Tuba's Sparkle

Tuba's Sparkle A free butterfly who does everything that she loves. This page is about my daily lifestyle, food and fashion.
(1)

এনাফ! এন আফ🐸
09/02/2025

এনাফ! এন আফ🐸

😴
08/02/2025

😴

এক্সামের টেনশনে পড়া হচ্ছেনা🥹বাসায় গেলে বিছানা ছাড়া পড়তে পারিনা। আর বিছানায় গেলে মোবাইল নিয়ে রিলস দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি😴...
30/01/2025

এক্সামের টেনশনে পড়া হচ্ছেনা🥹
বাসায় গেলে বিছানা ছাড়া পড়তে পারিনা। আর বিছানায় গেলে মোবাইল নিয়ে রিলস দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি😴
তাই ভার্সিটিতে জিদ করে টেবিলে বসে ঠিকই আছি কিন্তু পড়া হচ্ছেনা🤐
মোবাইলটা কি রাইন নদীতে ফেলে দিবো?

ছুটির দিনের সকাল🌼
26/01/2025

ছুটির দিনের সকাল🌼

আমার একলা একা ক্যান্ডেল লাইট ডিনার🤗ডিনারে ছিলো বিফ বিরিয়ানি, মিক্সড সালাদ আর কোক🥹
25/01/2025

আমার একলা একা ক্যান্ডেল লাইট ডিনার🤗
ডিনারে ছিলো বিফ বিরিয়ানি, মিক্সড সালাদ আর কোক🥹

20/01/2025

র‍্যাবের পোশাকের মতো এমন ডাউনফল আর কেউরে দিওনা মাবুদ 🥱
©

Good Morning 🌼
20/01/2025

Good Morning 🌼

চায়ের সাথে কি পছন্দ করেন?কুকিজ, বান নাকি চিপস?
19/01/2025

চায়ের সাথে কি পছন্দ করেন?
কুকিজ, বান নাকি চিপস?

ইদানীং আমার অনেক পছন্দের খাবারের মধ্যে এটা একটা☺️আলু আলাদা ভেজে তার মধ্যে পিয়াজ, ক্যাপসিকাম, মাশরুম, গাজর দিয়ে কিছুক্ষণ ...
18/01/2025

ইদানীং আমার অনেক পছন্দের খাবারের মধ্যে এটা একটা☺️
আলু আলাদা ভেজে তার মধ্যে পিয়াজ, ক্যাপসিকাম, মাশরুম, গাজর দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এক্সট্রা স্বাদের জন্য চিকেন স্লাইস বা সসেজ দিতে পারেন🤗

শুভ সকাল 🌱
17/01/2025

শুভ সকাল 🌱

16/01/2025

কুয়াশা ☺️

কুয়াশা ভেজা সকালে গরম গরম পরোটা,  আলু ভাজি ডিম পোস আর চা🌸আলহামদুলিল্লাহ 🌼
16/01/2025

কুয়াশা ভেজা সকালে গরম গরম পরোটা, আলু ভাজি ডিম পোস আর চা🌸
আলহামদুলিল্লাহ 🌼

15/01/2025

ছাতা ছাড়া বের হবেন, তো ধরা খাবেন🐸

Good Morning Good People🌼
15/01/2025

Good Morning Good People🌼

Good Morning World❄️
14/01/2025

Good Morning World❄️

Good Morning good souls🌸
13/01/2025

Good Morning good souls🌸

12/01/2025

Living in my dream❄️🌨️
Alhamdulillah 🤗

12/01/2025

আমি বছর খানেক টানা আমেরিকায় ছিলাম। আমেরিকার অনেক কিছু দেখেই আমি আমি ঠাস ঠাস করে প্রেমে পড়ে যেতাম।

নিউইয়র্ক এর সাবওয়ের ঘটনা নিয়ে আমি আগে একটা লেখা শেয়ার করেছিলাম। আজকে আরেকটা বলি।

আমি আমেরিকা গিয়েছিলাম ঘোর করোনার মধ্যে। স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ তখন। কিন্তু ইনকাম যাদের নাই তাদেরও তো খাওয়া লাগবে।

সেই সময়, প্যানডেমিক উপলক্ষে নিউ ইয়র্ক স্কুল ডিপার্টমেন্ট থেকে ফ্রি খাবার সামগ্রী দেয়া হতো, মূলত ছাত্র ছাত্রী এবং তাদের পরিবারকে। নির্দিষ্ট সময় গিয়ে নির্ধারিত কেন্দ্র থেকে খাবার সংগ্রহ করা যাবে এই হচ্ছে নিয়ম।

এই কাহিনীতে প্রেমে পড়ার কিছু নাই।ধনী দেশ এইটুকু তো করতেই পারে।এবার প্রেমে পড়ার কারন টা বলি।

এই খাদ্য বিতরন মূলত স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য হলেও সেখানে উল্লেখ করা আছে,

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোন মানুষ এই খাবার সংগ্রহ করতে পারবে।এই খাবার নিতে হলে কোন স্টুডেন্ট আইডি লাগবে না,সোশ্যাল সিকিউরিটি নাম্বার লাগবে না।আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস কি সেটাও কেউ জানতে চাইবে না।

এমনকি এই খাবার সংগ্রহের নিয়মে এটাও উল্লেখ আছে, যে কেউ নিজের ইচ্ছামত যত খুশী খাবার নিতে পারবে।

এই নিয়ম পড়ে আমার চোখে পানি চলে আসলো।

এরপর আবার আরেক কারনে সামান্য প্রেমে পড়লাম। সেটা হলো,

প্যান্ডেমিকের সময় এরা সাড়ম্বরে ম্ভ্যাক্সিন দেয়া শুরু করেছিলো এটা তো সবারই জানা।

যে তথ্যটা সবাই জানেনা তা হল, এরা লিগ্যাল, ইলিগ্যাল, হোমলেস, ট্যুরিষ্ট, পাগল, ছাগল সবাইকেই বিনামূল্যে ভ্যাক্সিন দিবে।

ভ্যাক্সিন নিতে কোন মেডিক্যাল ইন্স্যুরেন্স লাগবে না।

ট্যুরিস্ট এবং পাগল ক্যাটাগরিতে আমিও ভ্যাক্সিন নিয়েছি।

এরকম অসংখ্য ঘটনা আছে যেসব কারনে আমার আমেরিকার প্রতি এক ধরনের কৃতজ্ঞতা বোধও আছে।

সেইজন্যেই বোধহয় ক্যালিফোর্নিয়ার দাবানলের দৃশ্য দেখে মনটা স্বাভাবিকের চেয়েও একটু বেশী খারাপ হয়েছে।

এত সুন্দর একটা দেশ। এত গোছানো শহর। কিভাবে চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে গেলো।

এই ঘটনা থেকে একটা শিক্ষা অবশ্যই আমরা নিতে পারি, প্রকৃতির কাছে কতটা অসহায় আমরা! যত টাকাই থাকুক, ক্ষমতাই থাকুক কোন লাভ নাই। এই একটা যায়গায় মানবকূল ধরা খেয়ে বসে আছে।

অথচ একদল দেখি এই ঘটনাকে আল্লাহর বিচার বলে ব্যপক খুশী হচ্ছেন।

তাদের কে একটা তথ্য দেই, এত বড় ঘটনায় আমেরিকায় মৃতের সংখ্যা ১০ও ছাড়ায় নাই।

অথচ ঢাকা শহরে শুধু নিশ্বাস নিয়েই আপনার ফুসফুস দিনে তেইশটা সিগারেট খাওয়ার সমান পুড়ে।

তাদের সব পুড়ার পরেও তারা জীবন থাকলে আবার সব গড়তে পারবে।

আমরা কিছু না পুইড়াই একেকজন জিতা জাগতা জম্বি......😃
© Rakhi Nahid apu

Adresse

Harmann-Wandersleb-Ring 6
Bonn
53121

Telefon

+8801849317380

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Tuba's Sparkle erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Tuba's Sparkle senden:

Videos

Teilen

Kategorie