Rejaul Islam Sujan

Rejaul Islam Sujan হে আল্লাহ ! আমাদিগকে দুনিয়া ও আখেরাতে ?

আল্লাহর কোনো প্রতিশব্দ নেই। আল্লাহ আল্লাহই। ভগবানের ভগবতী আছে। ইসলামের মৌলিক বিষয় হলো আল্লাহর একত্ববাদ। ভগবান হচ্ছে পৌত্...
28/01/2024

আল্লাহর কোনো প্রতিশব্দ নেই। আল্লাহ আল্লাহই।
ভগবানের ভগবতী আছে। ইসলামের মৌলিক বিষয় হলো আল্লাহর একত্ববাদ। ভগবান হচ্ছে পৌত্তলিক সংস্কৃতির শব্দ। ইসলাম পুরাপুরি পৌত্তলিকতার বিরোধী।

আমরা মুসলিম। পৌত্তলিক সংস্কৃতি আমরা শিখতে চাই না। শিক্ষা ব্যবস্থায় এই অপতৎপরতা বন্ধ করতে হবে।

রায়হানের মধ্যে মেয়েলি স্বভাব আছে! ছোটোবেলা থেকেই সে মেয়েদের সাথে মিশে!  ওর কোনো ছেলে বন্ধু নেই!এইচএসসি পাশ করার পর রায়হা...
28/01/2024

রায়হানের মধ্যে মেয়েলি স্বভাব আছে! ছোটোবেলা থেকেই সে মেয়েদের সাথে মিশে! ওর কোনো ছেলে বন্ধু নেই!

এইচএসসি পাশ করার পর রায়হান একটা মহিলা কলেজে ভর্তি পরীক্ষা দিলো। পরীক্ষায় পাশ করে ভর্তি হয়ে গেল!

প্রথমদিন ক্লাস করার সময় ম্যাডাম রায়হানকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, "এই ছেলে তুমি এখানে কেন!"

রায়হনা বলল," আমি দেখতে ছেলে হলেও একজন মেয়ে!"

ম্যাডাম প্রিন্সিপাল ম্যাডামের কাছে অভিযোগ করলেন। অধ্যক্ষ ম্যাডাম রায়হানকে ডেকে পাঠালেন।

রায়হান অধ্যক্ষ ম্যাডাক কে বলল, "ম্যাডাম আমি একজন মেয়ে!"

ম্যাডাম ভাবলেন দেশে এ সব নিয়ে খুব মাতামাতি হচ্ছে! এখন নিজের কলেজকে এ সবের মধ্যে ফেলা ঠিক হবে না! এই ছেলেটা মনে হয় হিজড়া!

তিনি রায়হান কে বললেন, " শোন ছেলে! স্যরি মেয়ে তোমাকে দেখতে অনেকটা ছেলে মনে হয়! তাই আমার কলেজে পরতে হলে একটু মেয়ে সেজে আসতে হবে! বুঝতে পারছ আমার কথা?"

রায়হান মাথা নেড়ে সায় দিলো। এবং ম্যাডামের রুম থেকে বের হয়ে আসল।

রায়হান মেয়েদের পোশাক পরে ক্লাসে যায়। এ নিয়ে এখন খুব একটা সমস্যা হয় না!

আবার সমস্যা হলো রায়হান হলে সিটের জন্য আবেদন করেছে! অধ্যক্ষ ম্যাডাম বললেন, "তোমকে সিট দেয়া হবে না!"

রায়হান বলল," কেন ম্যাডাম! আমি এই কলেজে ছাত্রী! আমার সিট পাওয়ার অধিকার নাই?"

ম্যাডাম ভেবে দেখলেন হিজড়াটাকে সিট না দিলে আবার না জানি কী হাঙ্গামা শুরু হয় কে জানে! তাই শেষমেশ সিট দেয়ার সিদ্ধান্ত নিলেন!

রায়হান হলে উঠে আসল। প্রথম প্রথম মেয়েরা ওর সাথে খুব একটা মিশে না। কিন্তু রায়হান ছোটবেলা থেকেই মেয়েদের সাথে মিশে অভ্যাস। কাজেই কিছুদিনের মধ্যে মেয়েরা ওর সাথে মিশতে শুরু করল।

এখন রায়হান হলের সবার ভালো বান্ধবী!

বছরখানেক পরে হলের দায়িত্ব থাকা ম্যাডাম অধ্যক্ষ ম্যাডের রুমে এসে বললেন," ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে!"

অধ্যক্ষ বললেন, "এই সকাল বেলা কে আপনার সর্বনাশ করল!"

একটু হাসলেন!

হলের ম্যাডাম বললেন, "আমার না হলের মেয়েদের করেছে! "

"হোয়াট! কী বলছেন আপনি?"

হলের ম্যাডাম একটু বাঁকা হাসি দিয়ে বললেন, " জী ম্যাডাম! হলের সব মেয়ে প্রেগন্যান্ট! "

ম্যাডামের চেহেরাটা কালো হয়ে গেল! "কী বলেন এ সব!"

"জি ম্যাডাম!"

"ডাকুন সব গাধীদের! "

সব কয়টা মেয়ে ম্যাডামের রুমে দাঁড়িয়ে আছে! ম্যাডাম কঠিন স্বরে বললেন, "কী করে হলো এ সব?"

নুসরাত নামের মেয়েটা বলল, "ওই শয়তান রায়হানটার জন্য ম্যাডাম! আমরা ওকে মেয়ে মনে করেছিলাম! ও যে একটা ছেলে বুঝতে পারিনি!"

"দেখে না হয় বুঝতে পারোনি! কিন্তু সেই সময়ই কী বুঝতে পারোনি?"

"স্বপ্ন ভেবেছিলাম ম্যাডাম! সুইটি বলল, ওর সাথে ঘুমালে সুন্দর স্বপ্ন দেখা যায়! তাই আমরা সবাই ওর ঘুমিয়েছিলাম! আপনি স্বপ্ন দেখেন না ম্যাডাম?"

ম্যাডাম বিরক্ত হয়ে বললেন," বের হও আমার রুম থেকে বলদ কোথাকার! "

এবার রায়হান কে ডেকে আনলেন। রায়হান ম্যাডামের সামনে দাঁড়িয়ে আছে!

ম্যাডাম বললেন, "এই ছেলে তুমি না মেয়ে?"

জি ম্যাডাম আমি তো নিজেকে মেয়েই মনে করি! কিন্তু ওরা আমাকে ছেলে মনে করলে আমার কী করার আছে বলেন!

বের হয় আমার কলেজ থেকে! বেয়াদব কোথাকার!



যারা আইডি ফলো না দিয়ে গল্প পড়ছেন,পেজটা ফলো করুন.

25/11/2023

আমি আমার মতো থাকি, কে কি বললো তাতে আমার কিছু আসে যায় না। কারণ কিছু কিছু মানুষের জন্ম হয় অপরের নিন্দা করার জন্য।

আমি আমার অতীত নিয়ে কখনো অনুতাপ করি না। আমার শুধু খারাপ লাগে এটা ভেবে যে, আমি ভুল কারো সাথে আমার জীবনের কিছু মূল্যবান সময়...
25/11/2023

আমি আমার অতীত নিয়ে কখনো অনুতাপ করি না। আমার শুধু খারাপ লাগে এটা ভেবে যে, আমি ভুল কারো সাথে আমার জীবনের কিছু মূল্যবান সময় নষ্ট করেছিলাম।

25/11/2023

আমি প্রয়োজনে সীমাবদ্ধ, কারোর প্রিয়জন হয়ে ওঠার সামর্থ্য আমার নেই।

25/11/2023

হ্যাঁ আমি খারাপ। কিন্তু আজ পর্যন্ত কারোর সাথে বেইমানি করিনি।

25/11/2023

জীবনে অনেক কিছু শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না।

25/11/2023

আমাকে যে যা বলে চুপ চাপ শুনি। কারণ জবাব দেওয়ার অধিকার শুধু সময় কে দিয়ে রেখেছি।

25/11/2023

আমি জানি আমি কে! আমার পরিচয় আমার কাছে অপ্রকাশিত নয়। তাই তোমার শংসাপত্রের প্রয়োজন আমার নেই।

25/11/2023

অনেক কষ্ট পেয়ে আমি আজ যা বুঝেছি তা হল, কাউকে প্রয়োজনের চেয়ে বেশী মূল্য দিয়েছিলাম বলেই আজ আমি এতো মূল্যহীন হয়ে পড়েছি।

25/11/2023

আমাকে যে খারাপ ভাবে
তাকে আমি
মানসিক রোগী ভেবে
ক্ষমা করে দিই।👿

আশে পাশে মানুষের ট্যালেন্ট দেখলে মনে হয়, আমি শুধু শ্বাস-টাই নিতে জানি।😛
25/11/2023

আশে পাশে মানুষের ট্যালেন্ট দেখলে মনে হয়,
আমি শুধু শ্বাস-টাই
নিতে জানি।😛

মৃত্যু যেখানে সময়ের ব্যাপার মাত্র, সেখানে রঙ্গীন স্বপ্ন বড়ই বেমানান।
03/11/2023

মৃত্যু যেখানে সময়ের ব্যাপার মাত্র,
সেখানে রঙ্গীন স্বপ্ন বড়ই বেমানান।

03/11/2023

- ঘৃণা অবহেলা একাকীত্ব
নির্ঘুম রাত.! কিছু ছেলের জীবন এভাবেই শেষ হয়ে যায়..!😥

03/11/2023

- চোখের জল ফেলিয়ে কোনোদিন কারো
আপন হওয়া যায় না...!😅
- কারণ যে আপন সে কোনোদিন কাঁদতে দেয়
না...!🥺🥀

মন তাকেই পছন্দ করে যে ভাগ্যে থাকে না!
03/11/2023

মন তাকেই পছন্দ করে যে ভাগ্যে থাকে না!

03/11/2023

যে বৃষ্টির ফোঁটা তোমায় আজ নতুন প্রেমের স্পর্শ মাখায়,
সেই বৃষ্টির ফোঁটায় পুরাতন প্রেম দুচোখের জল লুকায়।

30/10/2023

- দেহ ব্যবসার মেয়েরা কখন পতরনা করে না...!🖤

কিন্তু, মন ব্যবসার মেয়েরা ছেলেদেরকে কুরে কুরে খায়...!😅🙂

আমার কফিন বক্সের ওপরে লিখে দিও.. আবেগী ছিলাম তবে বেইমান নাহ!
30/10/2023

আমার কফিন বক্সের ওপরে লিখে দিও.. আবেগী ছিলাম তবে বেইমান নাহ!

কোনোদিন কারোর মুখে হাসি ফোটাতে পারিনি! হয়তো আমি মরার পর কোন এক ফুল বিক্রেতার মুখে হাসি ফুটবে।
30/10/2023

কোনোদিন কারোর মুখে হাসি ফোটাতে পারিনি! হয়তো আমি মরার পর কোন এক ফুল বিক্রেতার মুখে হাসি ফুটবে।

30/10/2023

আমি যদি তোমার কষ্টের কারণ হয়ে থাকি,, তবে আমাকে ক্ষমা করে দিও! আমি আর তোমার কষ্টের কারণ হতে চাই না।

22/08/2023

‘‘নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শির্ক করার অপরাধ ক্ষমা করেন না। এ ছাড়া অন্য অপরাধ যাকে ইচ্ছে ক্ষমা করেন’’। [সূরা আন-নিসা, আয়াত: ৪৮]

19/07/2023
15/06/2023

- আফসোস কারো প্রিয় হতে পারিনি...!🙂

Adresa

Male Svatonovice
SUJAN173

Telefon

+9609546129

Internetová stránka

Upozornění

Buďte informováni jako první, zašleme vám e-mail, když Rejaul Islam Sujan zveřejní novinky a akce. Vaše emailová adresa nebude použita pro žádný jiný účel a kdykoliv se můžete odhlásit.

Videa

Sdílet

Kategorie


Ostatní mediálních společností ve měste Male Svatonovice

Ukázat Vše

Mohlo by se vám také líbit