22/12/2024
আগামী নির্বাচন ও ছাত্রদের লড়াই
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন যে ২০২৬ সালের দিকে হবে সেটা কয়েকমাস আগেই ধারনা করা গিয়েছিল৷ যারা বাংলাদেশের রাজনীতি বোঝেন, বর্তমান প্রেক্ষাপট বোঝেন, নিয়মিত ভেতরে বাহিরে খোঁজ রাখেন তাদের পক্ষে এটা বোঝা কষ্টকর ছিল না৷ আর যেসব রাজনৈতিক দল নিয়মিত প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন তারাও এটা না বোঝার কারণ দেখি না৷
যাহোক, এবার আরেকটা ব্যাপারে আসি৷ আগামী নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে৷ আর সেটা নিশ্চিত করতে দেশিবিদেশি বিভিন্ন পর্যবেক্ষক দল থাকবে, অনেকেরই নজর থাকবে৷
সেই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গড়া নতুন রাজনৈতিক দলের মধ্যে বলে আমি মনে করি৷ অন্যান্য দুয়েকটি দলের ভোট হয়ত বাড়বে কিন্তু তারা নিজস্ব শক্তিতে আলাদাভাবে নিজের উপস্থিতি জানান দেয়ার মতো পর্যায়ে পৌঁছাতে পারবে বলে মনে হয় না৷
এখানে দুটো বিষয় দেখার আছে:
০১. বিএনপি বাংলাদেশের অন্যতম বড় এবং সাংগঠনিকভাবে গোছানো একটি দল৷ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল অবধি দলটির সাংগঠনিক কাঠামো রয়েছে৷ কিন্তু গত ১৫ বছরে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বিএনপি৷ তবে এটা বিশ্বাস করা হয় যে দলটির বিশাল সংখ্যক ভোটার রয়েছেন যারা রাজপথে সক্রিয় না হলেও সুষ্ঠুভাবে ভোট দেয়ার সুযোগ পেলে ভোট বিএনপিকে দেবেন৷ গত তিনটি নির্বাচনে এই ভোটাররা ভোট দেয়ার সুযোগ পাননি বলার যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে৷ বিএনপি তাদের আস্থা, বিশ্বাস এখনো ধরে রাখতে পেরেছে কিনা সেটা আগামী নির্বাচনে দেখা যাবে৷
০২. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখনো সাংগঠনিকভাবে গোছানো কোনো রাজনৈতিক দল নয়৷ কিন্তু এই দলের সেন্ট্রিস্ট বা মধ্যপন্থি তরুণ নেতাদের আহ্বানে দলমত নির্বিশেষে লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসেছিলেন এবং হাজারের উপরে মানুষ জীবন দিয়েছেন ও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন৷ দেখার বিষয় হচ্ছে এই তরুণদের উপর যে তীব্র আস্থা ও সমর্থন গত জুলাই-আগস্টে দেখা গেছে আগামীতে ভোটের বাক্সে তা প্রতিফলিত হয় কি না৷
সামনের দিনগুলোতে তাই বিএনপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গড়া দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা প্রকট আকার ধারন করবে বলে আমি মনে করি৷ তারা নিজেদের মতো করে নিজেদের রাজনৈতিক অবস্থান, আদর্শ, নীতির জানান দেবে, আরো মুখোমুখি অবস্থানে চলে যাবে৷
তবে দল দুটো আগামী মাসগুলোতে কে কতটা সাধারণ সাধারণ জনতার কাছে পৌঁছাতে পারবে এবং তাদের প্রধান নেতা কে কে হবেন সেটা অনেক কিছু নির্ধারণ করে দেবে৷