Raiyan Mini Shop

  • Home
  • Raiyan Mini Shop

Raiyan Mini Shop Raiyan Mini Shop is a Trusted Online Shopping in Bangladesh. Here you will find many products. We are committed to offering authentic products for everyone.

Your trust is our Inspiration.

31/01/2025

ওনাদের দাড়ানোর স্টাইল দেখছেন

একজন সেলার এর কাছে এর চেয়ে আর কি আছে।  #গাওয়াঘি
29/01/2025

একজন সেলার এর কাছে এর চেয়ে আর কি আছে।
#গাওয়াঘি

১০০% খাঁটি গাওয়া ঘি । Gawa Ghee 100% Pure । বাছাইকৃত গরুর দুধের ক্রীম থেকে ঘি তৈরী করা হয়। স্বাস্থ্য সচেতনার জন্য ঘি আমা...
27/01/2025

১০০% খাঁটি গাওয়া ঘি । Gawa Ghee 100% Pure ।

বাছাইকৃত গরুর দুধের ক্রীম থেকে ঘি তৈরী করা হয়। স্বাস্থ্য সচেতনার জন্য ঘি আমাদের প্রয়োজন।
১০০% অর্গানিক ঘিয়ে থাকে ভিটামিন এ, ডি, ই এবং কে। সেই সঙ্গে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের ভেতর থেকে পুষ্টি জোগায়। তাই ত্বকের স্বাস্থ্য ভালো থাকে। ঘি বর্ণকে উজ্জ্বল করে। আরো রয়েছে জানা-অজানা বিভিন্ন রকমের উপকারিতা।

বেঁচে থাকতে স্ত্রী কে একটি ঘর উপহার দিন 🥰🥰🥰যদি একটি ঘরও দিতে না পারেন ।তাহলে তাকে মাথা তুলে দাড়াবার সুযোগ অনন্ত করে দিন।...
20/01/2025

বেঁচে থাকতে স্ত্রী কে একটি ঘর উপহার দিন 🥰🥰🥰
যদি একটি ঘরও দিতে না পারেন ।
তাহলে তাকে মাথা তুলে দাড়াবার সুযোগ অনন্ত করে দিন।তাকে স্বাবলম্বী হবার পথ দেখিয়ে দিন।
ভালোবাসার যে মানুষটিকে সবসময় আপনার বুকে জায়গা করে রেখেছেন ।
আপনার অবর্তমানে যেন তাকে পথে গিয়ে দাড়াতে না হয় । আপনার উপস্থিতি যেমন তাকে সাহস,শক্তি দেয় আপনার অনুপস্থিতিও যেন তাকে ভাঙতে না পারে সেটার খেয়াল রাখুন। কারন দিন শেষে সব ছেড়ে আসা মেয়েটি আপনার মুখের দিকেই কিন্তু তাকিয়ে থাকে ।
যদি-ও রিজিক,হায়াত-মউত এর মালিক আল্লাহ ।

©

08/01/2025

Alhamdulillah

26/12/2024

খুবই দুঃখজনক। আহতদের চিকিৎসা দিতে সরকার পুরোপুরি ব্যার্থ। এদের সঠিক চিকিৎসা না দিয়ে তারা কোন সংস্কার কাজ করছে। অথচ এদের প্রথম কাজ হ‌ওয়া উচিত ছিল আহত যোদ্ধাদের যথাযথ চিকিৎসা দেয়া 😥

25/12/2024

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এর সাথে যে ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে তিনি টং ওয়েনহং। টং ১৬ বছর আগে যখন রিসিপ্শনিস্ট হিসেবে যোগ দিয়েছিলেন তখন জ্যাক তাঁকে তাঁর কোম্পানীর ০.২% শেয়ার দিয়ে বলেছিলেন যে এর মূল্য ১০০ মিলিয়নের সমতুল্য হবে যখন আলীবাবা ভবিষ্যতে পাবলিক কোম্পানীতে রূপান্তরিত হবে। । তাই জ্যাক তাঁকে কোম্পানী বদল না করে আলীবাবার সাথে থাকতে বলেছিলেন ।

টং এর বছরের পর বছর অপেক্ষার পরেও আলীবাবা পাবলিক কোম্পানীতে রূপান্তরিত হলোনা। তখন সে ২০০৪ এ জ্যাক কে জিজ্ঞাসা করলো এ ব্যাপারে এবং জ্যাক উত্তর দিলো "শীঘ্রই হবে"। সে আবারো ২০০৬ এ জিজ্ঞাসা করলো এবং জ্যাক একই উত্তর দিলো "শীঘ্রই হবে"। যাইহোক! টং কখনই এটা হতে দেখলোনা এবং কখনই তার ১০০ মিলিয়ন পাওয়া হবে না ধরে নিলো।

অতপর , সেপ্টেম্বর ২০১৪ তে, দি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে যখন আলীবাবা অবশেষে পাবলিক কোম্পানীতে রূপান্তরিত হলো তখন এটার মূল্য ছিলো প্রায় ২৪৫.৭ বিলিয়নের সমতুল্য।

টং তখন ফর্মার সিনিয়র রিসিপ্শনিস্ট ছিলেন ( বর্তমানে আলীবাবার ভাইস প্রেসিডেন্ট) এবং ত॒ৎক্ষণাৎ তার ০.২% শেয়ারের মূল্য হয়ে গেল ৩২০ মিলিয়ন সমতুল্যের।

এখন প্রশ্ন হচ্ছে : আপনি কি একটি কোম্পানীতে ১৪ টি বছর থাকতে পারবেন ? এটা জেনেও যে প্রতিষ্ঠাতা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কোম্পানীটাকে একটা প্লাটফর্মে নেওয়ার জন্য? তখনো কি আপনার অভিযোগ করাটা মানায়? সফল হওয়ার জন্য আপনাকে ধৈর্য ধরতেই হবে, কখনই স্ব্ল্প সময়ে লাভবান হওয়ার জন্য অধৈর্য হলে চলবেনা।

১৭ বছর বয়সে, তিনি কলেজ থেকে প্রত্যাখ্যাত হন।২৫ বছর বয়সে, তার মা মারা যান।২৬ বছর বয়সে, তিনি ইংরেজি শেখানোর জন্য পর্তুগ...
23/12/2024

১৭ বছর বয়সে, তিনি কলেজ থেকে প্রত্যাখ্যাত হন।

২৫ বছর বয়সে, তার মা মারা যান।

২৬ বছর বয়সে, তিনি ইংরেজি শেখানোর জন্য পর্তুগালে চলে যান।

২৭ বছর বয়সে, তিনি বিয়ে করেছিলেন।

তার স্বামী তার সাথে দুর্ব্যবহার করতেন। তাদের ঘরে একটি মেয়ে সন্তানের জন্ম হয়।

২৮ বছর বয়সে, তাদের বিবাহবিচ্ছেদ হয় এবং তিনি গুরুতর বিষণ্নতায় আক্রান্ত হন।

৩০ বছর বয়সে, তিনি এই পৃথিবীতে থাকতে চাননি।

তবে, তিনি তার সমস্ত আবেগকে একটি জিনিস করার জন্য নির্দেশ করেছিলেন যা তিনি অন্য কারও চেয়ে ভাল করতে পারেন।

আর সেটা ছিল 'লেখালেখি করা'।

৩১ বছর বয়সে, তিনি অবশেষে তার প্রথম বই প্রকাশ করেন।

৩৫ বছর বয়সে, তিনি, ৪টি বই প্রকাশ করেছিলেন এবং তাকে বছরের সেরা লেখক হিসাবে মনোনীত করা হয়েছিল।

৪২ বছর বয়সে, প্রকাশের প্রথম দিনে তার নতুন বইটির ১১ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল।

সেই মহিলা হলেন জে.কে. রাউলিং। ৩০ বছর বয়সে কীভাবে তিনি আত্ম'হ'ত্যার কথা ভেবেছিলেন তা মনে আছে?

আজ, হ্যারি পটার হল একটি বিশ্বব্যাপী ব্র্যান্ড যার মূল্য $১৫ বিলিয়ন ডলারেরও বেশি।

কখনো হাল ছাড়বেন না। নিজের উপর বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম করুন, সাফল্য খুব বেশি দূরে নয়।

বাবাজি! আমার মেয়ের পিছে আরঘুইরো নাহ্।- এহ্! কইলেই হইলো! কত কষ্টে পটাইছিজানেন আপনে!- দেখো সামনে আমার মেয়ের বিয়া।তুমি যদি ...
20/12/2024

বাবাজি! আমার মেয়ের পিছে আর

ঘুইরো নাহ্।

- এহ্! কইলেই হইলো! কত কষ্টে পটাইছি

জানেন আপনে!

- দেখো সামনে আমার মেয়ের বিয়া।

তুমি যদি ঝামেলা না করো তাহলে

তোমারে আমি এমন অমূল্য জিনিস

দিবো

যা দিয়া সারাজীবন বইসা খাইতে

পারবা।

- এ্যাঁ! বলেন কি মশাই! সত্যি নাকি!

- অবশ্যই সত্যি।

- তা জিনিসটা কী?

- আমার মেয়ের বিয়ের পর এসে নিয়ে

যাইয়ো।

- এ্যাঁ! দাঁড়ান একটু ভাবি! সারাজীবন

বইসা খাইতে পারমু! এমন

জিনিস

তুমি আমার কপালে রাখছো! ও মশাই

আমি রাজি।

- এইতো বুদ্ধিমান ছেলে। বিয়ের পর

এসে

জিনিসখানা নিয়ে যেও।

অতপর বিয়ের পর ছেলেটা আসলো।

-মেয়ের বাবা ছেলেকে বড় একটা

কাটনবক্সে মোড়ানো অমূল্য

জিনিসখানা দিলো। বললো বাসায়

গিয়ে খুইলো। এখানে খুললে জ্ঞান

হারাইতে পারো।

-ছেলে বীরবিক্রমে বাক্স নিয়ে বাসায়

গেল। তারপর ধীরে ধীরে খুললো। খুলে

ছেলের চোখ কপালে উঠে গেল। বক্সের

ভিতরে একটা চেয়ার। তারউপর

একটা চিঠি। চিঠিতে লেখা।

জনাব বেক্কল,

এই দিলাম চেয়ার।

আজীবন বসে বসে খাইতে পারবা।
যত্ন করলে তোমার নাতীপুতিরাও আরামসে বইসা
খাইতে পারবে।

16/12/2024

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা

সবকিছুর মাঝে শ্রেষ্ঠ তুমি
12/12/2024

সবকিছুর মাঝে শ্রেষ্ঠ তুমি

06/08/2024

পালাতে গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোখের পলকেই গ্রেফতার জুনাইদ আহমেদ পলক (মুডসুইং)

06/08/2024

৩ টার ভিতর সংসদ ভাঙতে বলছে, আপনারা আবার সংসদ ভবন ভাঙতে চলে যাইয়েন না ।
যা নেওয়ার তো নিছেন।

05/08/2024

সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী ভাইবোনদের বাড়িতে কোনো সহিংসতা করবেন না।

05/08/2024

গণভবনে না একটা আপার মাছ ধরার বরশি ছিল! হালার ঐটা খুজে পাওয়া যাচ্ছে না কেনো! 🙂

05/08/2024

মাশরাফি আর সাবিক আল হাসান আর সুমন সাহেব Coming Soon

05/08/2024

দেশের সব নেতৃবৃন্দের সাথে সেনাপ্রধানের আলোচনা চলছে।
স্বাধীন করছে ছাত্ররা আলোচনা করতে হলে ছাত্রদের সাথেই করতে হবে কোন নেতাদের সাথে না

05/08/2024

পদত্যাগ করে সপরিবারে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সত্যিই আল্লাহ মহান।

Address


Telephone

+868974367997

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raiyan Mini Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raiyan Mini Shop:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share