News World

News World Don’t waste time. Don’t put off till tomorrow what you should be doing today. Life is short.
(3)

Become part of our community of informed citizens who value knowledge, dialogue, and understanding. Like our page to receive regular updates, share your thoughts in the comments, and participate in discussions with fellow readers. Together, let's explore the world, expand our horizons, and strive for a better tomorrow.

19/05/2024
ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা...
28/04/2024

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ

১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।

- Collected

24/04/2024

Welcome to Valish, where beauty meets wellness! 🌿

At Valish, we believe in harnessing the power of nature to create luxurious skincare and wellness products that nourish both body and soul. Our mission is simple: to provide you with the highest quality, natural ingredients that promote radiant skin and a balanced lifestyle.

From our carefully curated skincare line to our selection of holistic wellness products, each item in our collection is crafted with love and attention to detail. We prioritize sustainability and ethical sourcing, ensuring that our products are as good for the planet as they are for you.

Join us on our journey to embrace self-care, embrace confidence, and embrace the beauty of natural living. Discover the transformative power of Valish today.

23/04/2024

Don’t waste time. Don’t put off till tomorrow what you should be doing today. Life is short.

গাছ কাটিয়া ফার্নিচার বানিয়াছি। রাস্তার ধারের বহু গাছ কাটিয়াছি রাস্তা চওড়া করিবার জন্য। বহু বাড়ি বানাইয়াছি ভাড়া দিবার জন্...
22/04/2024

গাছ কাটিয়া ফার্নিচার বানিয়াছি। রাস্তার ধারের বহু গাছ কাটিয়াছি রাস্তা চওড়া করিবার জন্য। বহু বাড়ি বানাইয়াছি ভাড়া দিবার জন্য। এখন বাড়ি ভাড়া পাই আর বসিয়া বসিয়া খাই।

ভালোই আছি কিন্তু ইদানীং তাপমাত্রা বাড়িয়া যাইতেছে। অবশ্য এসি লাগাইয়া তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখিতে পারিবো কিন্তু আবহাওয়া বিজ্ঞানীরা বলিতেছে এদেশের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস হইয়া যাইবে। আমরা হয়তো সেন্টু গেঞ্জি পড়িয়া, লুঙ্গি খুলিয়া দিন পার করিতে পারিবো কিন্তু আমাদের সন্তানরা কি করিবে?

৫০ ডিগ্রির তাপমাত্রা তো এসিতে কমাইতে পারিবে না। তাছাড়া এসি কিনিতে যাইয়া তো তারা চাল-ডাল কিনিতে পারিবে না। কারন ৫০ ডিগ্রি তাপমাত্রায় ধান চাষ করিবে কিভাবে?
তাছাড়া ধান গাছ তো পুড়িয়া যাইবে!

আমি সেই যুবককে দেখে কেঁপে উঠি! যার স্ত্রী নেই। যদি জানতাম যে এই পৃথিবীতে মাত্র তিন দিন বেঁচে থাকব। তাহলে আমি বিয়ে করাকেই...
22/04/2024

আমি সেই যুবককে দেখে কেঁপে উঠি!
যার স্ত্রী নেই। যদি জানতাম যে এই পৃথিবীতে
মাত্র তিন দিন বেঁচে থাকব। তাহলে আমি
বিয়ে করাকেই পছন্দ করতাম।💕
—উমর ইবনুল খাত্তাব (রাঃ)

সবাই শেয়ার করে দিবেন আরেকজন জানতে পারবে আপনি শেয়ার করলে
21/04/2024

সবাই শেয়ার করে দিবেন আরেকজন জানতে পারবে আপনি শেয়ার করলে

12/04/2024

Hi friends we can calibration for eid

অবশ্যই খেয়াল রাখবেন। #সংগৃহিত।
09/04/2024

অবশ্যই খেয়াল রাখবেন।

#সংগৃহিত।

১.বায়ু পরাগায়ন বা Anemophily ( ইসলাম ও আধুনিক বিজ্ঞান) 🍀সহজ কথায় অ্যানিমোফিলি হচ্ছে এক ফুল থেকে আরেক ফুলে পরাগরেণু স্থান...
07/04/2024

১.বায়ু পরাগায়ন বা Anemophily ( ইসলাম ও আধুনিক বিজ্ঞান) 🍀
সহজ কথায় অ্যানিমোফিলি হচ্ছে এক ফুল থেকে আরেক ফুলে পরাগরেণু স্থানান্তর প্রক্রিয়া যেখানে মিডিয়াম হিসেবে কাজ করে বাতাস। পরাগায়ন বা পলিনেশনের ধারণা প্রথম পাওয়া যায় সতেরো শতকের দিকে। আরও পরে আঠারো শতকে বোটানিস্টরা জানতে পারেন যে পরাগায়ন আসলে বাতাসের মাধ্যমেও ঘটতে পারে (মোট পরাগায়নের প্রায় ১২%)। অর্থাৎ, অ্যানিমোফিলি সম্বন্ধে আমরা প্রথম জানতে পেরেছি মাত্র ২ শতক আগে।
কিন্তু ১৪০০ বছর আগে নাযিল হওয়া কুরআনের সূরা হিজর আয়াত ২২ এ বলা আছে

وَ اَرۡسَلۡنَا الرِّیٰحَ لَوَاقِحَ فَاَنۡزَلۡنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَسۡقَیۡنٰکُمُوۡہُ ۚ وَ مَاۤ اَنۡتُمۡ لَہٗ بِخٰزِنِیۡنَ ﴿۲۲﴾
আমি বায়ু দ্বারা পরাগায়ন ঘটাই। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি ও তা তোমাদের পান করতে দেই, কিন্তু পানি এত বেশি যে তা তোমাদের পক্ষে সংরক্ষণ করা সম্ভব নয়।

যেটা সুস্পষ্টভাবে অ্যানিমোফিলিকেই নির্দেশ করে। অবশ্যই আল্লাহ ভালো জানেন🌟
(ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত)

বিখ্যাত ফি লি স্তি নে র  স্কলার ও খতীব মাহমুদ আল-হাসানাত ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত জুমুয়ার খুতবায় বলেন,"যদি ৩০হাজার শহীদ...
04/04/2024

বিখ্যাত ফি লি স্তি নে র স্কলার ও খতীব মাহমুদ আল-হাসানাত
ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত জুমুয়ার খুতবায় বলেন,
"যদি ৩০হাজার শহীদ, ৭০হাজার আহত,
এবং ২০লক্ষ গৃহহীন ফি লি স্তি নি মুসলিম
আপনাদের জাগাতে না পারে,
তবে কিভাবে আশা করবো যে আমার কয়েকটি কথায়
আপনারা জাগ্রত হবেন?

খুতবাহ শেষ।
কাতার সোজা করুন।
সালাতে দাঁড়িয়ে যান।"
বলেই তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন।
😥😥

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when News World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News World:

Videos

Share

Category

Nearby media companies