23/07/2023
========👍 ইমুজির ব্যাবহার ও আমাদের জন্য একটি শিক্ষনীয় ঘটনা=======
যারা ২০১৬ এর আগে থেকে ফেইসবুক ব্যাবহার করেন তারা জানেন ফেইসবুকে আগে শুধু লাইক 👍 দেওয়া যেত। এখনকার মত দুঃখিত, হা হা, ভালবাসা, রাগান্বিত ইত্যাদি ইমুজি/রিএকশন/ইমটিকন দেওয়া যেত না। এতে করে কিছু সমস্যা হতো।
যেমন ধরুন, আপনার এক বন্ধু কোন একটি দুঃসংবাদ পোস্ট করেছে, আপনি কমেন্ট করার ভাষা খোঁজে পাচ্ছেন না, কিংবা আপনি কমেন্ট করতে চাচ্ছেন না। তাকে ইমুজি/রিএকশনের মাধ্যমে সমবেদনা জানাতে চাচ্ছেন। কিন্তু লাইক ছাড়া অন্য কিছু না থাকায় আপনি সেখানে লাইক দিচ্ছেন। হয়তো তার কোন নিকট-আত্মীয়র মৃত্যু সংবাদেও আপনি লাইক দিচ্ছেন। কিংবা একালার বড় ভাই কোন বিষয়ে গোসসা করে একটা জ্বালাময়ী পোস্ট দিয়েছেন আপনি তাকে লাইক দিচ্ছেন।
১। এতে করে কেউ বলবে, আরে এখানে লাইক দেওয়ার কি হলো? এখানে একটা দুঃসংবাদ কিংবা একটা গোস্সা হওয়ার মত বিষয়ে লাইক দেওয়া মানে কি? জাবেবে, যিনি লাইক দিচ্ছেন, তিনি বলছেন, আরে এই লাইক মানে এই না যে ঘটনাটা আমি পছন্দ করেছি। লাইক মানে হলো, আমি তার সাথে সহমত, সমবেদনা পোষণ করছি। কিন্তু আপনি যা বুঝিয়েছেন তা কি অন্যরা বুঝেছেন? না বুঝলেইতো ভুলবুঝাবুঝির সূত্রপাত হবে, আর ভুলবুঝাবুঝির খেসারত কত নিষ্ঠুর হতে পারে তা একটু পরের ঘটনা থেকেই বুঝতে পারবেন।
২। কখনো কখনো আমরা এমনও করি, কেউ একটা কমেন্ট করেছে কমেন্টের রিপ্লায় দেওয়ার প্রয়োজন মনে করছি না, কিন্তু আমি যে কমেন্টটা পড়েছি কিংবা খেয়াল করেছি এটা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা লাইক দেই। কিন্তু যার কমেন্টে লাইক করলেন তিনি কি বুঝেছেন? আপনি তার সাথে একমত হয়েছে নাকি আপনি শুধু তার কমেন্টটা পড়েছেন?
যায় হোক, বর্তমান সময়ে ফেইসবুকে লাইকের পাশাপাশি অন্যান্য ইমুজি চালু থাকার কারনে এই সমস্যার আংশিক সমাধান হয়েছেই বলা যায়। কিন্তু উপরে উল্লেখ্যিত দ্বিতীয় সমস্যাটা আরও জটিল। কিভাবে?
ধরুন, আমের সিজন, ফেইসবুকে এখন অনেকেই আম কেনাবেচা করেন। আপনি কারও কাছ থেকে আম কিনবেন। তার সাথে আম নিয়ে দরদাম করলেন। আপনি কোন একটা নির্দিষ্ট তারিখে আপনার বন্ধুবান্ধবদের রাজশাহীর আম খাওয়াবেন বলে দাওয়াত করে রাখলেন। ঐ দিকে ওই আম বিক্রেতাকে বললেন অমুক তারিখে আমার এই ঠিকানায় ৩০ কেজে আম পাঠিয়ে দিবেন। আম বিক্রেতা আপনার ঐ ম্যাসেজে একটা লাইক/থাম্বস-আপ 👍 দিলেন। তার পর ঐ নির্দিষ্ট তারিখে তিনি আম আর পাঠালেন না। এদিকে আপনার বন্ধুরা আপনার বাসায় আম খেতে হাজির। আপনার জন্য এটা খুবই অপমানজনক। আপনি রাগে দুঃখে ঐ আম বিক্রেতার নামে মামলা করে দিলেন! আপনার কথা, সে লাইক দিয়েছে মানে হলো আমি যে ঐ তারিখে আমার ঠিকানায় আম পাঠাতে বলেছি, আম বিক্রেতা এই ব্যপারে সাই দিয়েছে, মানে আম সময় মত আমার ঠিকানায় পাঠিয়ে দিবে। আবার আম বিক্রেতার বক্তব্য, আরে আমি তো তার ঠিকানা ভালো করে পড়েও দেখিনি। আমি শুধু তার মেসেজটা যে পড়েছি এটা বুঝানোর জন্য লাইক দিয়েছি! এখানে বিচারক কী রায় দিবেন?
ঠিক এই ধরনেরই একটি ঘটনা ঘটেছে কানাডায়, এই জুলাই মাসের শুরুর দিকে। এক শণ(flax) ক্রেতা Kent Mickleborough, বিক্রেতা এবং শণ চাষী Chris Achter কে তার ঠিকানা আর শন কিনার চুক্তিপত্রের কপি পাঠিয়েছে। বিক্রেতা সেই মেসেজে লাইক/থাম্বস-আপ 👍 দিয়েছে। কিন্তু সময় মত শণ পাঠায় নি তাই ক্রেতা Mickleborough, বিক্রেতার নামে আদালতে মামলা করে দিয়েছে! মামলার রায়ে বিচারকের তো মাথা খারাপ। অনেক চিন্তা ভাবনা করে তিনি এই সিদ্বান্তে উপনিত হলেন যে, প্রাচীন কাল থেকে থাম্বস-আপ 👍 ঐক্যমতের চিহ্ন হিসাবে ব্যাবহৃত হয়ে আসছে। তাই বর্তমানে অনলাইনে ব্যাবহৃত থাম্বস-আপ 👍 ও এক ধরনের অপ্রচলিত স্বাক্ষর/সম্মতিপত্র। তাই শণ বিক্রেতার ঐ থাম্বস-আপ 👍 তাকে চুক্তিপত্রের সাথে সম্মতি এবং চুক্তি পত্রে সই করার সমতুল্য হিসাবে বিবেচিত হবে। শুধু তাই নয়, চুক্তিপত্রের সাথে সম্মতিপ্রকাশ করেও চুক্তি রক্ষা না করার দায়ে, কানাডার আদালত ঐ শণ বিক্রতা Chris Achter কে বাংলাদেশি টাকায় প্রায় ৬৬ লক্ষ টাকা জরিমানা করেন!
কি বুঝলেন? ইমুজি দেওয়ার আগে সাবধান, আপনি কী বুঝাতে চাচ্ছেন আর যাকে এই ইমুজি পাঠাচ্ছেন তিনি কী বুঝবেন। বাংলাদেশে হয়তো আপনাকে এভাবে কেউ জরিমানা করবে না কিন্তু ভুলবুঝাবুঝিতো হতেই পারে। দায়িত্বশীল হতে দোষে কোথায়?
খবের লিংকঃ
১। দ্যা গার্ডিয়ানঃ https://www.theguardian.com/world/2023/jul/06/canada-judge-thumbs-up-emoji-sign-contract
২। রয়টার্সঃ https://www.reuters.com/world/americas/canadian-farmers-thumbs-up-emoji-leads-62000-fine-undelivered-flax-2023-07-07/
৩। ইহাহুঃ https://sports.yahoo.com/canadian-farmer-fined-thumbs-emoji-153232555.html