02/01/2026
আপনারা সকলে অবগত আছেন আসছে ৪-৭ জানুয়ারী আন্ত উপজেলা ক্রীড়া প্রতিযোগিতার জন্য আমাদের KCL ভেন্যু ব্যস্ত থাকবে। আমরা আমাদের ২য় পর্বের খেলা ৮ তারিখ থেকে শুরু করার পরিকল্পনা নিয়ে আমরা ম্যাচ সিডিউল করেছি। কিন্তু সংঙ্গত কারণে আমাদের ৮ তারিখের খেলা পরিবর্তন করতে বাধ্য হচ্ছি!
কেন পরিবর্তন হচ্ছে?
৭ তারিখে আন্ত উপজেলা ক্রীড়া প্রতিযোগিতা শেষ হলে আমার পিচ, আউট ফিল্ড এবং বাউন্ডারি লাইন সব মিলিয়ে আমাদের পূর্ণাঙ্গ গুছানো সেট-আপ করতে ১/২ দিন সময়ের প্রয়োজন রয়েছে। আশা করি আপনাদের সহযোগিতা আমরা বরাবরের মতোই পাবো।
১০/১১/১২ তারিখের খেলা পূর্ব নির্ধারিত তারিখেই থাকবে
শুধু ৮ তারিখের সকাল-বিকেল দুই ম্যাচ ২য় পর্বের শেষ ম্যাচ হিসেবে ১৩ তারিখে সকাল এবং বিকালে পরিচালিত হবে।
সিদ্ধান্তক্রমে
KCL পরিচালনা কমিটি