Kamalnagar Cricket League

Kamalnagar Cricket League This is the official page of Kamalnagar premier league
(3)

অসমাপ্ত সিজন-০২ খুব শীগ্রই সমাপ্ত করা হবে।
30/11/2021

অসমাপ্ত সিজন-০২ খুব শীগ্রই সমাপ্ত করা হবে।

কমলনগর প্রিমিয়ার লীগ সিজন-০২ আগামী জানুয়ারীতে শেষ করে সিজন-০৩ এর প্রস্তুতি চলছে। আসতে মার্চ মাসে অনুষ্ঠিত হবে সিজন-০৩। ক...
30/10/2020

কমলনগর প্রিমিয়ার লীগ সিজন-০২ আগামী জানুয়ারীতে শেষ করে সিজন-০৩ এর প্রস্তুতি চলছে। আসতে মার্চ মাসে অনুষ্ঠিত হবে সিজন-০৩। কমলনগর প্রিমিয়ারলীগ সিজন-০৩ এর আয়োজন নিয়ে আপনার অভিমত ব্যক্ত করুন।
প্রসঙ্গ:-
১.দল গুলো কমলনগর ভিত্তিক বাহিরের কোটা ৫ টা
২. দল গুলো জেলা ভিত্তিক বাহিরের কোটা ৪ টা
৩. উন্মুক্ত দল এবং উন্মুক্ত কোটা
৪. কমলনগর রামগতি ভিত্তিক দল বাহিরের কোটা ৫ টা
৫.দলগুলো কমলনগর ভিত্তিক বাহিরের কোটা ৪ টা তার মধ্যে ২ টা জেলা ভিত্তিক কোটা ২ টা জেলার বাহিরের কোটা। কোটা বাধ্যতামুলক।

এই ৫টি ক্যাটাগরির যেকোন একটি সিগ্ধান্ত হবে।
আপনার মতামত কোনটি ?

24/08/2020
আগামীকাল ২৫ ফেব্রুয়ারী কমলনগর প্রিমিয়ার লীগ (কেপিএল) সিজন-২ এর কোয়ার্টার ফাইনাল ম্যাচে মোকাবেলা করবে হাজিরহাট একাদশ ক্লা...
24/02/2020

আগামীকাল ২৫ ফেব্রুয়ারী কমলনগর প্রিমিয়ার লীগ (কেপিএল) সিজন-২ এর কোয়ার্টার ফাইনাল ম্যাচে মোকাবেলা করবে হাজিরহাট একাদশ ক্লাব বনাম মাতব্বর হাট একাদশ ক্লাব। সবাইকে উক্ত খেলাটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
খেলাটি শুরু হবে: দুপুর ১:৩০ মিনিটে।

কোয়াটার ফাইনাল১৭.০২.২০২০ সোমবার দুপুর ১:৩০ঢাকা প্লেয়ার জোন বনাম উপজেলা একাদশ ক্লাব২০.০২.২০২০ বৃহস্পতিবার দুপুর    ১:৩০উপ...
14/02/2020

কোয়াটার ফাইনাল
১৭.০২.২০২০ সোমবার দুপুর ১:৩০
ঢাকা প্লেয়ার জোন বনাম উপজেলা একাদশ ক্লাব
২০.০২.২০২০ বৃহস্পতিবার দুপুর ১:৩০
উপকুল কলেজ ইয়ং স্টার বনাম তোরাবগন্জ স্পোর্টিং ক্লাব
২৩.০২.২০২০ রবিবার দুপুর ১:৩০
ইলেভেন ঠান্ডার ঢাকা বনাম তোয়াহা স্মৃতি সংসদ
২৫.০২.২০২০ মঙ্গলবার দুপুর ১:৩০
মাতাব্বরহাট একাদশ বনাম হাজিরহাট একাদশ ক্লাব

প্রতিটা খেলার জন্য রিজার্ভ ডে ব্যবস্হা করা হয়েছে

11/02/2020

কমলনগর প্রিমিয়ার লীগ-সিজন ২ এর কোয়ার্টার ফাইনাল খেলার ড্র অনুষ্ঠান সরাসরি লাইভে...

কোয়াটার ফাইনালে উত্তীর্ন ৮ দলের ম্যানেজার এবং অধিনায়কের দৃস্টি আকর্ষন করছি। আজ রাত ৭:৫০ মিনিটে হাজিরহাট একাদশ ক্লাবের নি...
11/02/2020

কোয়াটার ফাইনালে উত্তীর্ন ৮ দলের ম্যানেজার এবং অধিনায়কের দৃস্টি আকর্ষন করছি। আজ রাত ৭:৫০ মিনিটে হাজিরহাট একাদশ ক্লাবের নিজস্ব কার্যালয়ে কোয়াটার ফাইনাল নির্ধারনী ড্র অনুষ্ঠিত হবে। সকল অধিনায়ক ও দলীয় ম্যানেজারকে উপস্হিত থাকতে অনুরোধ করা যাচ্ছে।
ধন্যবাদ

30/01/2020

২য় রাউন্ডের খেলার আগে নিয়মগুলো ভালো করে পড়ে নিন!!
কমলনগর প্রিমিয়ার লীগ ২০২০ নক আউট পর্বের নিয়মাবলী

দ্বিতীয় পর্বের খেলা সুন্দর ভাবে পরিচালনা করার জন্য কিছু নিয়ম সংযোজন করা হলো।

**নক আউট পর্বের কোন খেলা কোন শুক্রবারে হবেনা।
প্রতিদিন খেলা ১:৩০ মিনিট নির্দিষ্ঠ সময়ে অনুষ্ঠিত হবে। ১:১৫ মিনিটে দলীয় তালিকা জমা দিতে হবে। আম্পায়ার মাঠে প্রবেশ করবে ১:২৫ মিনিটে। কোন দলের কারনে খেলা বিলম্ব হলে প্রতি ১০ মিনিটে ১ ওভার করে উক্ত দলের ওভার কাটা হবে। ১ ঘন্টা অপেক্ষা করা হবে। তার মধ্যে দল উপস্হিত না থাকলে কিংবা সকল শর্ত না মানলে আম্প্যায়ার অন্য দলকে বিজয়ী ঘোষনা করে দেবে। আর যদি দুই দলের সমান সমস্যা থাকে তাহলে দুই দলকে বহিষ্কার করা হবে।

** যে তারিখে যার খেলা তাকে সে তারিখেই খেলতে হবে। কোন দলের দলীয় সমস্যার অযুহাতে কোন খেলা পরিবর্তন করা সম্ভব না।সুতরাং অনুরোধ করে টুর্নামেন্টকে অনুরোধের আসর করা থেকে বিরত থাকবেন।

**কমলনগর প্রিমিয়ার লীগ একটি টি২০ ক্রিকেট লীগ। লীগটি সম্পুর্ন টেপ টেনিস বলে পরিচালিত হবে।২০ ওভারের খেলায় একজন বোলার সর্বোচ্চ ৪ ওভার বল করতে পারবে।

** সকল দলের ১৪ সদস্যের তালিকার সাথে প্রতিটি দলে অবশ্যই একজন দলীয় ম্যানেজার রাখতে হবে এবং দলীয় ম্যানেজারের নাম ও মোবাইল নাম্বার দলের তালিকার সাথে উল্লেখ করে দিতে হবে

** রাউন্ডের ১৪ সদস্যের তালিকা থেকে যেকোন খেলোয়াড়কে পরিবর্তন করে দ্বিতীয় পর্বে নতুন খেলোয়াড় তালিকাভুক্ত করা যাবে সেক্ষেত্রে প্রতিটি খেলোয়াড়ের পরিবর্তন ফি ১৫০০ টাকা ধার্য করা হয়েছে। পরিবর্তন ফি জমা দিয়ে পরিচালনা কমিটির নিকট হতে গ্রীনকার্ড বুঝে নিবেন। সেই গ্রীন কার্ড আম্প্যায়ারকে দেখানোর পর আম্প্যায়ার খেলা পরিচালনা শুরু করবেন। যতোক্ষন গ্রীনকার্ড দলীয় অধিনায়কের হাতে যাবেনা ততোক্ষন আম্প্যায়ারদ্বয় খেলা শুরু করবেনা। যে দলের কারনে খেলা শুরু হতে বিলম্ব হবে সেই দলের প্রতি ১০ মিনিটে এক ওভার করে কর্তন করা হবে।

**কোয়াটার ফাইনাল,সেমিফাইনাল ও ফাইনালে প্রতি খেলোয়াড়ের পরিবর্তন ফি ২০০০ টাকা করে ধার্য করা হলো।

** টুর্নামেন্ট থেকে কোন দল যদি বাদ পড়ে যায় তাহলে একদলের খেলোয়াড় অন্য দলে খেলার কোন সুযোগ পাবেনা।
এই নিয়ম অপরিবর্তিত থাকবে।

** কোন খেলোয়াড়ের আচরন অখেলোয়াড় সুলভ হলে আম্প্যায়ার সিদ্ধান্তক্রমে ঐ খেলোয়াড়ের উপর মোটা অংকের জরিমানা সহ কঠোর পদক্ষেপ নেয়া হবে। বাদ যাওয়া কোন দলের খেলোয়াড়কে যদি কারচুপি করে খেলানোর চেস্টা করা হয় এবং তা ধরা পড়লে উক্ত দলকে ১০,০০০ টাকা জরিমানা করা হবে অথবা দলকে বহিষ্কার করে অপর দলকে বিজয়ী ঘোষনা করা হবে।

** প্রতিটা দলের দলীয় জার্সি এবং ট্রাউজার বিহীন কোন অযুহাতে কোন খেলোয়াড়কে মাঠে প্রবেশ করতে দেয়া হবেনা।
জার্সি কম থাকলে কম খেলোয়াড় নিয়ে মাঠে নামতে হবে।
কোন খেলোয়াড় তার ব্যক্তিগত জার্সি ব্যবহার করতে পারবেনা।কোন দলের ১/২ টা জার্সি কম বলে অন্য জার্সি পরে মাঠে নামার অনুমতি পাবেনা।অবশ্যই দলীয় জার্সি পরিধান করতে হবে।একেক জনের একেক কালার জার্সি গ্রহনযোগ্য নয়।
জিন্সপ্যান্ট পরে কোন খেলোয়াড় খেলতে পারবেনা এমনকি দলীয় লাইন আপ সিরিয়ালেও দাঁড়াতে পারবেনা।
দলীয় কোচ এবং দলীয় ম্যানেজার ব্যাতীত দলীয় লাইন আপে মাঠে তৃতীয় কোন ব্যক্তির অবস্হান নিষিদ্ধ।

** খেলা চলাকালীন অবস্হায়। মনে রাখবেন খেলা চলাকালীন অবস্হায় দলীয় ম্যানেজার এবং ১১ সদস্যের কোন খেলোয়াড় মাঠে প্রবেশ করলে সাথে সাথে তাকে ১০০০ টাকা জরিমানা এবং পরবর্তী ম্যাচে নিষিদ্ধ করা হবে।
খেলা চলাকালীন সময় শুধু মাত্র দ্বাদশ খেলোয়াড় কিংবা অতিরিক্ত খেলোয়াড় মাঠে প্রবেশ করতে পারবে আম্প্যয়ারের অনুমতি নিয়ে। টাইম আউটের সময় শুধু মাত্র ম্যানেজার কোচ এবং অধিনায়ক মাঠে যেতে পারবে তবে খেলোয়াড়রা মাঠের বাহিরে যেতে পারবেনা। টাইম আউটের সময় পানি পান করবে মাঠে থেকেই।

** টুর্নামেন্টের নিয়ম শেষ পর্যন্ত অপরিবর্তিত থাকবে। সম্পুর্ন আন্তর্জাতিক নিয়মে পরিচালিত হবে। এল বি ডব্লু সহ সকল ধরনের আউট থাকবে। সুতরাং সকল শর্ত মেনে নিয়ে মাঠে খেলা পরিচালিত হবে।

** বৃস্টির কারনে নক আউট পর্বের খেলা বন্ধ হলে সেই খেলা আবার অনুষ্ঠিত হবে রাউন্ড ভিত্তিক খেলা শেষে।
ডাকওয়ার্থ লুইচের ঝামেলায় যাওয়া হবেনা। ডাকওয়ার্থ লুইচের জটিল ঝামেলায় হিসেবের অনেক ক্রুটি থাকে।খেলা ড্র হলে সুপার ওভারে খেলা হবে। সুপার ওভার ড্র হলে পুনরায় সুপার ওভার হবে। যতোক্ষন নিষ্পত্তি হবেনা ততোক্ষন সুপার ওভার হবে। সন্ধ্যা হয়ে গেলে যদি সুপার ওভার খেলা সম্ভব না হয় তাহলে পরের দিন সুপার ওভার খেলা হবে। সুপার ওভারে ২ উইকেট পড়ে গেলে অলআউট।

**টু্র্নামোন্ট পরিচালনা কমিটি টুর্নামেন্টের স্বার্থে ইতিবাচক যেকোন সিদ্ধান্ত নেয়ার ইখতিয়ার রাখে।

আম্প্যায়ারের সিদ্ধান্ত অপরিবর্তিত এবং চুড়ান্ত সিদ্ধান্ত মানিয়া সাক্ষ্য গ্রহন করিলাম

স্বাক্ষর
দলীয় ম্যানেজের ও দলীয় অধিনায়ক

বি:দ্র:- আপনি যদি নিয়ম মানেন তাহলে আপনাকে কোন জরিমানা গুনতে হবেনা আপনার ওভার কর্তন হবেনা। সুতরাং নিয়ম মেনে সহজভাবে খেলা উপভোগ করুন। আর আমাদেরকে সহযোগীতা করুন ।
ধন্যবাদ

কমলনগর প্রিমিয়ারলীগ দ্বিতীয় পর্ব নক আউট এর খেলার সময়সূচি০১.০২.২০২০ শনিবার দুপুর ১:৩০ ২৫তম ম্যাচ এইচ চ্যাম্পিয়ন বনাম এফ ...
30/01/2020

কমলনগর প্রিমিয়ারলীগ দ্বিতীয় পর্ব নক আউট এর খেলার সময়সূচি

০১.০২.২০২০ শনিবার দুপুর ১:৩০ ২৫তম ম্যাচ
এইচ চ্যাম্পিয়ন বনাম এফ রানার আপ
উপকুল কলেজ ইয়ংস বনাম নোয়ারহাট একতা ক্লাব

০২.০২.২০২০ রবিবার দুপুর ১:৩০ ২৬তম ম্যাচ
ই চ্যাম্পিয়ন বনাম জি রানারআপ
ইলেভেন থান্ডার ঢাকা বনাম চিতৌষী যুব সংঘ

০৪.০২.২০২০ মঙ্গলবার দুপুর ১:৩০ ২৭ তম ম্যাচ
এফ চ্যাম্পিয়ন বনাম এইচ রানার আপ
হাইফাই ক্রীড়া সংসদ বনাম ঢাকা প্লেয়ার জোন

০৫.০২.২০২০ বুধবার দুপুর ১:৩০ ২৮তম ম্যাচ
এ রানার আপ বনাম সি চ্যাম্পিয়ন
তোয়াহা স্মৃতি সংসদ বনাম করইতলা বাজার একাদশ

০৬.০২.২০২০ বৃহস্পতিবার দুপুর ১:৩০ ২৯তম ম্যাচ
বি চ্যাম্পিয়ন বনাম ডি রানার আপ
ফোরকানিয়া খান বনাম মাতাব্বরহাট একাদশ

০৮.০২.২০২০ শনিবার দুপুর ১:৩০ ৩০তম
এ চ্যাম্পিয়ন বনাম সি রানার আপ
উপজেলা একাদশ বনাম নীল পদ্ম মহল

০৯.০২.২০২০ রবিবার দুপুর ১:৩০ ৩১তম ম্যাচ
ই রানার আপ বনাম জি চ্যাম্পিয়ন
হাজিরহাট একাদশ ক্লাব বনাম রিভার ব্যাংক সাহেবের হাট

১০.০২.২০২০ সোমবার দুপুর ১:৩০ ৩২তম ম্যাচ
ম্যাচ বি রানার আপ বনাম ডি চ্যাম্পিয়ন
মিয়াপাড়া একাদশ বনাম তোরাবগন্জ স্পোর্টিং ক্লাব।

একদিন বিরতি শেষে আগামীকাল মাঠে গড়াচ্ছে কমলনগর প্রিমিয়ার লীগ-সিজন ২ এর তোরাবগন্জ স্পোর্টিং ক্লাব বনাম মাতব্বর হাট একাদশ ক...
23/01/2020

একদিন বিরতি শেষে আগামীকাল মাঠে গড়াচ্ছে কমলনগর প্রিমিয়ার লীগ-সিজন ২ এর তোরাবগন্জ স্পোর্টিং ক্লাব বনাম মাতব্বর হাট একাদশ ক্লাবের মধ্যকার বিগ ম্যাচ দিয়ে-দুপুর ২টায়।সবাইকে খেলাটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

17/01/2020

মাতব্বর হাট একাদশ বনাম কিংস এলেভেন আবাহনী সরাসরি...
টার্গেট:২০৭(১৭ওভার)

17/01/2020

কিংস এলেভেন আবাহনী বনাম মাতব্বর হাট একাদশের সরাসরি মাঠ থেকে....

14/01/2020

করইতলা বাজার একাদশ বনাম নীলপদ্ম বন্ধু মহল মধ্যকার ম্যাচটি মাঠ থেকে সরাসরি....

They are busy person at KPL😍Alamin/Shawon.
12/01/2020

They are busy person at KPL😍
Alamin/Shawon.

কমলনগর প্রিমিয়ার লীগ-২০২০ এর খেলা দেখতে মাঠে উপস্থিত হন কমলনগর প্রিমিয়ার লীগের বিশেষ উপদেষ্টা ও উপজেলা ভাইস-চেয়ারম্যান ক...
11/01/2020

কমলনগর প্রিমিয়ার লীগ-২০২০ এর খেলা দেখতে মাঠে উপস্থিত হন কমলনগর প্রিমিয়ার লীগের বিশেষ উপদেষ্টা ও উপজেলা ভাইস-চেয়ারম্যান ক্রীড়া প্রেমিক ওমর ফারুক সাগর।

Beauty of Kamal nagar premier league(KPL).👌
11/01/2020

Beauty of Kamal nagar premier league(KPL).👌

09/01/2020

ঢাকা ইলিভেন থান্ডারস vs মিজিপাড়া বুলেট

আপনি কি জানেন প্রিমিয়ারলীগ ক্রিকেট টু্র্নামেন্টের নেট রান রেট হিসেব কিভাবে হয়?যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন।** প্রথমত...
07/01/2020

আপনি কি জানেন প্রিমিয়ারলীগ ক্রিকেট টু্র্নামেন্টের নেট রান রেট হিসেব কিভাবে হয়?
যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন।

** প্রথমত জেনে রাখা ভালো নেট রান রেট হিসেবে কখনই উইকেটের হিসেব করা হয়না। কোন দলের কত উইকেট পড়লো কিংবা কত উইকেট হাতে ছিলো এই হিসেবটা নেট রান রেটে আসার নিয়ম নেই। সুতরাং নেট রান রেট হিসেব করার সময় উইকেটের হিসেব করা থেকে বিরত থাকুন।

** আসুন একটা গ্রুপের রান রেট হিসেব করি। একটা গ্রুপে তিনটি দল রয়েছে।যেমন, লাল,সবুজ,নীল

১ম ম্যাচ নীল বনাম লাল
২য় ম্যাচ লাল বনাম সবুজ
৩য় ম্যাচ সবুজ বনাম নীল

১ম ম্যাচ লাল দল ২০ ওভারে রান করলো ১৭৩
নীল দল করলো ১৮.২ ওভারে ১৭৪ করে জয়ী হলো
সুতরাং নীল দলের পুর্ন পয়েন্ট ০৩
লাল দলের রান রেট ১৭৩/২০= ৮.৬৫
নীল দলের রান রেট ১৭৪/১৮.২=৯.৫৬
এইবার আসুন ২ দলের মধ্যে নেট রান রেট করি
লাল ৮.৬৫-৯.৫৬= -০,৯১
নীল ৯.৫৬-৮.৬৫= +০,৯১

২য় ম্যাচ লাল দল ২০ ওভারে ২২১ করলো
সবুজ দল ১৫.৫ ওভারে ১৩৮ রানে অলআউট
লাল দল জয়ী হয়ে ০৩ পয়েন্ট পেল
লাল দলের রান রেট ২২১/২০ =১১,০৫
সবুজ দলের রান রেট ১৩৮/১৫.৫=৮,৯০
দুই দলের রান রেট হিসেব করি
লাল (১১,০৫-৮,৯০)= +২.০৬
সবুজ (৮,৯০-১১,০৫)= -২.০৬

৩য় ম্যাচ সবুজ দল ২০ ওভারে ১৬৭ করলো
নীল দল ১৮.০১ ওভারে ১৪২ রানে অল আউট
সবুজ দলের পু্র্ন পয়েন্ট ০৩
সবুজ দলের রান রেট ১৬৭/২০= ৮.৩৫
নীল দলের রান রেট ১৪২/১৮.০১= ৭.৮৪
দুই দলের রান রেট হিসেব করি
নীল (৮.৩৫-৭,৮৪)=+০.৫১
সবুজ (৭.৮৪-৮,৩৫)= -০.৫১

তিন দলের মধ্য যদি একদল বাদ যায় তাহলে আসুন তিন দলের মোট রান রেট দেখি
লাল দল (২.০৬-০.৯১)= +১.১৪ রান রেট
নীল দল (০,৯১+০,৫১)= +১.৪২ রান রেট
সবুজ দল (-২.০৬+০.৫১) = -২.৫৭

লাল দল এবং নীল দলের প্লাস পয়েন্ট
লাল দল +১.১৪ নেট রান রেট
নীল দল +১.৪২ নেট রান রেট
নীল দল গ্রুপ চ্যাম্পিয়ন
লাল দল গ্রুপ রানার আপ
অপরদিকে সবুজদল এক ম্যাচ জিতেও মাইনাস -২.৫৭ রান রেটে পিছিয়ে থেকে বাদ পড়লো।

হিসেবটা বুঝতে কারো সমস্যা হলো আমাকে বলতে পারেন
আমি বুঝিয়ে দেবো।

 ্রিমিয়ারলীগ_২০২০_সিজন_০২ #বৃষ্টি_পরবর্তী_পুর্ণাঙ্গ_সময়সুচী ০১.০১.২০২০ দুপুর ১২:০০টায় উপজেলা একাদশ বনাম কাজীপাড়া ক্লাব ল...
07/01/2020

্রিমিয়ারলীগ_২০২০_সিজন_০২
#বৃষ্টি_পরবর্তী_পুর্ণাঙ্গ_সময়সুচী

০১.০১.২০২০ দুপুর ১২:০০টায়
উপজেলা একাদশ বনাম কাজীপাড়া ক্লাব লরেন্স

০২.০১.২০২০ দুপুর ০১.০০টায়
হাইফাই ক্রীড়া সংসদ বনাম নোয়ারহাট একতা ক্লাব

০৩.০১.২০২০ সকাল১০:০০টায়
ঢাকা প্লেয়ার্স জোন,বাসাবো বনাম উপকুল কলেজ ইয়ং

০৩.০১.২০২০ দুপুর ০১:০০টায়
ঢাকা প্লেয়ার্স জোন বাসাবো বনাম নিউ স্টার চৌধুরী বাজার

০৯.০১.২০২০ দুপুর ০১:০০টায়
ইলেভেন থান্ডার ঢাকা বনাম মিঝিপাড়া

১০.০১.২০২০ সকাল ১০:০০ টায়
হাজিরহাট একাদশ ক্লাব বনাম ইলেভেন থান্ডার,ঢাকা

১১.০১.২০২০ দুপুর ০১:০০টায়
ফোরকানিয়া খান ক্লাব বনাম তরুন সংঘ ক্লাব,লরেন্স

১২.০১.২০২০ দুপুর ০১.০০টায়
মিয়াপাড়া স্পোর্টিং ক্লাব বনাম ফোরকানিয়া খান ক্লাব

১৩.০১.২০২০ দুপুর ০১:০০টায়
চিতৌষী যুব সংঘ চাঁদপুর বনাম টি'ম সাইলেন্সার

১৪.০১.২০২০ দুপুর ০১:০০ টায়
নীলপদ্ম বন্ধু মহল বনাম করইতলা বাজার

১৫.০১.২০২০ দুপুর ০১:০০টায়
চাঁদপুর চিতৌষী যুব সংঘ বনাম রিভার ব্যাংক সাহেবেরহাট

১৬.০১.২০২০ দুপুর ০১:০০টায়
এম.ডি ক্লাব বনাম হাইফাই ক্রিড়া সংসদ লক্ষীপুর

১৭.০১.২০২০ সকাল ৯:০০টায়
করইতলা বাজার বনাম জাঝিরা ক্লাব একাদশ

১৭.০১.২০২০ দুপুর ০২:০০টায়
আবাহনী করুনা নগর বনাম মাতাব্বরহাট একাদশ

১৮.০১.২০২০ দুপুর ০১:০০টায়
তোরাবগন্জ স্পোর্টিং ক্লাব বনাম আবাহনী করুনা নগর

১৯.০১.২০২০ দুপুর ০১:০০টায়
কাজীপাড়া টাইগার্স ক্লাব বনাম তোয়াহা স্মৃতি সংসদ

২০.০১.২০২০ দুপুর ০১:০০টায়
মিয়াপাড়া ক্লাব বনাম তরুন সংঘ, লরেন্স

২১.০১.২০২০ দুপুর ০১:০০টায়
নোয়ারহাট একতা ক্লাব বনাম এম.ডি ক্লাব

২২.০১.২০২০ দুপুর ০১:০০টায়
টি'ম সাইলেন্সার বনাম রিভার ব্যাংক সাহেবেরহাট

২৪.০১.২০২০ দুপুর ০২:০০টায়
মাতাব্বরহাট একাদশ বনাম তোরাবগন্জ স্পোর্টিং ক্লাব

২৫.০১.২০২০ দুপুর ০১:০০টায়
উপকুল কলেজ বনাম নিউ স্টার চৌধুরী বাজার

২৬.০১.২০২০ দুপুর ০১:০০টায়
নীল পদ্ম বন্ধু বনাম জাঝিরা একাদশ ক্লাব

২৭.০১.২০২০ দুপুর ০১:০০টায়
তোয়াহা স্মৃতি পাঠাগার বনাম উপজেলা একাদশ

২৮.০১.২০২০
হাজিরহাট একাদশ ক্লাব বনাম মিঝি পাড়া একাদশ

বৃস্টি পরবর্তী পুর্নাঙ্গ সময় সুচি
সবার সহযোগীতা কাম্য

03/01/2020

#বিশেষ_ঘোষণা
কমলনগর প্রিমিয়ারলীগ ২০২০ সিজন ০২ তে অংশগ্রহণ করা সকল দলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অতিরিক্ত বৃষ্টির কারণে মাঠের নাজুক অবস্থা বিবেচনা করে নতুন করে মাঠ এবং পিচকে খেলার উপযোগী করে তুলতে সময়ের ব্যাপার। আমরা আপাতত ৮ই জানুয়ারী পর্যন্ত খেলা স্থগিত ঘোষণা করলাম। ৭ই জানুয়ারী মাঠ পরিদর্শন করা হবে। যদি মাঠ খেলা উপযোগী হয় তাহলে ৯ তারিখ থেকে নিয়মিত খেলা চলবে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আর যদি উপযোগী না হয় তাহলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।৮তারিখ পর্যন্ত স্থগিত খেলা গুলোর সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এবং পর্যায়ক্রমে পরবর্তীতে অনুষ্ঠিত হবে।
সিদ্ধান্তক্রমে
টুর্নামেন্ট পরিচালনা কমিটি
কমলনগর প্রিমিয়ার লীগ
হাজিরহাট,কমলনগর,লক্ষীপুর।

03/01/2020

ঢাকা প্লেয়ার জোনের টিম কার।

03/01/2020

ঢাকা প্লেয়ার জোন বনাম হাজিরহাট উপকূল কলেজের মধ্য টূর্ণামেন্টের ৩য় ম্যাচের সর্বশেষ মাঠের অবস্থা।

02/01/2020

2nd match talk-show

01/01/2020

Opening Match
KPL 2020
Season 2
Live from Upakul College Field

30/12/2019

কমলনগর প্রিমিয়ারলীগ ২০২০ সিজন ০২
প্রথম রাউন্ডের সময়সূচি

০১.০১.২০২০ দুপুর ১২:০০টায়
উপজেলা একাদশ বনাম কাজীপাড়া ক্লাব লরেন্স

০২.০১.২০২০ দুপুর ০১.০০টায়
হাইফাই ক্রীড়া সংসদ বনাম নোয়ারহাট একতা ক্লাব

০৩.০১.২০২০ দুপুর ০১:০০টায়
বাসাবো ক্লাব,ঢাকা বনাম নিউ স্টার চৌধুরী বাজার

০৪.০১.২০২০ দুপুর ০১:০০টায়
মাতাব্বরহাট একাদশ ক্লাব বনাম তোরাবগন্জ স্পোর্টিং ক্লাব

০৫.০১.২০২০ দুপুর ০১:০০ টায়
তোয়াহা স্মৃতি পাঠাগার বনাম উপজেলা একাদশ ক্লাব

০৬.০১.২০২০ দুপুর ০১:০০ টায়
চাঁদপুর চিতৌষী যুব সংঘ বনাম টি'ম সাইলেন্সার

০৭.০১.২০২০ দুপুর ০১:০০টায়
করইতলা বাজার বনাম জাঝিরা ক্লাব একাদশ

০৮.০১.২০২০ দুপুর ০১:০০টায়
উপকুল কলেজ বনাম নিউ স্টার চৌধুরী বাজার

০৯.০১.২০২০ দুপুর ০১:০০টায়
ইলেভেন থান্ডার ঢাকা বনাম মিঝিপাড়া

১০.০১.২০২০ সকাল ১০:০০ টায়
হাজিরহাট একাদশ ক্লাব বনাম ইলেভেন থান্ডার,ঢাকা

১১.০১.২০২০ দুপুর ০১:০০টায়
ফোরকানিয়া খান ক্লাব বনাম তরুন সংঘ ক্লাব,লরেন্স

১২.০১.২০২০ দুপুর ০১.০০টায়
মিয়াপাড়া স্পোর্টিং ক্লাব বনাম ফোরকানিয়া খান ক্লাব

১৩.০১.২০২০ দুপুর ০১:০০টায়
কাজীপাড়া ক্লাব,লরেন্স বনাম তোয়াহা স্মৃতি পাঠাগার

১৪.০১.২০২০ দুপুর ০১:০০ টায়
নীলপদ্ম বন্ধু মহল বনাম করইতলা বাজার

১৫.০১.২০২০ দুপুর ০১:০০টায়
চাঁদপুর চিতৌষী যুব সংঘ বনাম রিভার ব্যাংক সাহেবেরহাট

১৬.০১.২০২০ দুপুর ০১:০০টায়
এম.ডি ক্লাব বনাম হাইফাই ক্রিড়া সংসদ লক্ষীপুর

১৭.০১.২০২০ দুপুর ০২:০০টায়
আবাহনী করুনা নগর বনাম মাতাব্বরহাট একাদশ

১৮.০১.২০২০ দুপুর ০১:০০টায়
তোরাবগন্জ স্পোর্টিং ক্লাব বনাম আবাহনী করুনা নগর

১৯.০১.২০২০ দুপুর ০১:০০টায়
হাজিরহাট একাদশ ক্লাব বনাম মিঝি পাড়া একাদশ ক্লাব

২০.০১.২০২০ দুপুর ০১:০০টায়
মিয়াপাড়া ক্লাব বনাম তরুন সংঘ, লরেন্স

২১.০১.২০২০ দুপুর ০১:০০টায়
নোয়ারহাট একতা ক্লাব বনাম এম.ডি ক্লাব

২২.০১.২০২০ দুপুর ০১:০০টায়
টি'ম সাইলেন্সার বনাম রিভার ব্যাংক সাহেবেরহাট

২৪.০১.২০২০ দুপুর ০২:০০টায়
বাসাবো ক্লাব বনাম উপকুল কলেজ

২৫.০১.২০২০ দুপুর ০১:০০টায়
নীল পদ্ম বন্ধু বনাম জাঝিরা একাদশ ক্লাব

বি:দ্র:- কোন দলের কোন ব্যক্তিগত অনুরোধে কোন খেলার সুচি পরিবর্তন গ্রহন যোগ্য নয়।
প্রাকৃতিক কারনে খেলা বন্ধ হলে পয়েন্ট ভাগ করে দেয়া হবে।
ধন্যবাদ।

আলহামদুলিল্লাহ,হাজিরহাট একাদশ ক্লাবের অধিনায়ক নির্বাচিত হওয়ার জন্য প্রথমেই মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া ও কৃতজ্ঞতা ...
28/12/2019

আলহামদুলিল্লাহ,
হাজিরহাট একাদশ ক্লাবের অধিনায়ক নির্বাচিত হওয়ার জন্য প্রথমেই মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।আজকের হাজিরহাট একাদশ ক্লাব যার শ্রম,ঘাম,ত্যাগে প্রতিষ্ঠিত হয়েছে সেই মহান মানুষটি ফাহাদ আল মাহমুদ খবির ভাই-তা না হলে এমন কোন ক্লাবের অস্তিত্বও আমরা পেতাম না।যার হাত ধরে ক্রিকেট অঙ্গনে আমার বিস্তার আমার ভাই,আমার অভিভাবক ফাহাদ ভাইকে শ্রদ্ধাভরে স্বরণ করছি।ফাহাদ ভাইয়ের এই যাত্রাকে অদম্য গতি, সফলতা ও ক্রীড়াঙ্গনের আলো ছড়াতে দূত হিসেবে আবির্ভাব হয়েছে হাজিরহাট একাদশ ক্লাবের সভাপতি রিয়াজ মাহমুদ সুমন ভাই নামে এই মানুষটি।যিনি নিজের পরিবার,ব্যাক্তি জীবন,সকল ব্যস্থতা বাদ দিয়ে সবসময় হাজিরহাট একাদশকে সময় দেয়,ক্লাব নিয়ে ভাবে,কমলনগরের ক্রীড়াঙ্গনকে অন্য মাত্রা যোগ করতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।তার এই ঋণ কমলনগর ক্রীড়াঙ্গনের মানুষ কখনো পরিশোধ করতে পারবে না।আমি এই মানুষটি কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি স্বপ্নসারথির এই মহা অগ্রযাত্রায় আমাকে সঙ্গী করার জন্য।আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি হাজিরহাট একাদশের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ভাইয়ের কাছে।যিনি তার ব্যবসা,চাকরি, সবকিছুর ব্যস্ততা বাদ দিয়ে সবসময় ক্লাবকে অন্য মাত্রায় নিয়ে যেতে দিন-রাত সংগ্রাম করে যাচ্ছে।যার হাত ধরে তৃনমূল থেকে আমি উঠে এসে আজকে হাজিরহাট একাদশ ক্লাবের অধিনায়ক-এইজন্য আপনার কাছে সবসময় কৃতজ্ঞ ও ঋণী ভাই।আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউসুফ ভাই,বাবলু ভাই,কবির ভাই,রায়হান মামা,সোহেল ভাই,সাইফুল ভাই,ইব্রাহিম ভাই,সজিব ভাই,মান্নান স্যার,জামাল,মাকসুদ ভাই,জাহেদ ভাই,ইব্রাহিম,ফাহাদ সহ ক্লাবের সকল কর্মকর্তাদের প্রতি।যাদের শ্রম,ঘাম,ত্যাগের কথা লিখতে গেলে হয়তো ডায়েরির পাতা হয়ে যাবে তারপরও লিখে শেষ করতে পারবো না।ফাহাদ ভাই,সুমন ভাই,শরীফ ভাই হলো বটগাছ আর এই গাছের শিকড় হচ্ছে এই মানুষগুলো যাদের উপর ভর করে হাজিরহাট একাদশ ক্লাব নামের বটগাছটা দাড়িয়ে।
পরিশেষে বলতে চাই,আপনারা আমাকে যেই মহান দায়িত্ব দিয়েছেন তা যেন সঠিকভাবে পালন করে হাজিরহাট একাদশ ক্লাবকে ক্রীড়াজগতের রোল মডেল হিসেবে দেশের কাছে উপস্থাপন করতে পারি-এইজন্য সকলের সহযোগিতা,আন্তরিকতা,দোয়া,ভালবাসা একান্ত কাম্য।

ইতি
ইমরান হোসেন শাকিল
অধিনায়ক,হাজিরহাট একাদশ ক্লাব।

26/12/2019

❤️কমলনগর প্রিমিয়ারলীগ ২০২০ সিজন ০২ অংশ গ্রহন করা ২৪ দলের তালিকা। অভিনন্দন সকল ক্লাব সংগঠনকে অংশগ্রহন নিশ্চিত করে আমাদেরকে সহযোগীতা করার জন্য।

1. হাজিরহাট একাদশ ক্লাব
2. উপজেলা একাদশ ক্লাব
3. কাজীপাড়া লরেন্স
4. করইতলা একাদশ ক্লাব
5. তোরাবগন্জ স্পোর্টিং ক্লাব
6. মাতাব্বরহাট একাদশ
7. ফোরকানিয়া খান ক্লাব
8. বাসাবো ক্রিড়া সংঘ,ঢাকা
9. ইলেভেন থান্ডার,ঢাকা
10. চিতৌষী যুব পরিষদ চাঁদপুর
11. নীল পদ্ম বন্ধুমহল ক্লাব,
12. নোয়ারহাট একাদশ ক্লাব
13. নিউ স্টার চৌধুরী বাজার
14. টিম সাইলেন্সার হাজিরহাট
15. হাইফাই ক্রীড়া সংসদ লক্ষীপুর
16. মিঝি পাড়া একাদশ,হাজিরহাট
17. উপকুল কলেজ একাদশ
18. তরুন সংঘ লরেন্স
19. মিয়াপাড়া একাদশ ক্লাব
20. তোয়াহা স্মৃতি সংসদ
21. করুনানগর আবাহনী
22. সাহেবেরহাট একাদশ
23. জাজিরা একাদশ
24. এমডি ক্লাব

দল নিবন্ধনের শেষ তারিখ:২৫ডিসেম্বর।আর মাত্র ৫দিন!সকল ক্লাব,সংগঠনকে কেপিএলে অংশগ্রহণ করার জন্য আহবান জানাচ্ছি।
20/12/2019

দল নিবন্ধনের শেষ তারিখ:২৫ডিসেম্বর।
আর মাত্র ৫দিন!
সকল ক্লাব,সংগঠনকে কেপিএলে অংশগ্রহণ করার জন্য আহবান জানাচ্ছি।

লক্ষীপুর জেলার ঐতিহ্যবাহী কমলনগর প্রিমিয়ারলীগ আরেকটি ঐতিহ্য ধারন করতে যাচ্ছে। বিশ্বকাপকে অনুসরণ করে আমরা প্রতি বসর একই ড...
13/12/2019

লক্ষীপুর জেলার ঐতিহ্যবাহী কমলনগর প্রিমিয়ারলীগ আরেকটি ঐতিহ্য ধারন করতে যাচ্ছে। বিশ্বকাপকে অনুসরণ করে আমরা প্রতি বসর একই ডিজাইনের ট্রফি দেয়ার প্রচলন করবো। লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার ঐতিহ্যবাহী "কমলনগর প্রিমিয়ারলীগ "সিজন-০২ থেকে এই প্রচনল শুরু হতে যাচ্ছে।
১ লক্ষ টাকা নগদ পুরষ্কারের সাথে ৬০ সেন্টিমিটারের এই ট্রফিটি হবে কমলনগর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন স্মারক। ট্রফিটিতে থাকছে গোল্ডের প্রলেফ ও রৌপ্যর কাজ।ট্রফিটি অর্ডার করে বানানো হচ্ছে। প্রতিদিন খেলা চলাকালীন সময় ট্রফিটি মাঠে দর্শকদের জন্য প্রদর্শন করা হবে ।দেখার অপেক্ষায় আছি কার হাতে উঠতে যাচ্ছে এই সোনালী ট্রফি।এখনো দল নিবন্ধন চলছে। ২৫ ডিসেম্বর দল নিবন্ধনের শেষ দিন। সুতরাং দেরি না করে আপনার দল নিবন্ধন করুন। বাংলাদেশের সকল জেলা থেকে দল গ্রহন করা হচ্ছে।
#আয়োজনে
হাজিরহাট একাদশ ক্লাব।
কমলনগর,লক্ষীপুর।

Adresse

Cologne

Telefon

+4917645342373

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Kamalnagar Cricket League erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Kamalnagar Cricket League senden:

Videos

Teilen

Kategorie


Andere Digital Creator in Cologne

Alles Anzeigen