Tuba's Sparkle

Tuba's Sparkle A free butterfly who does everything that she loves. This page is about my daily lifestyle, food and fashion.
(12)

15/12/2024

Year end Dinner Party by UNU🥳

আমরা মানুষ হিসেবে প্রচন্ড হিপোক্রেটিক সেটা কখনোই নিজেরা বুঝতে পারিনা, আমরা ধরেই নেই আমিই একমাত্র সিম্প্যাথিক।কেউ দুঃখে থ...
15/12/2024

আমরা মানুষ হিসেবে প্রচন্ড হিপোক্রেটিক সেটা কখনোই নিজেরা বুঝতে পারিনা, আমরা ধরেই নেই আমিই একমাত্র সিম্প্যাথিক।

কেউ দুঃখে থাকলে সান্ত্বনার নামে সেই গল্প শুনতে খুব ভালো লাগে, কিন্তু সেই মানুষটা দুইদিন পরে হাসিখুশি হলে আমরা বিরক্ত হই এই ভেবে যে সেদিন না বললো ভালো নাই, এখন এতো আনন্দে আছে, কত্তো ঢং!

ভেবে দেখেছেন এগুলোর মানে কি?!
আমরা আসলে ধরেই নেই যেই মানুষটা অশান্তিতে আছে তার সারাজীবন অশান্তিতেই কেটে যাবে, আমরা সান্ত্বনা দিবো তার জীবন নিয়ে আপসোস করবো কিন্তু সে ভালো থাকা শুরু করলে সেটা মেনে নিতে পারবো না🙃

This crazy curly Egyptian girl brought me Egyptian tea just because I love tea❣️Life is so beautiful 🥰
14/12/2024

This crazy curly Egyptian girl brought me Egyptian tea just because I love tea❣️
Life is so beautiful 🥰

Danke!
12/12/2024

Danke!

শুভ সকাল 🙃
12/12/2024

শুভ সকাল 🙃

লাইব্রেরিতে বসে পড়ার অভ্যাস ভুলেই গেছিলাম প্রায়,আসলে তেমন করে অভ্যাস ছিলোই না কখনো 🥹জার্মান স্টাডি সিস্টেম টেনে নিয়ে এসে...
11/12/2024

লাইব্রেরিতে বসে পড়ার অভ্যাস ভুলেই গেছিলাম প্রায়,
আসলে তেমন করে অভ্যাস ছিলোই না কখনো 🥹
জার্মান স্টাডি সিস্টেম টেনে নিয়ে এসেছে আমাকে 😇
আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি গুলো বিসিএস ক্যাডার প্রত্যাশীদের পড়ার টেবিল হয়ে গেছে 🥲
ওখানে সাব্জেক্টিভ পড়া বা গ্রুপ স্টাডি হয় তুলনামূলক কম 🙃

11/12/2024

ইউরোপের ড্রাইভিং সিস্টেম উল্টা কেন!?
যারা বাংলাদেশ থেকে এসে ড্রাইভ করেছেন, প্রথম দিকে কেমন অভিজ্ঞতা?

এই জিনিসটাকে বলা হয় জিনজার ব্রেড।বড়দিন আসলে এখানে সবাই নিজেরাই বানায় বা কিনে আনে।এটা আমার এক বান্ধবীর বানানো☺️! বানানো হ...
10/12/2024

এই জিনিসটাকে বলা হয় জিনজার ব্রেড।
বড়দিন আসলে এখানে সবাই নিজেরাই বানায় বা কিনে আনে।
এটা আমার এক বান্ধবীর বানানো☺️!
বানানো হয়ে গেলে এভাবে রেখে খেতে থাকে🤤!
এখানে আসার পরে জানলাম পাপা কি পারী Chris বাংলাদেশেই ভুড়ি ভুড়ি, এসব দেশে সবাই কাজ জানে এবং চন্ডী পাঠ থেকে জুতা সেলাই সন নিজেরটাই নিজে করে আমাদের মতো বুয়া নেই😁
(ওহ স্যরি হেল্পিং হ্যান্ড, বুয়া বললে তাদের অপমান হয়, তাদের ইজ্জত নিয়ে এতো না ভেবে যদি কাজের প্রেশার নিয়ে ভাবতেন তাহলে তারা বেশি খুশি হতো, হেল্পিং হ্যান্ড শুনলে পেট চলবে না)

09/12/2024

গরিবের হালচাল 😁

পাতা ছাড়া গাছের সাথে এমন নীল আকাশের কোন মানে নেই!
09/12/2024

পাতা ছাড়া গাছের সাথে এমন নীল আকাশের কোন মানে নেই!

08/12/2024

ওয়ার্ম লাইট☺️

মেয়েরা বাই বর্ন অন্যদের জন্য সব কাজ করে। ছোটবেলা থেকে দেখতাম যেদিন বাসায় আব্বা থাকতো না সেদিন আগের রান্না যা আছে সেটা দি...
08/12/2024

মেয়েরা বাই বর্ন অন্যদের জন্য সব কাজ করে। ছোটবেলা থেকে দেখতাম যেদিন বাসায় আব্বা থাকতো না সেদিন আগের রান্না যা আছে সেটা দিয়েই কোনমতে চালিয়ে দিতো মা। নিজের কাজ থেকেও একটু ছুটি আর কর্তা নাই তাই বড় করে রান্নার দরকার নাই। এই প্র‍্যাক্টিস প্রায় প্রতিটা ঘরেই। মেয়েরা নিজের জন্য খুব আয়োজন করে কম রান্না করে🥹 তারপরও ফেইসবুকে ঢুকলে দেখতেন তাদের ছোট করার ধান্দা খালি🙃
আমি আবার এমন না। আমি নিজেই নিজেকে স্পেশাল ফিল করানোর ট্রাই করি। সবসময় আমার প্লেট টা আমি সুন্দর করে সাজাই। আমার কাছে আমিই মেহমান☺️
অনেকদিন ধরে বলেই যাচ্ছিলাম সকালে পরোটা, আলুভাজি গরম দুধ চা খেতে ইচ্ছা করে, একা বলে করতাম না।
কিন্তু আমি ধরেই নিয়েছি এগুলো আমার জন্য কঠিন, পরে একদিন ভাবলাম আচ্ছা চেষ্টা তো করে দেখি🙃
যেই ভাবা সেই কাজ, প্রায় ৪ মাস পরে সকালে পরোটা, আলুভাজি, ডিম পোস আর গরম ধোঁয়া ওঠা চা বানিয়ে নিজেকেই নিজে ট্রিট দিলাম😇
আলু ভাজিটা বেশি ভর্তা হয়ে গেছে, ডিম পোস একটু শক্ত 😁
কিন্তু আমি চেষ্টা করে সফল হয়েছি এবং নিজের জন্যই করেছি এটা অনেক।
মেয়েরা নিজেকে ভালবাসো প্লিজ🙏
নিজেকে না ভালবাসলে অন্য কেউ এসে তোমাকে ভালবাসবেনা।

শীমের বিচি, আলু টমেটো দিয়ে পাঙ্গাশ ফিলেট আর টমেটো দিয়ে ডাল।ভাই দেশী খাবার এত্তো মজা ক্যান🥹
07/12/2024

শীমের বিচি, আলু টমেটো দিয়ে পাঙ্গাশ ফিলেট আর টমেটো দিয়ে ডাল।
ভাই দেশী খাবার এত্তো মজা ক্যান🥹

06/12/2024

আলু পুরি আর দুধ চা খেয়েছেন কখনো?
🤤🤤🤤🤤

লেফট ওভার চিকেন দিয়ে ছোলা ভুনা(যদিও হোটেলের মতো মজা হয়নি🥹),নিজ হাতে বানানো পরোটা আর সুপারশপ থেকে কেনা অরেঞ্জ জুস☺️আলহামদ...
06/12/2024

লেফট ওভার চিকেন দিয়ে ছোলা ভুনা(যদিও হোটেলের মতো মজা হয়নি🥹),
নিজ হাতে বানানো পরোটা আর সুপারশপ থেকে কেনা অরেঞ্জ জুস☺️
আলহামদুলিল্লাহ 😇

Adresse

Harmann-Wandersleb-Ring 6
Bonn
53121

Telefon

+8801849317380

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Tuba's Sparkle erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Tuba's Sparkle senden:

Videos

Teilen

Kategorie