27/04/2024
📍।। আমার আউসবিল্ডুং যাত্রা ।।📍
📌বি:দ্র: দীর্ঘ পোস্ট, ধৈর্য্য ধরে পড়ার অনুরোধ রইল।
📍সালটা ২০২০, করোনা ভাইরাসের প্রথম ধাক্কা সবে শেষ হচ্ছে। সময় টা তখন ঘরে বসেই কেটে যাচ্ছিলো। একদিন ল্যাপটপে জার্মানি কিভাবে যাওয়া যায় সেই নিয়ে অনলাইনে খোঁজাখুঁজি করছিলাম। ঠিক তখনই "আউসবিল্ডুং" শব্দটির সাথে পরিচিত হয়। এক বসাতেই অনেক তথ্য সংগ্রহ করলাম। মাস্টার্স করার ইচ্ছা ছিল কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ার কারণে ব্লক একাউন্ট এর টাকা যোগাড় করার দুশ্চিন্তা ছিল বেশি ( ব্যাচেলর রেজাল্ট ও আশানুরূপ ছিল না )। আউসবিল্ডুং এর ক্ষেত্রে ব্লক একাউন্টের জটিলতা ছিল না বলেই এর প্রতি আমার আগ্রহ অনেকাংশে বেড়ে যায়।
📍জার্মানির তথ্য আদান প্রদান করা হয় এমন কয়েকটি গ্রুপে এই বিষয়ে পোস্ট দিতে থাকি। কিন্তু ১ জন ও সঠিক তথ্য দিতে পারছিল না। উল্টো ডিমোটিভেট করত, "এই ভিসা ইউরোপীয়ান দের জন্য", "বাংলাদেশ থেকে এই ভিসা দেয় না", "অফার লেটার পেলেও জার্মান এম্বাসি রিজেক্ট করে দেয়", "বি১ দুই বছরেও পাশ করতে পারবেন না", "জার্মান বি২/সি১ ছাড়া হবে না" এরকম আরো অনেক ধরণের কথা শুনতাম। মজার ব্যাপার ছিল যারা জার্মানি থাকতেন তারাই ( গুটিকয়েক ব্যাক্তি ) এই বিষয়ে খুব বেশি ডিমোটিভেট করতেন। কিন্তু তারা চায়লে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে আমাদের অনেকাংশের সাহায্য করতে পারতেন! এক ভাই ছিলেন যিনি আউসবিল্ডুং রিলেটেড পোস্ট দেখলেই সবার আগে কমেন্ট করতেন "এই ভিসা বাংলাদেশ থেকে দেয় না", "১০ বছরেও এই ভিসা বাংলাদেশ থেকে চালু হবে না"। এমন ভাবে কমেন্ট গুলো করতেন যেন উনি জার্মান এম্বাসির একজন কর্মকর্তা!
সত্যি বলতে এসব দেখে তখন আশাহত হয়েছিলাম। এভাবে করে ৫/৬ মাস নষ্ট করি, ভাষা শেখার জন্য আগ্রহ আর কাজ করছিল না।
📍মার্চ ২০২১, আউসবিল্ডুং নিয়ে বিস্তারিত জানা তখনও থেমে নেয়। এক বড় ভাই এর কাছ থেকে make it in germany এই ওয়েবসাইট এর সন্ধান পাই। আউসবিল্ডুং রিলেটেড সকল তথ্য আবার সংগ্রহ করতে শুরু করি। জার্মান ভাষা বি১/বি২ আয়ত্ত করতে পারলে নন-ইউরোপীয়ান হিসেবে আমি যে আউসবিল্ডুং পাওয়ার যোগ্য, সেই বিষয়ে আর সন্দেহ রইল না। আমার বয়স তখন ২৫ ছুঁই ছুঁই। কয়েকটি আর্টিকেল আর ইউটিউব ভিডিও তে দেখলাম আউসবিল্ডুং এর অন্যতম রিকোয়ারমেন্ট নাকি বয়স হতে হবে ২৫ এর কম! আবার মন টা ভেঙে গেল। কিন্তু make it in germany এবং আউসবিল্ডুং রিলেটেড জার্মান ওয়েবসাইট গুলোতে বয়সের ব্যাপারে কোন বাধ্যবাধকতা নেয় বলে জানতে পারি। হ্যাঁ তবে, বয়স ২৫ এর কম ( বর্তমানে ৩৫ ) হতে হয় 'আউসবিল্ডুং সার্চ ভিসা' এর ক্ষেত্রে। অর্থাৎ কেউ যদি আউসবিল্ডুং খুঁজতে জার্মানি যেতে চায় তখন তার বয়স ২৫ এর কম ( বর্তমানে ৩৫ ) হতে হবে কিন্তু কেউ যদি জার্মান কোম্পানি কে কনভিন্স করে আউসবিল্ডুং এর অফার লেটার পায় সেই ক্ষেত্রে বয়সের কোনো বাঁধা নেয়।
ভাবলাম, যাক এবার তাহলে ভাষা শেখা শুরু করা যায়। কিন্তু তখনও এমন কাউকে পেলাম না বাংলাদেশ থেকে যিনি আউসবিল্ডুং ভিসাই সরাসরি জার্মানি গিয়েছেন। একটা অনিশ্চয়তা তখনও কাজ করছিল।
📍মে ২০২১, অনেকটা অনিশ্চয়তার মধ্য দিয়েই আমার জার্মান ভাষা শেখার যাত্রা শুরু হয় এই মাস থেকে। Duolingo থেকে কিছু জার্মান শব্দ শেখা শুরু করি। ভালই লাগছিল কিন্তু বই ছিল না বলে সঠিক প্রস্তুতি নেওয়া হচ্ছিল না। আমাদের চট্টগ্রামের সাব্বির আহমেদ জিদান ভাই থেকে জার্মান ভাষার খুঁটিনাটি জানতে পারি। যার কারণে আমি উনার কাছে অনেক কৃতজ্ঞ। জুলাই মাসে Netzwerk A1 ( বর্তমানে Netzwerk neu ) বই টা কিনি, অনেকটা নিজে নিজেই A1 শেষ করি। গোয়েথে ইন্সটিটিউট এ ভর্তি হবো বলে চিন্তা করছিলাম কিন্তু কোর্স ফি বেশি এবং সিট সংকুলানের কারনে সেটাও হয়ে উঠে নি। A1 শেষ করে যখন রিভাইস করছিলাম তখন দেখলাম কিছুই মনে নেয়। তখন বুঝলাম দৈনিক ৪/৫ ঘন্টা সময় জার্মান ভাষার পিছনে ব্যয় করতেই হবে। নিজে নিজে আর হচ্ছিল না দেখে পরবর্তীতে সরফুদ্দিন আহমেদ স্যারের কাছে ভর্তি হয়ে যায়। (স্যারের কাছে ভর্তি হওয়ার আগে ফোনে ছোটখাটো একটা টেস্ট দিতে হয়েছিল)
📍সেপ্টেম্বর ২০২১, এভাবে ভাষা শেখা আমার চলতে থাকে। একদিন ফেইসবুকে কাংখিত একটি গ্রুপের ( আউসবিল্ডুং রিলেটেড ) সন্ধান পাই। গ্রুপে সাথে সাথে যুক্ত হলাম। জানতে পারলাম মাহিবুল ভাই আর ওমর ভাই এর আউসবিল্ডুং ভিসা পাবার সাফল্যের খবর। তখন আরো অনুপ্রাণিত হয় এবং চিন্তা করতে থাকি উনারা পারলে আমিও পারব। পারতেই হবে!
এভাবে ২০২১ সালের ডিসেম্বরের শেষ দিকে জার্মান B1 লেভেল পর্যন্ত কোর্স সম্পন্ন করি।
📍ফেব্রুয়ারি ২০২২, ঢাকা গোয়েথে ইন্সটিটিউটে প্রথম বারের মত বি১ পরীক্ষায় অংশগ্রহণ করি। কিন্তু আশানুরূপ ফল পাই নি। কিছু টা অবাক হয়েছিলাম রেজাল্ট দেখে। তারপরও থেমে থাকি নি, পূণরায় ভাল ভাবে প্রস্তুতি নিয়ে আবার পরীক্ষা দি। ঢাকা গোয়েথে ইন্সটিটিউট এর কিছু অনিয়মের কারনে আশাহত হয়ে পরেরবার পরীক্ষা দিয়েছিলাম কলকাতা গোয়েথে ইন্সটিটিউটে জুলাই মাসে।
📍জুলাই ২০২২, বি১ সার্টিফিকেট এই মাসে হাতে পাই। নিজের এক্সপেকটেশনের চেয়েও ভাল রেজাল্ট করি (Lesen 77, Hören 80, Schreiben 90, Sprechen 80)। কিভাবে এত ভাল রেজাল্ট করেছি এই বিষয়ে ধাপে ধাপে বিস্তারিত পোস্ট করব। রেজাল্ট পাওয়ার পর মনে হচ্ছিল ৫০ ভাগ পথ চলে এসেছি।
📍আগস্ট ২০২২, একটু সময় নিয়ে নিজের CV আর Cover letter তৈরি করে ফেলি। কিন্তু কিভাবে আবেদন করব! কোথায় আবেদন করলে ভাল হবে! এসব নিয়ে সন্দিহান ছিলাম। প্রথম দিকে IT সেক্টরে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছিলাম তবে এই সেক্টরের প্রতিযোগিতা দেখে আর সাহস করি নি (ভাল ইংরেজি এবং IT রিলেটেড কাজের অভিজ্ঞতা থাকলে এই সেক্টরে সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়বে)
📍সেপ্টেম্বর ২০২২, শুরু করে দি আবেদন করা। ausbildung.de, azubi.de, Indeed.de, arbeitsagentur.de এই সকল সাইট গুলো থেকে আবেদন করা শুরু করি। প্রথম দিকে Hotelfachmann এ আবেদন করি। শুনেছি এই সেক্টরে চান্স পাওয়া কিছুটা সহজ। আবেদন চালিয়ে যেতে থাকি। প্রায় ৫০+ আবেদন করেও ভাল রেসপন্স পাচ্ছিলাম না। শুধু রিজেক্ট করছিল তারা। কেউ কেউ তো মেইল এর রিপ্লাই ও করে নি! কারণ হিসেবে দেখলাম আমি প্রায় শেষ মুহূর্তে আবেদন করছিলাম। সাধারণত অক্টোবর/নভেম্বর সেশনের জন্য কোম্পানি গুলো ফেব্রুয়ারি/মার্চ মাস থেকেই কর্মী নেওয়া শুরু করে। অর্থাৎ ৬/৭ মাস হাতে রেখে আবেদন করতে হয় তা বুঝতে পারলাম।
📍অক্টোবর ২০২২, কিছু টা নিরাশ হয়ে পরেছিলাম। আবেদন ও কমিয়ে দি। এত টুকু এসে নিজেকে অসহায় লাগছিল আর মনে প্রশ্ন জাগছিল আমি কি পারব!!
📍নভেম্বর ২০২২, এক বড় ভাই এর সাথে কথা হয়। তিনি তখন আউসবিল্ডুং করছিলেন জার্মানিতে। তার রেফারেন্সে একটা কোম্পানির সাথে কথা হচ্ছিল। পরবর্তীতে আর কাজের কাজ হয় নি। এভাবে অক্টোবর/নভেম্বর মাস এক প্রকার নষ্ট হয় আমার।
📍ডিসেম্বর ২০২২, আমার আউসবিল্ডুং যাত্রার টার্নিং পয়েন্ট। আমাদের সেই আউসবিল্ডুং গ্রুপের রাজু ভাই এবং জাহিদ ভাই Pflege ( Care/Nursing ) নিয়ে আমাকে অনেক উৎসাহ দিলেন। এবং বললেন আমার সার্টিফিকেট গুলো Anerkennung (Academic certificate recognition) করিয়ে নিতে। রাজু ভাই এবং জাহিদ ভাইয়ের সহযোগিতায় Anerkennung করিয়ে ফেলি। এই ক্ষেত্রে কিভাবে কি করতে হবে, কোথায় পাঠাতে হবে, কিভাবে পাঠাতে হবে, সব কিছু নিয়ে উনারা গাইড করেন।
📍জানুয়ারি ২০২৩, Anerkennung সার্টিফিকেট হাতে পাই। সেই সার্টিফিকেট নিয়ে আবেদন চলতে থাকে Pflegefachmann ( Nursing ) সেক্টরে। এই মাসে স্টুটগার্টের একটা Schule/শুলে ( Training School ) থেকে ইন্টারভিউ পাই এবং শুলে তে সিলেক্ট ও হয়। তবে এটা ছিল ১ বছরের আউসবিল্ডুং তাই এটাতে আগ্রহ কম ছিল।
📍ফেব্রুয়ারি ২০২৩, রাজু ভাই আমাকে অনেক সাহায্য করেন কিভাবে আর কোথায় আবেদন করলে ভাল ফল পাব এই বিষয়ে। এভাবে Pflegefachmann এ প্রায় ১৫০+ আবেদন করে ফেলি। Anerkennung সার্টিফিকেট এর জন্য রেসপন্সও ভাল পাচ্ছিলাম। এই মাসে ভাল একটি কোম্পানি থেকে ইন্টারভিউ কল আসে। প্রথম ইন্টারভিউ দেওয়ার পর পরবর্তীতে দ্বিতীয় ইন্টারভিউর জন্য তারা আমাকে ডাকে এবং সিলেক্ট করে। কিন্তু এই কোম্পানির Schule/শুলে(Training School) নিয়ে ঝামেলার কারনে আর আগায়নি। মার্চ এর শুরুর দিকে আরেকটি কোম্পানি থেকে ইন্টারভিউ কল পাই, সেখানেও আমি সিলেক্ট হয়। এভাবে শুলে আর কোম্পানি মিলিয়ে ৬টা ইন্টারভিউ দিই। এবং মার্চ মাসে আমার হাতে দুটি কোম্পানির Vertrag ( Contract/Offer letter ) চলে আসে। এর মধ্যে একটা সিলেক্ট করি।
📍এপ্রিল মাসে কোম্পানি থেকে কাগজপত্র সব হাতে পাই এবং মে মাসের ১ তারিখ এম্বাসি এপয়েন্টমেন্ট নিই। ৪ই মে ডক সাবমিশন মেইল আসে এবং ৬ই মে ডক সাবমিট করে ফেলি। ২২ই মে ইন্টারভিউ কল পাই। এম্বাসি ইন্টারভিউ ডেইট দেয় ৪ই জুন সকাল ১১.৩০ টা ।
📍৪ই জুন ২০২৩, এম্বাসি ইন্টারভিউ অভিজ্ঞতা।
আমার ভিসা অফিসার ছিলেন একজন মহিলা ( যিনি বর্তমানে প্রায় ৯০ ভাগ আউসবিল্ডুং ভিসার ইন্টারভিউ নিয়ে থাকেন ) কাউন্টার ৬। সকাল ১০.৩০ টায় আমাকে ভিতরে প্রবেশ করানো হয় এবং ইন্টারভিউ প্রায় ২৫ মিনিট হয়েছিল।
VO: Hello.
Me: Hello, mam.
VO: Give me your passport & 3 sets of photo.
(Given)
VO: Pass me your original documents horizontally.
(Given)
VO: So which visa are you applying for?
Me: told
VO: Why Ausbildung?
Me: told
VO: When did you complete your HSC?
Me: told
VO: What did you do after that?
Me: told
VO: Was ist Ihr Zukunftsplan?
Me: told
VO: Sie haben B1 abgeschlossen, oder? Wo haben Sie die deutsche Sprache gelernt?
Me: told
VO: Wann haben Sie die B1-Prüfung bestanden?
Me:told
Then she left for 2/3 minutes.
VO: Do you have recognition from IHK?
I was confused and told yes. Although its not needed for health sector, its only needed for industrial and technical sector.
VO: You have to give me one copy of this document (IHK) via email.
I was nervous that time. And told okay. But dont know what is IHK & why i needed that!
then she did some typing for 4/5 minutes. And left again.
VO: So you dont have pre-approval ( ZAV Vorabzustimmung ) either?
Me:told
VO: Do you have health insurance?
Me: told
VO: Give me your 2 sets of documents. (Print copy given) And i gave my fingerprints and 8600 tk embassy fee.
VO: Send me an email about the confirmation from IHK.
Me: Reply "yes" with my nervous face.
VO: That's all. Thank you.
Me: Thank you.
আমার ক্ষেত্রে ৭০ ভাগ ইংরেজি এবং ৩০ ভাগ জার্মান ভাষায় প্রশ্ন করেছিল। কিছু কিছু প্রশ্ন এখানে উল্লেখ করি নি। (খুব বেশি জটিল প্রশ্ন ছিল না)
📍পাসপোর্ট রিসিটে তিনি মিসিং ডকুমেন্টস হিসেবে "Confirmation from IHK" লিখে দেন। এটা নিয়ে খুব ভয়ে ছিলাম, কিভাবে কি করব! পরবর্তীতে IHK এর মেইন অফিসে মেইল করি তারা বলে Health সেক্টরে এটার দরকার পরে না। এটা কেবল industrial আর technical সেক্টরে কাজে লাগে। সেই মেইল প্রুফসহ ১২ তারিখ এম্বাসি কে মেইল করি। এরপর শুরু হয় অপেক্ষার পালা। ভয় হচ্ছিল IHK রিলেটেড সমস্যা সমাধান হয়েছিল কিনা!
📍মাঝখানে অনেক দুশ্চিন্তা গেছে। এবং পরিশেষে জুলাই ৩ তারিখ পাসপোর্ট কালেকশান মেইল আসে কিন্তু হেলথ ইন্সুইরেন্স চায় নি তারা! আমি ভাবলাম হয়ত ভিসা রিজেক্ট করে দিয়েছে তাই ইন্সুইরেন্স চায় নি! এই নিয়ে ২ দিন নাওয়া খাওয়া বন্ধ ছিল। ৫ তারিখ পাসপোর্ট কালেক্ট করতে যায় ভয়ে ভয়ে।
📍অবশেষে ভিসা পেলাম। আহ সেই কি আনন্দ! বের হতে হতে চোখ দিয়ে পানি চলে আসে আমার। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মত নয়। আমার জীবনের অন্যতম সেরা সময় ছিল এই দিনটি "জুলাই ৫, ২০২৩"।
এই ছিল আমার আউসবিল্ডুং যাত্রা। এত টুকু পর্যন্ত পড়ে থাকলে আপনাদের ধৈর্য্য শক্তি প্রবল, এই ধৈর্য্য শক্তির সাথে পরিশ্রম করে এগিয়ে যান। আমি পারলে আপনিও পারবেন। এই যাত্রায় আমার পাশে ছিলেন জাহিদ ভাই, ওমর ভাই, রাজু ভাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ।
কোনো রকমের প্রশ্ন থাকলে একে একে কমেন্ট করতে পারেন। ধীরে ধীরে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
আমার জন্য দোয়া/আশীর্বাদ করবেন।
শব্দ/বানান ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।
© অনিন্দ্য দেব ধ্রুব
চট্টগ্রাম।
বর্তমানে আমার জার্মানিতে ৭ মাস অতিবাহিত হয়েছে। আর প্রতিনিয়ত মনে হয় আউসবিল্ডুং করতে আসা আমার জীবনের সেরা একটি সিদ্ধান্ত ছিল। তাই যারা যারা আউসবিল্ডুং এ আসতে চান তারা খুব ভাল ভাবে জার্মান ভাষা শিখুন আর পরিশ্রম করে যান। আশা করি আপনাদের পরিশ্রম বৃথা যাবে না।
ধন্যবাদ।