Natallia & Habib : Go Live

Natallia & Habib : Go Live বিদেশিনী ও বাংলাদেশী ছেলে জুটির বসবাস জার্মানিতে, মনমুগ্ধকর জায়গা ও খাওয়া, ব্যায়াম, শপিং,হাসি কান্না

03/12/2024
একটি উন্নত বাংলাদেশ ইনশাআল্লাহ আমরাই গড়বো। নতুন প্রজন্ম এই বিশ্বাস তোমরা রাখবে। বাপ দাদাদের রাজনৈতিক হিংসা প্রতিহিংসা ছু...
09/11/2024

একটি উন্নত বাংলাদেশ ইনশাআল্লাহ আমরাই গড়বো।
নতুন প্রজন্ম এই বিশ্বাস তোমরা রাখবে।
বাপ দাদাদের রাজনৈতিক হিংসা প্রতিহিংসা ছুড়ে
সবাই ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশ গড়লে
আর কাউকেই আপন মাতৃভুমি থেকে
পালিয়ে যেতে হবে না।
বাপ দাদাদের ভুল থেকে শিক্ষা না নিলে
একটি উন্নত দেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে।
বি দ্র. ছবিগুলো মনে হতে পারে কোন মনোরম জায়গায় নেয়া,
আসলে এইগুলো আমাদের ঘরের সামনেই নেয়া।

নানীকে নিয়ে গেল স্কেটিং দেখাতে, নানী খুবই খুশি
08/11/2024

নানীকে নিয়ে গেল স্কেটিং দেখাতে, নানী খুবই খুশি

নানা নানী বিদেশী হলেও নাদিয়া নিভান ভালোবাসা পায় ঠিক দেশি নানা নানীর মতো। ছবি গুলো দেখে অন্তর জুঁড়ে যাবে।
06/11/2024

নানা নানী বিদেশী হলেও নাদিয়া নিভান ভালোবাসা পায় ঠিক দেশি নানা নানীর মতো। ছবি গুলো দেখে অন্তর জুঁড়ে যাবে।

আমার বিদেশী শ্বশুর শাশুড়ি আজ আমাদের বাসা জার্মানিতে বেড়াতে এসেছেন, অনেক দিন পর নাদিয়া নিভানকে পেয়ে তাদের খুশি ছিল দেখার ...
05/11/2024

আমার বিদেশী শ্বশুর শাশুড়ি আজ আমাদের বাসা জার্মানিতে বেড়াতে এসেছেন, অনেক দিন পর নাদিয়া নিভানকে পেয়ে তাদের খুশি ছিল দেখার মতো। সবচেয়ে মজার পার্ট ছিল নিভানের নানা নানীকে দেখে চিনতে পারলো কি না? শিগ্রই ভিডিও দেখতে পারবেন।

ছবিগুলো আমার ছাত্রজীবনের ২০০৭ সালের। বয়স ২১ বছর। তখন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র ছিলাম। আজকে প্...
04/11/2024

ছবিগুলো আমার ছাত্রজীবনের ২০০৭ সালের। বয়স ২১ বছর।
তখন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র ছিলাম।
আজকে প্রবাসে জার্মানির বড়ো কোম্পানিতে চাকুরী করছি
রাজশাহীর সেই রুয়েটের শিক্ষা এখনো কাজে দেয়।
জীবনের সেরা ৪ টি বছর কাটিয়েছিলাম।
তবে রাজশাহীর আয়রন যুক্ত পানি, মাথার চুল কেড়ে নিয়েছে, জানিনা এখন পানি কেমন সেই খানে।

মিস্টার & মিসেস রহমান ❤️এইভাবেই জার্মানির অফিসে আমাদের ডাকে আপনাদের কাছে প্রিয় নাতালিয়া এন্ড হাবিব।
03/11/2024

মিস্টার & মিসেস রহমান ❤️
এইভাবেই জার্মানির অফিসে আমাদের ডাকে
আপনাদের কাছে প্রিয় নাতালিয়া এন্ড হাবিব।

বাবার টুপি পরে নিভানের পোজ, পুরাই নায়ক লাগছে, মাশাআল্লাহ ❤️
31/10/2024

বাবার টুপি পরে নিভানের পোজ,
পুরাই নায়ক লাগছে, মাশাআল্লাহ ❤️

পৃথিবীতে আমি হাবিবের প্রথম পরিচয়, আমি একজন বাংলাদেশী 🇧🇩জার্মানি আমার কর্মস্থান ও পরিবার নিয়ে বাসস্থান । বাংলাদেশ থেকে কো...
30/10/2024

পৃথিবীতে আমি হাবিবের প্রথম পরিচয়,
আমি একজন বাংলাদেশী 🇧🇩
জার্মানি আমার কর্মস্থান ও পরিবার নিয়ে বাসস্থান ।
বাংলাদেশ থেকে কোন কিছু চাওয়া ও পাওয়ার নাই
দেশ যদি কখনো নেয়ার ইচ্ছা প্রকাশ করে,
প্রবাসে অর্জিত মেধার থেকে দেয়ার মতো অনেক কিছু আছে।
গত ৭ টি বছর সেই চেষ্টাই করেছি, বড়ো বড়ো নেতা ও আমলারা শুধুই ঘুরিয়েছে, তবে আশায় আছি, নতুন বাংলাদেশে একদিন সেই সুযোগ পাবো।
অন্তরে হাত রেখে বলতে পারি, আমি একজন সৎ ও ন্যায় নিষ্ঠ কর্মঠ মানুষ, সদা মানুষের মঙ্গল কামনা করেছি।

আমাদের ১১ বছর সফল সম্পর্ক আমাদের সুখী পরিবার ❤️❤️Natallia & Habib
29/10/2024

আমাদের ১১ বছর সফল সম্পর্ক
আমাদের সুখী পরিবার ❤️❤️
Natallia & Habib

তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিবো। নাতালিয়ার গল্পের বইয়ের প্রতি আগ্রহ, পুরা নাদিয়াও পেয়ে...
28/10/2024

তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিবো।
নাতালিয়ার গল্পের বইয়ের প্রতি আগ্রহ, পুরা নাদিয়াও পেয়েছে।
৫ বছরের নাদিয়া এখনো পড়তে পারে না, কিন্তু তার জন্য ৫০ টির উপরে বই আছে আমাদের ঘরে। নিয়মিত মা মেয়ে একসাথে বই পড়ে, ব্যাপার টি তার মানসিক বৃদ্ধির জন্য ভালো।
আমাদের বাসা থেকে ৮০ কিলোমিটার দূরে একটি বিশেষ লাইব্রেরিতে নিয়ে গেলাম মা মেয়েকে।
আপনারাও কি আপনাদের বাচ্চাদের জন্য নিয়মিত বই কিনেন?

বিদেশী এতো গুলো মেয়ের মধ্যে নাদিয়া একাই বাংলাদেশি মেয়ে। পশ্চিমা বিশ্বের ব্যালেট ডান্স নাদিয়র খুবই প্রিয়, তাই মনোযোগ দিয়ে...
27/10/2024

বিদেশী এতো গুলো মেয়ের মধ্যে নাদিয়া একাই বাংলাদেশি মেয়ে।
পশ্চিমা বিশ্বের ব্যালেট ডান্স নাদিয়র খুবই প্রিয়, তাই মনোযোগ দিয়ে শিখার চেষ্টা করছে।

আমার ও আমার সন্তানদের সবচেয়ে বড়ো পরিচয় আমরা বাংলাদেশী, তারপর বাকি সব। ৭ হাজার মাইল দূরে পৃথিবীর সেরা দেশগুলোর একটিতে সুখ...
26/10/2024

আমার ও আমার সন্তানদের সবচেয়ে বড়ো পরিচয় আমরা বাংলাদেশী, তারপর বাকি সব।
৭ হাজার মাইল দূরে পৃথিবীর সেরা দেশগুলোর একটিতে সুখে বাস করে ও আমি একদিন স্বপ্ন দেখি বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করবো।
গত বারো (১২) বছরে মাত্র ৫০ দিন দেশে কাটিয়েছি, যার স্মৃতি আঁকড়ে বেঁচে থাকি প্রতিদিন। দেশ থেকে কিছুই চাই না, চাই শুধু দেশ ও দেশের মানুষগুলো ভালো থাকুক, তারা ভালো থাকলেই ইউরোপে দৈনন্দিন জীবনের সুখটা সবচেয়ে বেশি উপভোগ করি। দোয়া করি মাতৃভূমি তোমাকে অন্তর থেকে।
আল্লাহ কাছে শুকরিয়া আমাকে এমন একজন জীবন সঙ্গী দিয়েছে, যে নিজের শ্বশুরবাড়ির দেশকে নিজের দেশের মতোই ভালোবাসে।

মা মেয়ে চেহারায় কি মিল খুঁজে পাওয়া যায়?নাতালিয়ার ছোট বেলা ও নাদিয়ার ছোটবেলা 🤔
22/10/2024

মা মেয়ে চেহারায় কি মিল খুঁজে পাওয়া যায়?
নাতালিয়ার ছোট বেলা ও নাদিয়ার ছোটবেলা 🤔

পরিবারের সাথে আরেকটি সুন্দর দিন, আলহামদুলিল্লাহ।
19/10/2024

পরিবারের সাথে আরেকটি সুন্দর দিন, আলহামদুলিল্লাহ।

গোসল করার পর নিভানের চুল  আসলে কত লম্বা সেটা বুঝা যায়, নরমালি কোঁকড়া চুলের কারণে বুঝা যায় না। আমাদের দেশে বাচ্চাদের চুল ...
17/10/2024

গোসল করার পর নিভানের চুল আসলে কত লম্বা সেটা বুঝা যায়, নরমালি কোঁকড়া চুলের কারণে বুঝা যায় না।
আমাদের দেশে বাচ্চাদের চুল সবসময় বেল বা ছোট করে রাখে কেন বাবা মা, আমি জানি না। তবে ঠান্ডার এই দেশে বড়ো চুলে আমাদের নিভানকে ভালোই লাগে। নিভানকে বড়ো চুলে আপনাদের কেমন লাগে?

আমাদের দুইজনের একটি গুরুত্বপূর্ণ স্বভাব হল আমরা দুইজনই নিরহংকারী ও বিনয়ী। আপনার নিজের একটি ভালো স্বভাব কমেন্টে জানিয়ে যা...
16/10/2024

আমাদের দুইজনের একটি গুরুত্বপূর্ণ স্বভাব হল আমরা দুইজনই নিরহংকারী ও বিনয়ী।
আপনার নিজের একটি ভালো স্বভাব কমেন্টে জানিয়ে যান।

নাতালিয়া দাবা খেলা আজকেই শিখলো, একটি দম্পতি সুখে থাকার একটি গুরুত্বপূর্ণ টিপস এক সাথে নানা শখ হবি এইগুলো পূরণ করা। বিয়ের...
15/10/2024

নাতালিয়া দাবা খেলা আজকেই শিখলো, একটি দম্পতি সুখে থাকার একটি গুরুত্বপূর্ণ টিপস এক সাথে নানা শখ হবি এইগুলো পূরণ করা। বিয়ের এতো বছর ও ২ বাচ্চা হওয়ার পরও আমরা একে অপরকে অনেক সময় দেয়ার চেষ্টা করি, একে ওপরের সাথে কাঁটানো সময় গুলো সব সময় স্মরণীয়। ভালোবাসার মূলমন্ত্র সেই খানেই।
শেষ ছবি দেখে বলুন, খেলায় কে জিতলো?

Adresse

Chemnitz

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Natallia & Habib : Go Live erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Natallia & Habib : Go Live senden:

Teilen

Kategorie


Andere Video Creator in Chemnitz

Alles Anzeigen