Khaled Mohiuddin Jante Chay

Khaled Mohiuddin Jante Chay আমরা কেউ প্রশ্নের ঊর্ধ্বে নই
(1)

01/07/2024

তিস্তা প্রজেক্ট আমরা চীনের সাথে করতে পারবো না। ৩ বছর ধরে এটা নিয়ে আলোচনা হবে। আর এটা এখন ইন্ডিয়া করতে হবে। কেন?

সরকারি চাকুরেদের বেতন আগের তুলনায় অনেক বেড়েছে বটে, তবে সবচেয়ে বেশি নয়৷ তারপর চাহিদায় সবার ওপরে, কারণ, সরকারি চাকরিতে ক্ষ...
01/07/2024

সরকারি চাকুরেদের বেতন আগের তুলনায় অনেক বেড়েছে বটে, তবে সবচেয়ে বেশি নয়৷ তারপর চাহিদায় সবার ওপরে, কারণ, সরকারি চাকরিতে ক্ষমতা আছে, আছে সেই ক্ষমতা অপব্যবহার করে অঢেল সম্পদ অর্জনের সুযোগ৷ মানে, সরকারি চাকরি করলে আপনি ‘গাড়ি-ঘোড়া' চড়তে পারবেন আরামসে৷ সরকারি চাকরি মানেই যেন আলাদিনের চেরাগ৷ ঘষা দিলেই টাকা চলে আসবে৷

30/06/2024

শেখ হাসিনাকে এই পুরো পৃথিবীর বাস্তবতায় একজন অনন্য সরকার প্রধান, রাষ্ট্র প্রধান এই রকম মনে হয় কিনা? কারণ তিনি সবার সাথে সম্পর্ক রেখে এবং যার সাথে যা দরকার সেটা নিয়ে কথা বলতে পারেন।

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
29/06/2024

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

29/06/2024

আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশ কি আসলে ভারতকে ভয় পায়? শেখ হাসিনা সরকার কি ভারত যা চায় তাই শুধু বাস্তবায়ন করতে চায়?

আজ বাংলাদেশ সময় রাত নয়টায়!শেখ হাসিনা সরকার কি ভারতের দিকে বেশি ঝুঁকে আছে?ইউটিউবে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ ...
28/06/2024

আজ বাংলাদেশ সময় রাত নয়টায়!

শেখ হাসিনা সরকার কি ভারতের দিকে বেশি ঝুঁকে আছে?

ইউটিউবে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে অতিথি হিসেবে থাকবেন সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন এবং নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জাহেদ উর রহমান৷

দেখুন, সঙ্গে থাকুন: https://www.youtube.com/DWKhaledMuhiuddinJanteChay

28/06/2024

বাংলাদেশ সরকার প্রবাসী বান্ধব কিনা? আপনারা তো শুধু বলতেছেন নাম্বার দেখেন ১৩ লক্ষ পাঠিয়েছেন। আপনারা কোয়ালিটি ওয়ার্কার পাঠিয়েছেন কিনা, কম খরচে পাঠাইতে পারছেন কিনা, আত্মসম্মানবোধ নিয়ে বিদেশে আছে কিনা সেই চিন্তা করতেছেন কিনা?

28/06/2024

যদি দুইটা নিয়মই শুধু ফলো করা হয় তাহলে তো একটা লোকও চাকরি ছাড়া মালয়েশিয়ায় আসা সম্ভব না। সেটা কিভাবে আসে। সেটা কি বাংলাদেশের হাইকমিশন টাকা খায়, সেটা কি মালয়েশিয়া অ্যাপ্রুভাল অথরিটি টাকা খায়? কারা কারা টাকা খায় সেটা আমাকে একটু বলেন। এজেন্সি সেখানে কিভাবে ম্যানুপুলেট করে?

27/06/2024

রিক্রুটিং এজেন্সি যে ব্যবসাটায় আছেন যেটাকে আপনি সব সময় এটাকে সার্ভিস বলতে চান। কিন্তু এটা কি রকম সার্ভিস আপনারা একটা লোক থেকে টাকা নিচ্ছেন কিন্তু চাকরির নিশ্চয়তা দিচ্ছেন না। টাকা যত নেয়ার কথা তার থেকে বেশি নিচ্ছেন?

জাতীয় সংসদে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী। তিনি জানান, বা...
27/06/2024

জাতীয় সংসদে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বছরের আয় সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশে ব্যাংকে সংরক্ষিত নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সম্পাদিত 'চুক্তি ও সমঝোতা' দেশের স্বার্থ বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মি...
26/06/2024

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সম্পাদিত 'চুক্তি ও সমঝোতা' দেশের স্বার্থ বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব চুক্তি-সমঝোতার প্রতিবাদে আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মির্জা ফখরুল।

26/06/2024

আপনি কাকে দায়ী মনে করেন? বাংলাদেশ সরকার, মালয়েশিয়া সরকার, রিক্রুটিং এজেন্সি, নাকি যাদেরকে মিডেল ম্যান বলছেন?

সাম্প্রতিক ভারত সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্ম...
26/06/2024

সাম্প্রতিক ভারত সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে টাইমস ম্যাগাজিনে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন বিষয়ে উল্লেখ করে জানতে চাওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘‘দারিদ্র্য বিমোচন করলাম তো আমি। আজকে ৪১ দশমিক ছয় ভাগ থেকে নামিয়ে আমি ১৮ দশমিক সাত ভাগে এনেছি মাত্র এই ১৫ বছরে। সেই ক্রেডিটও নেয়...হ্যাঁ, আমরা তাকে খুবই প্রমোট করেছি, এটা ঠিক। এখন তার কথাটা হচ্ছে, উপকারীকে বাঘে খাক, যাতে উপকারটা স্বীকার করতে না হয়। এটাই তো বাস্তবতা।’’

সাম্প্রতিক ভারত সফর নিয়ে গতকাল সকাল ১১টায় গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলে...
26/06/2024

সাম্প্রতিক ভারত সফর নিয়ে গতকাল সকাল ১১টায় গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। প্রশ্নোত্তর পর্বের শুরুতে ভারতের সঙ্গে রেলবিষয়ক চুক্তি বিষয়ে জানতে চাওয়া হয়। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে 'দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে' বলে সমালোচনা প্রসঙ্গ আসে। তিনি বলেন, একটা দেশের মধ্যে অন্য দেশের ট্রানজিট দিলেই বা ক্ষতি কী? আর রেল যেগুলো বন্ধ ছিল (ভারতের সঙ্গে), আমরা সেগুলো আস্তে আস্তে খুলে দিচ্ছি। তাতে আমাদের ব্যবসা-বাণিজ্য সহজ হচ্ছে। আমরা বাংলাদেশে কি চারদিকে দরজা বন্ধ করে থাকব? সেটা হয় না। আজকে ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডার নেই। সেখানে কি এক দেশ আরেক দেশের কাছে বিক্রি করে দিয়েছে?

25/06/2024

আপনার মতো একজন সৎজন মানুষ আপনি কি আপনার সাব-রিক্রুটিং এজেন্সি তার উপর কি আপনার কোন কন্ট্রোল নাই? আপনি জানেন না তারা কত টাকা নেয়? আপনি এটাতে কোন কিছু করতে পারেন না বা আপনারা কোন কিছু করতে পারেন না এটাতে?

24/06/2024

রিক্রুটিং এজেন্সিগুলো একজন বিদেশগমন ইচ্ছুক বা মালয়েশিয়া গমন ইচ্ছুক এর কাছ থেকে কত টাকা লাভ বা মুনাফা তারা করে থাকে?

23/06/2024

আপনি যেই বাড়তি টাকা নিচ্ছেন এবং সেটি জেনে-বুঝে নিচ্ছেন। এইটার কি কোন বিচার নাই?

22/06/2024

মালয়েশিয়ায় লোক পাঠানোর ক্ষেত্রে এই এজেন্সি এবং সিন্ডিকেট আসলে কি ভূমিকা পালন করে? একজন সাধারণ বাংলাদেশির মালয়েশিয়া যেতে কত টাকা লাগে?

21/06/2024

সাংবাদিকরাও আসলে বিভিন্ন অপকর্মের দোসর হয়ে কাজ করে অপকর্ম যদি সরাসরি নাও করে। এবং সাংবাদিক কোন জনবিচ্ছিন্ন জনগোষ্ঠী না তারা এরকম করবেই সমাজের অনেক জায়গায় যদি পচন দেখা দেয়। আপনার কাছে কি মনে হয়?

20/06/2024

আপনার কাছে মনে হয় না যে, বাংলাদেশ সরকারও সাংবাদিকদের একটু বিপক্ষে?

19/06/2024

আপনার কাছে কি মনে হয়, ক্ষমতার কি কোন লাভ আছে আসলে সাংবাদিকতাকে পত্রে-পুষ্পে সবিত হতে দেখে?

18/06/2024

ওবায়দুল কাদের আমাদের বলতেছেন আপনারা সাংবাদিকেরা তখন কেন লেখেন নাই। আমরা তো কিছু জানতে পারি নাই। কিন্তু তারা তো খোঁজ-খবর নিয়ে ঠিকই তাঁকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছেন। এই রকমটা কেন?

17/06/2024

সরকারের প্রশ্রয় ছাড়া একজন বেনজীর আহমেদের এরকম বে-নজির হয়ে উঠা সম্ভব কিনা আসলে?

17/06/2024

বর্তমানে আইজি সাহেবরা অনেক মন্ত্রীর চেয়ে ক্ষেত্র বিশেষে অনেক পাওয়ার ফুল। এবং স্থানীয় পর্যায়ে যারা, মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছেন তারা সম্রাট আকবরের মতো পাওয়ার ফুল। এই পাওয়ারের সূচনাটা মোটামুটিভাবে শুরু হয়েছে ২০১৪ সাল থেকে এই দুইটা বিষয়ে আপনার মতামত শুনতে চাই।

16/06/2024

এই মূহূর্তে সাংবাদিকতার ক্ষেত্রে, সাংবাদিকরা যে বলছে তারা ভয়ে করেন না। সেটা কি আসলে ভয় নাকি তারা বা আমরা সবাই আসলে ক্ষমতাবানদের মিষ্টি বইটাতেই শুধু থাকতে চাই, দুষ্ট বইটাতে যেতে চাই না। বিষয়টা এই রকম?

15/06/2024

বেনজীর আহমেদ যে একজন দুর্নীতিগ্রস্থ লোক সেটা কি আপনি জানতেন কিনা? বেনজীর আহমেদ ক্ষমতায় থাকার সময়? এবং সেটা আপনি লিখতে বা প্রকাশ করতে বা প্রচার করতে কোন ধরনের বাধা অনুভব করেছিলেন কিনা?

আজ বাংলাদেশ সময় রাত নয়টায়!সাংবাদিকতা কেন ভয় পায়?ইউটিউবে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে অতিথি হিসেবে থাক...
14/06/2024

আজ বাংলাদেশ সময় রাত নয়টায়!

সাংবাদিকতা কেন ভয় পায়?

ইউটিউবে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে অতিথি হিসেবে থাকবেন ডিবিসির সম্পাদক প্রণব সাহা এবং সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি৷

দেখুন, সঙ্গে থাকুন: https://www.youtube.com/DWKhaledMuhiuddinJanteChay

বাংলাদেশ হকার্স ফেডারেশনের দাবি, ঢাকার ফুটপাতে হকারদের কাছ থেকে বছরে তিন হাজার কোটি টাকার চাঁদা তোলা হয়৷ সেই হিসাবে প্রত...
14/06/2024

বাংলাদেশ হকার্স ফেডারেশনের দাবি, ঢাকার ফুটপাতে হকারদের কাছ থেকে বছরে তিন হাজার কোটি টাকার চাঁদা তোলা হয়৷ সেই হিসাবে প্রতিদিন আট কোটি টাকারও বেশি চাঁদা আদায় হয়৷ ঢাকার ফুটপাত থেকে সংগ্রহ করা বিপুল চাঁদা পুলিশ, স্থানীয় রাজনৈতিক নেতা ও লাইনম্যানরা নেয়৷ চাঁদার টাকা মোট তিনটি ভাগ হয়৷ এর মধ্যে পুলিশ নেয় ৩০ শতাংশ৷ আর যারা নিয়ন্ত্রণ করে এবং লাইনম্যানরা নেয় ৪০ শতাংশ৷ আর বাকি ৩০ ভাগ নেয় স্থানীয় রাজনৈতিক নেতারা৷
পুরো প্রতিবেদন পড়ুন এখানে http://dw.com/p/4h0MG

বাংলাদেশে কোনো কোনো ভোগ্যপণ্যের দাম এখন ইউরোপ-অ্যামেরিকার চেয়েও বেশি৷ কোনো পণ্যের দাম গত পাঁচ বছরের ৩০০ শতাংশের চেয়েও বে...
14/06/2024

বাংলাদেশে কোনো কোনো ভোগ্যপণ্যের দাম এখন ইউরোপ-অ্যামেরিকার চেয়েও বেশি৷ কোনো পণ্যের দাম গত পাঁচ বছরের ৩০০ শতাংশের চেয়েও বেশি বেড়েছে৷ ফলে বাংলাদেশে ভোগ্যপণ্যও এখন বিলাসী পণ্যে পরিণত হয়েছে৷

পুরো প্রতিবেদন পড়ুন এখানে http://dw.com/p/4gakN

14/06/2024

অনেকেই বলছেন যে প্রয়োজনে বিজেপির সঙ্গেও হাত মেলাতে পারে তৃণমূল। এটা কি ইডি সিবিআই এদের হাত থেকে বাঁচার জন্য?

Adresse

Born

Öffnungszeiten

21:00 - 22:00

Telefon

+492284294118

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Khaled Mohiuddin Jante Chay erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Videos

Teilen

Kategorie


Sie können auch mögen