I'm Zaman

I'm Zaman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from I'm Zaman, Video Creator, .

13/07/2024

রাজপথে ১০০ জন লাগে না এমন একজন যথেষ্ট।

#কোটা

05/07/2024

ভাই ওরে কেউ থামা 🤣🤣
🇷🇺

Way the final year 💪
03/07/2024

Way the final year 💪

ঠিক আছে 🤣
25/06/2024

ঠিক আছে 🤣

এই মুখ আর দেখাবোনা।

12/06/2024

এত বড়ো মুখে ছোট এইটা কি দিলে তুমি?🤣

30/05/2024

পেট খারাপ করছিলো।
একটা হোটেলে গেলাম রাতের খাবার খাইতে। মাছ মাংস কিছুই খাইতে ইচ্ছা হচ্ছিলো না। বয়কে বললাম, ভাত, ডাল আর আলু ভর্তা দিতে।
পাশের টেবিলে দেখি ০৩ জন বসে গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে। একজন আবার আমার বন্ধু শিহাবের মতো দেখতে। আমি আলু ভর্তা দিয়ে ভাত মেখে মুখে দিতে দিতে কয়েকবার শিহাবসদৃশ মানুষটার দিকে তাকাচ্ছিলাম।
একটুপর দেখলাম, এক বাটি গরুর মাংস দিয়ে গেলে বয়। বললো, ঐ টেবিল থেকে আপনার জন্য দিছে, টাকা ওনারা দেবে, আপনে পেট ভরে খান।
আমি বিস্মিত হয়ে গেলাম। অপমানিতবোধ করলাম না একটুও। মনে হলো, এখনও এই পৃথিবীর মানুষ কতো ভালো। এই নক্ষত্রভরা রাতে ০৩ জন মানুষ চাচ্ছে, আরও একজন মানুষ তাদের মতো করে গরুর মাংস দিয়ে ভাত খাক।
আমি খাওয়া শেষ করে মোট ০৪ জনের বিল দিয়ে চুপিচুপি চলে আসলাম। এই নক্ষত্রভরা রাতে ঐ ০৩ জন মানুষও জানুক, ভালোবাসা ছোঁয়াচে।

30/05/2024

১২৭০০ টাকা বেতনের জন্য বয়সে ছোট ছেলেকে দাড়িয়ে সালাম দেয় সেই ব্যক্তিও ফেসবুকে স্ট্যাটাস দেয় দাড়িয়ে "ইয়া নবী সালামু আলাইকা" পড়া বিদআত।

বাহ দুচির ভাই বাহ।

22/05/2024

মেসেঞ্জারে এখন থেকে ফেসবুকের মতো মেমোরিস দেখাবে, যাস্ট চিন্তা করেন দুই বছর আগে কার সাথে চি'ট করেছেন সেটাও দেখাবে!🙂

22/05/2024

পুরুষ মানুষের ভালোবাসা অসম্ভব সুন্দর 🖤

৩৯ বছর যাবৎ প্রাক্তনের ১২২টি চিঠি ট্রাংকের ভিতরে যত্ন সহকারে রেখেছেন প্রেমিক 🖤

দীর্ঘ ছয় বছর ৭ মাস সম্পর্কের পর প্রেমিকার বিয়ে হয়ে যায়, তার দুই মাস পরে তিনি প্রবাসে চলে আসেন। ৩৩ বছর ধরে তিনি সৌদি আরব আছেন এখন পর্যন্ত একবারও দেশে যাওওয়া হয়নি 🙂

~ জসিম আহমেদ

22/05/2024

এত বছর পর্যন্ত জানতাম এই 'হাট্টিমা টিম টিম' ছড়াটা ৪ লাইন।
আসলে এটা রোকনুজ্জামান খানের ৫২ লাইনের অসম্ভব সুন্দর একটি ছড়া।

'টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনলো কিনে
মস্ত একটা ডিম।
বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।
সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।
উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।
সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।
উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।
চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।
বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বারি
নিজের মাথায় মারে।
শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।
গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।
মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে
গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।
হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম টিম।'

আরফান আল হুসাইনি এবং ফাবিয়া ফার্লিন অ্যাথেনা দুজনেই  বুয়েটে পড়াশোনা করেন ২০১৩ থেকে ২০১৭ সময়কালে। আরফান পড়াশোনা করেছ...
17/05/2024

আরফান আল হুসাইনি এবং ফাবিয়া ফার্লিন অ্যাথেনা দুজনেই বুয়েটে পড়াশোনা করেন ২০১৩ থেকে ২০১৭ সময়কালে। আরফান পড়াশোনা করেছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে, আর ফাবিয়া পড়াশোনা করেছিলেন ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিংয়ে।
পরবর্তীতে দুজনেই মাস্টার্সে যান যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিশ্ববিদ্যালয় জর্জা টেকে। বুয়েটে যাদের দেখাই হয় নি, জিএ টেকে তাদেরই পরিচয় ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইন্জিনিয়ারিং পড়তে গিয়ে। ২০২০ এ মাস্টার্স শেষে একই বিষয়ে পিএইচডিও করেন দুজনেই, একই বিশ্ববিদ্যালয়েই। ২০২২ সালে এই যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হন।
আজ স্প্রিং ২০২৪ গ্র্যাজুয়েশন সেরিমনিতে দুজনেই তাদের ডক্টরাল ডিগ্রি গ্রহণ করেন, আর তা উপলক্ষ্যে Georgia Tech এর সোশ্যাল মিডিয়া থেকেই এদের ফিচার করা হয়।
এরইমধ্যে আরফান আল হুসাইনি NVIDIA তে সিনিয়র ডেটা সায়েন্টিস্ট হিসেবে ফুল টাইম কাজ করছেন। এর আগেও NVIDIA তে ডেটা সাইন্টিস্ট ইন্টার্ন হিসেবে কাজ করেছিলেন এবং GA Tech এ রিসার্চ এসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন।
অন্যদিকে, ফাবিয়া ফার্লিন অ্যাথেনা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল ফেলোশিপ করছেন। ইতিমধ্যে তিনি IBM এ পরপর দুইবছর রিসার্চ ইন্টার্ন হিসেবে কাজ করেছিলেন।
আরফান এবং ফাবিয়া দম্পতিকে অভিনন্দন এবং পরবর্তী দিনের জন্য শুভকামনা।

Collected

চারুকলার নারীবাদী বিয়ে করেছিলাম ভেবেছিলাম বিবাহিত জীবনটা সুখের হবে। কিন্তু এখন বৌয়ের ফ্যাশন সেন্স দেখলেও বমি আসে। কপাল...
16/05/2024

চারুকলার নারীবাদী বিয়ে করেছিলাম ভেবেছিলাম বিবাহিত জীবনটা সুখের হবে। কিন্তু এখন বৌয়ের ফ্যাশন সেন্স দেখলেও বমি আসে। কপালে ইয়া বড় লাল টিপ, ব্লাউজ ছাড়া শাড়ি, এটাই নাকি তার জীবনের একমাত্র ফ্যাশন। বিয়ে, অফিস, ঝড়,বৃষ্টি , বাসর রাত সবখানে এক পোশাক।

প্রথম রাতে মোমবাতি জ্বালিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করতে চেয়েছিলাম। কিন্তু বৌ মোমবাতির সামনে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করেছিল। বৌয়ের বীভৎস চিৎকার শুনে বাবা মা দৌড়ে এসেছিল। পরিবারের সবাইকে শান্ত করে বললাম কিছুই হয়নি তোমরা ফিরে যাও।
বৈশাখ মাসে তার মনের অবস্থা ভালো থাকে না। শাহবাগের চত্ত্বরে ঘুরে বেড়ায়। সারাবছর ইংরেজি মদ খেলেও বৈশাখে খায় ইলিশ আর পান্তা। আর বন্ধুদের সাথে আন্দোলন করে যখন বাড়ি ফেরে তখন গায়ের গন্ধে এলাকার মাছিও মারা যায়।

তার জন্য ভালোবেসে টেডি কিনে এনেছিলাম। সে ওটা ছুড়ে ফেলে দিয়েছে। বলেছে মঙ্গল শোভাযাত্রার পেঁচা ছাড়া কিছুই তার পছন্দ নয়। একটু রাগারাগী করেছিলাম তাই আমাকে পিটিয়ে পাশের ঘর বন্ধ করে গান চালিয়েছিল -

আমরা নারীবাদী,
আমরা সুখী হতে চাই
আমরা নারীবাদী

বলেছিলাম সন্তানকে ডাক্তার বানাবো। উনি রেগে বললেন সন্তানকে জাফর ইকবাল, হুমায়ুন আজাদ বানাবে। আমি মেনে নিয়েছি। কারন এগুলো সব মেনে নেওয়া যায়। কিন্তু এটা কিভাবে মানবো যে, সন্তান নিতে গেলেই বলে মুড নাই। বৈবাহিক ধর্ষণের ভয় দেখায়।
হঠাৎ শুনলাম ওনার পেটে সন্তান এসেছে। আমি জিজ্ঞেস করলাম কিভাবে সম্ভব? ওনার উত্তর ছিল -

একজন নারীকে এসব প্রশ্ন জিজ্ঞেস করতে শরম করে না? ব্যক্তিগত গোপনীয়তা বলতে কিছু আছে তাই না! স্বামী বলে যা ইচ্ছা তাই বলবেন। Please Respect Women.
__ নূর ইসলাম

কথা কি সত্য? 🤣
16/05/2024

কথা কি সত্য? 🤣

গুলিস্তানের কাপড় পাকিস্তানের বলে বিক্রি করতে পারলেই রাতারাতি বড়লোক হতে পারবেন।বাকিটা বুঝে নেন।
15/05/2024

গুলিস্তানের কাপড় পাকিস্তানের বলে বিক্রি করতে পারলেই রাতারাতি বড়লোক হতে পারবেন।
বাকিটা বুঝে নেন।

দার্শনিক প্লেটোর সৃষ্টি ফ্রিডাস এর একটা উক্তি আছে। উক্তিটি এমন - “what you see is not always what it seems”  নিচের ছবিতে...
14/05/2024

দার্শনিক প্লেটোর সৃষ্টি ফ্রিডাস এর একটা উক্তি আছে। উক্তিটি এমন - “what you see is not always what it seems”

নিচের ছবিতে যেই মহিলাটা দেখছেন, তার নাম ক্রিস্টেল ক্যান্ডালারিও। দেখতে বেশ ইনোসেন্ট আর ১০-১৫টা সাধারণ ছবির মতো লাগছে। আমরা ফেইসবুক বা ইন্সটাগ্রামে ঢুকলেই সচরাচর যেসব ছবি দেখি আরকি!

ক্রিস্টেল তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এই ছবিটাই পোস্ট করেছে। ছবিটার ক্যাপশন ছিল এমন - “The time enjoyed is the time truly lived.”

ব্রাজিলের পোয়ের্তো রিকো বীচে সে ১০ দিনের ছুটি কাটাতে এসে এই ছবিটা পাবলিশ করে।

কিন্তু এই ছবিতে ছবিটার পিছনের রহস্য আমি আপনি কেউ দেখতে পাচ্ছি না। ছবিতে দেখতে পাচ্ছি না তার ২ বছরের ছোট মেয়ে জাইলিনকে।

জাইলিন তার একমাত্র মেয়ে যাকে সে বাসায় রেখে এসেছে, কিন্তু কোন আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব বা কোন চাইল্ড-কেয়ার প্রতিষ্ঠানকে বলে আসেনি।

ক্রিস্টেল এই ২ বছরের মেয়েকে সম্পূর্ণ একা রেখে, সিমপ্লি বাসা থেকে বের হয়ে গিয়েছে, তাও এক দিনের জন্যে না - পুরো ১০ দিনের জন্যে।

প্রচণ্ড ভয়, দ্বিধা, একাকীত্ব আর ক্ষুধার তীব্রতায় মা মা বলে কান্না করতে করতে, ভীষণ কস্ট পেয়ে, নিশ্চয়ই যন্ত্রণার শেষ সীমায় পৌঁছে গিয়েও জায়লিন আর পারেনি। ছোট্ট মেয়েটা ক্ষুধা, তৃষ্ণায়, ডিহাইড্রেটেড হয়ে মারা গেলো। সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি বা বুঝতে পারেনি যে, কেন তার মা তাকে এভাবে ফেলে রেখে গিয়েছে।

ক্রিস্টেল ক্যান্ডালারিও তার ১০ দিনের ছুটি, অসংখ্য ছবি, সেলফি আর আনলিমিটেড মাস্তি শেষে বাসায় ফিরলে পুলিশ তাকে গ্রেফতার করে।

আদালতে তার যাবজ্জীবন সাজা হয়। সাজা দেয়ার সময় বিচারক তাকে বলেন -“জাইলিনকে তুমি যেমন বন্দি করে মেরে ফেলেছ, তোমাকেও সারা জীবন একটা সেলে বন্দি থাকতে হবে। তবে একটা পার্থক্য আছে - জেল তোমাকে অন্তত খাবার দিবে, পানি দিবে; যেটা তুমি তোমার মেয়েকে দাওনি।”

Things are not always what they seem; the first appearance deceives many; the intelligence of a few perceives what has been carefully hidden.

সন্তান বড় হলে, সন্তানের বিছানা আলাদা করা অবশ্য কর্তব্য! কেন করবেন?রিবা (ছদ্ম নাম)। বয়স সাত। ওয়ানে পড়ে। ধবধবে ফর্সা। মাথা...
12/05/2024

সন্তান বড় হলে, সন্তানের বিছানা আলাদা করা অবশ্য কর্তব্য! কেন করবেন?

রিবা (ছদ্ম নাম)। বয়স সাত। ওয়ানে পড়ে। ধবধবে ফর্সা। মাথা ভর্তি কোকড়ানো চুল। টলটলে চোখ। মনে হয় একটু ছুঁয়ে দিলেই ব্যস। চোখের মায়া আবীর হয়ে হাতে লেগে যাবে। প্রজাপতির রঙের মতো।

ওর মায়ের সাথে সেদিন চেম্বারে এসেছে। প্রসাবে জ্বালা পোড়া। তল পেটে ব্যথা। মায়ের ভাষ্য, ম্যাডাম, পিসাব করনের সময় খালি কান্দে আর লাফায়। পেট চেপে খিচ্চা বইসা থাকে।

পরীক্ষা করে দেখতে চাইলে, প্যান্ট খুলে রিবার মা যা দেখালো তার জন্য প্রস্তুত ছিলাম না, বললেই ভালো। সরাসরি জিজ্ঞেস করলে মা বলবে, কী যে কন, ছোট মানুষ। মনেমনে দু-একটা গালিও যে দিবে না, বলা যায় না।

ডাক্তারদের এ এক জীবন! কত কী যে দেখতে হয়! ঘুরিয়ে প্যচিয়ে জিজ্ঞেস করি, বাড়িতে কে কে আছে?

ওর বাপ আর আমি।

আর কেউ না?

না ম্যাডাম। তবে পাশেই ভাসুরের বাসা।

ও কার সাথে খেলাধুলা করে?

আমার ভাসুরের পোলার সাথে। বয়স এগারো বারো। সিক্সে পড়ে। সারাদিন দৌড়াদৌড়ি ঝাঁপাঝাপি। ভিডিও গেমস, ইউটিউব নাকি কি কয় এসব নিয়া থাকে। সারা বাড়িতে আর বাচ্চাকাচ্চা নাই তো। অরা অরাই খেলে। আমিও তেমন খেয়াল করি না। আহারে বাচ্চারা!

বাড়িতেই তো থাকে সারাদিন। হয় দাদির ঘর, নয় চাচির ঘর। আসলে মাইয়া আমার এই একটাই। মিছা কইয়া লাভ নাই। চাচা চাচিও আদর করে। খুব। মিতুল (ছদ্ম নাম) তো বইন বলতে অজ্ঞান।

কখনো জিজ্ঞেস করেছেন, কি খেলা খেলে?

না ম্যডাম। কী খেলব আর, চোর পলান্তি। পুতুল খেলা। এই সব আরকি। জিগানোর কী আছে?

আছে, এখন জিজ্ঞেস করেন তো।

রিবা, মিতুল ভাইয়ার সাথে কি খেলাধুলা করো বলো তো মা?

বউ জামাই খেলি।

বউ জামাই খেলা কী করে খেলো?

মেয়ে যা বর্ণনা দিলো, শুনে মা মুর্ছা যান আরকি! ছোট বাচ্চার আর দোষ কি? বাচ্চারা অনুকরণ প্রিয়। এটা সবাই জানে। বড়রা অবিবেচকের মতো কাজ করবে আর বাচ্চাকাচ্চা দেখে শুনে চুপ করে বসে থাকবে, এটা ভাবার কারণ নেই। আসলেই নেই।

ওহ, ভালো কথা। রিবা, মিতুল কাকে অনুসরণ করল? বাবা মাকে? টিভি সিনেমাকে? নাকি ইউটিউবকে? কাউকে না কাউকে তো অবশ্যই।

রিবা, এ ধরনের খেলা তো ভালো না মা। এটা পঁচা কাজ। কথা শেষ করতে দেয়না পাকনি বুড়িটা। টাসটাস করে মুখের ওপর বলে ওঠে, বাবা-মা খেলে যে! তাহলে বাবা-মা কি পঁচা?

কী উত্তর দেবে রিবার মা? উত্তর দেয়ার কি মুখ থাকে? মহিলা হতবিহ্বল হয়ে পড়ে। যেনো পায়ের তলায় কোন মাটি নেই। বেচারা!

রিবার মাকে প্রশ্ন করি, আপনারা কি স্বামী-স্ত্রী রিবাকে নিয়ে এক বিছানায় ঘুমান?

হ ম্যাডাম। ছোট বাচ্চা। ওর বাপে কয়, কী বুঝব? ও ঘুমালেই তো কাদা। লোকটার খাই বেশি। বাচ্চা ঘুমালো কি ঘুমালো না। তর সয় না। আমি আগেই কইছিলাম। হাহাকার থই থই কান্না হয়ে ঝরে পড়ে। আহারে!

দেখুন, আমরা বাচ্চাদের যতটা নির্বোধ মনে করি, আসলে ততটা নির্বোধ ওরা না। বরং একটু বেশিই বুদ্ধি রাখে ওরা। শুধু আমরা বড়রাই এ কথাটা মানতে চাই না। আমাদের দিয়ে ওদের হিসেব করি। কিন্তু ওরা হিসেবে বাবা-মা'দের চেয়ে পাকা। যে কাজটা বাবা মা করে, সে কাজটা খারাপ কিভাবে হয়? কাজেই বাবা-মা, বউ-জামাই খেলা তারা খেলতেই পারে। তাদের তো দোষ দেয়া যায় না। একটু ভেবে বলুন তো, যায় কি?

আসলে একটা নির্দিষ্ট সময় পর সন্তানদের বিছানা আলাদা হওয়াই বাঞ্চনীয়। সবার পক্ষে হয়তো, সন্তানদের জন্য আলাদা আলাদা রুম দেয়া সম্ভব না। সে ক্ষেত্রে অন্তত বিছানাটা আলাদা করা যায়। বাবা-মায়ের বিছানাটা কাপড় দিয়ে পার্টিশন দেয়া যায়। মশারির মতো। আর নিতান্তই যদি সম্ভব না হয়, শিশু সম্বলিত সংসারে দম্পতিদের অবশ্যই সর্বোত্তম সতর্কতা অবলম্বন করতে হবে। কী সেটা আমি জানিনা। আর সবার ঘরে নিশ্চয় একরকম ফর্মূলা চলবে না। নিজের ঘর অনুযায়ী নিজেদের ফর্মূলা তৈরী করুন প্রিয় অভিভাবক।

আমরা বাচ্চাকাচ্চা নিয়ে ঘুরতে যাই। মজার মজার খাবার খাই। দামী দামী গেজেট দেই। নতুন নতুন ট্রেন্ডি জামা কাপড় পরাই। কিন্তু সবচেয়ে দামী যে লেসন সেটাই দেই না। হেলথ এডুকেশন, সেক্স এডুকেশন। কত্ত জরুরি যে এসব জীবনমুখী শিক্ষা। কী আজব আমরা! কবে বুঝব এর গুরুত্ব? আর কত ভুল বার্তা দেহ মনে নিয়ে বড় হবে আমাদের শিশুরা?

বাচ্চাদের কি কি করা উচিৎ আর কি কি না সেটা বলুন। ছোটদের কাজ, বড়দের কাজ কি কি জানান। ধীরে ধীরে নিজের শরীর সম্বন্ধে শিক্ষা দিন। গুড টাচ, ব্যাড টাচ সম্পর্কে জানান। নারী-পুরুষের যৌন জীবন সম্বন্ধে শিক্ষা দিন। ধীরে ধীরে, সহজ করে। কাজের লোক কিংবা ক্যানভাসারের কাছে ভুল জানার চেয়ে, বাবা মার কাছে জানা ভালো নয় কি?

প্রিয় অভিভাবকগন, সন্তানের কথা বিশ্বাস করুন। সন্তানের বন্ধু হোন। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে উদ্বুদ্ধ করুন। মনে রাখা ভালো, লালন পালন করাই কিন্তু শেষ কথা না। সন্তানকে সুরক্ষিত রাখাও বাবা-মার পবিত্র দায়িত্ব।

আসুন ঠিকঠাক দায়িত্ব পালন করি। ওদের জীবনটা আরেকটু সহজ করি।

Debasish Ovi - ডাঃ সাবিকুন নাহারসন্তান বড় হলে, সন্তানের বিছানা আলাদা করা অবশ্য কর্তব্য! কেন করবেন?

রিবা (ছদ্ম নাম)। বয়স সাত। ওয়ানে পড়ে। ধবধবে ফর্সা। মাথা ভর্তি কোকড়ানো চুল। টলটলে চোখ। মনে হয় একটু ছুঁয়ে দিলেই ব্যস। চোখের মায়া আবীর হয়ে হাতে লেগে যাবে। প্রজাপতির রঙের মতো।

ওর মায়ের সাথে সেদিন চেম্বারে এসেছে। প্রসাবে জ্বালা পোড়া। তল পেটে ব্যথা। মায়ের ভাষ্য, ম্যাডাম, পিসাব করনের সময় খালি কান্দে আর লাফায়। পেট চেপে খিচ্চা বইসা থাকে।

পরীক্ষা করে দেখতে চাইলে, প্যান্ট খুলে রিবার মা যা দেখালো তার জন্য প্রস্তুত ছিলাম না, বললেই ভালো। সরাসরি জিজ্ঞেস করলে মা বলবে, কী যে কন, ছোট মানুষ। মনেমনে দু-একটা গালিও যে দিবে না, বলা যায় না।

ডাক্তারদের এ এক জীবন! কত কী যে দেখতে হয়! ঘুরিয়ে প্যচিয়ে জিজ্ঞেস করি, বাড়িতে কে কে আছে?

ওর বাপ আর আমি।

আর কেউ না?

না ম্যাডাম। তবে পাশেই ভাসুরের বাসা।

ও কার সাথে খেলাধুলা করে?

আমার ভাসুরের পোলার সাথে। বয়স এগারো বারো। সিক্সে পড়ে। সারাদিন দৌড়াদৌড়ি ঝাঁপাঝাপি। ভিডিও গেমস, ইউটিউব নাকি কি কয় এসব নিয়া থাকে। সারা বাড়িতে আর বাচ্চাকাচ্চা নাই তো। অরা অরাই খেলে। আমিও তেমন খেয়াল করি না। আহারে বাচ্চারা!

বাড়িতেই তো থাকে সারাদিন। হয় দাদির ঘর, নয় চাচির ঘর। আসলে মাইয়া আমার এই একটাই। মিছা কইয়া লাভ নাই। চাচা চাচিও আদর করে। খুব। মিতুল (ছদ্ম নাম) তো বইন বলতে অজ্ঞান।

কখনো জিজ্ঞেস করেছেন, কি খেলা খেলে?

না ম্যডাম। কী খেলব আর, চোর পলান্তি। পুতুল খেলা। এই সব আরকি। জিগানোর কী আছে?

আছে, এখন জিজ্ঞেস করেন তো।

রিবা, মিতুল ভাইয়ার সাথে কি খেলাধুলা করো বলো তো মা?

বউ জামাই খেলি।

বউ জামাই খেলা কী করে খেলো?

মেয়ে যা বর্ণনা দিলো, শুনে মা মুর্ছা যান আরকি! ছোট বাচ্চার আর দোষ কি? বাচ্চারা অনুকরণ প্রিয়। এটা সবাই জানে। বড়রা অবিবেচকের মতো কাজ করবে আর বাচ্চাকাচ্চা দেখে শুনে চুপ করে বসে থাকবে, এটা ভাবার কারণ নেই। আসলেই নেই।

ওহ, ভালো কথা। রিবা, মিতুল কাকে অনুসরণ করল? বাবা মাকে? টিভি সিনেমাকে? নাকি ইউটিউবকে? কাউকে না কাউকে তো অবশ্যই।

রিবা, এ ধরনের খেলা তো ভালো না মা। এটা পঁচা কাজ। কথা শেষ করতে দেয়না পাকনি বুড়িটা। টাসটাস করে মুখের ওপর বলে ওঠে, বাবা-মা খেলে যে! তাহলে বাবা-মা কি পঁচা?

কী উত্তর দেবে রিবার মা? উত্তর দেয়ার কি মুখ থাকে? মহিলা হতবিহ্বল হয়ে পড়ে। যেনো পায়ের তলায় কোন মাটি নেই। বেচারা!

রিবার মাকে প্রশ্ন করি, আপনারা কি স্বামী-স্ত্রী রিবাকে নিয়ে এক বিছানায় ঘুমান?

হ ম্যাডাম। ছোট বাচ্চা। ওর বাপে কয়, কী বুঝব? ও ঘুমালেই তো কাদা। লোকটার খাই বেশি। বাচ্চা ঘুমালো কি ঘুমালো না। তর সয় না। আমি আগেই কইছিলাম। হাহাকার থই থই কান্না হয়ে ঝরে পড়ে। আহারে!

দেখুন, আমরা বাচ্চাদের যতটা নির্বোধ মনে করি, আসলে ততটা নির্বোধ ওরা না। বরং একটু বেশিই বুদ্ধি রাখে ওরা। শুধু আমরা বড়রাই এ কথাটা মানতে চাই না। আমাদের দিয়ে ওদের হিসেব করি। কিন্তু ওরা হিসেবে বাবা-মা'দের চেয়ে পাকা। যে কাজটা বাবা মা করে, সে কাজটা খারাপ কিভাবে হয়? কাজেই বাবা-মা, বউ-জামাই খেলা তারা খেলতেই পারে। তাদের তো দোষ দেয়া যায় না। একটু ভেবে বলুন তো, যায় কি?

আসলে একটা নির্দিষ্ট সময় পর সন্তানদের বিছানা আলাদা হওয়াই বাঞ্চনীয়। সবার পক্ষে হয়তো, সন্তানদের জন্য আলাদা আলাদা রুম দেয়া সম্ভব না। সে ক্ষেত্রে অন্তত বিছানাটা আলাদা করা যায়। বাবা-মায়ের বিছানাটা কাপড় দিয়ে পার্টিশন দেয়া যায়। মশারির মতো। আর নিতান্তই যদি সম্ভব না হয়, শিশু সম্বলিত সংসারে দম্পতিদের অবশ্যই সর্বোত্তম সতর্কতা অবলম্বন করতে হবে। কী সেটা আমি জানিনা। আর সবার ঘরে নিশ্চয় একরকম ফর্মূলা চলবে না। নিজের ঘর অনুযায়ী নিজেদের ফর্মূলা তৈরী করুন প্রিয় অভিভাবক।

আমরা বাচ্চাকাচ্চা নিয়ে ঘুরতে যাই। মজার মজার খাবার খাই। দামী দামী গেজেট দেই। নতুন নতুন ট্রেন্ডি জামা কাপড় পরাই। কিন্তু সবচেয়ে দামী যে লেসন সেটাই দেই না। হেলথ এডুকেশন, সেক্স এডুকেশন। কত্ত জরুরি যে এসব জীবনমুখী শিক্ষা। কী আজব আমরা! কবে বুঝব এর গুরুত্ব? আর কত ভুল বার্তা দেহ মনে নিয়ে বড় হবে আমাদের শিশুরা?

বাচ্চাদের কি কি করা উচিৎ আর কি কি না সেটা বলুন। ছোটদের কাজ, বড়দের কাজ কি কি জানান। ধীরে ধীরে নিজের শরীর সম্বন্ধে শিক্ষা দিন। গুড টাচ, ব্যাড টাচ সম্পর্কে জানান। নারী-পুরুষের যৌন জীবন সম্বন্ধে শিক্ষা দিন। ধীরে ধীরে, সহজ করে। কাজের লোক কিংবা ক্যানভাসারের কাছে ভুল জানার চেয়ে, বাবা মার কাছে জানা ভালো নয় কি?

প্রিয় অভিভাবকগন, সন্তানের কথা বিশ্বাস করুন। সন্তানের বন্ধু হোন। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে উদ্বুদ্ধ করুন। মনে রাখা ভালো, লালন পালন করাই কিন্তু শেষ কথা না। সন্তানকে সুরক্ষিত রাখাও বাবা-মার পবিত্র দায়িত্ব।

আসুন ঠিকঠাক দায়িত্ব পালন করি। ওদের জীবনটা আরেকটু সহজ করি।

"ডাঃ সাবিকুন নাহার"

সারা বাংলাদেশে কেশ অন ডেলিভারি। আগে এক টাকা ও দিতে হবে না। পন্য হাতে পেয়ে মুল্য করবেন। অড়ার করতে হলে দয়া করে ইনবক্স ক...
03/05/2024

সারা বাংলাদেশে কেশ অন ডেলিভারি। আগে এক টাকা ও দিতে হবে না। পন্য হাতে পেয়ে মুল্য করবেন। অড়ার করতে হলে দয়া করে ইনবক্স করুন

01/05/2024

এই গরমে কমফোর্টৈবল হাওয়াই শার্ট ও টিশার্ট পেয়ে যাচ্ছেন পন্য হাতে পাওয়ার পর টাকা অরডার করতে এখনি মেসেজ করুন

Late late Eid (Eid Mubarak)
26/04/2023

Late late Eid (Eid Mubarak)

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when I'm Zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share