German with Rahi

German with Rahi জার্মান ভাষার উপর নির্মিত 0 থেকে শুরু। শুরু করুন, মনোনিবেশ করুন, শ্রম দেন এবং সফল হোন।

31/12/2024

Frohes neues Jahr 2025!

29/12/2024

Ihr Wortschatz (Your Vocabulary)

Nomen

****Singular und Plural***
341. das Abitur (Sg.)
342. die Angst, Ängste
343. der Basketball, Basketbälle
344. der Chor, Chöre
345. der Deutschlehrer,
Deutschlehrer
346. die Deutschlehrerin,
Deutschlehrerinnen
347. das Dorf, Dörfer
348. der Elternabend, Elternabende
349. die Fremdsprache,
Fremdsprachen
350. die Freundschaft,
Freundschaften
351. der Führerschein, Führerscheine
352. die Gitarre, Gitarren
353. der Keks, Kekse
354. das Klavier, Klaviere
355. die Musikinstrument,
Musikinstrumente
356. die Präsentation,
Präsentationen
357. der Schal, Schals
358. das Theaterstück,
Theaterstücke
359. die Universität, Universitäten
360. die WhatsApp-Nachricht,
WhatsApp-Nachrichten

**************************************
♦ Schreiben Sie in Ihrer Sprache.
1. Das macht mir viel Spaß.
2. Wer kann mir helfen?
3. Brauchst du Hilfe?



#শিখুন_লিখুন_কথা_বলুন
#আপনার_একটা_শেয়ার_অন্যকে_শেখার_সুযোগ




28/12/2024
28/12/2024

আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের প্রতি অভিবাদন, "German With Rahi" -এর পক্ষ থেকে আমরা "A2 -এর ইনটেনসিভ ব্যাচে" সীমিত আসনে এডমিশন নিচ্ছি।

অর্থাৎ- সর্বোচ্চ আসন সংখ্যা হবে ২০ - ২৫ জন।

2025 সাল উপলক্ষ্যে আপনি পাচ্ছেন ২৫% ছাড়!
A2 course = 1499/- (BDT)
অর্থাৎ, এখান থেকে 1499-25% ছাড়!

**********************************
যেখানে A2 বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা গ্রামার সহজেই শেখানো হবে এবং গ্রামার পার্টের জন্য সহজভাবেই বিভিন্ন ট্রিকস আকারে শেখানো হয়ে থাকে। সেগুলো আমাদের ক্লাসগুলোতে টিপস ও ট্রিকস আকারে শেখানো হবে, আমাদের পথচলা হচ্ছে- "Deutsch als Fremdsprache. Lernen Sie mit Spaß."

♦️কাঁদের জন্য এই কোর্সটিঃ যারা ইতিমধ্যেই জার্মান ভাষার A2 শুরু করবেন ভাবছেন। কোথায় থেকে শুরু করবেন? কিভাবে ভাষাটা শেখার যাত্রা শুরু করবেন, তাদের জন্য। আউসবিল্ডুং ক্যান্ডিডেট অথবা অন্য কোন ভাবে জার্মানিতে ফিউচার গড়বেন বলে ভাবছেন, আপনারা চাইলেই আমাদের এই "A2 ইনটেনসিভ ব্যাচে" ভর্তি হতে পারবেন।

*ক্লাস শুরু কখনঃ ১৫ জানুয়ারী ২০২৫ তারিখ থেকে। প্রতি রবি, মঙ্গল, বুধ ও শুক্রবার। রাত ৯:০০টা (BD Time)

*কি, কি থাকছেঃ ক্লাসের রিসোর্স গুলো ক্লাস শেষে
দেওয়া হবে।

*ক্লাস সিস্টেমঃ Google Meet.

*সাপোর্টঃ ২৪/৭

*ক্লাস থাকবেঃ ৩৬টি।

*কোনো কারণে ক্লাস মিস করলে, ক্লাস রেকর্ডিং দেওয়া হবে।

♦️আমাদের সাথে "A2 Intensive Course"-টি করতে চাইলে, হোয়্যাটসঅ্যাপ গ্রুপে জয়েন করে, দ্রুত রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করার অনুরোধ রইলোঃ

With Facebook for Creators – I just got recognised as one of their top fans! 🎉
24/12/2024

With Facebook for Creators – I just got recognised as one of their top fans! 🎉

08/12/2024

"TEKAMOLO” সম্পর্কে আপনার কি ধারণা? #শিখুন_লিখুন_কথা_বলুন #আপনার_একটা_শেয়ার_অন্যকে_শেখার_সুযোগ

06/12/2024

Ist das richtig oder falsch?

Ahmed ist mit seinen Hunde spazieren gegangen.

05/12/2024

আপনার জন্য সবচেয়ে ভালো এবং সহজ এটাই।

অধ্যায় ভিত্তিক Nomen, Verben, Adjective শিখতে পারেন।

বাংলাদেশে সাধারণত বইয়ে 12 টি লেসন থাকে।
আর জার্মানিতে ভাষা শেখার বইয়ে 16 টি লেসন থাকে।

শেখার পর চর্চা করলেন Sprechen ও Schreiben এর মাধ্যমে।

সর্বোচ্চ 5 জন নিয়ে গ্রুপ বানান। সেখানে কথা বলুন, লিখুন, বিষয় ভিত্তিক।

সর্বোচ্চ প্রথমত 2 মিনিট করে কথা বলুন। পরে ধীরে ধীরে ৫-১০ মিনিট করে কথা বলুন।

আপনি কিছু বেশি কথা বলতে পারেন এবং অন্যরা একটু কম আপনি তাঁদেরকে help করুন। আপনার Tipps দিয়ে। যেমন, কি করলে কি হবে। গ্রহণ করলে ভালো না করলেও কিছু করার নাই।

সবাই সমান। এই মনোভাব থাকা উচিত।

শুরুতেই কেউই Smartly সব কিছু পারেন না। শিখা ও চর্চার মাধ্যমে আয়ত্তে আসে।

ভাষা মুখস্ত করা যায় না। বলবেন, কিভাবে?
হ্যাঁ।
মনে করেন আপনি মুখস্ত করলেন (der Vater মানে পিতা/বাবা) এখন জার্মান ভাষায়, কখনো আসবে (den Vater) আবার কখনো (dem Vater) অর্থাৎ একেক সময় একেক রূপ ধারণ করে। এজন্য বুঝে পড়া আর মুখস্ত পড়া এক নয়। তখন প্রশ্ন আসতে পারে মুখস্ত করলাম (der Vater) এখন কেন (den Vater বা dem Vater) হবে?
বুঝতে হলে অবশ্যই Grammatik (Range) ভালো থাকতে হবে। আর যাঁদের Grammatik Level উন্নত, তাঁরাই সবসময়ই ভালো পারেন।
এজন্য মুখস্ত নয়, বুঝে পড়ুন, শিখুন, লিখুন এবং অন্যকে help করুন।

আপনি যাঁদের থেকে শিখছেন, Grammatik সহকারে শিখুন। মুখস্ত শিখবেন না। শুধু মুখস্ত করলেন কিন্তু পাশাপাশি চর্চা করলেন না এটা সর্বোচ্চ ৯০ দিন মস্তিষ্কে থাকবে। পরে দেখবেন এই শব্দ বা বাক্য আপনার কাছে অপরিচিত মনে হচ্ছে।

সর্বোপরিভাবে, এটা মনে রাখতে হবে সবসময়।
Deutsch als Fremdsprache (DaF)

05/12/2024

চিল্লাইয়া কি মার্কেট পাওন যাইবো?

অন্যকে সম্মান করুন আপনিও সম্মানিত হোন।
কথায় আছে, "কিছু পেতে হলে কিছু দিতে হয়"

01/12/2024

Ihr Wortschatz (Your Vocabulary)

Nomen

***Singular und Plural***

299. der Anfang, Anfänge
300. der Anrufbeantworter,
Anrufbeantworter
301. der April
302. der August
303. der Ausflug, Ausflüge
304. die Blume, Blumen
305. das Datum, Daten
306. der Dezember
307. der Durst (Sg.)
308. der Erfolg, Erfolge
309. das Europa / Europa
310. der Februar
311. der Frühling, Frühlinge
312. das Geschenk, Geschenke
313. der Glückwunsch,
Glückwünsche
314. der Herbst, Herbste
315. die Hochzeit, Hochzeiten
316. die Jahreszeit, Jahreszeiten
317. der Januar
318. der Juli
319. der Juni
320. der Kalender, Kalender
321. das Leben, Leben
322. das Licht, Lichter
323. das Lied, Lieder
324. die Lust, Lüste
325. der Mai
326. der Markt, Märkte
327. der März
328. der Monat, Monate
329. der November
330. der Oktober
331. die Polizei, Polizeien
332. die Reise, Reisen
333. der Reiseführer, Reiseführer
334. der Schauspieler, Schauspieler
335. die Schauspielerin,
Schauspielerinnen
336. der September
337. der Sommer, Sommer
338. der Test, Tests
339. das Weihnachten, Weihnachten
340. der Winter, Winter.

**************************************
Schreiben Sie in Ihrer Sprache.
1. Herzlichen Glückwunsch!
2. Vielen Dank für die Einladung.
3. Kannst du mir helfen?

**************************************
a. Was kann ich ihm schenken?

Hallo, Ayub, kannst du mir helfen?
- Ja, gerne.
Der Sohn von Tanja hat Geburtstag. Er ist 13. Was kann ich ihm schenken?
- Vielleicht eine Kette?
Das ist eine gute Idee. Das gefällt ihm sicher. Ich danke dir.

**************************************
Ihre Sätze und Wörter - Schreiben Sie.

**************************************

#শিখুন_লিখুন_কথা_বলুন
#আপনার_একটা_শেয়ার_অন্যকে_শেখার_সুযোগ



28/11/2024

Ihr Wortschatz (Your Vocabulary)

Nomen
***Singular und Plural***

263. die Agentur, Agenturen
264. das Arbeitsamt, Arbeitsämter
265. die Ausbildung, Ausbildungen
266. der Ausweis, Ausweise
267. der Bahnhof, Bahnhöfe
268. die Bank, Banken
269. der Betrieb, Betriebe
270. die Bewegung, Bewegungen
271. das Café, Cafés
272. die EC-Karte, EC-Karten
273. die Ehefrau, Ehefrauen
274. der Ehemann, Ehemänner
275. das Erdgeschoss, Erdgeschosse
276. der Geburtsort, Geburtsorte
277. der Hausmeister, Hausmeister
278. die Hausmeisterin,
Hausmeisterinnen
279. die Kantine, Kantinen
280. der Kellner, Kellner
281. die Kellnerin, Kellnerinnen
282. der Koch, Köche
283. die Köchin, Köchinnen
284. das Konto, Konten
285. der Motor, Motoren
286. das Motorrad, Motorräder
287. die Nachhilfe, Nachhilfen
288. das Papier, Papiere
289. der Pass, Pässe
290. das Praktikum, Praktika
291. die Prüfung, Prüfungen
292. die Staatsangehörigkeit,
Staatsangehörigkeiten
293. die Stelle, Stellen
294. der Stock, Stock
295. der Supermarkt, Supermärkte
296. die Überweisung,
Überweisungen
297. der Vertrag, Verträge
298. die Werkstatt, Werkstätten

**************************************
Schreiben Sie in Ihrer Sprache.
1. Kommen Sie bitte herein!
2. Nehmen Sie bitte Platz.

**************************************
Ahmeds Wochenende - Was hat er am Wochenende gemacht?
- Am Wochenende hat Ahmed bis 8 Uhr geschlafen. Er hat geduscht und lang gefrühstückt. Dann hat er mit Rahi telefoniert. Am Nachmittag hat Ahmed im Park Akter und Rakib getroffen. Am Abend war Ahmed zu Hause. Er hat eine E-Mail geschrieben und telefoniert. Er war müde und ist früh ins Bett gegangen.

Und was haben Sie am Wochenende gemacht?
**************************************

Gehen Sie zu den Kommentaren und schreiben Sie Ihre Antwort.


#শিখুন_লিখুন_কথা_বলুন
#আপনার_একটা_শেয়ার_অন্যকে_শেখার_সুযোগ




27/11/2024

গল্পটা এমনই -
খরগোশ আর কচ্ছপ। নিশ্চয়ই পড়েছেন।
"জার্মানি" এমন একটি দেশ তার উদাহরণ খরগোশ ও কচ্ছপের কাহিনি। যদিও বাস্তবতা একটু ভিন্ন। এখানকার প্রতিটি কাজের Planing থেকে শুরু করে সবকিছুতেই সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে 'কচ্ছপের' মতো কাজ করা হয়।

এখানকার লোকজনই তাঁদের নিজস্ব ভাষায় (Deutsch) কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে। যদিও বেশিরভাগ মানুষ (English) জানে। তারপরও তাঁদের ভাষাকে সর্বত্র গুরুত্ব দিয়ে থাকে।
তবে কিছু জায়গায় (English) চলে। যেমন, স্কুল, বিশ্ববিদ্যালয়, অফিস, ফরেইন সার্ভিস, এম্বাসী ইত্যাদি।
এখন আসি কাজের কথায়, আপনি কাজ জানেন বা ভাষা জানেন না, অথবা অভিজ্ঞতা কিন্তু ভাষা জানেন না তাহলে আপনার জন্য জার্মানি না।
ক্ষেত্র - বিশেষ (অনেকে বলবে ভাষা লাগে না)।
এই দেশের যেকোনো একটি কাজের স্থায়িত্ব Minimum ২০ বছর। তাঁরা তাঁদের কাজকে সম্মান করে। খুবই যত্নসহকারে কাজ করে।

এই দেশ বিশেষ করে Technology - জন্য বিখ্যাত। যেমন, আমাদের দেশে (Bangladesh) আগে দেখতাম সৌরবিদ্যুৎ লাগালে সৌর প্যানেলেরও স্থায়িত্ব থাকে ২০ বছর। (এখন কম লাগায়) এবং লেখা থাকে Made in Germany.
তাছাড়া আমাদের বাংলাদেশে যাঁরাই কোটিপতি বা লাখপতি যে গাড়ি দৌড়ান সেটাও (BMW, Audi, Mercedes-Benz)
Made in Germany.

ঔষধ শিল্পেও তাঁরা বিখ্যাত। এই দেশে বর্তমানে (Doctor and Nurse) কর্মীর অভাব। বর্তমানে অনেকে B1 দিয়েও Nursing এ Ausbildung পেয়ে যাচ্ছেন। কারণ ঐ Sector এ English ও লাগে। এজন্য যারা ইংরেজিতে ভালো বা Deutsch ভালো কথা বলতে পারেন। তাঁদের জন্য Ausbildung সহজ। যদিও Nursing এ Ausbildung, মিনিমাম C1.

প্রতিটি কাজে স্থায়িত্ব পাবেন ২০ বছর। এখানকার একটা সুবিধা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাহলো (Deutschland-Ticket) মাত্র ৪৯ ইউরো দিয়ে জার্মানির ভিতরে যেকোনো বাস, ট্রেন বা আন্ডারপাস চড়তে পারবেন। এটা আবার ২০২৫ সাল থেকে ৫৮ ইউরো হয়ে যাবে। মনে রাখবেন, এটা Monthly মানে মাসের ১ তারিখ থেকে শুরু এবং শেষ ৩০/৩১ তারিখ। এটা ব্যবহার করতে অবশ্যই আপনার যেকোনো ব্যাংকের Account থাকতে হবে। অথবা কিছু (Shop, Registered )
তারাও cash টাকার মাধ্যমেও Ticket করে দেয়। দুটি মাধ্যমে Ticket ব্যবহৃত হয়, QR code এবং অন্যটি Card.

সবকিছুতেই Termin (Appointment) সিরিয়াল এর একটা পীড়া তো থাকবেই। ঐখানে তাঁরা আবার গুষ খায় না। আপনি কোন দল করেন বা কি পরিচয় তার কিছু লাগে না।

24/11/2024

আমার দেখা একটা স্মৃতি।
যখন ক্লাস A2 প্রথম দিনে ছিলাম সেদিন আমাদের সাথে নতুন দুইজন ক্লাসে এসেছিলেন। একজন প্রশ্ন করেছিলেন, কীভাবে Ich fahre mit 'dem' Auto হলো।
অর্থাৎ das Auto থেকে dem Auto কিভাবে হলো। তখন ঐ প্রতি উত্তরে (Lehrer) বলেছিলেন, "আপনি A1 কোথায় করেছেন?"
ঐ (Kollege) বলেছিলেন "আমি বাসায় থেকে নিজে নিজে শিখেছি"।

"(Lehrer) বললেন বুঝতে পারছি, তাহলে কিছু করার নেই"
বুঝতে হলে A1 class করতে হবে। নতুবা এভাবে প্রশ্ন করবেন না। এটা A2 কোর্স।

আমাদের অনেকে মনে করি নিজে নিজে সবকিছুই করে ফেলবো। যদি তা হতো, তাহলে "জার্মানে ১৬০০ ইউরো" খরচ করে পড়তো না। এটা তো মিনিমাম খরচ। তাছাড়া অনেকে এ দেশেও জিজ্ঞেস করেন, ভাই কম টাকায় পড়া যাবে কি না। কয়েকদিন একজন বাংলাদেশী ভাইয়ের জন্য খুজেছিলাম অনলাইন বা অফলাইন ক্লাস। দেখলাম Monthly পড়লে মিনিমাম ২৬৯ ইউরো (অনলাইন) ৪০০ ইউরো (অফলাইন).

আপনি এই দেশে ("জার্মান") আসতে গেলেও বা এখানে স্থায়ী হতে চাইলেও ভাষার কোনো বিকল্প নাই। মনে করেন এটা একটা 'ফরজ' কাজ। জানেন তো 'ফরজ' নাই তো কিচ্ছু নাই।

24/11/2024

Ihr Wortschatz (Your Vocabulary)

Nomen

***Singular & Plural***

233. der Ball, Bälle
234. der/die Bekannte, Bekannten
235. die Dame, Damen
236. der Eintritt (Sg.)
237. die Ermäßigung, Ermäßigungen
238. der Erzieher, Erzieher
239. die Erzieherin, Erzieherinnen
240. der Fluss, Flüsse
241. die Hausfrau, Hausfrauen
242. die Heimat (Sg.)
243. die Idee, Ideen
244. der/die Jugendliche,
Jugendlichen
245. der Junge, Jungen
246. das Kino, Kinos
247. das Konzert, Konzerte
248. die Kosten (Pl.)
249. das Mädchen, Mädchen
250. die Öffnungszeit,
Öffnungszeiten
251. der Park, Parks
252. das Picknick, Picknicks
253. der Preis, Preise
254. das Restaurant, Restaurants
255. das Schwimmbad,
Schwimmbäder
256. der Tourist, Touristen
257. die Touristin, Touristinnen
258. der Treffpunkt, Treffpunkte
259. die Unterschrift, Unterschriften
260. die Vergangenheit (Sg.)
261. die Wanderung, Wanderungen
262. das Wetter (Sg.)

**************************************
Schreiben Sie in Ihrer Sprache.
1. Hast du am Sonntag Zeit?
2. Rufst du mich an?
3. Da habe ich leider keine Zeit.

**************************************
Was haben Sie am letzten Wochenende gemacht?
Schreiben Sie den Text ins Heft.
Zum Beispiel :

* Am Samstag habe ich lange geschlafen. Dann habe ich gefrühstückt und später habe ich eingekauft. Am Nachmittag haben wir Freunde besucht und abends haben wir ferngesehen.


#শিখুন_লিখুন_কথা_বলুন
#আপনার_একটা_শেয়ার_অন্যকে_শেখার_সুযোগ




আমাদের সাথে Free Class করতে চাইলে, নিচের দেওয়া লিংকে ক্লিক করে Registration করে আপনার A1 (free) Journey শুরু করতে পারেন।
⬇️
https://www.facebook.com/share/J4844kvkWXPVjXho/?mibextid=WC7FNe

22/11/2024

প্রথমত Nominativ Artikel, Nomen এর সাথে শিখতে হবে। তারপর Akkusativ / Dativ Artikel কিভাবে change হয়, সেটা শিখতে হবে। এরপর Akkusativ / Dativ এর নির্দিষ্ট Verben শিখতে হবে। সবশেষ Akkusativ / Dativ এর নির্দিষ্ট সব Präpositionen শিখতে হবে। এখান আরও কিছু Präpositionen আছে, যেগুলো কখনো Akkusativ আবার কখনো Dativ এর সাথে বসে। তো সেগুলোও শিখতে হবে। #শিখুন_লিখুন_কথা_বলুন #আপনার_একটা_শেয়ার_অন্যকে_শেখার_সুযোগ https://www.facebook.com/share/L7QYLNHMeXKkg9cC/?mibextid=WC7FNe

21/11/2024

আজকে দেখলাম, Ausbildung
A2 থাকলেও হয়, তবে শর্ত সাপেক্ষ।

এখানে বলা আছে, Medical Profession এর জন্য B1 এও হয়।

আবার নিচে সুন্দর করে লেখছে, আপনি যে কোম্পানিতে যাবেন সেটার Requirement যদি B1/B2/C1 থাকে, তবে সেটা অবশ্যই Fill up করতে হবে।

আরেকটা শর্ত দেখলাম, সেটা হলো আপনার কাগজপত্রগুলো German Translated হলে সবচেয়ে ভালো।

বিঃদ্রঃ-
আমাদেরকে অনেকে প্রশ্ন করেন, কতটুকু পাশ সার্টিফিকেট লাগে? High School level pass তারমানে SSC? না।
HSC pass থাকলে হবে। এখানেও শর্ত আছে।
( আপনি যে কোম্পানিতে Ausbildung করতে চাচ্ছেন তাঁদের Requirement অনুযায়ী আপনার সব কাগজপত্র লাগবে।)
বয়স নিয়েও প্রশ্ন থাকে, এটাও এই দেশের সর্বোচ্চ বয়স কত থেকে কত সেটাও তাদের (কোম্পানির) Requirement.

Minimum Level B1 *
এই লেভেলেও Ausbildung পাওয়া যায়। যদি আপনার English Speaking ভালো থাকে। যদিও Requirement C1, তারপরও যত Ausbildung এ German language এর পাশাপাশি English লাগে। সেক্ষেত্রে আপনার Performance ভালো থাকলে হয়ে যাবে।

*তবে আমার মতে, এতো কিছু লাগে না। আপনি কতটুকু দক্ষ/পারদর্শী আছেন সেটাই আসল পয়েন্ট। আপনি কতটুকু যোগ্য সেটা আপনাকেই প্রমাণ করতে হবে।


#শিখুন_লিখুন_কথা_বলুন
#আপনার_একটা_শেয়ার_অন্যকে_শেখার_সুযোগ



Adresse

Cologne

Webseite

https://germanwithrahi2024.blogspot.com/?m=1

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von German with Rahi erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an German with Rahi senden:

Videos

Teilen

Kategorie