Arafat Hosen

Arafat Hosen চীনের বৈচিত্রপূর্ণ নির্দেশন সমূহ ভিডিওয়ের মাধ্যমে তুলে ধরার সামান্য প্রচেষ্টা। 🇨🇳
(1)

29/03/2024

পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকা উত্তম। কারণ এরা প্রকাশ্য শত্রু'র চাইতে ভয়ঙ্কর।

অলাইকুম আসসালাম!
24/03/2024

অলাইকুম আসসালাম!

24/03/2024

প্রতিটা ছেলের সাফল্যের পিছনে তার মায়ের সবচেয়ে বড় অবদান আছে! 😊❤️

24/03/2024

সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করুন, কারণ এর প্রতিদান কোন একসময় ঠিকই পাবেন ❤️

শরম করে নাহ?
21/03/2024

শরম করে নাহ?



21/03/2024

বন্ধুর পাঞ্জাবির জন্য মু'ক্ত হ-স্তে দান করুন 🤣




20/03/2024

বাস্তব জীবনে বেশ কিছু উপদেশ, যেই গুলো আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে!

- বন্ধু কম থাকা ভালো।

- বন্ধুত্তের নামে নিজেকে একেবারে বিলিয়ে দিবেন না।

- কেউ পাত্তা না দিলে অযথা তার পিছনে দৌড়ানোর দরকার নেই।

- নিজের চারপাশের সব কিছুর ব্যাপারে নাক গলানোর দরকার নেই।

- যথা সম্ভব কম কথা বলার চেষ্টা করতে হবে।
অতিরিক্ত চিন্তা করা যাবে না।

- অন্য ব্যক্তির হাতে নিজের ব্যক্তিত্বকে তুলে দিবেন না।

- ছোট ছোট জিনিসের মাঝে সুখ খুজতে হবে।

- ব্যর্থতা খারাপ কিছু নয়।

- বুঝতে হবে কোন কিছু অর্জন করা বাধ্যতামূলক নয়।

- অতিরিক্ত ভালো হবার কোন দরকার নেই।

- নিজেকে যথা সম্ভব শান্ত রেখে জীবন যাপন করুন।

- অন্যদের কাছ থেকে মতামত নেন এবং নিজের মত সিদ্ধান্ত নেন।


Netherlands 🇳🇱
20/03/2024

Netherlands 🇳🇱

Weather 👀
19/03/2024

Weather 👀

19/03/2024

যারা পান্জাবির সাইজ বলে বলে পোষ্ট করছে তাদের জন্য 🤣😁😾


𝐖𝐈𝐍𝐍𝐄𝐑𝐒!🏆Congratulations Tigers on winning the ODI series 2-1 🇧🇩👏
18/03/2024

𝐖𝐈𝐍𝐍𝐄𝐑𝐒!🏆
Congratulations Tigers on winning the ODI series 2-1 🇧🇩👏

18/03/2024

আমাকে এড়িয়ে চলা শিক্ষিত, স্মার্ট বন্ধুটার চাইতে আমাকে স্মরণ করা কামলা বন্ধুটাই উত্তম!❤️

17/03/2024

╱◥██████◣
│∩│🪟▤│🪟│
▓▆▇█▓🚪▓█▇

17/03/2024

নিয়মিত যারা আপনার খোঁজ খবর রাখেন ফ্রী হয়ে আপনি তাদের খোঁজ খবর রাখার চেষ্টা করুন। যদি দেখেন আপনি খোঁজ খবর রাখার পরেও তারা এড়িয়ে চলছে তবে দ্রুত তাদের থেকে প্রস্থান করুন!

16/03/2024

মানুষ নিশ্চিত হয়ে তো কিছু বলতে পারে না।
শুধু আশ্বস্ত করতে আর সর্বোচ্চ চেষ্টা করতে পারে। বাকিটা তো ভাগ্যের উপর, স্রষ্টা ঠিক করেন।

15/03/2024

অনেক সস্তা করে ফেলেছেন নিজেকে...!!

কেউ ডাকলেই ইন্সট্যান্ট সাড়া দেওয়া , কারোর প্রয়োজনে পাশে থাকার ফলাফল বেশিরভাগ ক্ষেত্রে দিন শেষে কি হয় জানেন ? আপনি সস্তা হয়ে যান সবার কাছে। যাকে বন্ধু ভাববেন, সে আপনাকে তেমন কিছুই মনে করবে না। এমনকি হুট করে আপনাকে অপমান করে বসতেও তার বাধবে না। আপনাকে ভুলে যেতে শিখবে। ইগনোর করবে। নতুন নতুন বন্ধু বানিয়ে ফেলবে। নতুন বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকবে, আপনাকে আর সময় দিবে না আগের মতো।কিন্তু নতুন বন্ধুদের সাথে ঠিকই সময় কাটাবে।

অনেক তো হয়েছে এই ফেইক লাইফ , ফেইক ফ্রেন্ড, ফেইক ক্লাসমেটের জগতে বিচরন।

এবার নিজেকে বদলানোর সময়!'🖤
তবে মনে রাখবেন পরিবর্তন টা যেন ভালো কিছুর জন্য হয়।

Let's get change..🖤
Best wishes for you ✊🧡

12/03/2024

ছোটবেলায় বন্ধু বানানোটা যতখানি সহজ সাবলীল, বড় বেলায় এসে ততখানি কঠিন।এই যে কাওকে প্রেম প্রস্তাব দেয়ার চেয়ে তুমি কি আমার বন্ধু হবা বলা টা অনেক গুণ কঠিন, অসস্তির। চারপাশ ভর্তি পরিচিত জন,বন্ধু নয় কেউই।

জীবনে মানুষ যত বেশি বন্ধু তত কম।
হয়তো বন্ধু পাওয়া যায়, কিন্তু সত্যিকারের বন্ধু খুবই কম পাওয়া যায়।

কারণ বর্তমানে অনেকেই স্বার্থের পিছনে ছুটে, সত্যিকারে বন্ধুত্বের পিছনে খুব কম মানুষই ছুটে 🙂💔

12/03/2024

ফেইসবুক বা স্যোসাল মিডিয়া আমাদের বাস্তব জীবনকে গি"লে নিয়েছে পুরোটা।

মস্তিষ্ক কে কতটা দখল করে নিলে, কিছুক্ষণের জন্যে হলেও এই স্যোসাল মিডিয়া ছাড়া আমাদের ভালো লাগে না।

আমরা বাস্তবিকই ভারচুয়াল দুনিয়ার সাথে একাকার হয়ে গেছি। একবারও কি ভেবে দেখেছেন আমরা কোন পর্যায়ে আছি আর এর পরিণতি কি হতে পারে?

12/03/2024

People have always been calling me crazy and I think they are right. You need to be a little crazy to achieve great things.

10/03/2024

সৌদি আরবে রমজানের রোজার চাঁদ দেখা গিয়েছে। আজ রমজানের প্রথম তারাবিহ। ১১-০৩-২০২৪ আগামিকাল সৌদি আরবে প্রথম রোজা৷ আলহামদুলিল্লাহ!

The beautiful scenery of West Lake in Hangzhou. 👀🇨🇳
09/03/2024

The beautiful scenery of West Lake in Hangzhou. 👀🇨🇳


রাতের চীন অনেক সুন্দর। হাজার মন খারাপ থাকলেও সন্ধ্যার পরে ক্যাম্পাসে বা শহরে বের হলে নিমিশেয় মন ভালো হয়ে যায়। এতো সাজানো...
09/03/2024

রাতের চীন অনেক সুন্দর। হাজার মন খারাপ থাকলেও সন্ধ্যার পরে ক্যাম্পাসে বা শহরে বের হলে নিমিশেয় মন ভালো হয়ে যায়। এতো সাজানো গোছানো দেশ আর কোথায় মনে হয় নাই।
👀😥🇨🇳


অতি-উচ্চ গতির ভবিষ্যতে প্রজন্মের (ম্যাগলেভ) ট্রেন তৈরি করছে চীন। যাত্রীবাহী বিমানের গতিকে হার মানাতে চীন এবার তৈরি করছে ...
09/03/2024

অতি-উচ্চ গতির ভবিষ্যতে প্রজন্মের (ম্যাগলেভ) ট্রেন তৈরি করছে চীন।

যাত্রীবাহী বিমানের গতিকে হার মানাতে চীন এবার তৈরি করছে অতি উচ্চ গতির ম্যাগলেভ ট্রেন। যা চলবে মূলত এক অভিনব প্রযুক্তির ভ্যাকুয়াম টিউব লাইনে। চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন লিমিটেড (সিএএসআইসি) এর তৈরি একটি অতি-উচ্চ গতির চৌম্বকীয় লেভিটেশন (ম্যাগলেভ) ট্রেনের প্রথম ফুল স্কেল পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

নতুন প্রজন্মের এই ম্যাগলেভ ট্রেনটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ প্রায় ১ হাজার কিলোমিটার গতিতে ছুটে চলতে সক্ষম। উত্তর চীনের শানসি প্রদেশের ডাটং শহরে এই সুপারকন্ডাক্টিং ম্যাগলেভ ট্রেনের পরীক্ষামূলক লো ভ্যাকুয়াম টিউব লাইন তৈরি করা হয়েছে। এই উচ্চ গতির ম্যাগলেভ ট্রেন দিয়ে ভবিষ্যতে একাধিক মেগা সিটির মধ্যে যাত্রী ও কার্গো খুব দ্রুত এবং নিরাপদে পরিবহন করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে রেড জায়ান্ট চীন।

08/03/2024

হক বলাও যেমন কঠিন, হক মানাও তেমনি কঠিন! বাস্তব জীবন এতোটা সহজ নয়। আমরা সবাই শিক্ষিত অথচ হক কথা বলতে সবাই ভয় পাই, বা বলিনা! মানা তো অনেক দূরের কথা।

তাহলে এই শিক্ষার কাজ কি? শুধু কয়েকটা কাগজের সার্টিফিকেট। আর অনার্স মাস্টার্স শেষে একটা চাকুরি, বিয়ে বউ বাচ্চা, এসবের বাহিরে আর কিছু কি আদৌও আছে আমাদের ভিতরে? নাহ! কখনোই নাহ!

Mulan Mountain is located in Wuhan, Hubei Province.
08/03/2024

Mulan Mountain is located in Wuhan, Hubei Province.

যে কারনে ফেসবুক ১ ঘন্টা বন্ধ ছিলো ..….. see more
05/03/2024

যে কারনে ফেসবুক ১ ঘন্টা বন্ধ ছিলো ..….. see more

03/03/2024

চীনের অন্যতম সুন্দর প্রদেশ সাংহায়। বিজনেস সিটিও বলা হয়। সাংহায় প্রদেশের সাংহায় ব্রীজ।




03/03/2024

বেইলি রোডে অকস্মাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় অনেকগুলো সম্ভাবনাময় জীবনের অকাল মৃত্যুতে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আর কত এই অগ্নি দুর্ঘটনার সংবাদ আমাদের শুনতে হবে? এ যেন অগ্নি দুর্যোগ। মুহূর্তেই দুর্ঘটনাস্থল পরিণত হয় ধ্বংসস্তুপে। স্বজন হারানোর বেদনা নিয়ে অনেকেরই সারাজীবন কাটাতে হয় দুঃসহ যন্ত্রণায়। আমরা জানি, দুর্ঘটনা বলে কয়ে আসে না। সেজন্যে দুর্ঘটনা ঘটার আগেই যথাযথ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা উচিত। নেয়া উচিত সঠিক ও কার্যকর পদক্ষেপ। আর কারোই যেন বেইলি রোডের মত এমনি ভয়াবহ অগ্নি দুর্ঘটনার স্বীকার হতে না হয় সেই প্রার্থনা করছি।

বেইলি রোড অগ্নিকাণ্ডে আহত-নিহতদের প্রতি সমবেদনা। মহান আল্লাহ সবার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।
03/03/2024

বেইলি রোড অগ্নিকাণ্ডে আহত-নিহতদের প্রতি সমবেদনা। মহান আল্লাহ সবার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।

Address

Haidian
Beijing
100190

Telephone

+8801862378009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arafat Hosen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arafat Hosen:

Videos

Share


Other Digital creator in Beijing

Show All

You may also like