31/12/2024
যাদের গাড়ি আছে তাদের জন্য আবুদাবি সিটি কালহয়ে দাঁড়িয়েছে। এভাবে পার্কিং এর সামনে ডাবলইশারা দিয়ে খাঁড়ালেই দুই থেকে তিন মিনিটের ভেতর ৫০০ দেরহাম ফাইন মেরে দিচ্ছে। আমি তিনদিনে তিনটাখাইছি। এমন অনেকজন আছে একদিনেই ৩-৪টা খেয়েছে।আবুদাবি সিটিতে এমন কেউ নেই যে এই ফাইন খায়নি।আগে এরকম ছিলনা কখনো, কিছুদিন ধরে তারা এরকম শুরুকরেছে। এখন আগের মত পার্কিংও পাওয়া যায়না খালি।ঘন্টার পর ঘন্টা ঘুরতে হয়। যখনি একটু দাঁড়াব কোথথেকেজ্বীনের মত এসে ফাইন মেরে দিবে। তাই যারা অন্যান্য জায়গাথেকে আবুধাবি সিটিতে আসবেন গাড়ি নিয়ে সাবধান।ভুলেও ডাবল ইশারা দিয়ে খাড়াবেননা , তাহলে ফাইন নিশ্চিত।