তিস্তা প্রজেক্ট আমরা চীনের সাথে করতে পারবো না। ৩ বছর ধরে এটা নিয়ে আলোচনা হবে। আর এটা এখন ইন্ডিয়া করতে হবে। কেন?
শেখ হাসিনাকে এই পুরো পৃথিবীর বাস্তবতায় একজন অনন্য সরকার প্রধান, রাষ্ট্র প্রধান এই রকম মনে হয় কিনা? কারণ তিনি সবার সাথে সম্পর্ক রেখে এবং যার সাথে যা দরকার সেটা নিয়ে কথা বলতে পারেন।
আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশ কি আসলে ভারতকে ভয় পায়? শেখ হাসিনা সরকার কি ভারত যা চায় তাই শুধু বাস্তবায়ন করতে চায়?
বাংলাদেশ সরকার প্রবাসী বান্ধব কিনা? আপনারা তো শুধু বলতেছেন নাম্বার দেখেন ১৩ লক্ষ পাঠিয়েছেন। আপনারা কোয়ালিটি ওয়ার্কার পাঠিয়েছেন কিনা, কম খরচে পাঠাইতে পারছেন কিনা, আত্মসম্মানবোধ নিয়ে বিদেশে আছে কিনা সেই চিন্তা করতেছেন কিনা?
যদি দুইটা নিয়মই শুধু ফলো করা হয় তাহলে তো একটা লোকও চাকরি ছাড়া মালয়েশিয়ায় আসা সম্ভব না। সেটা কিভাবে আসে। সেটা কি বাংলাদেশের হাইকমিশন টাকা খায়, সেটা কি মালয়েশিয়া অ্যাপ্রুভাল অথরিটি টাকা খায়? কারা কারা টাকা খায় সেটা আমাকে একটু বলেন। এজেন্সি সেখানে কিভাবে ম্যানুপুলেট করে?
রিক্রুটিং এজেন্সি যে ব্যবসাটায় আছেন যেটাকে আপনি সব সময় এটাকে সার্ভিস বলতে চান। কিন্তু এটা কি রকম সার্ভিস আপনারা একটা লোক থেকে টাকা নিচ্ছেন কিন্তু চাকরির নিশ্চয়তা দিচ্ছেন না। টাকা যত নেয়ার কথা তার থেকে বেশি নিচ্ছেন?
আপনি কাকে দায়ী মনে করেন? বাংলাদেশ সরকার, মালয়েশিয়া সরকার, রিক্রুটিং এজেন্সি, নাকি যাদেরকে মিডেল ম্যান বলছেন?
আপনার মতো একজন সৎজন মানুষ আপনি কি আপনার সাব-রিক্রুটিং এজেন্সি তার উপর কি আপনার কোন কন্ট্রোল নাই? আপনি জানেন না তারা কত টাকা নেয়? আপনি এটাতে কোন কিছু করতে পারেন না বা আপনারা কোন কিছু করতে পারেন না এটাতে?
রিক্রুটিং এজেন্সিগুলো একজন বিদেশগমন ইচ্ছুক বা মালয়েশিয়া গমন ইচ্ছুক এর কাছ থেকে কত টাকা লাভ বা মুনাফা তারা করে থাকে?
আপনি যেই বাড়তি টাকা নিচ্ছেন এবং সেটি জেনে-বুঝে নিচ্ছেন। এইটার কি কোন বিচার নাই?
একজন সাধারণ বাংলাদেশির মালয়েশিয়া যেতে কত টাকা লাগে?
#reels #conversation #khaledmohiuddinjantechay
মালয়েশিয়ায় লোক পাঠানোর ক্ষেত্রে এই এজেন্সি এবং সিন্ডিকেট আসলে কি ভূমিকা পালন করে? একজন সাধারণ বাংলাদেশির মালয়েশিয়া যেতে কত টাকা লাগে?
সাংবাদিকরাও আসলে বিভিন্ন অপকর্মের দোসর হয়ে কাজ করে অপকর্ম যদি সরাসরি নাও করে। এবং সাংবাদিক কোন জনবিচ্ছিন্ন জনগোষ্ঠী না তারা এরকম করবেই সমাজের অনেক জায়গায় যদি পচন দেখা দেয়। আপনার কাছে কি মনে হয়?
#reels #conversation #khaledmohiuddinjantechay
সাংবাদিকরাও আসলে বিভিন্ন অপকর্মের দোসর হয়ে কাজ করে অপকর্ম যদি সরাসরি নাও করে। এবং সাংবাদিক কোন জনবিচ্ছিন্ন জনগোষ্ঠী না তারা এরকম করবেই সমাজের অনেক জায়গায় যদি পচন দেখা দেয়। আপনার কাছে কি মনে হয়?
আপনার কাছে মনে হয় না যে, বাংলাদেশ সরকারও সাংবাদিকদের একটু বিপক্ষে?
#reels #conversation #khaledmohiuddinjantechay
আপনার কাছে মনে হয় না যে, বাংলাদেশ সরকারও সাংবাদিকদের একটু বিপক্ষে?
আপনার কাছে কি মনে হয়, ক্ষমতার কি কোন লাভ আছে আসলে সাংবাদিকতাকে পত্রে-পুষ্পে সবিত হতে দেখে?
#reels #conversation #khaledmohiuddinjantechay
আপনার কাছে কি মনে হয়, ক্ষমতার কি কোন লাভ আছে আসলে সাংবাদিকতাকে পত্রে-পুষ্পে সবিত হতে দেখে?
ওবায়দুল কাদের আমাদের বলতেছেন আপনারা সাংবাদিকেরা তখন কেন লেখেন নাই। আমরা তো কিছু জানতে পারি নাই। কিন্তু তারা তো খোঁজ-খবর নিয়ে ঠিকই তাঁকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছেন। এই রকমটা কেন?
সরকারের প্রশ্রয় ছাড়া একজন বেনজীর আহমেদের এরকম বে-নজির হয়ে উঠা সম্ভব কিনা আসলে?