11/02/2022
করোনা মহামারীর কারণে আমরা সবাই কমবেশি গৃহবন্দি হয়েছি,একের সাথে অন্যের মানসিক দূরত্ব বেড়ে গেছে অনেকখানি। সেই দূরত্বের ছাপ পড়েছে আমাদের দৈনন্দিন জীবনে,সম্পর্কেও। অনলাইনেই আমরা পরস্পর যুক্ত থাকি,অনলাইনের প্রতি নির্ভরতা তাই এই মহামারীকালীন সময়ে সবচেয়ে বেশি। আর তাই এই অনলাইনের সুবিধা নিয়ে,বাংলাভাষাভাষী বায়ার্ন মিউনিখ ভক্তদের জন্য ফেসবুকে একটি নিয়মিত আলোচনা অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি আমরা বায়ার্ন মিউনিখের কিছু একনিষ্ঠ ভক্ত-সমর্থকরা মিলে। যে অনুষ্ঠানের নাম দিয়েছি আমরা 'বায়ার্ন আড্ডা'।
আড্ডা বাঙালির জীবনের এক অবিচ্ছেদ্য অংশ,বাঙালি বরারবই আড্ডাপ্রিয় জাতি। সেই আড্ডাটা যদি হয় খেলাধুলো নিয়ে,তাতে আড্ডার আমেজ যেন জমে ওঠে আরো। নিউজফিড স্ক্রল করলে কিংবা ইউটিউব চ্যানেলগুলোতে তাই খেলাধুলোভিত্তিক নানারকম আলোচনা অনুষ্ঠান আমরা প্রায়ই দেখতে পাই।
ইংলিশ প্রিমিয়ার লিগ,লা লিগা কিংবা অন্যান্য ইউরোপিয়ান লিগের তুলনায় বুন্দেসলিগা ও বুন্দেসলিগার দলগুলো বরারবই ব্রাত্য হয়ে থাকে এদেশের ফুটবল সমর্থক,বিশ্লেষক এবং গণমাধ্যমের কাছে। তবে আমরা যারা দীর্ঘদিন ধরে বুন্দেসলিগা এবং জার্মানি জাতীয় দলকে অনুসরণ করে এসছি,আমরা জানি বায়ার্ন মিউনিখ ও বুন্দেসলিগা ভক্ত-সমর্থক সংখ্যাটা এদেশে কম হলেও,তা একেবারে নগণ্যও নয়।
তাই বায়ার্ন মিউনিখ ভক্তদের জন্য আমরা এই অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিতে যাচ্ছি। আমরা চাই এ প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলা ভাষাভাষী সব বাভারিয়ান ভক্তদের একত্র করতে,তাদের আরো সুসংহত করতে,তাদের নিজেদের ভালোমন্দ বলার একটা জায়গা তৈরি করতে। আমাদের লক্ষ্য থাকবে প্রতিটি বুন্দেসলিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ডিএফবি পোকাল কাপের ম্যাচ ডে'তে একেকটি এপিসোড আয়োজন করতে। আমরা এখনো নিতান্তই আনাড়ি,তবে ক্লাবের প্রতি ভালোবাসা আমাদের ষোল আনা। এই প্ল্যাটফর্ম যতটা না আমাদের,তারচেয়েও বেশি তাই আপনাদের। আপনাদের সমর্থন ছাড়া আমরা এগোতে পারব না,তাই আপনাদের পাশে প্রয়োজন। আপনারা আমাদের সমর্থন দেবেন,আপনাদের পাশে পাবই,এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। সেই বিশ্বাস আর সাহসে ভর করেই আমরা নিতে যাচ্ছি এমন একটি উদ্যোগ। আপনাদের সমর্থন বায়ার্ন মিউনিখ ভক্ত এই উৎসাহী প্রাণগুলোকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। বায়ার্ন মিউনিখের বাংলা ভাষাভাষী ভক্তদের জন্য তৈরি করতে পারব 'কমন প্ল্যাটফর্ম'।
আগামীকাল বুন্দেসলিগায় মুখোমুখি হচ্ছে ভিএফএল বখুম ও বায়ার্ন মিউনিখ। এছাড়া এই সপ্তাহেই রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। শেষ ষোলয় সালজবুর্গের বিপক্ষে খেলতে নামবে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগা ম্যাচটির পোস্ট-ম্যাচ এবং আসন্ন ইউসিএল ম্যাচটির প্রি ম্যাচ ডিসকাশন শুনতে রবিবার রাত ১০:৩০-১১:৩০ পর্যন্ত যুক্ত হতে পারেন আমাদের সাথে। বায়ার্ন আড্ডা পেইজটি থেকে অনুষ্ঠানটি পরিচালনা করা হবে। আমরা যেমন আলোচনা চালিয়ে যাব;তেমনি আপনারাও জানাবেন আপনাদের মতামত,আমরা আপনার মূল্যবান মন্তব্য শোনার জন্য অপেক্ষা করে থাকব। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানটি শোনার জন্য ও এতে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। চলুন না হয়ে যাক,এবারে বায়ার্ন নিয়ে আলাপ....
#মিয়াসানমিয়া
#মিয়াসানবাংলাদেশ
#বুন্দেসলিগা
#বায়ার্ন_আড্ডা
#বায়ার্নমিউনিখ
#আমরাইবায়ার্ন