Sumu's WORLD

Sumu's WORLD My style is my STORY��

কিছু দুঃখের কোন অর্থ হয় না, কোন ভাষা হয় না, না হয় কোন কারণ। মাঝে মাঝে মানুষ এতটা একলা হয়ে যায় যে সবকিছু থাকা সত্ত্ব...
06/01/2025

কিছু দুঃখের কোন অর্থ হয় না, কোন ভাষা হয় না, না হয় কোন কারণ। মাঝে মাঝে মানুষ এতটা একলা হয়ে যায় যে সবকিছু থাকা সত্ত্বেও মনে হয় যেন কি নেই কি নেই। চারিদিকে কোলাহল থাকা সত্ত্বেও মনের ভিতর কাজ করে শুধু নীরবতা।

আর এ দুঃখের সময় সঙ্গী হয় না কিছুই, যে আকাশকে দেখে মনের দুঃখ গুছানো যেত সেই আকাশ মেঘলা হয়ে বসে থাকে, পাখিরাও গান গায় না মিষ্টি সুরে। অসহায়ত্বের সময় শুধু সঙ্গে সাথি হয় দুঃখ আর দুঃখ।

তাই সময় যতই কঠিন হোক না কেন আপনার দুটি চোখ কখনো আপনাকে একা ছাড়বে না, সে আপনার চোখের পানি ঝরিয়ে আপনাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করবে। আর এটাই হচ্ছে কঠিন সময়ের বাস্তব বন্ধু।

জার্মানে দেশি মোরগ এর ভুনা খাচ্ছি 😋🇩🇪🇧🇩❤️
04/01/2025

জার্মানে দেশি মোরগ এর ভুনা খাচ্ছি 😋🇩🇪🇧🇩❤️

কোনো খারাপ পরিস্থিতিকে নিয়ে যতো বেশি ভাবনার উদ্ভব ঘটবে, সেই পরিস্থিতি ততো বেশি খারাপের দিকে যাবে, তাই খারাপ অবস্থাকে সম...
29/12/2024

কোনো খারাপ পরিস্থিতিকে নিয়ে যতো বেশি ভাবনার উদ্ভব ঘটবে, সেই পরিস্থিতি ততো বেশি খারাপের দিকে যাবে, তাই খারাপ অবস্থাকে সমস্যা হিসেবে নয়, জীবনের ক্ষুদ্র বাঁধা হিসাবে ভাবুন, আর জীবনের বাঁধা কাটিয়ে ওঠার ক্ষমতা সকল মানুষের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আছে।

পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে কিন্ত জার্মানিতে রাস্তা ঘাটে এদেরকে এখনও দেখা যায় 😁😁🇧🇩🇩🇪
27/12/2024

পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে কিন্ত জার্মানিতে রাস্তা ঘাটে এদেরকে এখনও দেখা যায় 😁😁🇧🇩🇩🇪

26/12/2024

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল ৮টা বাজে ঘুম থেকে উঠেই দেখি স্নো পড়তে পড়তে পুরো ভরে গেছে। অনেক ঠান্ডা পড়েছে। বাংলাদেশে কেমন ঠান্ডা পড়েছে সবাই জানাবেন।
゚ ゚viralシ

Adresse

Cologne

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Sumu's WORLD erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Videos

Teilen

Kategorie