেন সেহেতু তিনি হয়তো পার্সেলের বক্স দেখেই বুঝতে পেরেছেন যে এটা ইউটিউব থেকে পাঠানো হয়েছে)।

এখন ব্যাপার হচ্ছে, আমাকে এত সুন্দর করে এপ্রিশিয়েট না করলেও কিন্তু তিনি পারতেন। এটা তার জব রেস্পন্সিবিলিটির মধ্যে পড়ে না। কিন্তু তারপরও তিনি সেটা করেছেন।

এই যে ছোট্ট একটু কথা এটা কিন্তু "কমিউনিকেশন স্কিলের" একটা চমৎকার এক্সাম্পল। এই ছোট ছোট কার্টেসি রিলেটেড কথাগুলোই কিন্তু অন্যের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়ায়। এগুলোর মাধ্যমেই এফেক্টিভ নেটওয়ার্কিং ক্রিয়েট করা যায়। আর এই স্কিল গুলো নিজেদের প্র্যাকটিসে নিয়ে আসতে পারে বলেই উন্নত দেশের মানুষগুলো আমাদের চেয়ে অনেক দিক থেকে এগিয়ে থাকেন।

যারাই আমাকে স্কিল নিয়ে প্রশ্ন করেন, আমি সব সময় সবাইকে বলি, সবকিছুর আগে ধৈর্য ধরার স্কিল নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। কারন, সবকিছু মিলিয়ে আমার মনে হয় প্রবাস জীবন যেমনটাই সুখের, এই সুখী জিবনের মেইনটেনেন্স, ঠিক ইকুয়ালি তেমনটাই স্ট্রেসফুল। সো ধৈর্য এর বিকল্প নাই।

আর এরপর মোস্ট ইম্পোর্টেন্ট দুইটা স্কিল যেগুলো আপনাকে দেশে-বিদেশে সব জায়গায় সারভাইভ করতে হেল্প করবে বলে আমার মনে হয়, সেগুলো হচ্ছে "কমিউনিকেশন স্কিল" এবং "নেটওয়ার্কিং স্কিল"।

Visit our YouTube Channel.. 🥰🥰🥰
10/10/2024

Visit our YouTube Channel.. 🥰🥰🥰

The only floating city in the world!! This video will put you through the historical journey of Venice, Italy. The unrevealed story and the adventurous wande...

30/09/2024

আজকের গল্পটা একটু অন্যরকম। আজকের গল্পটা শুধু উচ্চশিক্ষা না, বরং জীবন, ইচ্ছাশক্তি, এবং অদম্য স্বপ্ন নিয়ে।
যারা এতদিন ধরে আমাদের সাথে আছেন, আপনারা জানেন, আমরা এতদিন ধরে বিদেশে উচ্চশিক্ষামুলক ভিডিও দিয়ে আপনাদের পাশে ছিলাম এবং প্রতিটি ভিডিও তৈরি করার পেছনে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল বিদেশে উচ্চশিক্ষামুলক প্রতিটি ছোট বড় তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আপনারা আমাদের সেই যাত্রায় সঙ্গে ছিলেন। আপনাদের ভালবাসা এবং সমর্থনে আজ আমাদের চ্যানেল ১ লক্ষের বেশি সদস্যের পরিবার। এই ভালোবাসা, এই সমর্থন আমাদের অনুপ্রাণিত করেছে আমাদের জীবনের আরও কিছু স্বপ্ন এবং সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরতে।
দেশ বিদেশ ঘুরে বেড়ানোর নেশা, প্রতিনিয়ত নতুন কিছু শেখা, পৃথিবীর অপরিসীম সৌন্দর্য নিজের চোখে দেখার যে অদম্য ইচ্ছা এবং স্বপ্ন আমাদের ছিল তারই ফলশ্রুতিতে আমরা ঘুরেছি ইউরোপের বিভিন্ন দেশে। যারা মনে করেন নিজের ইচ্ছা পুরনে অনেক টাকা প্রয়োজন, টাকার অভাবে কিংবা দায়িত্বের ভারে নিজেদের শখ গুলো আর পুরন করা হয়ে ওঠেনি তারা কি ভারতের সেই চা বিক্রেতা দম্পত্তি, যারা একটা চায়ের দোকান থেকে আয় করে জমানো টাকা দিয়ে পৃথিবী ঘুরে নিজেদের শখ পুরন করে যাচ্ছেন অথবা “ইয়ে জাওয়ানি হে দিওয়ানি” মুভিতে বানি যেমন করে চিন্তা করেছিল যে একটা দেশের একটা ছোট শহরের ছোট একটা ঘরে নিজের সারা টা জীবন পার করে দেয়ার কথা চিন্তা করলে তার ভয় হয়। কখনও এভাবে ভেবে দেখেছেন
অনেক বাধা, অনেক সংগ্রাম, নিজের স্বপ্ন পূরণের জন্য বানি সবকিছু ঝুঁকিতে ফেলেছিল। জীবন শুধু চাকরি বা টাকা নয়, জীবনের আসল সুখ লুকিয়ে আছে স্বপ্ন পূরণে, যেটার জন্য চাই অদম্য ইচ্ছা। সেই চা বিক্রেতা কিংবা বানির গল্প আমাদের শেখায় স্বপ্ন দেখতে হবে, আর সেই স্বপ্ন পূরণের জন্য লাগাতার চেষ্টা চালিয়ে যেতে হবে। টাকা দরকার, কিন্তু সেটা কখনোই আপনার স্বপ্নকে থামিয়ে দিতে পারে না। স্বপ্ন পুরনে টাকার চেয়েও বড় আপনার ভেতরের ইচ্ছাশক্তি আর সাহস। এরকম আরও অনেক অনুপ্রেরনার গল্প আমাদেরকে সাহস দিয়েছিল স্বপ্ন দেখার।
আর তাই, এখন থেকে উচ্চশিক্ষা কিংবা তথ্যমূলক কনটেন্টের পাশাপাশি আমরা আমাদের দেশ বিদেশে ভ্রমনের গল্প গুলোও আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা চাই, এটা আমাদের সবার গল্প হোক। আমাদের ১ লক্ষ্যেরও বেশি সদস্যের যে পরিবার, সেখানে সবাই যেন নিজ নিজ জায়গা থেকে নিজেদের স্বপ্ন পুরনের জন্য চেষ্টা করে যায় আর আমাদের এই ভ্রমণের গল্প গুলো তাদের স্বপ্ন পুরনে আরও অনুপ্রেরনা যোগায়।
সবাইকে আবারও ধন্যবাদ জানাই, আপনাদের এই অসাধারণ সমর্থনের জন্য এবং সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন ভ্রমণের গল্পে!

চোখ রাখুন আমাদের YouTube চ্যানেলে
https://www.youtube.com/

We are now "100,000 strong! 🙌  🎉✨Our YouTube channel reached to its 100k milestone!!! Words can’t express how grateful w...
25/09/2024

We are now "100,000 strong! 🙌 🎉✨
Our YouTube channel reached to its 100k milestone!!!

Words can’t express how grateful we are for every single one of you who’s been part of this journey. Your support has been the fuel that keeps us going, and this milestone is the reflection of our passion consistency, and hard work.

But this is just the beginning! 🚀 Let’s continue growing, learning, and inspiring each other. Thank you for being part of this amazing community—together, we’ll reach even greater heights! 💯

"

24/08/2024

বন্যার পানি নেমে যাবার পর শুরু হবে আরেক মহামারি

তখন সব পানিবাহিত রোগগুলোর প্রকোপ দেখা দিবে

ডায়রিয়া, কলেরা, জন্ডিস, টাইফয়েড, চর্মরোগ থেকে শুরু করে যে সকল রোগ বন্যার পরে সাধারনত হয় সেগুলোর জন্য এখন থেকে প্রস্তুতি নেয়া উচিত হাসপাতালগুলোর

প্রতিটা হাসপাতাল দরকারে এখন থেকে মোবাইল টিম রেডি করা শুরু করুক

যদি লোকবলের অভাবে টিম রেডি না করতে পারে তাহলে জানাক, আমরা ভলান্টিয়ার দিচ্ছি… তারা ট্রেনিং দেক ভলান্টিয়ারদের

পানি নেমে যাবার সাথে সাথেই মেডিক্যাল ক্যাম্পগুলো গ্রামে গ্রামে চলে যেতে হবে

সামনে প্রচুর কাজ

কিছু টিমকে প্রস্তুত থাকতে হবে নতুন ঘর তোলার কাজে… কিছু টিমকে প্রস্তুত থাকতে হবে স্কুলঘরগুলো মেরামতের কাজে… কিছু টিমকে প্রস্তুত থাকতে হবে জমিগুলোকে চাষের যোগ্য করে ফিরিয়ে আনার কাজে

সামনে প্রচুরর কাজ

বিশ্বকে দেখিয়ে দিতে হবে ছাত্রদের প্ল্যানিং এবং সেটার এক্সিকিউশানের পাওয়ার

যেন এই ‘বাংলাদেশ ২.০’ ঐক্যের, সাম্যের এবং শক্তির একটা উদাহরন হয়ে থাকতে পারে বিশ্বের কাছে
(copied)

23/08/2024
23/08/2024

বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনীর জরুরী নম্বর সমূহ

১। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, রাজনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার জেলা:

০১৭৬৯১৭৫৬৮০
০১৭৬৯১৭২৪০০

২। কুলাউড়া, জুরি, বড়লেখা, মৌলভীবাজার জেলা :
০১৭৬৩৯০১৬৯৮

৩। হবিগঞ্জ জেলা:
০১৭৬৯১৭২৫৯৬
০১৭৬৯১৭২৬৩৪

৪। ফেনী জেলা:
০১৭৬৯৩৩৫৪৬১
০১৭৬৯৩৩৫৪৩৪
০১৬১৪৪০৯৫৬৫
০১৯১৯৭৭৪৮৪০
টেলিফোন: ০২৩৩৭৭৩৪১১০

৫। চট্টগ্রাম মেট্রোপলিটন: ০১৭৬৯-২৪৪০১২

৬। সীতাকুন্ড-মীরসরাই, চট্টগ্রাম জেলা:
০১৭২৮-২০২৬৭৭ ০১৭৬৯-২৪২১৩২ ০১৭৬৯-২৪২১২৮

৭। ফটিকছড়ি, চট্টগ্রাম জেলা: ০১৭৬৯-২৭২৩৪২ ০১৭৬৯-২৭২৩৩৬

৮। খাগড়াছড়ি জেলা: ০১৭৬৯-৩০২৩৪২ ০১৭৬৯-৩০২৩৩৬
(collected)

23/08/2024

"অনুগ্রহ করে যত বেশি পারেন রিপোস্ট করুন :

বন্যায় আশ্রয়কেন্দ্র আপটেড
নোয়াখালী

আশ্রয়কেন্দ্র ১
একলাশপুর মাদরাসা, একলাশপুর উচ্চ বিদ্যালয়
01812355103

আশ্রয়কেন্দ্র ২
এম এ রশিদ উচ্চ বিদ্যালয়,মাইজদি
01616-537086
01609884684

আশ্রয়কেন্দ্র ৩
নোয়াখালী সরকারি কলেজের নতুন ভবন
01875418577

আশ্রয়কেন্দ্র ৪
লক্ষীনারায়ণপুর ,মাইজদি
আদর্শ উচ্চ বিদ্যালয়,
আল ফারুক জামে মসজিদ।
01680943899

আশ্রয়কেন্দ্র ৫
নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
প্রধান শিক্ষক(মোজাম্মেল স্যার):- 01831873324
সহকারী প্রধান শিক্ষক(জসীম স্যার):- 01813053711

আশ্রয়কেন্দ্র ৬
সেনবাগ
মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়
01956852538
চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, সেনবাগ।
01713941594

আশ্রয়কেন্দ্র ৭
নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ব্রাদার আঁন্দ্রে উচ্চ বিদ্যালয় হয়েছে
জাফর স্যার : 01788404424

আশ্রয়কেন্দ্র ৮
চৌমুহনী সরকারী এস এ কলেজ -চৌমুহনী।

আশ্রয়কেন্দ্র ৯
সোনাপুর ডিগ্রি কলেজ, বিজ্ঞান ভবন ১
নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়,শরীফপুর।
01820926840,
01881065039

আশ্রয়কেন্দ্র ১০
জমিদারহাট বিএন উচ্চ বিদ্যালয়-রসুলপুর।
আবদুর রশিদ চেয়ারম্যান
01812988990

আশ্রয়কেন্দ্র ১১
বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়
01816780490

আশ্রয়কেন্দ্র ১২
পশ্চিম চরউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (খলিল মিয়ার দরজা) ভবন।
৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড
01712327653 (মজিব স্যার)

আশ্রয়কেন্দ্র ১২
সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয়
যোগাযোগ:
01778711108
01835011434
01902680292
01754497533

আশ্রয়কেন্দ্র ১৩
মফিজ উল্যাহ মেমোরিয়াল একাডেমী। মিরওয়ারিশপুর, নরোত্তমপুর

আশ্রয়কেন্দ্র ১৪
নোয়াখালী স্কুল।
হরিনায়ণপুর স্কুলের পাশে

আশ্রয়কেন্দ্র ১৫
ব্রাইট ফিউচার মডেল হাই স্কুল
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,দূর্গাপুর।

আশ্রয়কেন্দ্র ১৬
পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়

আশ্রয়কেন্দ্র ১৭
উত্তরলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রয়োজনে:
বাংলাদেশ সেনাবাহিনী বন্যা নিয়ন্ত্রণ টিম:
01769331519
01769331520
AC(Land):
01307249392
PIO:
01614259627
ফায়ার সার্ভিসের হটলাইন :
102
কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ
02223355555

সকলে সাবধান থাকুন, আবহাওয়া খুবই খারাপ। জলাবদ্ধতা বেশি হলে আশ্রয়কেন্দ্রে উপস্থিত হোন। বাড়িতে অবস্থান করতে পারলে, প্রয়োজনীয় শুকনা খাবার, পানি, স্যালাইন, মোম মজুত রাখুন।"

End of summer 😥
21/08/2024

End of summer 😥

ডেনমার্কের ব্যাচেলর প্রোগ্রামের যাবতীয় বেসিক ইনফর্মেশন নিয়ে আমাদের চ্যানেলে ভিডিওটি দেওয়া হয়েছে চাইলে আপনারা দেখে আসতে ...
15/08/2024

ডেনমার্কের ব্যাচেলর প্রোগ্রামের যাবতীয় বেসিক ইনফর্মেশন নিয়ে আমাদের চ্যানেলে ভিডিওটি দেওয়া হয়েছে চাইলে আপনারা দেখে আসতে পারেন।

Are you preparing for your bachelor´s abroad? If you have a plan for a bachelor´s in Denmark 2025, This video will help you. In this video, we tried to demon...

ডেনমার্কে ব্যাচেলর প্রোগ্রাম নিয়ে ভিডিও টি কাল বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল ৫ টায় আপলোড করবো ইন শা আল্লাহ। যারা প্রশ্ন...
14/08/2024

ডেনমার্কে ব্যাচেলর প্রোগ্রাম নিয়ে ভিডিও টি কাল বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল ৫ টায় আপলোড করবো ইন শা আল্লাহ। যারা প্রশ্ন করেছিলেন, চেষ্টা করেছি বেশিরভাগ প্রশ্নের উত্তর দেয়ার জন্য। আশা করছি ভিডিওটার মাধ্যমে আপনাদের কিছুটা হলেও উপকার হবে।

05/08/2024

হে রাজত্বের মালিক আল্লাহ! তুমি যাকে চাও রাজত্ব দাও, আবার যার কাছ থেকে চাও রাজত্ব ছিনিয়ে নাও; যাকে চাও সম্মানিত করো, আবার যাকে চাও লাঞ্ছিত কর। তোমার হাতেই সকল কল্যাণ। নিশ্চই তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। [আল-ইমরান : ২৬]

05/08/2024

নতুন বাংলাদেশের অপেক্ষায়...

We mourn! We pray!! এই নিরপরাধ প্রাণগুলোর বলিদান যেন বৃথা না যায়। পরাক্রমশালী, সর্বশক্তিমান আমাদের শোক গুলোকে শক্তিতে র...
17/07/2024

We mourn! We pray!!
এই নিরপরাধ প্রাণগুলোর বলিদান যেন বৃথা না যায়। পরাক্রমশালী, সর্বশক্তিমান আমাদের শোক গুলোকে শক্তিতে রূপান্তরিত করার ক্ষমতা দিন। আমরা যে যেখানে আছি, যেভাবে পারি সবাই যেন এই নির্ভীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী প্রাণগুলোর পাশে থাকতে পারি, তাদের জন্য দু'য়া করতে পারি।

Adresse

Copenhagen
2500

Internet side

Underretninger

Vær den første til at vide, og lad os sende dig en email, når Shafayet & Munia sender nyheder og tilbud. Din e-mail-adresse vil ikke blive brugt til andre formål, og du kan til enhver tid afmelde dig.

Kontakt Virksomheden

Send en besked til Shafayet & Munia:

Videoer

Del